নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

প্রজন্ম চত্বরে আমাদেরই ঢেউ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১১





জেগেছে মানুষ আজ জেগেছে

অধিকার আদায়ের সংগ্রামে নেমেছে

জানি আসবে কতো ঝড়, পুড়বে কতো খড়

তবু নিশ্চিত জানি জয় হবেই হবে আমাদের।



হয়েছি আমরা একীভুত আজ প্রজন্ম চত্বরে

গণজাগরণের ঢেউয়ে উড়ে যাবে সব

রাজাকারের দম্ভ। ফাঁসী হবেই হবে

আমাদের গণদাবীর মুখে নত হবে সব।



জেগেছে আজ আবালবৃদ্ধবণিতা

স্লোগানে স্লোগানে মুখরিত আজ

সারা বাংলা, সংগ্রাম ছাড়া কিছু জানেনা

একটাই দাবী অন্যথা কিছু মানে না।



জেগেছে আজ ছাত্র মজলুম জনতা

প্রজন্ম চত্বরে আমাদেরই ঢেউ

গণজাগরণের একটাই স্লোগান

রাজাকাদের ফাঁসী ছাড়া কিছু মানি না।



সারা বাংলা অতন্দ্র প্রহরী আজ,

জ্বেলেছে আলোর মশাল, আসে যত বিপক্ষশক্তি

প্রাণবায়ু আছে যতক্ষণ, লড়ে যাবো মোরা

হৃদয় নিংড়ানো রক্তে সাজাবো দেশমাতৃকা।







সোনালী মশাল জ্বলজ্বলে হাতিয়ার



মন্তব্য ৬০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১২

বোকামন বলেছেন: ++++++++++++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দাবী একটাই, রাজাকারদের ফাঁসী।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১২

মোঃ_হাসান_আরিফ বলেছেন: আন্দোলন কি ব্লগারদের হাতে আছে

Click This Link

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দাবী একটাই, রাজাকারদের ফাঁসী।

লিংকের জন্য ধন্যবাদ।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

অদ্বিতীয়া আমি বলেছেন: +++++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দাবী একটাই, রাজাকারদের ফাঁসী।

গুড নাইট।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১

স্বপনবাজ বলেছেন: দাবী একটাই , রাজাকারের ফাসি !

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দাবী একটাই, রাজাকারদের ফাঁসী।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

যুবায়ের বলেছেন: জেগেছে মানুষ আজ জেগেছে
অধিকার আদায়ের সংগ্রামে নেমেছে
জানি আসবে কতো ঝড়, পুড়বে কতো খড়
তবু নিশ্চিত জানি জয় হবেই আমাদের।
++++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দাবী একটাই, রাজাকারদের ফাঁসী চাই।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১

কান্ডারি অথর্ব বলেছেন:
জেগেছে মানুষ আজ জেগেছে
অধিকার আদায়ের সংগ্রামে নেমেছে
জানি আসবে কতো ঝড়, পুড়বে কতো খড়
তবু নিশ্চিত জানি জয় হবেই আমাদের।++++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দাবী একটাই, রাজাকারদের ফাঁসী চাই।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

মামুন রশিদ বলেছেন: এই বাংলার মাটিতে রাজাকারের ঠাঁই নাই
সকল রাজাকার আল-বদরের ফাঁসি চাই ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ফাঁসী চাই, ফাঁসী চাই, রাজাকার এবং তাদের দোসরদের ফাঁসী চাই।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭

একজন আরমান বলেছেন:

'' পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই ''

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জয় বাংলা।
ফাঁসী চাই, ফাঁসী চাই, ফাঁসী চাই, সব রাজাকারের ফাঁসী চাই।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

ডানাহীন বলেছেন: 'প্রজন্ম চত্বরে আমাদেরই ঢেউ'
চমৎকার বলেছেন ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জয় বাংলা।
ফাঁসী চাই, ফাঁসী চাই, সব রাজাকারের ফাঁসী চাই।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

সায়েম মুন বলেছেন: সারা বাংলা অতন্দ্র প্রহরী আজ,
জ্বেলেছে আলোর মশাল, আসে যত বিপক্ষশক্তি
প্রাণবায়ু আছে যতক্ষণ, লড়ে যাবো মোরা
হৃদয় নিংড়ানো রক্তে সাজাবো দেশমাতৃকা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
একটাই দাবী, সব রাজাকারদের ফাঁসী চাই।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০

কালোপরী বলেছেন: প্রাণবায়ু আছে যতক্ষণ, লড়ে যাবো মোরা
হৃদয় নিংড়ানো রক্তে সাজাবো দেশমাতৃকা


:) :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দেশ সাজাবো তবে তার আগে অবশ্যই দেশ থেকে রাজাকার মুক্ত করবো। :) :)

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

সুলতানা শিরীন সাজি বলেছেন:
সে ঢেউ ছড়িয়ে গেলো সবখানে................

আমরাও ভেসে যাচ্ছি গনজাগরণের জোয়ারে।
শুভেচ্ছা আলাউদ্দীন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।
এই ঢেউয়ে ভেসে যাবে সব অন্যায় অবিচার।
গুড নাইট।

১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

হাসান মাহবুব বলেছেন: নিশ্চিত জানি জয় হবেই হবে আমাদের।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নিশ্চিত জানি জয় হবেই হবে আমাদের।

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

সোনালী ডানার চিল বলেছেন:
'গণজাগরণের একটাই স্লোগান
রাজাকাদের ফাঁসী ছাড়া কিছু মানি না'

বিপ্লবী শুভেচ্ছা..................................কবি।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নিশ্চিত জানি জয় হবেই হবে আমাদের।

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

নেক্সাস বলেছেন: রাজাকারের দম্ভ। ফাঁসী হবেই হবে
আমাদের গণদাবীর মুখে নত হবে সব।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নিশ্চিত জানি জয় হবেই হবে আমাদের।

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: প্রাণবায়ু আছে যতক্ষণ, লড়ে যাবো মোরা
হৃদয় নিংড়ানো রক্তে সাজাবো দেশমাতৃকা।


জয় অবশ্যম্ভাবী।

কবিতায় ভাললাগা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নিশ্চিত জানি জয় হবেই হবে আমাদের।

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

আমি বাঁধনহারা বলেছেন:

সব বাংলাদেশিদের মুখে একটাই শ্লোগান:
রাজাকারের ফাঁসি চাই
রাজাকারের মুক্তি নাই,
রাজাকারের বিচার করে রাখব বাংলার মান।


ভালো লাগল
+++++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!



১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নিশ্চিত জানি জয় হবেই হবে আমাদের।

১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮

নক্ষত্রচারী বলেছেন: জয় আমাদের হবেই, জয়ী আমরা হবোই । কারণ এ যে একাত্তরের পুনরাবৃত্তিক উপাখ্যান ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নিশ্চিত জানি জয় হবেই হবে আমাদের।
জয় বাংলা।

১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

যাযাবর৮১ বলেছেন:





গণদাবি একটাই

আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।

আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।

ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা সুন্দর হইছে।
শুভ কামনা।

২০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

রোমেন রুমি বলেছেন: মানুষরূপী জানোয়ার বেজন্মা, জারজ রাজাকারদের জন্য শাস্তি হিসেবে ফাঁসি অত্যন্ত নগণ্য । এই বেজন্মাদের প্রজন্ম চত্বরে উন্মুক্ত মঞ্চে জনতার সম্মুখে হাত -পা টানটান করে বাঁধতে হবে। কোরবানির গরুর মত জীবন্ত অবস্থায় খুব আস্তে আস্তে ধারাল ছুরি দিয়ে সব চামড়া তুলে নিতে হবে। তারপর এই শরীরে লবন ও মরিচের গুড়া ছিটাতে হবে । এর পর ভারি রড দিয়ে পিটিয়ে জিবন্ত জানোয়ারদের শরীরের হাড় চূর্ণ- বিচূর্ণ করতে হবে এবং জীবন্ত অবস্থায় চোখদুটো উপড়ে ফেলতে হবে। সর্বশেষে পেট্রোল ঢেলে জীবন্ত অবস্থায় পুড়ে ছাইগুল পাকিস্থানে পাঠিয়ে দিতে হবে। জানোয়ারদের মুখ বাঁধা যাবেনা, যাতে চীৎকার দিয়ে আকাশ-পাতাল একাকার করতে পারে এবং এই চীৎকার এমন হবে যেন এই চীৎকারের ধ্বনি ৭১-এ শহীদ সকল মুক্তিযোদ্ধার আত্মা শুনতে পায়। তাহলে তাদের আত্মা শান্তি পাবে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হুম, এমন হইলে ভালো হতো। বাট এমন কিছু করা সম্ভব না।
ফাঁসি হলেই খুশি।
আর আমরা নিশ্চিত জানি আমাদের জয় হবেই।
জয় বাংলা।

২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০

যাযাবর৮১ বলেছেন:





গণদাবি একটাই

আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।

আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।

ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস!

২২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: নিশ্চিত জানি জয় হবেই হবে............

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নিশ্চিত জানি জয় হবেই হবে আমাদের।

২৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫

যাযাবর৮১ বলেছেন:






কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)

বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।

জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।

হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।


সুন্দর+

২৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫

ইনকগনিটো বলেছেন: চেতনা জেগে থাকুক গল্প কবিতা গানে।


ভালো লেগেছে কবি।

শুভকামনা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেকদিন ব্লগে ছিলাম না। গ্রামে থাকায় ব্লগে বসা হয় নাই।বিলম্বিত রিপ্লাইয়ের জন্য আন্তরিকভাবে দুঃখিত।

থ্যাঙ্কস কবি।
শুভ বিকেল।

২৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

আলম িসিিদ্দকী বলেছেন:
জেগেছে আজ আবালবৃদ্ধবণিতা
স্লোগানে স্লোগানে মুখরিত আজ
সারা বাংলা, সংগ্রাম ছাড়া কিছু জানেনা
একটাই দাবী অন্যথা কিছু মানে না।

...........................................
সুন্দর কবিতা। ভালো লাগলো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেকদিন ব্লগে ছিলাম না। গ্রামে থাকায় ব্লগে বসা হয় নাই।বিলম্বিত রিপ্লাইয়ের জন্য আন্তরিকভাবে দুঃখিত।

থ্যাঙ্কস ব্রো।
ব্লগে স্বাগতম।

২৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫

আরজু পনি বলেছেন:

প্রাণবায়ু আছে যতক্ষণ, লড়ে যাবো মোরা
হৃদয় নিংড়ানো রক্তে সাজাবো দেশমাতৃকা।

দারুণ প্রকাশ!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস পনি'পু।
শুভ সন্ধ্যা।

২৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১

বৃতি বলেছেন: জানি আসবে কতো ঝড়, পুড়বে কতো খড়
তবু নিশ্চিত জানি জয় হবেই হবে আমাদের।


সেইদিনের অপেক্ষায় আছি । কবিতায় ভাল লাগা!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নিশ্চিত জানি জয় হবেই হবে আমাদের।

থ্যাঙ্কস বৃতি।
ব্লগে স্বাগতম।

২৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

ইমরাজ কবির মুন বলেছেন:
এটা মিস করসি কেমনে!
চমৎকার, চমৎকার ||

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মিস হয়ে যায় মাঝে মধ্যে! আমারও এমন হয়! যাই হউক, অনেকদিন পর ব্লগে এসে আপনাদের পেয়ে ভালো লাগছে।

নিশ্চিত জানি জয় হবেই হবে আমাদের।

২৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩

দূর্ভাষী বলেছেন: পক্ষ নিলে রক্ষা নাই, সব রাজাকারের ফাঁসী চাই '

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দাবী একটাই, সব রাজাকারের ফাঁসি চাই।

৩০| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

ফ্রাস্ট্রেটেড বলেছেন: কি ব্যাপার !!! ডুব দিলেন যে হঠাত !!

খুব ব্যস্ত নাকি ??? পোস্ট আসছে না যে :|

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৫০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বস, নেট কানেকশন নিয়ে ঝামেলায় আছি। আর নতুন কিছু লেখাও হয় নাই। আশাকরি শীঘ্রই ফিরবো।

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.