নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

ব্ল্যাকআউট

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৭





একটা দীর্ঘশ্বাসের রজনী! কাঁটা তারের বেড়ায় ঝুলছে একাকীত্বের নৈঃশব্দ পরিহাস! আলোর জোনাক গোপন অভিসারে বেরিয়েছে, একা। হাওয়ায় মেঘপালক ধূমোয়িত সিগারের রেণুর মতো উবে যাচ্ছে যখোন তখোন। শতাব্দীর পুরনো জটায়ু বট, ঠাঁয় দাঁড়িয়ে নিয়তির বেলফুল হাতে নিয়ে।



একাদশীর চাঁদ উঠেছে, ঝলমলে রুপোর থালা হয়ে। ক্ষুধার্ত আমি! সুকান্তের মতো চাঁদকে দেখে ইচ্ছে হয় ঝলসানো রুটি ভেবে হামলে পড়ি, কুটি কুটি করে ছিঁড়ে পরিজাত ফুলের মতো দিগ্বিদিকে ছড়িয়ে দিই।শাদা শাদা ফুলে পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ুক শান্তির পলি।



অবিরাম বর্ষণ হয়, শান্তির শাদা পতাকায় লেগে যায় শোক; শোকের রঙ। কবিতার খাতায় রোদভাঙ্গা জোছনার বদলে আসে পোয়াতি বিষাদের বোমারু বিমান! কেবল ধ্বংস আসে; বিদ্বেষ আসে, খাপখোলা তরবারীর শানিত ফলা আসে! মূহুর্তেই খুন করে ফেলতে পারি একেকটি কবিতাকে।



অথচ, জ্যামিতিক হারে বাড়ছে নির্ঘুম রাত্রিরা, একটি কবিতার জন্য। হ্যাঁ, একটি কবিতার জন্য। জেগে থাকি সারারাত, মাঝে মধ্যে তন্দ্রা আসে, তন্দ্রায় কবিতা আসে। রুপোলী চাঁদ আসে, পরীরাও আসে বৈকি! আমি লাফিয়ে উঠি! হলুদ খসখসে পাতায় লিখতে গেলেই ব্ল্যাকআউট!









মন্তব্য ৫৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৮

শ্রাবণ জল বলেছেন: হলুদ খসখসে পাতায় লিখতে গেলেই ব্ল্যাকআউট!

অনেক ভাল লাগল, ভাই।
ভাল থাকুন।

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আড্ডাবাজী পোষ্টে স্বাগতম :D

আমার পোষ্ট প্রথম পেইজে দিই নাই, তারপরও আপনি পড়েছেন দেখে ভালো লাগছে। :)

গতরাতে ৫দিন পর ব্লগে এসে নিজের ব্লগ দেখে খারপ লাগছিলো! অবশ্য আর আসবো না ঠিক করেছিলাম বাট ফেবুতে একটা পোষ্টের লিংক দেখে না এসে থাকতে পারলাম না! :|

আর তখনই মাথায় আসলো একটা আড্ডাবাজী পোষ্ট দেয়া দরকার! দিয়েও দিলাম :D

আড্ডা চলবে, এই পোষ্টে অনন্তকাল ধরে! যতোদিন পর্যন্ত কিছু লিখতে না পারি :D

ভালো থাকবেন। :)

২| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৯

বোকামন বলেছেন:




অ।ট। লিখছি, পড়ে ডিলিট করে দিতে পারেন .....

চারিদিকে শুধুই অন্ধকার ..... আলো দেয়া মানুষগুলো যদি নিজেরাই অন্ধকারে বাস করতে শুরু করেন ! তবে আমরা আলো পাবো কোথায় !!!

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এটা আড্ডাবাজীর পোষ্ট! :D

আপনার যা ইচ্ছে লিখতে পারেন। এখানে মুছে ফেলার কিছু নাই। :D

আপনার জন্য----

বিষাদ সুন্দর!
বিষাদময় জীবন সুন্দর!
বিষাদের অনুভব সুন্দর!
বিষাদের আকাশে অমানিশার অন্ধকার
কপালে তিলকের মতো সুন্দর!
বিষাদের শুরায় পানাহার সুন্দর
বিষাদ পাখির গান সুন্দর
অন্দর মহলে বিষাদ, বহির্মহলে বিষাদ
অদ্ভুত ঘোর লাগা বিষাদ সুন্দর
রাত তারা, রাত জাগা; সুন্দর।
ঘুমো ঘুমো, যন্ত্রণাহীন মৃত্যু সুন্দর
বিষাদে ডুবে থেকে থেকে জীবন দেখা!
কী অদ্ভুত! কতো সুন্দর।


আমার জীবনের প্রতিমূহুর্ত উপভোগ করছি! জীবন চলে, চলতে পারে, জীবনের সাথে তাল মিলেয়ে ফেলুন। জীবন সুন্দর মনে হবে! :)

৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৬

ফয়সাল হুদা বলেছেন:
আড্ডাবাজী পোষ্ট কিনা জানিনা তবে মুক্ত গদ্য বিভাগে স্বার্থকতা লাভ করেছে।
দারুণ!!

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্রায় একবছর পর গদ্য লিখসি! গদ্য লিখতে ভালো লাগে বাট লেখা হয়ে উঠে না।

কই একটু আড্ডাবাজীর কথা কইবেন, তা না করে আপনি গদ্য লইয়া কথা কইতাসেন! #:-S

আপনারে কইস্যা মাইনাস :D

ভালো থাকুন কবি।
অনেক অনেক লিখতে থাকুন। :)

৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:

বোকামন বলেছেন:






চারিদিকে শুধুই অন্ধকার ..... আলো দেয়া মানুষগুলো যদি নিজেরাই অন্ধকারে বাস করতে শুরু করেন ! তবে আমরা আলো পাবো কোথায় !!!

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
Bringing about gentle and painless death from incurable Death.

আমরা ক্যোট করা লাইনটা আমার জীবনের দর্শন!

আড্ডাবাজী পোষ্টে গুরুগম্ভীর কথা ভাল্লাগে না!

আপনারেও মাইনাস :D

৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫১

অদৃশ্য বলেছেন:




কবিতা চাইলে এমন সময় বা বিষাদ সময় উপভোগ করা শিখতে হবে... মনে হয় সেই কাজটা যারা করতে পেরেছেন তারাই ভালো কবিতা লিখতে পেরেছেন...
যে ঠিকঠাক উপভোগ করতে পারে, সে তার কিছুটাতো প্রকাশ করতেই পারে...

তন্দ্রাচ্ছন্ন সময়ের কবিতাগুলো ধরতে গেলেই ব্লাকআউট... চরম কথা... তন্দ্রাচ্ছন্ন সময়ের ভাবনা আর গভীর স্বপ্নগুলোই নেশার মাত্রাটা বোধহয় খুবই বেশি... ধরতে গেলেই ব্লাকআউট...

কোন কারনে আপনার মন খারাপ... লিখাগুলো ড্রাফটে নিলেন... হোক না মন খারাপ... উপভোগ করুন মন খারাপটা...

ব্যাথা যখন অনুভব করেছেন... কবিতা আসবেই...


দ্যাখেনতো ... আপনার এই আড্ডাবাজীর পোষ্টে যতসব উল্টাপাল্টা কথা লিখে ফেললাম...

চমৎকার সুন্দর লিখায়... খুব ভালোলাগা...

শুভকামনা...

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার কমেন্ট পড়ার মাঝে একটা সিগারেট জ্বালালাম। সিগারেট টেনে যখন মোথায় পৌছালাম তখন আবার ভাবতে বসলাম সিগারেট নিয়ে। মানে সিগারের জীবন নিয়ে! ছাই হয়ে যাওয়ার আগ পর্যন্ত কতো জীবন্ত ছিলো। পুড়িয়ে ফেলার পর শেষ। এই তো জীবন, তাই না?

আর এ ভাবণা থেকে নিজের লেখা একটা কবিতার কথা মনে পড়ে গেলো!
আপনার জন্য----

জীবন মদের ককটেল একসাথে পান করে বুঝেছি;
প্রাণহীনতাই জীবন, আর যা কিছু ভাবি বা করি
সময় সঙ্গমে কেবলই অসাড়তা, ধূপ ছায়া
হীনমন্যতার আরেক নাম আলেয়া, মরিচিকা বটে!
বেতিব্যস্ত হয়ে অনেক ছুটেছি, হারিয়েছি ঘুম
আমার হন্যে হওয়া জীবনের মানে অন্য কারো ধূম!


আড্ডা দেয়ার জন্য এ পোষ্ট দিসলাম, এখন দেখি দর্শন আওড়াচ্ছি! :D

আমি হারতে শিখি নাই। ড্রাফটে ১১৪ টা কবিতা জমা হইছে, অই কবিতাগুলোয় ব্যক্তিগত অনেক সুখের কথা, দুঃখের কথা আছে, তেমনি অনেক ঝাঁজালো কবিতাও আছে। বাট সেই দিনগুলোর কথা মনে রাখতে চাই না।

জীবন চলে যায়। আমি জীবনের সাথে গা ভাসিয়ে দিলাম হাঁস যেভাবে ভেসে থাকে অথৈ জলে! কিন্তু ওদের শরীরে পানি লেগে থাকে না! ব্যাপারটা কেমন অদ্ভুত, তাই না?

আড্ডা চলবে। আশা করি।

ভালো থাকবেন কবি।

৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫২

সায়েম মুন বলেছেন: ব্লাক আউট কেটে যাক। ভাল হয়েছে কবি।

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধূর! আপনারে লইয়া পারা গেলো না! আড্ডা দেওয়ার জন্য পোষ্ট দিসি, আপনি আইসা কইতাসেন ব্ল্যাকআউট কেটে যাক! এইডা কিছু হইলো?

খড়কুটোর জীবন নয়,
চাই একটা মানবিক জীবন
রাতের চাঁদ তারার সাথে কথা বলবে জীবন
যে জীবন গাইবে হাসবে
কথায় কথায় ছন্দবদ্ধ কবিতা আওড়াবে
আলুথালু ভাবণার বেড়াজালে মাকড়শার জাল বুনবে
এক সময়, হো হো অট্টহাসিতে ফেটে পড়ে
বিদায় নিবে যে জীবন থেকে।


আইসেন আবার, আড্ডা হবে, নিশ্চয়।

ভালো থাকুন কবি।

৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২১

স্নিগ্ধ শোভন বলেছেন: হলুদ খসখসে পাতায় লিখতে গেলেই ব্ল্যাকআউট!

ভালোলাগা।

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার ব্লগে আমার আর যাওয়া হলো না। দুঃখিত ভাই। ব্লগ একরকম ছেড়েই দিসি।

যদি ব্ল্যাকআউট পর্ব কখনো শেষ হয়; তবে অবশ্য আবার নিয়মিত হবো।

বাট শেষ পর্যন্ত কী হয় জানি না!

আপনার জন্য শুভকামনা।

আর হ্যাঁ, আড্ডা দিতে চাইলে এখানে চলে আইসেন, আড্ডা চলবে।

ভালো থাকবেন।

৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬

একজন আরমান বলেছেন:
হলুদ খসখসে পাতায় লিখতে গেলেই ব্ল্যাকআউট!

ভালো লাগলো।
এই টপিকে একটা কবিতা লিখে ফেলতেন ভাই।

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এটাতো কবিতাই পড়লে ভাইয়া, যদিও গদ্য ফর্মে।

আড্ডা দিতে চাইলে চলে আসতে পারেন। আমার অখন্ড অবশর। তবে কবিতা নিয়ে ভাবণার সময় নেই।

ভালো থাকবেন।

৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৭

স্বপনবাজ বলেছেন: আপনার কবিতা পড়া সবসময়ই সৌভাগ্যজনক ! দ্রুত ফিরে আসার জন্য ধন্যবাদ !

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আড্ডাবাজীর ইচ্ছে থাকলে আবারো আসবেন, আশাকরি! এক সময় খুব আড্ডা মারতাম। এখন আর হয়ে উঠে না। তাই তো আড্ডাবাজীর পোষ্ট দিয়ে বসে আছি।

শুভকামনা স্বপন।

১০| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৩

সোনালী ডানার চিল বলেছেন:
কবি, কবিতার জন্যে আপনার এ ফেরা কে স্বাগত জানালাম!!!

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এই পোষ্ট আড্ডা দেয়ার জন্য।

আড্ডা দিতে চাইলে, আবার আইসেন।

কবিতায় কবিতায় কথা হবে, কথা দিলাম।

ভালো থাকুন কবি।

১১| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন হয়েছে।
ব্ল্যাক আউট কাটুক।

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার সাথে তো আর ৩২ এ আড্ডা হচ্ছে না! আবার কবে হবে কে জানে! এটা আড্ডার পোষ্ট। এখানে চুটিয়ে আড্ডা দিবো।

ভালো থাকুন কবি।

১২| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: শাদা শাদা ফুলে পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ুক শান্তির পলি

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দিলেন তো ঝামেলা বাঁধিয়ে! পোষ্ট ড্রাফট করতে ব্লগে আসছিলাম! আর দেখি আপনার কমেন্ট। এখন কেমনে ড্রাফটে নিই।

থ্যঙ্কস মাসুম ভাই।

ভালো থাকুন।

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩২

ভিয়েনাস বলেছেন: চমৎকার একটি মুক্ত গদ্য হয়েছে .... বিষাদ কে উপভোগ করতে শিখুন... ভালো লাগার তীব্রতা মিশে যাক বিষাদে।


তন্দ্রাচ্ছন্ন ভাব ঝেড়ে ফেলুন তাইলে পরীও আসবেনা ব্লাক আউটও হবেনা :D

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অই মিয়া এটা আড্ডা দেওনের পোষ্ট! গদ্য যে ফালতু হইসে আমি জানি! পোষ্ট দেওনের লাইগা শুধু দেওয়া! আপনে সিরিয়াস কথা কইতাসেন লেখা লইয়া, আমার কিন্তু মেজাজ খারাপ অইতাসে! /:)

আড্ডাবাজী করতে জানলে আইয়েন আড্ডা দিই! :#)

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৭

নুসরাতসুলতানা বলেছেন: মাসুম আহমদ ১৪ বলেছেন: শাদা শাদা ফুলে পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ুক শান্তির পলি

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এই পোষ্ট প্রথম পাতাতেও দিই নাই। মূলত আড্ডা দেয়ার জন্য এই পোষ্ট দেয়া। তারপরো আপনি এই পোষ্ট পড়েছেন দেখে ভালো লেগেছে।

থ্যাঙ্কস আপু।

ভালো থাকবেন।

১৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৮

সায়েম মুন বলেছেন: আড্ডার টাইম পাইতেছি না কবি। #:-S

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এতো তাড়া কিসের! একদিনে সব আড্ডা দিয়া ফেললে এই পোষ্ট ড্রাফটে পাঠানো ছাড়া উপায় থাকবে না!!

যখন সময় হবে আসবেন।

জানেনই, আমি সারাদিন বেকারই থাকি #:-S

গুড নাইট।

ও ভালো কথা আমি বার্সা ফ্যান। আপনে?

১৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০১

সুপান্থ সুরাহী বলেছেন:
পরোটাই একটা মাখনকোমল আবহ আনে মনে।

এই লাইটা আরো বেশি...
অবিরাম বর্ষণ হয়, শান্তির শাদা পতাকায় লেগে যায় শোক; শোকের রঙ।
কেমনাছেন?

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
না পারছি পড়তে না পারছি লিখতে। বুঝেন দিনকাল কেমন যাচ্ছে।

সেদিন আপনার লেখাটা পড়ছিলাম অফলাইনে। ভালো লেগেছে।

সময় করে উঠতে পারি না, আজকাল। তাই ব্লগ তেমন পড়া হয় না।

সময় সুযোগ করে আপনার ব্লগে যাবো।

আশাকরি আপনি ভালো আছেন।

গুড নাইট কবি।

১৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০২

সায়েম মুন বলেছেন: যদিও অনেকটা সময় কম্পুতে থাকছি। কিন্তু বিভিন্ন ধরনের কাম করতে করতে সময়ের কাটাই খুজে পাচ্ছি না।

আমি যে কার ফ্যান নিজেই জানি না। মেসি কোন দলে খেলে জানি। আমি ঐটার ফ্যান। :P

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
:( :(( :(( :(( একটা গোল খাইয়া ফালাইলাম।

ব্যাপার না, খেলা মাত্র ২৬ মিনিট হইছে। ঠিকই আমরা জিতে আসবো।

যাক আমরা একই গোত্রের সাপোর্টার :D

১৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বার্সার গোল খাওয়া সহ্য করতে পারছি না :( :((

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যাই ঘুম দেই! :-< :-< |-)

১৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০২

ভিয়েনাস বলেছেন: কোনো আড্ডাবাজি পোস্ট এমন গুরুগম্ভীর হয় নাকি :-< /:)

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মেঘ গর্জন করলো কই আবার? ভয় পাবার কিচ্ছু নাই, আকবাকডুম যা ইচ্ছে লিখে ফেলতে পারেন। :D

২০| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২

নক্ষত্রচারী বলেছেন: কবিতারা ধরা দিক ।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নক্ষত্রচারী, আড্ডা দেয়ার জন্য এই পোষ্ট। বাট সকাল থেকে মন ভালো নেই। এতো লাশ সহ্য করতে পারছি না।

ভালো থাকরে।

যদি ফ্রী থাকিস বল, চল সাভার যাই। জানি আমরা কিছুই করতে পারবো না বাট সামনে থেকে অন্তত সমবেদনা জানাতে পারবো।

২১| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১

ডানাহীন বলেছেন: এইটা মোটেও আড্ডাবাজি পোস্ট মনে হচ্ছেনা .. মনে হচ্ছে কোন নিকষ কালো চন্দ্রালোকিত আঁধারে কিছু বিহ্বল দৃষ্টির জমায়েত .. অসহায় প্রতীক্ষা অথবা সমর্পণ তাদের ..
কেবল ধ্বংস আসে; বিদ্বেষ আসে, খাপখোলা তরবারীর শানিত ফলা আসে!

২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন: ডানাহীন বলেছেন: এইটা মোটেও আড্ডাবাজি পোস্ট মনে হচ্ছেনা .. মনে হচ্ছে কোন নিকষ কালো চন্দ্রালোকিত আঁধারে কিছু বিহ্বল দৃষ্টির জমায়েত .. অসহায় প্রতীক্ষা অথবা সমর্পণ তাদের ..
কেবল ধ্বংস আসে; বিদ্বেষ আসে, খাপখোলা তরবারীর শানিত ফলা আসে!


থ্যাঙ্কু, এটাকে পোষ্ট হিসেবে দেখাতে! আসলে এই পোষ্ট দিসি শুধুমাত্র যাতে ব্লগের সাথে সম্পর্ক ছিন্ন না হয়। কোন ব্লগার এসে আড্ডা দিতে চাইলে আড্ডা দেয়া যাবে। এটা এমন কোন সিরিয়াস পোষ্ট না।

আড্ডাবাজীতে স্বাগতম। :D
আড্ডাবাজ হলে চলে আইসেন। :)
আড্ডা চলবে। :)

২২| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪

মামুন রশিদ বলেছেন: কবি'র মনোপটে শূন্যতা ঘুচে যাক । কবিতারা আসতে থাকুক দামাল কিশোরের দলের মতো, আপনমনে সঙ্গোপনে ।


কবিতায় ভালোলাগা । আর কবি'র জন্য শুভকামনা নিরন্তর ।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মামুন ভাই, কবিতা যে আসে না, তা কিন্তু না। আসলে লিখতে ইচ্ছে করে না। অথবা আমি ফুরিয়ে গেছি!

আছেন কেমন?
এটা কিন্তু আড্ডা দেয়ার পোষ্ট, কই একটু আড্ডার ছলে কথা কইবেন তা না করে কবিতা লইয়া কথা কইতাসেন! /:)

আপনারে মাইনাস! B-))

২৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৫

নাজিম-উদ-দৌলা বলেছেন: ভাইজান আগের সব পোস্ট সরিয়ে ফেলেছেন কেন? জানিনা কি কারনে এমন করেছেন। তবে লিখে যাচ্ছেন, পাশে আছেন দেখে ভাল লাগছে।

ভাল থাকুন এই কামনা করব।

৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি লিখছি না ভাই। লেখালেখি বন্ধ। স্যরি, রিপ্লাই দিতে দেরী করে ফেললাম।

আগের পোষ্ট দেখলে কবিতা লিখতে ইচ্ছে করে! পড়তে ইচ্ছে করে! আর আমি কবিতা প্রায় ছেড়ে দিসি।

ভালো থাকবেন।

২৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩২

লেখোয়াড় বলেছেন:
আপনাকে আবার দেখে ভাল লাগছে কবি।
আড্ডায় হোক আর কবিতায় হোক সাথে থাকুন।
সম্পর্ক টিকে থাকুক, বন্ধন অটুট থাকুক।

ভাল থাকেন।

৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনাদের সাথে আড্ডাদেবার জন্যই এই পোষ্ট।

তবে আড্ডাও হবে অনিয়মিত।

ভালো থাকবেন।

২৫| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩

প‌্যাপিলন বলেছেন: বার বার পড়ে যাওয়ার মতো একটি কবিতা।

৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বস, আছেন কেমন? আজকাল কবিতা লিখতে পারি না।

আপনার জন্য--

সক্রেটিস তোমার বিষের পেয়ালা হাতে নিয়ে বসে আছি
হেমলক পান করে তোমার মতো ঘরময় পায়চারী করে
এক সময় আড়ষ্ঠ পা নিয়ে হেলে পড়বো মৃত্যুর দুয়ারে!

সক্রেটিস, তোমার জীবন যেমন সত্য, যেমন ছিলে নির্ভীক
তোমার সত্য প্রচারে, প্রাণঘাতক ঈশ্বরের হাজতে
নির্বিকারভাবে যেভাবে বলে গেছো তোমার সত্য,
তোমার ধর্ম এবঙ দর্শনের কথা, অশ্লীল নগ্নতার সন্যাসে।

আমার ভেতরে আমি, দেব শিশু! দেবদারু গাছের চূঁড়ায়
হুহুবাতাসে কেঁদে উঠে আকাশ মিশ্রিত পাতারা! ঝরে পড়ে
বেদনার শুকনো ডাল! সক্রেটিস, তোমাকে পালিয়ে যেতে
সোনার মোহর নিয়ে এসছিলো তোমার শিষ্যরা, এসেছিলো
তোমার মনের টেরাকোটা মুছে দিয়ে দেশান্তরিত করতে,
তোমাকে বাঁচিয়ে রাখতে চেয়ছিলো তারা কৃতদাস হয়ে!

শহরে শহরে ক্রন্দনের রোল তুলে তুমি মরণ বেছে নিলে
তোমার সত্যকে প্রতিষ্ঠিত করে গেলে; তোমার খুলির কসম,
তোমার সেই খুলিতে নিখাদ বিষাদ হেমলক ঢেলে, আমিও
তোমার পথ বেছে নেবো; মরেই প্রমাণ করবো, মিথ্যার
আশ্রয় নিইনি। প্রাণের ওষ্ঠে, প্রাণ রেখে, একাকীত্বের সংসারে
আশ্রয়হীনতার আশ্রয় হতে চেয়ছিলাম, মৃত্যুর দরবারে!


ফ্রী থাকলে আড্ডা দিতে আইসেন! তবে আমি নিজেই অনিয়মিত।
নিশ্চয়ই আবার ফিরবো আগের মতো; তবে সময় লাগবে।

২৬| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: অথচ, জ্যামিতিক হারে বাড়ছে নির্ঘুম রাত্রিরা, একটি কবিতার জন্য। হ্যাঁ, একটি কবিতার জন্য। জেগে থাকি সারারাত, মাঝে মধ্যে তন্দ্রা আসে, তন্দ্রায় কবিতা আসে। রুপোলী চাঁদ আসে, পরীরাও আসে বৈকি! আমি লাফিয়ে উঠি! হলুদ খসখসে পাতায় লিখতে গেলেই ব্ল্যাকআউট!



প্রথম কথা- আপনি কবিতা ছেড়ে থাকবেন এইটা তো আমার বিশ্বাস হয়না, তাই ব্ল্যাক আঊট চলছে চলুক, পোনা মাছের ঝাকের মত আবার কবিতারা আসা শুরু করবে! :)


শুভকামনা কবি!

৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা ছাড়া বেশ আছি! কবিতা লিখার চেষ্টা করি না। যদি কবিতার দেবী কখনো এসে ধরা দেয় দ্যায় তবে লিখবো! আবার নাও লিখতে পারি, যেমন মাঝে মধ্যেই কবিতার লাইন এসে খেলে যায়, কিন্তু আমি তার সঙ্গী হই না।

সে ( কবিতার দেবী) হয়তো অভিমান করে। কিন্তু দেবীর মান ভাঙ্গানোর ইচ্ছে আমার নাই।

ভালো থাকুন বস।

আড্ডা দিতে চাইলে চলে আইসেন! আড্ডা হবে।

২৭| ৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

হাসান মাহবুব বলেছেন: অন্ধকারে নিমজ্জন, অতঃপর তা থেকে আবারও পুনরুত্থান। কবির চোখ শব্দ দেখে আলোকবস্তুর মত। ভালো লাগলো। বাকি লেখাগুলাকে জাগাইবেন কবে?

০১ লা মে, ২০১৩ রাত ১২:২৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা-মা ভাই, পোষ্ট দিতে ইচ্ছে করে না। আর আজকাল ব্লগে টাইমও দিতে পারতাসি না। ভাবতাসি এই পোষ্টে একের পর এক কবিতা পোষ্ট করবো! :|

আপনার জন্য---

ইশকুল পলাতক বালক পাঁচিল ডিঙ্গিয়ে দ্যাখে পাখিদের সমাবেশ।
"গোলাপ বিষয়ক রহস্য এবং অমীমাংসিত নীল পরীগণ"-নিয়ে মুখবন্ধ পাঠ।
বালকের টিফিনের পয়সায় একটি গোলাপ! ইটের পিরামিডে বালিকা;
লন্ঠনের আভায় বালকের পাথরের ঘরে রত্নের সন্ধান।
ব্যালকনিতে বালিকা একা; উন্মুখ উদাসীন।
হাওয়ার ভাঁজে বালকের চিঠি— বালিকার সুর!

বালকের বালক কথন ফুরোয় না কখনো
রিকশা যোগে বাড়ী ফেরে বালিকা তখন।
পথে দ্যাখে যায় পাখি সমাবেশে নিমগ্ন বালক
শুনছে মায়াবতীকে, স্নিগ্ধ চোখে, আয়েশী ভঙ্গিতে!

কৃষ্ণচূড়ার রাঙ্গা আলোয়, ভেবেছিলো সুখ
তখনো ভাবেনি রক্তে আছে
কোমলমতী বেহালায় হাজার ঢঙ্গের দুখ!

বিষণ্নতায় সুবেজের আলাপণ।
নিভু চাঁদের মন্থর রাত্রিরে ক্রমশ শীতল থেকে শীতলতর হয়ে
ব্যাঙের হীম রক্তে ঈষৎ সূর্যের তাপ এনে দেওয়া হাসিতে
পাতাল সেঁচে তুলে আনছে কতিপয় রূপলোবান !

আলোর পিতা- সূর্যের পলি ছড়ানোর আগেই হীমাঙ্কের নীচে
ছেঁড়া কাঁথায় আপাদমস্তক ঢেকে রাখা উদ্বাস্তু বাতাসে
ভেসে আসছে প্রিয়তম সুরের ব্যঞ্জনা; বিষণ্ণতার গান!



হা-মা ভাই, এইটা কিন্তুক আড্ডা দেওনের পোষ্ট! টাইম পাইলে আইসেন!

আগের পোষ্টগুলোর উত্থান আর হবে না। অই পোষ্টগুলো অনেক স্মৃতি জাগানিয়া, পুরনো স্মৃতি ভুলে থাকতে চাই।

আর আপনার কবিতা অনেকদিন পড়ি না। কবিতা চাই।
ভালো থাকবেন।

২৮| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৩০

অপর্ণা মম্ময় বলেছেন: লেখাটা পইড়া আড্ডানির মতো কিছু চোখে পড়ল না তো ! তবে বিষাদ হোক আর যাই হোক - লেখাটা ভালো লাগছে ।

বানান টা ধূমায়িত হবে।

আবুল হাসানের রচনা সমগ্র পড়তে গিয়ে দেখছি , আরও অনেকের লেখায়ই দেখছি ও - কারান্ত শব্দের ব্যবহার।

যাই হোক বিষাদ দূর হোক। আসলে বিষাদ মানুষ কে দুর্বল করে দেয়। বড় হইলে ঠিক হইয়া যাইব আশা করি :P

০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্রায় এক বছর পর গদ্য লিখসি! একটা গোপন কথা কই! আমি যখন খুব বিক্ষিপ্ত থাকি তখনই গদ্য লিখতে পারি। আর না হলে গদ্য আসে না! :|

"ধূমোয়িত" বানানটা ইচ্ছে করেই এমন লিখা। এভাবে লিখলে মনে হয় সত্যি সত্যি ধোয়ার মধ্যে ভেসে বেড়াচ্ছি! :D

জানেনই, সব পোষ্ট ড্রাফটে নিয়ে গেছি। ব্লগ ফাঁকা দেখে নিজেই অস্থির হয়ে পড়সিলাম, তাই পোষ্ট দেয়া। আর এই পোষ্ট যখন দেই তখন আর কোন পোষ্ট দিবো না ঠিক করসিলাম! তাই ট্যাগে আড্ডার কথা উল্লেখ আছে।

বিবিএ এমবিএ পাশ করে ফেললাম, আর আমি এখনো বড় হই নাই! আমি আর কবে বড় হবো?? B:-)

২৯| ১২ ই মে, ২০১৩ রাত ৯:৩২

আমিনুর রহমান বলেছেন:

এইডা তুমি আড্ডা মারা জন্য দিছি লা :P

এইটা কোন আড্ডা পোষ্ট হইল বুঝি :||


চমৎকার গদ্য কবিতা +++

তোমার সাথে একদিন আড্ডা হবে জম্পেস :)

১২ ই মে, ২০১৩ রাত ৯:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার মাথা আউলা থাকলে গদ্য লিখতে পারি, আর না হয় গদ্য আসে না। আমার কি করার আছে? মাথা আউলা অবস্থায় যা আসছে তাই তো পোষ্ট করসি। এইখানে আড্ডা দেয়া যাবে। এটা এমন কোন পোষ্ট না যে আড্ডা দেয়া যাবে না।

ব্যাঙ ফ্রাই এর কথা মনে আছে? নাকি তাও ভুলে গেসেন?

ব্যাঙ ফ্রাই- এর সাথে আর কী খাওয়া যায়! 8-|

কবে খাওয়াইবেন, তাড়াতাড়ি এদিকে আইসা খাওয়াইয়া যান! আমি অনেকদিন আকাশ দেখি না। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.