নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজমুল অাহসান

নাজমুল অাহসান › বিস্তারিত পোস্টঃ

সাহিত্যিক বনাম সাহিত্য সমালোচক

১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৭

সাহিত্যে একজন সমালোচক কে অনেকেই ভাল চোখে দেখেন না । অথচ এরিস্টোটল একজন সাহিত্য সমালোচক ছিলেন । সাহিত্য যেমন একটি শিল্প তেমনি সমালোচনা ও একটি শিল্প । দু:খের বিষয় অনেকে যুগ যুগ ধরে লেখার পরও এ বিষয়টি হৃদয় দিয়ে অনুভব করেন না--কেউ কেউ মানতেও নারাজ যে সমালোচনা আসলেই একটি শিল্প হতে পারে ।



যে কেউ সাহিত্য সমালোচনা করতে সক্ষম নন । একজন সাহিত্যিকই সাহিত্য সমালোচনা করে থাকেন । সমালোচনা সাহিত্যের মান উন্নত করে বলে--প্রতিটি কবি-লেখকের উচিৎ সমালোচকের নিকট কৃতজ্ঞ থাকা--অথচ বাস্তবে তার উল্টোটাই বেশি দেখা যায় ।



ফেইস বুকে, ব্লগে যা হয়-এটি আসলে সমালোচনা নয়--রীতিমতো তেল দেয়া । এই তেলাতেলির সমাজে সাহিত্য করা দায় হয়ে পড়েছে ।সমালোচনা হবে অভিজ্ঞ এবং সেটেল্ড লেখকদের ক্ষেত্রে । এ ক্ষেত্রে কোন ছাড় দেয়া মোটেই যুক্তিযুক্ত নয় । এ ক্ষেত্রে ছাড় দিলে বরং লেখকের পথভ্রস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে । একজন লেখক হয়ে আমরা অন্যের লেখার গঠনমূলক সমালোচনা করে তাকে সঠিক পথে এগিয়ে যেতে সহায়তা করবো--এটিই প্রকৃত ভ্রাতৃত্ববোধ ।



কিন্তু প্রায়ঃশ দেখি সমালোচক কে কটূচোখে দেখা হচ্ছে--এটি একজন সমালোচকের জন্য অসম্মানজনক । তিনি বরং ভয়ে ভয়ে সমালোচনা করেন এবং সমালোচনা করার পর হেজিটেশনে ভোগেন--এটি আক্ষেপের বিষয় নয় কি ? রবি ঠাকুরের “ভাষায় সত্য যা, তা কঠিন,কঠিনেরে ভালবাসিলাম”-অথচ কবি-সাহিত্যিক হওয়ার পরও কেন যেন আমরা সত্যকে আন্তরিকভাবে মেনে নিতে পারিনা । দু-চার লাইন লেখে আমরা উন্নাষিক জ্বরে ভূগি ।



কেউ যদি কঠিন সমালোচনা করে তবে লেখকের খুশিই হওয়া উচিৎ । কেননা কঠিন সমালোচনা তারই করা হয় , যার লেখার মান আছে । ফেবু আর ব্লগের বেশিরভাগ সমালোচনাই--ভাল , সুন্দর হয়েছে, nice, লিখে যান, চমৎকার--এ টাইপ । এ গুলো কোন সাহিত্যসমালোচনার শব্দ নয়-বরং এ গুলো পণ্যের ক্ষেত্রে শোভা পায় । এই প্রশংসাগুলো এ কেবারেই নবীন লেখকদের ক্ষেত্রে সীমিত আকারে চলতে পারে বটে -- তবে কোন অভিজ্ঞ লেখকের ক্ষেত্রে এ ধরনের তেলাতেলি অশৌভন বলা চলে ।



সমালোচনা বলতে কেউ কেউ নিন্দাকে বুঝে থাকেন-অথচ সমালোচনা হলো ভালো-মন্দ

দুটিরই সংমিশ্রিত রূপ ।



কেউ কেউ আবার এমনভাবে সমালোচনা করে থাকেন মনে হয় যেন তার সাথে বুঝি লেখকের ব্যক্তিগত শত্রুতা রয়েছে--অথচ সমালোচনা করতে হবে লেখকের প্রতি সহমর্মিতা রেখেই ।এটি ভুলে গেলে চলবেনা যে সমালোচক-- তিনি নিজেও একজন লেখক, তার নিজের লেখার ব্যাপারেও অন্যে সমালোচনা করবে । আবার সমালোচনা মানে তেল দেয়া নয়--এটিও ভুলে গেলে চলবেনা মোটেও । সাহিত্যের একটি আদর্শ আছে--যে কোন লেখা কে তো সাহিত্য হিসেবে চালিয়ে দেয়া যায়না । সুতরাং সমালোচনার ক্ষেত্রে কোন ছাড় দেয়া ঠিক হবে না । এবং সমালোচক কে আন্তরিকভাবে গ্রহণ করার মানসিকতা গড়ে তুলতে হবে ।



একটি আদর্শ সাহিত্য-সমালোচনা কেমন হতে পারে তা দেখিয়ে গেছেন এরিস্টটল--এতবড় লোক যদি সমালোচক হতে পারেন তবে আমরা কেন সাহিত্য-সমালোচনাকে শিল্প হিসেবে দেখবোনা ।

সাহিত্য-সমালোচনা আসলেই একটি উৎকৃষ্ট শিল্প । যিনি সমালোচনা করবেন তাঁকে তো সাহিত্য বুঝতে হবে । তুলে আনতে হবে সাহিত্যের হৃৎপিন্ড । অতঃপর এই হৃৎপিন্ডের চুলছেঁড়া বিশ্লেষণ-চারটিখানি কথা নয় । সমালোচকের কাছে একজন সাহিত্যিক এ কারনেই কৃতজ্ঞ থাকবেন যে তিনি তার সৃষ্টিশৈলীর

চিকিৎসক ।





সমালোচকের সমালোচনায় কান দেয়া সাহিত্যিকের কাজ নয় । লেখক যদি মনে করেন তিনি সঠিক পথে আছেন তবে তিনি কারো কথায় মনোযোগ না দিয়ে নিজের সৃষ্টির প্রতি মনোযোগি হবেন । আর যদি তিনি সমালোচকের কোন কথা সঙ্গত মনে করেন , তা রিসিভ করবেন-অন্যথা অন্তত তাঁকে কটূচোখে দেখবেন না--কেননা সাহিত্যে সমালোচকের প্রয়োজনীয়তা অনস্বীকার্য ।









মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১:০০

তাশমিন নূর বলেছেন: সমস্যা হল আমি ভালো অথবা আরও ভালো অথবা উত্তম, কিংবা মন্দ, আরও মন্দ অথবা সবচে মন্দের মধ্যে পার্থক্য করতে পারি। কিন্তু আমার সীমাবদ্ধতা এই যে, সমালোচনা করার মতো ভাষা আমি খুঁজে পাই না। তাই ইচ্ছে থাকলেও আপনার এই লেখাটি যে চমৎকার লেগেছে সেটা আর বলতে পারছি না। কারন- আপনার আবার তাতে আপত্তি।


অফটপিকঃ এরিস্টটলের সাহিত্যজ্ঞান নিয়া কাহারও কোন সন্দেহ নাই। তাঁহার ট্র্যাজেডির সংজ্ঞাখানা এখনো নানান দেশে নাটকের সাবজেক্টে পাঠ্য। আর উহা হজম করিতে কতই না বেগ পাইতে হইয়াছে। কারন- আমাদিগকে আবার উহা পরীক্ষার খাতায় কোরআনের আয়াতের মতো হুবহু লিখিতে হইয়াছে। :D

২| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১:৪১

নাজমুল অাহসান বলেছেন: আপনি নিশ্চয়ই সাহিত্যের স্টুডেন্ট । আমি ও । ধন্যবাদ আপনাকে-কষ্ট করে লেখাটি পঢ়ার জন্য । ফেইস বুকে আর ব্লগে কেবল তেলাতেলি দেখি ।কেউ সাহন করে সমালোচনা করেনা--করলে ও তাকে নাজেহাল হতে হয়--এ কারনে মাঝে মাঝে অমাদের কে ও তেল দিয়েই সময় কে ছুঁয়ে রাখতে হয় ।

৩| ১৪ ই মার্চ, ২০১৫ ভোর ৫:৪১

বিদ্রোহী বাঙালি বলেছেন: যদিও আমি কোন লেখক নই, তবুও সাহিত্য সমালোচনাকে আমি যথেষ্ট গুরুত্ব দেই এবং অবশ্যই এটাকে একটা শিল্প মনে করি। তাই আপনার পোস্টটা বেশ আগ্রহ নিয়েই পড়লাম। আপনি পোস্টে মূলত সাহিত্য সমালোচনার গুরুত্ব নিয়েই আলোচনা করেছেন। তাশমিন নূর এর মন্তব্যের প্রতিমন্তব্যে দেখলাম আপনি সাহিত্যের ছাত্র। সাহিত্যের ছাত্র হিসাবে সমালোচনা কীভাবে করা উচিৎ সে ব্যাপারে কিছু দিক নির্দেশনা স্পষ্ট করে জানাতে পাড়তেন। তাতে পোস্টটার গুরুত্ব যেমন বেড়ে যেতো, ঠিক তেমনি অনেকের অনেক কাজে লাগতো, বিশেষ করে যারা ব্লগে বা ফেবুতে টুকটাক গঠনমূলক মন্তব্য করেন। আশা করছি অন্য কোন দিন হয়তো এই ব্যাপারে আপনার কাছ থেকে কোন পোস্ট পাবো। ভালো থাকবেন নাজমুল আহসান। নিরন্তর শুভ কামনা রইলো।

১৪ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১৬

নাজমুল অাহসান বলেছেন: আপনার পেজে ঢ়ুকেছি । ভাল করে আপনার লেখা পড়ার সময় হয়নি বলে কোন মূল্যায়ন করতে পারিনি--এ কারনে আন্তরিকভাবে দু:খিত । অন্য একদিন আপনাকে পড়বো আশা করছি ।যেটুকু পড়েছি এতেই বুঝতে পেরেছি আপনি বেশ ভাল লেখেন । বাংলা সাহিত্যে পড়লে ও লেখালেখিতে খুব কাচা । আপনাদের দোয়া থাকলে আপনাদের সাথে থাকার প্রেরণা পাব ।ধন্যবাদ ভাই বিদ্রোহী বাঙালি

৪| ১৪ ই মার্চ, ২০১৫ ভোর ৬:৫৭

আরণ্যক রাখাল বলেছেন: একমত| এছাড়া আর কি বলব| তবে একপেশে সমালোচনা অসহ্য

১৪ ই মার্চ, ২০১৫ সকাল ১১:২১

নাজমুল অাহসান বলেছেন: ধন্যবাদ ভাই অরণ্যক রাখাল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.