নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে মৃত্যু এবং নিষিদ্ধ অন্ধকার

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৩

ইচ্ছে মৃত্যু এবং নিষিদ্ধ অন্ধকার





প্রতিটি সকাল আমার ইচ্ছে মৃত্যুর মতোই সুন্দর!

সব সুন্দরের জন্য ইচ্ছে মৃত্যুকে আহ্বান জানাই

জেগে উঠো গাতক, যা আমার মধ্যেই আছে।

প্রাণ হন্তারকের হাতিয়ার হয়ে বেজে উঠো

মিশিয়ে দাও আমায় মাটির সাথে, আমার পঁচা

হাড়, পাঁজরে হউক তোমার বাগানের উর্বর হিউমাস

সারাটি বছর শরীরের গলিত রসায়নে বাগান বিলাস!



আমার একাকীত্বের সংসারে যে বাসর সাজাই

সেখানে ফুলের মালা থাকে না;

থাকে না ফুলের এতোটুকু গন্ধ,

যে বাগান বিলাসে আমার শরীরের রসায়ন মিশে আছে

যার জন্য আমার অস্তিত্ব বিলিন হয়ে গ্যাছে

সেখানে ফলেছে লাল টকটকে মাকাল ফল!



মাছি ঘিরে ধরে, কখনো বা আসে কালো ভ্রমর

গুঞ্জরণ করে চলে যায়; আমাকে আমার একাকীত্বের

বাসরে ফেলে! ধার দিয়ে যায় নিষিদ্ধ অন্ধকার।

মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৬

সায়েম মুন বলেছেন: কি ব্যাপার কবি। আজকে কি নতুন কোন পণ করেছেন। তিনটে কবিতা পোস্ট পেলাম একই দিনে। :P
ও হ্যা কবিতা ভাল লেগেছে।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন: আরেকটাও পোষ্ট করেছি। কবিতার দেবীর সাথে ঝগড়া করার ইচ্ছে। তাই যা আসছে তাই লিখছি।

আজ আমি, আমি নাই
কবিতাও দেখি আমাকে ছাড়ে নাই
এর জন্যই হয়তো বেঁচে আছি!

ভালো থাকবেন।

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৯

মামুন রশিদ বলেছেন: পাঠকের জন্য খুব ভালো খবর এই যে, কবি কে আজ কবিতায় পেয়েছে ;)

প্রতিটি সকাল আমার ইচ্ছে মৃত্যুর মতোই সুন্দর!
সব সুন্দরের জন্য ইচ্ছে মৃত্যুকে আহ্বান জানাই


শুরুটা দুর্দান্ত ।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আরেকটাও পোষ্ট করেছি। কবিতার দেবীর সাথে ঝগড়া করার ইচ্ছে। তাই যা আসছে তাই লিখছি।

আজ আমি, আমি নাই
কবিতাও দেখি আমাকে ছাড়ে নাই
এর জন্যই হয়তো বেঁচে আছি!

ভালো থাকবেন।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০০

রাতুল_শাহ বলেছেন: কবি কি ব্যাপার? আজ এত কবিতা কেন?

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আরেকটাও পোষ্ট করেছি। কবিতার দেবীর সাথে ঝগড়া করার ইচ্ছে। তাই যা আসছে তাই লিখছি।

আজ আমি, আমি নাই
কবিতাও দেখি আমাকে ছাড়ে নাই
এর জন্যই হয়তো বেঁচে আছি!

ভালো থাকবেন।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

মাছি ঘিরে ধরে, কখনো বা আসে কালো ভ্রমর
গুঞ্জরণ করে চলে যায়; আমাকে আমার একাকীত্বের
বাসরে ফেলে! ধার দিয়ে যায় নিষিদ্ধ অন্ধকার।

অনেক সুন্দর !!!

+++++

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।

শুভ রাত্রি।

৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


আমার একাকীত্বের সংসারে যে বাসর সাজাই
সেখানে ফুলের মালা থাকে না;
থাকে না ফুলের এতোটুকু গন্ধ,



++++++++++++++++++++++++++++++

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
গতকাল চারটা কবিতা লিখসি! চারটাই ব্লগে দিসি। কিন্তু এগুলো কতোটুকু কবিতা আমি জানি না। তবে কবিতাগুলো আমার মনের দর্পণ।

ভালো থাকবেন।

৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪১

আমিনুর রহমান বলেছেন:

কবি'র হলোটা কি ??? এত ভালো ভালো কবিতা একদিনে ...

কবিতায় +++

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবির কথা বলতে পারি না। তবে এইটুকু বলতে পারি আমি ভালো নেই।

ভালো থাকবেন।

৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৩

ডানাহীন বলেছেন: আসক্তদের অভিধানে 'চরম শিখর' বলে একটা পর্যায় আছে .. মনে হয় দিনটি আপনাকে ঐ পর্যায়ে নিয়ে গেছে ..
আর সৌন্দর্যদেবীরা তাদের অনুসারীদের স্বেচ্ছাচারিতা পছন্দ করেন না .. আপনাকে তাই করতে হবে যা তারা চান ..
শুভ কামনা রইল ।

১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ডানা, ভাইয়া আমি ঘুমোতে পারছি না। যদি ঘুমোতে পারতাম তবে হয়তো বেঁচে যেতাম।

ভালো থেকো ভাইয়া।

৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮

সায়েম মুন বলেছেন: আপনি যত কষ্ট পাবেন। কবিতা তত বেশী আসবে। কষ্ট না পেলে কবিতারা আসতে চায় না বোধয়। সুখের ঘরে কবিতার বসত হয় না #:-S

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি কবিতার দেবীকে ছাড়তে চেয়েছি। কবিতা আমি চাই না। বাঁচতে চাই।

দোয়া করবেন।

৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১০

ফালতু বালক বলেছেন: chorom...+++

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।

১০| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি খুব ক্লান্ত। ঘুম না হতে হতে আমি নির্জীব হয়ে গেছি। আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে দেরী হবে।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ক্লান্তিতে কী কাজ, এ তোকে প্রাণহীন করে ছাড়বে
তবু যে দুয়ার খোলা, দেখিস একদিন সে আলগছে আসবে!

১১| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬

নক্ষত্রচারী বলেছেন: কবিতার অন্তর্নিহিত ভাবখানা জটিল মনে হইতাসে !

ভাল লাগা ।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কী জানি! কেউ বুঝে কেউ বুঝে না
এখন আমি বুঝি, আমি আমার কেউ না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.