নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

নীল বিষাদ পালক

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৫

নীল বিষাদ পালক







রাত্রি আমার বিষাদের কষাঘাতে নিষ্পেষিত!

বিষপাখি শিস দিয়ে উড়ে যায় বিষণ্ণতার পিছল ডালে

আমি গুমড়ে মরি, ধরতে চাই খুব অগোচরে

মানুষ আমি, শিকারী নই। পাখি উড়ে যায়

আমাকে দিয়ে যায় নীল বিষাদ পালক!



আমার বিষাদ সংসারে আরকেটি বিষাদের যোজন

জানি না কী করে করতে হয় এর সাথে বিয়োজন

মদের গেলাসে জীবনকে ভরে সোডার মিশ্রণ করি

জীবন ও মদের ককটেল একসাথে পান করি

তবুও আমার বিষাদ ছুঁয়ে যায় না দূরের তারাকে

খসে পড়ে না আমার কোলটি ঘেষে সামান্য জ্যোতি হয়ে।



আমাকে ঘিরে থাকে অলীক, সে থাকুক

আমি বরং রঙধনুর কাছে সাহায্য পার্থী

আমাকে দিয়ে যাক কিছু রঙ, অন্তত অলীক

রঙ্গে সাজাই নিজেকে; বিষেদে ক্লান্ত আমি,

বিষাদের নিস্তার চাই রঙ তুলিতে।

মন্তব্য ৩০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৫

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, চমৎকার হৈসে আলাউদ্দিন ভাইয়া।
নতুন বছরের অভিনন্দন ||

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মুন।

নববর্ষের শুভেচ্ছা।

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৪

আমি বাঁধনহারা বলেছেন:




খুব ভালো লাগলো:++++++++++



ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস বাঁধন।

নববর্ষের শুভেচ্ছা।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৯

মামুন রশিদ বলেছেন: রঙ্গে সাজাই নিজেকে; বিষেদে ক্লান্ত আমি,
বিষাদের নিস্তার চাই রঙ তুলিতে।


ভালো লাগলো বিষাদ কাব্য । ৩য় ভালোলাগা ।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার একাকীত্বের সংসারে যে বাসর সাজাই
সেখানে ফুলের মালা থাকে না;
থাকে না ফুলের এতোটুকু গন্ধ,
যে বাগান বিলাসে আমার শরীরের রসায়ন মিশে আছে
যার জন্য আমার অস্তিত্ব বিলিন করে দিয়েছি
সেখানে ফলেছে লাল টকটকে মাকাল ফল!

মাছি ঘিরে ধরে, কখনো বা আসে কালো ভ্রমর
গুঞ্জরণ করে চলে যায়; আমাকে আমার একাকীত্বের
বাসরে ফেলে! ধার দিয়ে দিয়ে যায় নিষিদ্ধ অন্ধকার।

ভালো থাকবেন মামুন ভাই।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩

আমিনুর রহমান বলেছেন:


বিষাদ কবিতায় +++



নতুন বছরের প্রথম দিনে আপনার কবিতা ভালো লাগলো।
শুভ নববর্ষ।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আমিন ভাই।

ভালো থাকবেন।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৮

রাতুল_শাহ বলেছেন: সুন্দর

শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।

ভালো থাকবেন।

৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৭

বৃতি বলেছেন: আলাউদ্দিন, অনেকে কষ্ট করেও দু'লাইন লিখতে পারে না, কিন্তু কবিতা আপনার জন্য সহজাত, আপনি একজন true poet . কথাটা একবিন্দু বাড়িয়ে বলা না । আপনি প্লিজ লেখা বন্ধ করে দেবেন না । নববর্ষের অনেক শুভেচ্ছা আপনার জন্য । আপনার বিষাদ মুছে যাক । আপনার জন্য অনেক আনন্দ আর সুখ নিয়ে আসুক আগামী বছরগুলো । ভাল থাকবেন ।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা আমার কাছে দেবী। দেবীর আরাধনা আর করবো না।

কবিতা দিয়ে কি হবে! কিচ্ছু হয় না।

ভালো থাকবে্ন।

আপনার দিনগুলো ভালো কাটুক।

৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০২

সায়েম মুন বলেছেন: ভাল লাগলো কবি।

শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।

শুভ নববর্ষ।

৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

আমাকে ঘিরে থাকে অলীক, সে থাকুক
আমি বরং রঙধনুর কাছে সাহায্য পার্থী
আমাকে দিয়ে যাক কিছু রঙ, অন্তত অলীক
রঙ্গে সাজাই নিজেকে; বিষেদে ক্লান্ত আমি,
বিষাদের নিস্তার চাই রঙ তুলিতে।
.....................................................................
সুসুন্দর!!!!

পাঠে মুগ্ধ!

অনেক অনেক ভালোলাগা নিবেন কবি।


++++++++++++++++++++++++++++++++++++++

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।

নতুন বছরের শুভেচ্ছা।

৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:



আমার বিষাদ সংসারে আরকেটি বিষাদের যোজন
জানি না কী করে করতে হয় এর সাথে বিয়োজন
মদের গেলাসে জীবনকে ভরে সোডার মিশ্রণ করি



আমার চেতনায় জেগে উঠল +++++++++

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কান্ডারী ভাই, আমি ভালো নাই।

আমার জন্য একটু দোয়া কইরেন।

ভালো থাকবেন।

১০| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৪

লাবনী আক্তার বলেছেন: পাখি উড়ে যায়
আমাকে দিয়ে যায় নীল বিষাদ পালক



সুন্দর কবিতা! ভাইয়া ভালোলাগা রইল।

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপু, আমি ভালো নাই। দোয়া করবেন।

১১| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৮

রাইসুল সাগর বলেছেন: নীল বিষাদ পালকে বিষন্নতার সাথে নীল ভালো লাগা। আর শুভকামনা সব সময়ের জন্য। ভালো থাকুন আ আ সরকার ভাই।

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি বিষাদ থেকে বের হতে চাই। বাঁচতে চাই।

ভালো থাকবেন সাগরভাই।

১২| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২০

লাবনী আক্তার বলেছেন:
ভাইয়া আপনি কি অসুস্থ??

আল্লাহ আপনাকে সকল বালা মুসিবত থেকে রক্ষা করুন। আমিন।

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি নিঃস্ব। সবদিক থেকে নিঃস্ব। আমি নিসঙ্গতা থেকে মুক্তি চাই।
আজ প্রায় তিনদিন হলো আমার পেটে সিগারেট ছাড়া কিছুই পড়ে নাই, ইভেন কিছু খেতে পারি না, কিছু খেলে বমি হয়।

আমি জানিনা এর থেকে বের হবার উপায় কী। তবে একটা পিস্তল থাকলে খুব ভালো হতো! অন্তত পিস্তল ব্যবহার করে আমার মগজটাকে উপড়ে ফেলা যেতো। তখন আর এসব নিয়ে চিন্তা করা সুযোগ থাকতো না।

ভালো থাকবেন।

১৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২২

লাবনী আক্তার বলেছেন: এই পৃথিবীতে ভাইয়া অনেক দুঃখী মানুষ আছে। একেকজনের দুঃখ একেকরকম। দুঃখ ছাড়া আপনি খুব কম মানুষই খুঁজে পাবেন। জীবনটা খুব বিচিত্র। মানুষের জীবনে সুখের ছোঁয়াটা খুব কম। উল্টা পাল্টা চিন্তা মাথায় আনবেন না।

আপনি নিশ্চয়ই কোন টেনশনে আছেন তাই খেতে পারছেন না। আল্লাহর কাছে সাহায্য চান , তিনিই সব ঠিক করে দিতে পারেন।
যাক, ভাইয়া দুয়া করি আপনার মন যাতে তাড়াতাড়ি ভাল হয়ে যায়।

১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ঈশ্বরের দাবার চাল বুঝা কঠিন, আর আমি ভালো দাবারু না, তাই পরাজয়ই আমার একমাত্র গন্তব্য।

যদি আবার কখনো স্বাভাবিক হতে পারি, তবে আগের মতো ব্লগ দাপটে বেড়াবো।

ভালো থাকেন।

১৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

নক্ষত্রচারী বলেছেন: সুন্দর !

ভালো লাগা অনেক ।

১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস নক্ষত্রচারী।

শুভ সন্ধ্যা।

১৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

সোনালী ডানার চিল বলেছেন:
হতাশা কবিকে মানায় না;
কবিতায় হতাশা খোলে কখনও কখনও..........

সেই কবিতায় ভালোলাগা!!

১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ঈশ্বরের দাবার চাল বুঝা কঠিন,
আর আমি ভালো দাবারু নই।
তাই পরাজয়ই আমার একমাত্র গন্তব্য।

ভালো থাকবেন কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.