নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

আসা যাওয়ার গল্প

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫



একজন এসেছিলো আমায় দেখতে

ক্যামন আছি, কী করি, এই সব হাবিজাবি জানতে।

আমি তীর্থকাকের মতো প্রতীক্ষায় ছিলাম,

অপেক্ষা করছিলাম তার ফিরে আসবার পথ চেয়ে

সিগারেটের নিকোটিন রক্তের অনুতে ভরে ভরে দিন গুনছিলাম

অবশেষে আজ সে এলো; দেখে গ্যালো আমাকে, আমাদের স্মৃতিদের!



অগ্নি সঞ্চারক হৃদয় অববাহিকায় কতোটা ধূলোর চর জমেছে

একটা দুইটা সবুজ চারা রোপণ করলে কতো সময়ে ওরা বেড়ে উঠবে

সে এসেছিলো, এবং জেনে গ্যালো সব, যা আমার জানা নেই

হয়তো জানার প্রয়াসটুকুও মরে গ্যাছে, ব্যাভিচারের পার্থিবে!



অথবা ব্যবচ্ছেদ করে মরে পুড়ে যাই, এনাটমির সংসারে

তবুও নানারুপ রঙধনু আয়োজনে এসেছিলো সে

দেখে গ্যাছে আমি ও আমাদের ভঙ্গুরভূমিতে কী করে টিকে আছি

নীল হলুদ উদ্যানে, আমার একান্ত বাসর; একাকীত্বের বাসর

যা টিকে আছে প্রগলভ কিছু সত্য অহংকারে!



সে এসেছিলো, অহংকারের বুদবুদে ছাই চাপা করে গ্যাছে

চুম্বক ও চুম্বন বিষয়ক শ্রুতিপাঠ; আত্ননিবেদনের সারসংক্ষেপ!

তাসের ঘরে আগুন দিয়েছে, তখনো হার্টসের কুইন আমার হাতে

সযতনে আগলে রেখেছি, একটি অন্যদিনের গল্প।



রাতের মেঘঘোলাটে আকাশে ঝাপসা নক্ষত্ররাশি

একটা দুইটা রাতপাখি উদ্দেশ্যবিহীন

আদিগন্ত জুড়ে হা করে থাকা থকথকে আঁধারে

বিষাদের বালিহাঁস চক্রাকারে ঘুরতে থাকে

কড়িকাঠে মাকড়শা জাল আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে

তার আসা যাওয়ার গল্প!











ছবিসূত্র-- ফেবু



মন্তব্য ১০০ টি রেটিং +২৩/-০

মন্তব্য (১০০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২

ভিয়েনাস বলেছেন: অগ্নি সঞ্চারক হৃদয় অববাহিকায় কতোটা ধূলোর চর জমেছে
একটা দুইটা সবুজ চাড়া রোপণ করলে কতো সময়ে ওরা বেড়ে উঠবে
সে এসেছিলো, এবং জেনে গ্যালো সব, যা আমার জানা নেই
হয়তো জানার প্রয়াসটুকুও মরে গ্যাছে, ব্যাভিচারের পার্থিবে! .... সুন্দর।

১ম ভালো লাগা :)



অট: কে এসেছিল জাতি জানতে চায় ;)

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অথবা ব্যবচ্ছেদ করে মরে পুড়ে যাই, এনাটমির সংসারে!

কে যেন এসেছিলো :-/ ভুলে গেছি :|
শুভ সন্ধ্যা।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

নেক্সাস বলেছেন: অথবা ব্যবচ্ছেদ করে মরে পুড়ে যাই, এনাটমির সংসারে
তবুও নানারুপ রঙধনু আয়োজনে এসেছিলো সে
দেখে গ্যাছে আমি ও আমাদের ভঙ্গুরভূমিতে কী করে টিকে আছি
নীল হলুদ উদ্যানে, আমার একান্ত বাসর; একাকীত্বের বাসর
যা টিকে আছে প্রগলভ কিছু সত্য অহংকারে


+++++++++++++

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সে এসেছিলো, অহংকারের বুদবুদে ছাই চাপা করে গ্যাছে
চুম্বক ও চুম্বন বিষয়ক শ্রুতিপাঠ; আত্ননিবেদনের সারসংক্ষেপ!


ভালো থাকুন ব্রো।
শুভ বিকেল।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

সোনালী ডানার চিল বলেছেন: আপনার পূর্ববর্তী লেখা কবিতাগুলো থেকে আলাদা, অন্যরকম সুন্দর একটা কবিতা
পড়ে তৃপ্ত হলাম। এই পরিবর্তনটা লেখার ক্ষেত্রে খুব দরকার, যেখানে আপনি সফলভাবে
উতরে গিয়েছেন। সহজ এবং বিস্তৃর্ণ এরকম কাব্যের বিন্যাসে পাঠক আরামবোধ করে সবসময়। তাছাড়া কিছু শব্দের চতুর ব্যবহার লেখা অলঙ্কৃত করেছে অনেক।

শুভকামনা কবি!!!

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নিজেকে উল্টে পাল্টে দেখতে ইচ্ছে করে! এই কবিতাতে তাই করতে চেয়েছিলাম। কতোটুকু হলো তা আপনারাই ভালো বলতে পারবেন।

থ্যাঙ্কস আ লট কবি।
শুভ বিকেল।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পরিপক্ক এক কবির সুপরিপক্ক কবিতা ।
কবিকে অভিনন্দন ।

০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।
শুভ সন্ধ্যা।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

রোমেন রুমি বলেছেন: অবশেষে আজ সে এলো; দেখে গ্যালো আমাকে, আমাদের স্মৃতিদের!

অগ্নি সঞ্চারক হৃদয় অববাহিকায় কতোটা ধূলোর চর জমেছে


ভীষণ ভাল লাগল কথাগুলো
যেন নিজের ভেতরে কতদিন ধরে এই কথাগুলোই বেজে চলেছে...............।
এখানেই বোধহয় লেখকের সার্থকতা ।

+++.....................++

০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা! যা বললেন না!
ভালো রুমি ভাই।
আর নতুন পোষ্ট দেন।
শুভ সন্ধ্যা।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

মাক্স বলেছেন: ৪র্থ প্লাস। কবিতা ভালো লেগেছে হে কবি।

০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট।
শুভ সন্ধ্যা।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

সান্তনু অাহেমদ বলেছেন: ভালোলাগা রইল সরকার দা।++

শুভ কামনা।

০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস প্রিয় সান্তনু'দা।
শুভ সন্ধ্যা।

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সোনালী ডানার চিলের সাথে একমত !

সুন্দর একটা কবিতা ! আগের কবিতা থেকে অনেক ভালো লাগছে।

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
শুভ সন্ধ্যা।

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০

জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: কড়িকাঠে মাকড়শা জাল আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে
তার আসা যাওয়ার গল্প!--খুবই ভালো লাগল।আজকাল আর কড়িকাঠও নেই ,মাকড়শা গুলোও হতাশ হতাশ।গোলমতন একটা জাল দেখি না কতদিন!!!

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার বাসায় ছাদের কার্নিশে সেদিন বিশাল মাকড়শার জাল দেখলাম। হয়তো একারনেই কবিতায় কড়িকাঠ আর মাকড়শার জাল চলে এসেছে।

থ্যাঙ্কস।
শুভ রাত।

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫

সালমাহ্যাপী বলেছেন: বাহ !!!!!!!!!


অনেক বেশিই সুন্দর ।

আর খুব ভালো লেগেছে লেখাটা।

অনেক ভালো লাগা রেখে গেলাম :)

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মালয়শিয়া সফর শেষ? তারমানে চমৎকার একটা পোষ্ট পেতে যাচ্ছি।
চমৎকার একটা পোষ্টের জন্য আগাম শুভকামনা :)

থ্যাঙ্কস আ লট।
নতুন বছরের শুভেচ্ছা।
গুড নাইট।

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

সোমহেপি বলেছেন: অনেক সুন্দর লেখা।

শুভেচ্ছা।

ভরে ভরে শব্দ দুইটা কি কিছু করা যায়?

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বস, এটা তো ঠিকই আছে। কন্টিনিউ ঘটছে এমন বুঝাচ্ছি। আপনার কাছে কী শব্দ দ্বিরুক্তিটা বেশিই খারাপ লাগাছে? যদি বেশি খারাপ লাগে তবে চিন্তা করতে হবে।

শুভকামনা কবি।
ভালো থাকুন।
গুড নাইট।

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

ভিয়েনাস বলেছেন: আপনার কবিতার প্রথম প্যারা পড়ে লিখতে ইচ্ছে হলো :) :!>


আমার সফল প্রতীক্ষার ফল,
নক্ষত্রের পথ ধরে পায়ে হেঁটে তুমি এসেছিলে ।
হয়তো এতোটা আশা করনি
পেয়ে যাবে সযত্নে রাখা অক্ষয় স্মৃতির অঞ্জলি।
আমার স্মৃতি চিহ্নে এখনও বিস্মৃতির গ্রহণ লাগেনি,
অনন্তকাল পেয়ে যাবে নিয়ত স্মৃতি অর্ঘ, মৃত্যুর পরও।

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার সফল প্রতীক্ষার ফল,
নক্ষত্রের পথ ধরে পায়ে হেঁটে তুমি এসেছিলে ।
হয়তো এতোটা আশা করনি
পেয়ে যাবে সযত্নে রাখা অক্ষয় স্মৃতির অঞ্জলি।
আমার স্মৃতি চিহ্নে এখনও বিস্মৃতির গ্রহণ লাগেনি,
অনন্তকাল পেয়ে যাবে নিয়ত স্মৃতি অর্ঘ, মৃত্যুর পরও।


সুন্দর।

বাই দ্যা হয়ে কার জন্য প্রতীক্ষায় ছিলেন? ;)
আশা করি এই কবিতা পূর্ণরুপ পাবে।
শুভকামনা থাকলো।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

toysarwar বলেছেন: একটা দুইটা রাতপাখি উদ্দেশ্যবিহীন - রাতপাখি তো আমরাই।

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস বস।
রাতপাখি আপনারই থাক।
গুড নাইট।

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

দূর্যোধন বলেছেন: ভালো লাগা রইলো,কবি !

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস বস।
ভালো থাকবেন।
গুড নাইট।

১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

মিঠেল রোদ বলেছেন: রাতের মেঘঘোলাটে আকাশে ঝাপসা নক্ষত্ররাশি
একটা দুইটা রাতপাখি উদ্দেশ্যবিহীন
আদিগন্ত জুড়ে হা করে থাকা থকথকে আঁধারে
বিষাদের বালিহাঁস চক্রাকারে ঘুরতে থাকে
কড়িকাঠে মাকড়শা জাল আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে
তার আসা যাওয়ার গল্প!

Ek kothay osadharon val laga.

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মিঠেল।
নতুন বছরের শুভেচ্ছা।
গুড নাইট।

১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮

ইনকগনিটো বলেছেন: রাতের মেঘঘোলাটে আকাশে ঝাপসা নক্ষত্ররাশি
একটা দুইটা রাতপাখি উদ্দেশ্যবিহীন
আদিগন্ত জুড়ে হা করে থাকা থকথকে আঁধারে
বিষাদের বালিহাঁস চক্রাকারে ঘুরতে থাকে
কড়িকাঠে মাকড়শা জাল আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে
তার আসা যাওয়ার গল্প!



দারুন। অভিনন্দন।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
ভালো থাকুন।
গুড নাইট।

১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪

ভিয়েনাস বলেছেন: ভ্রাতা লেখাটুকু আপনার লেখা দেখে অনিপ্রানীত হয়ে লেখা । সুতরাং আমার প্রতীক্ষার কথা আসছে কেন? B-))

আপনি যে সুকৌশলে আমার প্রশ্ন এড়িয়ে গেছেন। সেইটার আগে জবাব দেন। B-)

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কৌশলী হওয়া ভালো বৎস! ;)
কতো কে আসে বাট এতোজনের নাম মনে রাখা কী সম্ভব? B-))
বুঝলাম না আমার কবিতা পড়ে আপনার অপেক্ষা/প্রতীক্ষার সখ জাগলো কেন? ;) উল্টো অপেক্ষা/প্রতীক্ষা যাতে করতে না হয় সেই ভাবণা আসার কথা, আর আপনি কি-না প্রতীক্ষায় নামলেন? :|
ঝেড়ে কাশুন ব্রো! আসল কথাটা কইয়া ফালান B-)

শুভকামনা রইল। প্রতীক্ষার প্রহর দীর্ঘ না হউক ;)
গুড নাইট ব্রো।

১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

মেহেরুন বলেছেন: ১০ম ভালোলাগা রইলো ভাইয়া। +++++++ কেমন আছেন???

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।
আপনাকে অনেকদিন পর দেখলাম আমার ব্লগে। দেখে ভালো লাগছে।
ভালোই আছি।
আশাকরি আপনিও ভালো আছেন।
নতুন বছরের শুভেচ্ছা।
শুভ বিকেল।

১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২২

ডানাহীন বলেছেন: একটা সময় ছিল
তার আসা মানে
ব্যাকুলতার শীৎকার
এখনো ছায়ারা আসে
ছায়ায় ঢেকে গেছে
আলোর চিৎকার ..

সুন্দর ..

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
একটা সময় ছিল
তার আসা মানে
ব্যাকুলতার শীৎকার
এখনো ছায়ারা আসে
ছায়ায় ঢেকে গেছে
আলোর চিৎকার ..


সুন্দর।
শুভেচ্ছা ডানাহীন।
শুভ বিকেল।

২০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

হাসান মাহবুব বলেছেন: শূন্যতা এসে শূন্যতা দেয়া নেয়া করে। শূন্যের ভর অসীম। ভালো লাগলো কবিতা।

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শূন্যতা এসে শূন্যতা দেয়া নেয়া করে। শূন্যের ভর অসীম।
অদ্ভুত সুন্দর।
হা-মা ভাই অনেকদিন আপনার কবিতা পড়িনা।
নতুন কবিতা দেন ব্লগে।
শুভ বিকেল ব্রো।

২১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
তাসের ঘরে আগুন দিয়েছে, তখনো হার্টসের কুইন আমার হাতে
সযতনে আগলে রেখেছি, একটি অন্যদিনের গল্প।

দারুন।।

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
তাসের ঘরে আগুন দিয়েছে, তখনো হার্টসের কুইন আমার হাতে
সযতনে আগলে রেখেছি, একটি অন্যদিনের গল্প।


থ্যাঙ্কস কবি।
শুভ বিকেল।

২২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

অপূর্ণ রায়হান বলেছেন: ১৩ তম ভালোলাগা :)

দারুন লিখেছেন ভ্রাতা +++++++

ভালো থাকবেন সবসময় :)

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
ভালো থাকুন।
শুভ সন্ধ্যা।

২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

ছোট্ট নিথী বলেছেন: অসাধারণ। +++

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস নিথী।
নতুন বছরের শুভেচ্ছা।
শুভ সন্ধ্যা।

২৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

লোনলিফাইটার বলেছেন: সুন্দর কবিতা +++ :)

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ফাইটার।
আপনার অই খানে এখন দিন না রাত?
যাই হউক গুড নাইট।

২৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

আমি বাঁধনহারা বলেছেন:
লিখেছেন অসাধারণ কবিতা
খুব ভালো লাগল প্রিয় মিতা।
তাই দিলাম শত শত প্লাস
তব জীবনে আসুক উচ্ছ্বাস।
++++++++++++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট ব্রো।
ভালো থাকুন।
গুড নাইট।

২৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

নোমান নমি বলেছেন: ওরে বাপরে। আগুন বের করলেন। একটু উষ্ণতা পেলাম। ভালো লাগছে।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যে ঠান্ডা পড়তাসে আগুন খুব দরকার :D একটু যদি বাচন যায়!
থ্যাঙ্কস ব্রো।
নতুন বছরের শুভেচ্ছা।
গুড নাইট।

২৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ইস ,,,,কী সুন্দর,,,,,,,,,,ভাললাগার ছড়াছড়ি

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।
নতুন বছরের শুভেচ্ছা।
শুভ সন্ধ্যা।

২৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

শহিদুল ইসলাম বলেছেন: খুব ভাল লাগল ,

কেউ এসেছিলো !

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।

কেউ এসেছিলো!
গুড নাইট।

২৯| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:

তাসের ঘরে আগুন দিয়েছে, তখনো হার্টসের কুইন আমার হাতে
সযতনে আগলে রেখেছি, একটি অন্যদিনের গল্প।
--নাইস

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।
শুভ বিকেল।

৩০| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

নক্ষত্রচারী বলেছেন: অসাধারণ!

কড়িকাঠে মাকড়শা জাল আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে
তার আসা যাওয়ার গল্প!


শুভকামনা কবি :)

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
শুভ সন্ধ্যা।

নতুন পোষ্ট দিচ্ছেন না কেন? /:)

৩১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬

নক্ষত্রচারী বলেছেন: গত মাসে প্রেজেন্টেশন, এক্সাম ইত্যাদি নিয়ে ব্যস্ত ছিলাম খুব আর এখন ভ্রমণজনিত কারণে ব্লগিংএ একটু পিছিয়ে গেলাম /:)

চেষ্টা করব যথা শিগগির ।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ব্যাপরা না! আজকালের মধ্যে পোষ্ট পেলেই হয়!
দেরী করলে খবরই আছে! /:)
গুড নাইট।

৩২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

সুপান্থ সুরাহী বলেছেন:
সে এসেছিলো, অহংকারের বুদবুদে ছাই চাপা করে গ্যাছে
চুম্বক ও চুম্বন বিষয়ক শ্রুতিপাঠ; আত্ননিবেদনের সারসংক্ষেপ!


ওসাম!!!

শুভকামনা সবসময়...........

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
তাসের ঘরে আগুন দিয়েছে, তখনো হার্টসের কুইন আমার হাতে
সযতনে আগলে রেখেছি, একটি অন্যদিনের গল্প।


থ্যাঙ্কস ব্রো।
আপনি অনেকদিন হলো পোষ্ট দিচ্ছেন না!
গুড নাইট।

৩৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১

সুপান্থ সুরাহী বলেছেন:
3950. (When) the horizons of all the Seven Heavens were full of houris and genies (who had come) to gaze upon him, Having arrayed themselves for his sake—how indeed should he care for anything except the Beloved?
He had become so filled with magnification of God, that even those nearest to God would find no way (of intruding) there.

“In Us (in Our unity) is no room for a prophet sent as an apostle, nor yet for the Angels or the Spirit. Do ye, therefore, understand!”

He (also) said, “We are má zágh (that is, Our eye did not rove), we are not (looking for carrion) like crows (zágh); We are intoxicated with (enraptured by) the Dyer, we are not intoxicated with the garden (of flowers with their many dyes).”


3955. Inasmuch as to the eye of the Prophet the treasuries of the celestial spheres and intelligences seemed (worthless) as a straw,

What, then, would Mecca and Syria and ‘Iráq be (worth to him), that he should show fight and longing (to gain possession of them)?

That thought and opinion (of his motive) is the hypocrite's, who judges (the Prophet) from the analogy of his own wicked soul. When you make yellow glass a veil (between your eyes and the sun), you see all the sunlight yellow.
Break those blue and yellow glasses, in order that you may know (distinguish) the dust and the man (who is concealed by it).


3960. The dust (of the body) has lifted up its head (risen) around the (spiritual) horseman: you have fancied the dust to be the man of God.

Iblís saw (only) the dust, and said, “How should this offspring of clay (Adam) be superior to me of the fiery brow?” So long as you art regarding the holy (prophets and saints) as men, know that that view is an inheritance from Iblís. If you art not the child of Iblís, O contumacious one, then how has the inheritance of that cur come to you?
“I am not a cur, I am the Lion of God, a worshipper of God: the lion of God is he that has escaped from (phenomenal) form.


3965. The lion of this world seeks a prey and provision; the lion of the Lord seeks freedom and death. Inasmuch as in death he sees a hundred existences, like the moth he burns away (his own) existence.”
Desire for death became the badge of the sincere, for this word (declaration) was (made) a test for the Jews. He (God) said in the Qur‘án, “O people of the Jews, death is treasure and gain to the sincere.
Even as there is desire for profit (in the hearts of the worldly), the desire to win death is better than that (in the eyes of the sincere).


3970. O Jews, for the sake of (being held in) honour by men of worth, let this wish be uttered on your tongues.”

Not a single Jew had so much courage (as to respond), when Mohammed raised this banner (gave this challenge). He said, “If they should utter this on their tongues, truly not one Jew would be left in the world.”
Then the Jews brought the property (tribute in kind) and land-tax, saying, “Do not put us to shame, O Lamp (of the world).”

“There is no end in sight to this discourse: give me your hand, since yours eye has seen the Friend.”


রুমীর কিছু ইংরেজি ট্রান্সলেশন দিয়ে গেলাম ব্যাখ্যাসহ... ভাল লাগবে আশা করি...

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট ব্রো।
কৃতজ্ঞতা জানবেন।

আশা করি কাজে দেবে এগুলো।

আপনার জন্য----

আত্নানুসন্ধানে
আমি ছিলাম বিভ্রান্ত এবং বিরামহীন।
বিচ্ছেদের অনুশাসনে বিস্ফোরিত হৃদয়
বসিয়ে দ্যায় লকলকে অনলে!
এই বঞ্চণায় আটকে যাব চিরতরে
যদি না বের হতে পারি
''তুমি'' এবং ''আমি'' হতে!


এটা আমার লাষ্ট অনুবাদ রুমি থেকে করা।

৩৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭

সুপান্থ সুরাহী বলেছেন:
ভাই! পোস্ট তো একটা দিসিলাম ৫মিনিটও প্রথম পাতায় ছিলনা।

সামুর কী হইল????

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্রথম পাতায় থাকতে হবে না! আপনি আমার অনুসারিত ব্লগার। ঠিকই পড়া হবে আপনার পোষ্ট।

আজকাল সামুতে এতোবেশি পোষ্ট আসে কয়েকমিনিটেই পোষ্ট প্রথপাতা থেকে হারিয়ে যায়।

ভালো থাকবেন বস।

৩৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৭

আহসান জামান বলেছেন:
চমৎকার কবিতা কবি, ভালো থাকবেন।

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
নতুন বছরের শুভেচ্ছা।
শুভ বিকেল।

৩৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০

টুম্পা মনি বলেছেন: :D :D :D :D :D :D :D

১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এইভাবে দন্ত বিকশিত করার মতো কী পেলেন! :|
পাঠে ধন্যবাদ :)
শুভসন্ধ্যা।

৩৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

নীলঞ্জন বলেছেন: অনেক ভালো লাগা রইল কবি।++++++++++

শুভ কামনা ডালি ডালি।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
শুভ সন্ধ্যা।

৩৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

অদৃশ্য বলেছেন:



অফলাইনে পড়লাম এতা আর নতুনটা.....

চমৎকার হয়েছে.....


শুভকামনা.....

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট কবি।
শুভ দুপুর।
শুভেচ্ছা থাকলো।

৩৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

রাজসোহান বলেছেন:
একজন এসেছিলো আমায় দেখতে
ক্যামন আছি, কী করি, এই সব হাবিজাবি জানতে।
আমি তীর্থকাকের মতো প্রতীক্ষায় ছিলাম,
অপেক্ষা করছিলাম তার ফিরে আসবার পথ চেয়ে
সিগারেটের নিকোটিন রক্তের অনুতে ভরে ভরে দিন গুনছিলাম
অবশেষে আজ সে এলো; দেখে গ্যালো আমাকে, আমাদের স্মৃতিদের!

কী সহজ তীব্র আকুতি মনের! প্লাস প্লাস। :)

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি খেলতাম না! সোহান ভাই আমারে ফলস পেলাচ দিসে :( :((

থ্যাঙ্কস সোহান ভাই।
ভালো থাকবেন।
শুভ সন্ধ্যা।

৪০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১১

রাজসোহান বলেছেন: আসলেই ফলস পেলাচ দিসিলাম। অফিসের নেট হইলো গরুর গাড়ী যার কারনে পেলাচ অপশন লোডই হয় না। বাসায় আইসা দিয়া গেলাম, বাসার নেট রকেট স্পীড B-))

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এখন থাইক্যা রকেট স্পীড নিয়া আইসেন! ;) B-))
থ্যাঙ্কস সোহান ভাই।
গুড নাইট।

৪১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

প‌্যাপিলন বলেছেন: ভাল লাগল আসা যাওয়ার গল্প

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস প্যাপিলন।
নতুন পোষ্ট দিচ্ছেন না কেন? /:)
শুভ সন্ধ্যা।

৪২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০২

ফ্রাস্ট্রেটেড বলেছেন: বিকেলে জানালার শার্সিতে আপনার নাগরিক জীবন পড়েছিলাম। এখন এইটা পড়লাম। মুগ্ধতা ভিন্নত্বে, আর চমতকারিত্বে।

আসা, সেই আসা।

শুভকামনা।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
থ্যাঙ্কস এগেইন পুরোণো লেখাগুলো পড়ছেন দেখে।
আপনার কমেন্ট খুব অনুপ্রাণীত করে, সেটা কী আপনি জানেন?
শুভ সন্ধ্যা ব্রো।

৪৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯

ভিয়েনাস বলেছেন:

আত্নানুসন্ধানে
আমি ছিলাম বিভ্রান্ত এবং বিরামহীন।
বিচ্ছেদের অনুশাসনে বিস্ফোরিত হৃদয়
বসিয়ে দ্যায় লকলকে অনলে!
এই বঞ্চণায় আটকে যাব চিরতরে
যদি না বের হতে পারি
''তুমি'' এবং ''আমি'' হতে
........ চমৎকার।

প্রত্যাশা আরো বেড়ে গেল :)

শুভ কামনা থাকলো ।

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
আপনার এই কমেন্ট অনুপ্রেরণা যোগাবে।
ভালো থাকবেন।
গুড নাইট।

৪৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৬

নীল-দর্পণ বলেছেন: আছেন কেমন :)

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনে! :-/ আমি তো ভাবছিলাম ২০১৩ সালে আমাদের ছেড়ে চলে যাওয়া ব্লগারদের তালিকায় নাম লিখাইছেন! :| ঝুমুর খবর কী? তার শ্বশুরবাড়ীর সবাই ভালো তো ;)

ভালো আছি। আপনার খবরা খবর কী?
নতুন বছরের শুভেচ্ছা।
শুভ দুপুর।

৪৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

নীল-দর্পণ বলেছেন: ঠিক নাই আমার, ছেড়ে চলে যাওয়া না হলেও আধা হারিয়ে যাওয়া ব্লগারের তালিকায় নাম উঠতে পারে নেটের যা অবস্থা! :|

ঝুমু ভালই আছে শ্বশুর বাড়ীর সবাইকে নিয়ে :)

আপনাকেও শুভেচ্ছা :)

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নেট কানেকশন তো এই কয়দিন ভালোই। মাঝে কিছুদিন খুব খারাপ ছিলো।
ব্লগে নিয়মিতই থাকবেন আশা করি।
আর গল্প রেসিপি কোনটা নিয়ে পোষ্ট দিবেন, তাড়াতাড়ি দিয়ে ফেলুন!
শুভকামনা থাকলো।

৪৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

অপর্ণা মম্ময় বলেছেন: ভাল্লাগছে কবিতা ।

একটা দুইটা সবুজ চাড়া রোপণ করলে কতো সময়ে ওরা বেড়ে উঠবে

--- সবুজ চারা হবে

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এর আগে এতোজন পড়লো, আমিও এতো বার পড়লাম বাট টাইপোটা চোখো পড়লো না :/ সবাইরে ধইরা ধইরা মাইনাস দেওনের কাম! তবে সবার আগে আমাকেই দেয়া উচিত /:)

থ্যাঙ্কস। ঠিক করে নিলাম।
শুভেচ্ছা।

৪৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

অপর্ণা মম্ময় বলেছেন: বেশি বেশি ভুল ধরলে আবার আমারেই দেখতার্বেন না , পেইন মনে হইতে পারে।
সে যাই হোক চেষ্টা অব্যাহত থাকুক ।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি বরং এমন কমেন্টই পছন্দ করি। আশা করি ভবিষ্যতেও এমন ভুল দেখলে জানাবেন।

আপনার গল্প পড়ার ইচ্ছে জানিয়ে রাখলাম। তাড়াতাড়ি নতুন গল্প নামান।
শুভকামনা রইল।

৪৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

মাহী ফ্লোরা বলেছেন: রাতের মেঘঘোলাটে আকাশে ঝাপসা নক্ষত্ররাশি
একটা দুইটা রাতপাখি উদ্দেশ্যবিহীন
আদিগন্ত জুড়ে হা করে থাকা থকথকে আঁধারে
বিষাদের বালিহাঁস চক্রাকারে ঘুরতে থাকে
কড়িকাঠে মাকড়শা জাল আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে
তার আসা যাওয়ার গল্প!

এই অংশটুকু দারুন লাগছে পড়তে। :)

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
ভালো থাকবেন।
শুভ বিকেল।

৪৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০০

বিদ্রোহী ভাস্কর বলেছেন: অনেকদিন পর আসলাম। আপনার লেখার হাত আগের থেকে ভালো হয়েছে।

২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।
জেনে খুশি হলাম।
আপনার জন্য শুভকামনা রইল।
গুড নাইট।

৫০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

রাতুল_শাহ বলেছেন: সে এসেছিলো, এবং জেনে গ্যালো সব, যা আমার জানা নেই

লাইনটা অসাধারণ লাগলো।

অনেক অনেক ভাললাগা রইল।

৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট রাতুল ভাই।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.