নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

নাগরিক জীবন

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯







যান্ত্রিক কোলাহলে

দোদুল্যমান

নাগরিক জীবন!



জানালায় মাতাল চাঁদ

বারোয়ারী বাতাসে

হেলেদুলে

চুপিচুপি

গলে পড়ে

শার্সিতে।



ধূপ জ্বেলে বসে থাকা নাগরিকমন

ব্যস্ত ভীষণ।



রোজানা ঝড় বৃষ্টিতে

কুয়াশার গ্যাঁড়াকলে

চাঁদের কামনায়

ঠাঁয় দাঁড়িয়ে

স্ট্রীট ল্যাম্প!

মন্তব্য ৭২ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: জানালায় মাতাল চাঁদ
বারোয়ারী বাতাসে
হেলেদুলে
চুপিচুপি
গলে পড়ে
শার্সিতে।

এইটুকু বেশি ভালো লেগেছে ।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
শুভ জাগরণ (গুড নাইট)!

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সুন্দর ও এক্সপ্রেসিভ !! ++++++ রেখে গেলাম.....

ভালো থাকবেন...

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস পথিক।
ব্লগে স্বাগতম।
আপনিও ভালো থাকবেন।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

শান্তা273 বলেছেন: ভালো লাগলো।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস শান্তা।
ব্লগে স্বাগতম।
গুড নাইট।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

ভিয়েনাস বলেছেন:
আকাশের নগ্ন নাভীতে
চুয়ে পড়ে মাদকতার সুরা,
থেকে থেকে
উদ্যম নৃত্তের
ঝড় তোলে
পান পাত্রে।
লোভাতুরে ডুবে
নাগরিক মন ।



জানালায় মাতাল চাঁদ
বারোয়ারী বাতাসে
হেলেদুলে
চুপিচুপি
গলে পড়ে
শার্সিতে .... চমৎকার লাগলো :)



নাগরিক মনে ভালো লাগা রইলো।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আকাশের নগ্ন নাভীতে
চুয়ে পড়ে মাদকতার সুরা,
থেকে থেকে
উদ্যম নৃত্তের
ঝড় তোলে
পান পাত্রে।
লোভাতুরে ডুবে
নাগরিক মন ।


চমৎকার।
শুভেচ্ছা ব্রো।
গুড নাইট।

৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬

নোমান নমি বলেছেন: একটু শব্দ করে হেলেদুলে পড়ার মত। ভাল্লাগছে।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস নোমান ভাই।
গুড নাইট।

৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭

নেক্সাস বলেছেন: জানালায় মাতাল চাঁদ
বারোয়ারী বাতাসে
হেলেদুলে
চুপিচুপি
গলে পড়ে
শার্সিতে।



দারুণ

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
শুভ বিকেল।

৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪

শহিদুল ইসলাম বলেছেন: ধূপ জ্বেলে বসে থাকা নাগরিকমন
ব্যস্ত ভীষণ।
রোজানা ঝড় বৃষ্টিতে
কুয়াশার গ্যাঁড়াকলে
চাঁদের কামনায়
ঠাঁয় দাঁড়িয়ে
স্ট্রীট ল্যাম্প!

খুব সুন্দর কবি

ভালো লাগা !

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস প্রিয় কবি।
শুভ বিকেল।

৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। রোজানা মানে কী?

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
রোজানা = দৈনিক বরাদ্দ; তবে এখানে প্রতিদিন বুঝিয়েছি।

থ্যাঙ্কস হামা ভাই।
শুভ বিকেল।

৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

ভালো লাগলো।
নতুন প্রচেষ্ঠা মনে হলো।।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এই কবিতাটা যখন লিখি এভাবেই হয়ে যায়! এতে আমার কোন চেষ্টা বা প্রচেষ্টা ছিলো কিনা জানি না।

থ্যাঙ্কস কবি।
শুভ বিকেল।

১০| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

ডানাহীন বলেছেন: ভালো তবে নাগরিক মনের অনুভুতি ছুঁতে পারলাম না .. হয়ত আমার ব্যর্থতা অথবা নাগরিক মন নেই ..

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতার ব্যাখ্যা আজ পর্যন্ত দেই নাই। ব্যাখ্যা দিতে ভালো লাগে না। তবে এই কবিতা ব্যাখ্যা করতে ইচ্ছে করলো!একলাইনের একটা ব্যাখ্যা দিলাম।

নগরের মানুষ এতোটাই বেতিব্যস্ত যে তারা চারপাশের নান্দনিক সৌন্দর্যের সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে পারছে না বাট তাদেরই সেবায় তৈরি স্ট্রীট ল্যাপ চাঁদের কামনা করে যাচ্ছে!

কবিতার শিরোনামটা চেঞ্জ করে দিলাম। আশা করি তখন কিছুটা হলেও ভালো লাগবে।

আপনার কমেন্ট ভালো লেগেছে।
থ্যাঙ্কস আ লট।
শুভ বিকেল।

১১| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

সায়েম মুন বলেছেন: একটা শব্দে অর্থ জানা হৈল। স্ট্রিট ল্যাম্পের মত পথচারী আর্মা।

কবিতা ভাল লাগলো কবি।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট কবি।
আমার একটা অকবিতা আপনি পড়েন নাই।
আশা করি সময় সুযোগমত পড়ে যাবেন।
শুভ বিকেল।

১২| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

নীল বরফ বলেছেন: কবি, অনেক ভাল লাগা তোমার কবিতার প্রতি। :) :)

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস নীল।
ব্লগে স্বাগতম।
শুভ বিকেল।

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

নীলফরিং বলেছেন:


কুয়াশার গ্যাঁড়াকলে
চাঁদের কামনায়
ঠাঁয় দাঁড়িয়ে
স্ট্রীট ল্যাম্প!


স্ট্রীটল্যাম্প চাঁদের কামনায় অপেক্ষায়!!!!!!!! হায়রে ল্যাম্প। কবিতায় ভালোলাগার চিহ্ন জমা দিলাম।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হায়রে মানুষ বলেন!

থ্যাঙ্কস আ লট ফরিং।
শুভ সন্ধ্যা।

১৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কবি সুন্দর কবিতা। আমার পুরোটই ভালো লেগেছে।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।
ব্লগে স্বাগতম।
শুভ সন্ধ্যা।

১৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বরাবরের মতই চমৎকার !

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
শুভ সন্ধ্যা।

১৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

কালোপরী বলেছেন: :)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কথাবার্তা ছাড়া হাসি! :|
গুড নাইট।

১৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

সোনালী ডানার চিল বলেছেন: খুব সুন্দর কবি, খুব ভালো লাগা!!

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
গুড আফটারনুন।

১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

ফারাহ দিবা জামান বলেছেন: জানালায় মাতাল চাঁদ
বারোয়ারী বাতাসে
হেলেদুলে
চুপিচুপি
গলে পড়ে
শার্সিতে।================

চমৎকার অনুভব।
মনের চোখে অনেক আগের কোন দিন মনে পড়ল।
স্কুল লাইফ ,
সে যে বড় নীল চাঁদ উঠত,
আর জানলার শার্শিতে চাঁদের ছায়া পড়তো,
একটা আনমনা মেয়ে কোমর সমান চুল ছেড়ে জানলার বনেদী শিক ধরে আকাশে তাকিয়ে থাকতো।
গভীর রাত।
চারিদিকে কেউ নাই।
অসাধারণ সেই অনুভুতি।
আজো খুঁজে ফিরি।
নিজের কিছু একান্ত নিজস্ব সময়।
ফিরে পাওয়া যায় কি!

ছেলেবেলাটা কত সুন্দর ছিল!!!
আর কি পাব ফিরে!

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।
ছোটবেলার কথা উঠলেই নষ্টালজিক হয়ে যাই। সেইদিনগুলো ভুলি কেমন করে। অই দিনগুলোই তো একমাত্র সঞ্চয়!

ভালো থাকবেন।
গুড নাইট।

১৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

নক্ষত্রচারী বলেছেন: ওয়াও ! :)

রোজ থেকে মনে হয় রোজানা শব্দের উৎপত্তি ।
ভালো লাগা রইল ।

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
রোজ থেকেই রোজানার উৎপত্তি সম্ভবত!
থ্যাঙ্কস নক্ষত্রচারী।
শুভ দুপুর।

২০| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

মেহেরুন বলেছেন: জানালায় মাতাল চাঁদ
বারোয়ারী বাতাসে
হেলেদুলে
চুপিচুপি
গলে পড়ে
শার্সিতে।

১২তম ভালো লাগা রইলো। ভালো থাকবেন।

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।
ভালো থাকবেন।
শুভ দুপুর।

২১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

রাজসোহান বলেছেন: এই নাগরিক জীবন এখন দেয়ালে দেয়ালে ফড়িং ডানা খোঁজে।

পিলাস পিলাস।

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনাকে ব্লগে দেখে ভাল্লাগছে :)
আশা করি ব্লগে নিয়মিত হবেন।

এই নাগরিক জীবন এখন দেয়ালে দেয়ালে ফড়িং ডানা খোঁজে।-- সুন্দর।
শুভ দুপুর।

২২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

অদৃশ্য বলেছেন:



আর এই লিখাটি দূর্দান্ত হয়েছে...



শুভকামনা....

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
শুভ দুপুর।

২৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

মামুন রশিদ বলেছেন: ধূপ জ্বেলে বসে থাকা নাগরিকমন
ব্যস্ত ভীষণ।


দুর্দান্ত হয়েছে । ১৪ তম ভালোলাগা । :)

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
শুভ বিকেল।

২৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

নস্টালজিক বলেছেন: যান্ত্রিক কোলাহলে
দোদুল্যমান
নাগরিক জীবন!

জানালায় মাতাল চাঁদ
বারোয়ারী বাতাসে
হেলেদুলে
চুপিচুপি
গলে পড়ে
শার্সিতে।

রোজানা ঝড় বৃষ্টিতে
কুয়াশার গ্যাঁড়াকলে
চাঁদের কামনায়
ঠাঁয় দাঁড়িয়ে
স্ট্রীট ল্যাম্প!

ধূপ জ্বেলে বসে থাকা নাগরিকমন
ব্যস্ত ভীষণ...






ছোটো ছোটো শব্দে নাগরিক মনের শব্দবিন্যাস ভালো লাগসে!

পাঠ শেষে আমি আমার মত করে সাজিয়ে নিলাম এভাবে!


শুভেচ্ছা, আলাউদ্দিন!

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন: বস, আপনার পাঠ সত্যিই আনন্দ দিয়েছে। আপনার সাজানোটা খুব ভালো লেগেছে। আমারটা চেঞ্জ করে করে আপনার মতো করে দিচ্ছি।

বস, আপনাকে নিয়মিত আমার ব্লগে দেখতে চাই।

থ্যাঙ্কস আ লট কবি।
শুভ দুপুর।

২৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২১

অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর ।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।
ভালো থাকবেন।
শুভকামনা থাকলো।
গুড নাইট।

২৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: ১৬ তম ভালোলাগা ++++++++

ভালো লাগলো ভ্রাতা । কেমন আছেন ? :)

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
আছি ভালোই।
আপনার খবরা খবর কি?
শুভ বিকেল।

২৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

সোমহেপি বলেছেন: চাঁদের আলো শার্সিতে গলে পড়ার ব্যাপারটা বুঝি নাই।

শেষের দু'লাইন ভাল লাগলো।

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জ্যোৎস্নার অবাদ প্রবাগ গৃহে; এটাই বুঝাতে চেয়েছি।

থ্যাঙ্কস সোমভাই।
শুভ বিকেল।

২৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২২

চেয়ারম্যান০০৭ বলেছেন: ছোট ,সুন্দর একটি লেখা।ভালো লাগলো।+

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস চেয়ারম্যান সাব।
আপনি অনেকদিন পর আমার ব্লগে আসলেন।
নতুন বছরের শুভেচ্ছা।
গুড নাইট।

২৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৯

বোকামন বলেছেন:
“রোজানা ঝড় বৃষ্টিতে
কুয়াশার গ্যাঁড়াকলে
চাঁদের কামনায়
ঠাঁয় দাঁড়িয়ে
স্ট্রীট ল্যাম্প!”

মারহাবা মারহাবা চমৎকার লাগল

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস বোকামন।
ব্লগে স্বাগতম।
শুভকামনা রইল।

৩০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ভাল লাগলো।

রাত্রিগুলো বিমূর্ত

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ওয়েল কাম ব্যাক :)
আপনার নতুন গল্পের অপেক্ষায় বসে আছি।
অনেক লেখা মিস করছেন, সব পড়বেন কিন্তু! B-)
শুভ সন্ধ্যা।

৩১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১

নীল-দর্পণ বলেছেন: সুন্দর তো

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আগে মোটা চশমায় দেখে নেই! B:-) আরে আপনিই তো! :-B :-B
এক বছর পর ব্লগে আসছেন! /:)

আশা করি ভালো ছিলেন। গল্পের পরের পর্বগুলো লিখে ফেলেন :-/ B-))

৩২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা মাঝে মাঝে মাথা দুলিয়ে, নাড়িয়ে নাড়িয়ে পড়লে মন্দ লাগে না। এটা সে রকম কবিতা। ভাল্লাগছে।
তবে ঠায় বানান নিয়া সন্দিহান।( আমি নিজেও নিশ্চিত না তাই..)
শুভেচ্ছা

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ঠাঁয় বানানটা ঠিকই আছে।

থ্যাঙ্কস আপু।
আপনার গল্প পড়তে মুঞ্চায়।
তাড়াতাড়ি গল্প নামান।

৩৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

প‌্যাপিলন বলেছেন: সহজিয়া প্রকাশে দারুন শব্দের খেলা - নাগরিক জীবন নিয়ে সিরিজ চলতে পারে-প্রত্যাশায় থাকলাম

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সিরিজ কী করে লিখে জানিনা তো। লিখতে পারলে তো অবশ্যই লিখবো।
থ্যাঙ্কস ব্রো।
শুভ বিকেল।

৩৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

রাতুল_শাহ বলেছেন: শার্সিতে = মানে কি ভাই?

৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শার্সি = দরজা বা জানালার পর্দা।

থ্যাঙ্কস রাতুল ভাই।
শুভ সন্ধ্যা।

৩৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৪

রাতুল_শাহ বলেছেন: নতুন শব্দ শিখলাম।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।

৩৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮

shfikul বলেছেন: মন্তব্যে ব্যাখ্যা ও শব্দের অর্থ জেনে কবিতাটা এখন ভালো লেগেছে।অল্প কথায় বড় বক্তব্য।সুন্দর।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পড়ার জন্য ধন্যবাদ।
ব্লগে স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.