নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ে হৃদয়ে কথোপকথন

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৯

হৃদয়ে হৃদয়ে কথোপকথন







তোমার চোখে শরৎ যাপণ নীলাকাশে মেঘের ভেলায়, একাই বেয়ে চলো

জীবনের দৈর্ঘ্য প্রস্থ! জেনো, জ্যামিতির সকল পাঠ শিখা হয়ে গেছে আমার।

ত্রিকোনমিতির ছায়া বেয়ে তরতরিয়ে উঠে যাবো তোমার নায়ে!

পাটাতনে বসবো দু'জনে, তুমি, আপনি, তুই কতো সম্বোধনে কইবো কথা।



রাশভারী কোন কথোপকথন নয়, নয় কোন রাজনৈতিক হালচালের কথা

না হবে অর্থনৈতিক মন্দা কিঙবা প্রবৃদ্ধির কথা, মরণের পথে মরণ আসবে,

জীবনের পথে জীবন, তবুও আমরা এসব নিয়ে বলবো না কোন কথা!

স্থির হয়ে বসে রবো, মুখোমুখি দু'জনে, গোলাপী ফানুস উড়বে আকাশে

রোদ ঝলমল চোখে কাজল, এলোচুলো তোমাকে পরিয়ে দিবো চাঁদের অহঙ্কার

কলঙ্কের দাগ! মনের দুয়ার খুলে দিবো, বাহারী তার রঙ! স্বর্গের দেবতারা

দেখবেন হেসে, কতো কী কতো স্বকৌতুকে...



আমরা দু'জন পরিপাটি, বসে থাকবো দু'জনে, মাছরাঙ্গার নীলপালকে আসবে

ধরার চিঠি! রোদভাঙ্গা বিবশ বিকেলে বসেছে মেলা সবুজ আলোর সবুজে!

রমণীয় সব উৎসবের আয়োজন হয়েছে সরকারী কোষাগার থেকে, তবুও

আমরা বসে থাকবো দু'জনে স্থির সময়ে...



আমাদের মৌণকথা শেষ হলে, অধরা! তোমায় বলবো গাইতে গান।

জানুতে হাত রেখে বসে থাকবো আপন মনে, চেয়ে তোমার মুখোপানে,

অথচ, শব্দের অপচয় হবে ভেবে তোমার শব্দদের আগলে রাখো সিন্দুকে।

জেনো, বন্দুকের নল থেকে ছুড়ে আসা এক একটি গুলির ক্ষিপ্রতা অনেক

আমি তেল ঘষে ঘষে চাকচিক্য বজায় রাখছি আমার বন্দুকে!

একদিন, হ্যাঁ, একদিন তোমার হৃৎপিন্ড তাক করে অস্ত্র চালাবো

তারপর আমার হৃদয়ের সাথে তোমার হৃদয় রেখে কথা বলাবো!

















** এটা আমার লাস্ট পোষ্ট ব্লগে। ব্যক্তিগত ব্যস্ততার কারনে আজকাল ব্লগে সময় দিতে পারি না। ব্লগে অনেকের সাথে পরিচয় হইছে, ভালো লেগেছে, আবার যদি কখনো ফিরি তখন হয়তো আপনাদের সাথে দেখা হবে কথা হবে। আপনারা ভালো থাকবেন সবাই।

মন্তব্য ৪২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্যস্ততা শেষে আবার ফিরে আসুন , ততদিন পর্যন্ত ভাল থাকুন ।

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন: বস, ফিরবো তো অবশ্যই। ব্লগ আমার রক্তে মিশে আছে। যদি কখনো শরীরের সমগ্র রক্ত পালটে ফেলতে পারি, সেদিন থেকে ব্লগ ছেড়ে দিবো।

ভালো থাকবেন।

২| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২০

নাজিম-উদ-দৌলা বলেছেন: লাস্ট পোষ্ট কেন ভাই? ব্যাস্ত আমরা সবাই, তাই বলে প্রিয় ব্লগ ছেড়ে যাবেন কেন? ব্যস্ততার মাঝে একটু সময় করে ব্লগে একটু উকি দিয়ে গেলেন নাহয়। এতটুকু সময় নিশ্চয়ই হবে আপনার! :) আপনার জন্য শুভকামনা করি সব সময়।

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বস, আমি আজকাল কিছুই পড়তে পারি না। কোথাও কনসেট্রেট করতে পারি না। আমার অনুসারিত ব্লগের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে বাট কোন লেখাই পড়তে পারি না।

যাই হউক, দোয়া করবেন এই বিরক্তিকর টাইম টা যেন পাস করতে পারি। আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি।

শুভ দুপুর।

৩| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ব্যস্ত হলে তো বিদায় জানাতে হয় না।
হয়তো পোস্ট কমে, কিন্তু মাঝে মাঝে আসা যায়।
অন্য কিছু?


তবে শুভকামনা।।

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বস, আপনি সবই জানেন। ভাবছি এখন থেকে পোষ্ট দিবো। কেউ পড়ুক বা না পড়ুক। দোয়া করবেন।

৪| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫

মামুন রশিদ বলেছেন: আপনার ফিরে আসার অপেক্ষায় রইলাম ।



শুভকামনা নিরন্তর ।

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি ব্লগে আসি বাট কিছুই পড়তে পারি না, তাই এই স্বেচ্ছা নির্বাসন।

তবে এখব থেকে আমি রেগুলার পোষ্ট দিবো। বাট সমস্যা একটাই আমি আগের মতো পড়তে পারছি না।

তাই হয়তো আপনাদের পোষ্টগুলোতে রেগুলার হতে পারবো না।

ভালো থাকবেন।

৫| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫

স্বপনবাজ বলেছেন: মুগ্ধ পাঠ !
ফিরে আসার অপেক্ষায় থাকলাম !

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আগের মতো ব্লগে থাকা হবে না, বাট লিখতে পারলে ব্লগে পোষ্ট দিবো।

শুভ কামনা স্বপন।

৬| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:

:( :( :( :( :( :( :( :( :( :(

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কান্ডারী ভাই, মন খারাপ কইরেন না লিখতে পারলে ব্লগে আমার পোষ্ট আসবেই।

ভালো থাকবেন।

৭| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪

আশিক মাসুম বলেছেন: ভাই কেন বঞ্চিত করছেন, কিছু মানুষ আছে যারা আপনার পোস্ট এর জন্য অপেক্ষা করে ,


ঠিক না।

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা লিখতে পারলে পোষ্ট করবো বাট আগের মতো ব্লগে রেগুলার হতে পারবো না।

ভালো থাকবেন।

৮| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫০

সোনালী ডানার চিল বলেছেন:
কবি, এমন তো কথা ছিল না!!!!
:( :( :( :(

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্রিয় কবি, আমি হারিয়ে যাই নাই।

আপনার সাথে তো কথা হবেই নিয়মিত। আর লিখতে পারলে ব্লগে পোষ্ট দিবো।

ভালো থাকবেন।

৯| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ফেরার অপেক্ষায় থাকলাম। :)

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ফেরার অপেক্ষা করে লাভ নাই! ফিরলেও খুব অনিয়মিত থাকবো।

ভালো থাকবেন।

১০| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩১

বৃতি বলেছেন: প্রিয় কবি, ব্যস্ততার মাঝেও সময় করে মাঝেমধ্যে আসলে খুশী হবো ।

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বৃতি, হারিয়ে যাই নি। কেবল অনিয়মিত এই যা। দোয়া করবেন যেন আগের মতো ব্লগে রেগুলার হতে পারি।

ভালো থাকবেন।

১১| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১০

আমিনুর রহমান বলেছেন:

বুঝলাম না ! ভাইডি ব্যস্ততা থাকবেই তার মাঝেই আমাদের কিছু সময় দিয়ে যেতে হবে সেটা থেকে আপনি আমাদের বঞ্চিত করতে পারেন না।

খুব শীঘ্রই নতুন পোষ্টের অপেক্ষায় রইলাম।


আপনেরে মাইনাস আর কবিতায় +++

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমিন ভাই, যতো ব্যস্তই থাকি, কবিতা লিখতে পারলে অবশ্যই ব্লগে দিবো।


ভালো থাকবেন।

১২| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৫

টুম্পা মনি বলেছেন: :( :( :( :( :( :(( :(( :(( :((

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মন খারাপ করে না টুম্পা।

কবিতা লিখতে পারলে ব্লগে দিবো।

শুভ কামনা রইল।

১৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সবাইকে ধন্যবাদ। দোয়া করবেন। আশাকরি মাস চারেক পর আবার রেগুলার হতে পারবো।

আপনারা সবাই ভালো থাকবেন।

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা লিখতে পারলে ব্লগে পোষ্ট দিবো।

১৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৬

ভিয়েনাস বলেছেন: লেখা ভালো লাগলো...

আশা করছি ব্যস্ততা শেষ করে শীঘ্রই ফিরে আসবেন।

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দেখা হবে নিশ্চয়ই ব্রো। তবে খুবই অনিয়মিত।

ভালো থাকবেন।

১৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: আশা করি পোস্টের শেষে আপনি যে হতাশার জন্ম দিয়েছিলেন, তাঁকে দুরাশা বানিয়ে আবার ফিরবেন।

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভাই, জানিনা আসলেই ফিরবো কিনা। তবে কবিতা লিখতে পারলে ব্লগে পোষ্ট দিবো।

ভালো থাকবেন।

১৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪১

ডানাহীন বলেছেন: একদিন, হ্যাঁ, একদিন আমাদের হৃৎপিন্ড তাক করে কবিতা আসবে
আমরাও জল ভেঙ্গে উঁকি দেব লাজুক মাছেদের মতো ..

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হুম, একদিন ফিরবো! তবে কবে নাগাদ রেগুলার হতে পারি জানিনা আসলেই।

ভালো থাকবেন ডানা।
ভালো থাকবেন আপনার কবিতাদের নিয়ে।

১৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫

নুসরাতসুলতানা বলেছেন: অনেকদিন পর আপনার এমন একটি কবিতা পড়লাম যা সত্যি মন ছুয়ে গেলো।শুভ কামনা আপনার জন্য।

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যার জন্য কবিতা লেখা সে হয়তো কবিতা বুঝে না, কিংবা বুঝলেও, অধরা অধরাই থেকে যেতে যায়। :D :D

আপনার ভালো লেগছে জেনে ভালো লাগলো।

ভালো থাকবেন।

১৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫১

স্নিগ্ধ শোভন বলেছেন:
পোস্টে ভালোলাগা।

ফিরে আসার অপেক্ষায় রইলাম ।

সুস্থ থাকুন নিরন্তর।

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ব্লগে আসবো শুধুমাত্র লিখতে পারলে।

ভালো থাকবেন।

১৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১

লেখোয়াড় বলেছেন:
আপনার সুন্দর শিরোনামের নতুন নতুন কবিতাগুলো মিস করবো।
হাজার ব্যস্ততার মাঝেও যতটুকু পারেন থাকুন।
আপনার চেয়ে আমি কম ব্যস্ত নই।
তা চার মাস কোথায় কি করবেন??

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বস, কবিতা লিখতে পারলে ব্লগে পোষ্ট করবো।

যদিও মনে হচ্ছে আমি ফুরিয়ে গেছি।

ভালো থাকবেন।

২০| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

হাসান মাহবুব বলেছেন: কবিতাটা খুবই ভালো লাগলো। আপনার লেখায় ভেরিয়েশনটা বেশ ভালো লাগে। ব্যক্তিগত জীবনের ব্যস্ততা কাটিয়ে আশা করি দ্রুতই ফিরে আসবেন। শুভকামনা।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা-মা ভাই, ব্লগ ছাড়তে ইচ্ছে করে না। ব্লগ আমার রক্তের সাথে মিশে গেছে। বাট এখন আমি এমন একটা সিচ্যুয়েশনে আছি, ব্লগে টাইম দিবো তাও সম্ভব না। দোয়া করবেন যাতে শিঘ্রই ফিরতে পারি।

আপনাদের সবার জন্য শুভকামনা।

শুভ রাত্রি।

২১| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৩

বিষাদ সজল বলেছেন: ফিরে আসুন কবি
এরি মাঝে মন গহীনে
একেছেন কত ছবি ।


১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আগের মতো ফিরা সম্ভব হবে না।

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.