নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

শব্দকথন

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৭

১.

মেঘে মেঘে ছেয়ে আছে আকাশ

পরিপাটি বিছানা আসবাব

নীলের কৌটো শূণ্য তাই

আকাশ হয়ে আছে ফ্যাকাশে!



হিমজলের গেলাসে বিন্দুবিন্দু জল

আলোর দেবতা সূর্যের কিরণে

জানালার শার্সি বেয়ে নেমে আসে

ধনুক রামধনু! রঙের মিছিল।



২.

পর্যাবৃত্ত নিয়মে সময়ের খতিয়ানে

হিজলের সবুজ পাতার ফাঁকে ফাঁকে

লালশাদা বুটিবুটি ফুল

কল্পনার সবুজ মেয়ে

আগুনরঙ্গা সিঁদুর

গোলাপী বিকেল, দু'পায়ে হাঁটাপথ

থিরথির কাঁপে যখোন চন্দ্রমল্লিকার পাতা

পাখিগান গাওয়া বাউল হৃদয়

আনমোনা গান গায় উদাসী হাওয়ায়!



৩.

লাল নীল হলুদ বাতির শহরে

সাজানো পথঘাট

কৃত্রিম ঝর্ণার জলকেলি

সুপার স্টোর, চেইন শপে

রঙের আউটলেট

মিছিলে ছন্দবদ্ধ কবিতার লাইন

রাজনৈতিক ইশতেহারের ব্যবচ্ছেদ

এক এক ঝাপ পড়ে দোকানে অউটলেটে

এক এক জেগে উঠে রাতের ভাগার!



৪.

সত্যের সোনা আর মিথ্যের খাঁদ নিয়ে

স্বর্ণবিতানে তৈরি হয়

জীবনের গয়না

রাতালো জ্বালাবার পূর্বেই

রঙের কৌটো শূণ্য

উড়ে যায় জীবন ময়না!



মন্তব্য ৭২ টি রেটিং +২২/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

আমিনুর রহমান বলেছেন:

ফাস্টু হইচি ;)

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি অনেকদিন পর কবিতা লিখতে পারলাম। তাও কিছু হইসে কিনা জানিনা। আর বানান কতো ভুল আছে তাও জানি না।

থ্যাঙ্কস আমিন ভাই।

শুভ বিকেল!

২| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

আমিনুর রহমান বলেছেন:


শুভ বিকেল ।


অউটলেটে টাইপো ... ;)

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ওটা ঠিকই আছে।

আপ্নে ব্যাঙ খাওয়ানের কথা ভুইল্যা গেসেন! আরকেটা কাজের কথাও ভুইল্যা গেসেন! আপ্নেরে মাইনাস। #:-S

থ্যাঙ্কস বাডি।

৩| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রাতালো জ্বালাবার পূর্বেই
রঙের কৌটো শূণ্য
উড়ে যায় জীবন ময়না!

কবির প্রতিভায় আমি মুগ্ধ ! +++++++++++++

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভাই, আমার কোন প্রতিভা নেই। মাঝে মধ্যে লিখে ফেলি এই যা।

থ্যাঙ্কস ব্রো।
শুভ সন্ধ্যা।

৪| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: পাখিগান গাওয়া বাউল হৃদয়
আনমোনা গান গায় উদাসী হাওয়ায়!


৪নম্বরটাও দারুণ


১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মাসুম ভাই।

অনেকদিন পর কবিতা লেখর চেষ্টা করলাম। আপনারাই ভালো বলতে পারবেন কিছু হইসে কিনা।

শুভ সন্ধ্যা।

৫| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার।
১ বেস্ট ||

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মুন।

আশাকরি ভালো আছেন।

শুভ সন্ধ্যা।

৬| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার গতানুগতিক স্টাইলের বাইরে ছন্দময় কিছু পেলাম ! ভালো লাগা নিন !

১৪ ই জুন, ২০১৩ রাত ৮:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেকদিন পর কিছু লিখতে পারলাম। কিছু হউক বা না হউক আমি খুশি। অন্তত কলম ধরতে পারলাম, এটাই বা কম কী!

থ্যাঙ্কস স্বপন।

শুভ সন্ধ্যা।

৭| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

মামুন রশিদ বলেছেন: বিরতির পর ফিরে এসেছেন এতেই খুশি :)



কবিতায় ভালোলাগা ।

১৪ ই জুন, ২০১৩ রাত ৮:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কী করমু বলেন! কতোবার লেখার জন্য কগজ কলম হাতে নিলাম বাট কলম কিছুই লিখলো না! :|

অবশ্য এই কাকের ছা বকের ছা লিখে আমি খুশি। অন্তত কলম থেকে কালি ছাড়তে শুরু করেছে :)

থ্যাঙ্কস মামুন ভাই।
শুভ সন্ধ্যা।

৮| ১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৪০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেক দিন পরে!!!

কবিতা ভালো লেগেছে। :)

১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আজকাল কলম লিখতে চায় না! কী আর করি বলেন!

থ্যাঙ্কস।

শুভ রাত্রি।

৯| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৪৪

হাসান মাহবুব বলেছেন: চারটা ছোট্ট, স্লিম সুখপাঠ্য কবিতা। ভালো লাগলো বেশ।

১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা-মা ভাই, কবিতা লেখা ভুলে গেসি। গতকাল সকালে ব্লগে এসে দেখি ব্লগে আমার দুইবছর পূর্ণ হইসে। ভাবলাম একটা পোষ্ট দেয়া দরকার। তাই এই পোষ্ট দেয়া।

থ্যাঙ্কস হা-মা ভাই।

১০| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৪৮

সন্দীপন বসু মুন্না বলেছেন: বাহ্ ... মুগ্ধ হলাম।

১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।

ব্লগে স্বাগতম।

১১| ১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৪৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: রাতালো কি রাত+আলো?

৪ নম্বরটা ভালো।

১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হুম, রাত+আলো = রাতালো।

থ্যাঙ্কস প্রোফেসর সাব।

আশাকরি ভালো আছেন।

১২| ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:০৯

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ৯ম ভালো লাগা ! দারুণ !

১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।

শুভ সকাল।

১৩| ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৪১

বৃতি বলেছেন: চমৎকার!

১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:২০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মেলা দিন পর! আপনি লাস্ট কোন পোষ্টে কমেন্ট করসেন ভুলে গেসি! :|


থ্যাঙ্কস আপু।

আপনাদের অইখানে এখন রাত, তাই না?

শুভ রাত্রি।

১৪| ১৫ ই জুন, ২০১৩ রাত ১:২২

কান্ডারি অথর্ব বলেছেন:


সত্যের সোনা আর মিথ্যের খাঁদ নিয়ে
স্বর্ণবিতানে তৈরি হয়
জীবনের গয়না
রাতালো জ্বালাবার পূর্বেই
রঙের কৌটো শূণ্য
উড়ে যায় জীবন ময়না!


এই লাইনগুলো অনেক বেশী আবেগি।

১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:২২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

কান্ডারী ভাই, এটা আব্জাব কবিতার পোষ্ট! কী লিখসি নিজেই জানি না!

আশাকরি ভালো আছেন।

শুভ সকাল।

১৫| ১৫ ই জুন, ২০১৩ রাত ২:২৯

সোনালী ডানার চিল বলেছেন:
সবগুলোই ভালোলাগলো।
৩ নম্বরটাতে আপনারই পুরানো একটি কবিতার ছাপ
পেলাম মনে হয়!!

শুভকামনা কবি!!

১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:২৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনি না বললে আমি মনে হয় ধরতে পারতাম না! ৩নং এ "চেইন শপ" কবিতার ছায়া আছে।

থ্যাঙ্কস কবি।

শুভ সকাল।

১৬| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৩০

আরজু পনি বলেছেন:

খুব তন্ন তন্ন করেও বানান ভুল বের করতে পারলাম না। আজকাল মনে হচ্ছে প্রুফ রিডারদের ভাত নাই :(

নাকি আমারই বয়স হইছে, তাই চোখ্খে কম দেখি ! :|

আলোর দেবতা সূর্যের কিরনে - কিরণে


=p~ =p~

সরকারের কবিতা আমার বরাবরই ভালো লাগে B-)

১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবি লেখকরা ভাত পেলেই না প্রুফ রিডাররা ভাত পাইবো ;)

আমার কোন চোখের ডাক্তার পরিচিত নাই। তবে দাঁতের ডাক্তার পরিচিত আছে। লাগলে জানায়েন। যদি এই অচিলায় একটু কমিশন কামাইয়া লইতে পারি :D :D

বানান ঠিক করে দিলাম।

থ্যাঙ্কু পনি'পা।
এখনো ব্ল্যাক কফি হউক আর এক্সপ্রেসো, কোনটাই খাইতে পারলাম না! সবাই খাওয়াবে বলে কিন্তুক কেউ খাওয়ায় না /:)

১৭| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৩১

আহসান জামান বলেছেন:
অদ্ভূত শব্দকথন, পাঠ্যসুখ। শুভ দু'বছর ব্লগিং ...

১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট কবি।

আশাকরি ভালো আছেন। ভালো থাকবেন।

১৮| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৩

আরজু পনি বলেছেন:

মানুষের এত্তো ভাব ! /:)

"বর্ষপূর্তি পোস্ট " কথাটা উল্লেখ করলে কি খুব বেশি ক্ষতি হতো !? #:-S

যাই হোক শুভ বর্ষপূর্তি !:#P !:#P

১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
লিখতে চাইসিলাম! একলাইন লিখসিলামও। হঠাৎ মনে হলো বর্ষপূর্তি আবার কি! আমি তো সামুতেই লিখমু! আর সব সময়ই আছি। তয় সামু আমার বর্ষপূর্তি নিয়ে কিছু করলে আপত্তি নাই। :D :D

থ্যাঙ্কস পনি'পা।

১৯| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৫০

নস্টালজিক বলেছেন: লাল নীল হলুদ বাতির শহরে
সাজানো পথঘাট
কৃত্রিম ঝর্ণার জলকেলি
সুপার স্টোর, চেইন শপে
রঙের আউটলেট
মিছিলে ছন্দবদ্ধ কবিতার লাইন
রাজনৈতিক ইশতেহারের ব্যবচ্ছেদ
এক এক ঝাপ পড়ে দোকানে অউটলেটে
এক এক জেগে উঠে রাতের ভাগার!



৩! চমৎকার!


শুভেচ্ছা, আলাউদ্দিন!


ভালো থাকো নিরন্তর!

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

থ্যাঙ্কস রানা ভাই।

শুভ কামনা।

শুভ বিকেল।

২০| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: ৩ নাম্বারটা ভালো লাগছে।

শুভ হোক লেখালেখি । :)

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনি এতো বড় গপ লিখছেন কেন! আমি পড়মু কেমনে এতো বড় লেখা!

থ্যাঙ্কস আপু।

শুভ বিকেল।

২১| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: ফাঁকিবাজ গল্প পাঠক যে তুমি তাই এই কথা বলতাছ ! X(

আমি তো আর এক বসায় ভাই ৭/১০ টা কবিতা লেখতারি না :||

১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা! আজকাল কী হইসে জানি না! একটা দুইটা পোষ্ট পড়ার পর রেস্ট নিতে হয়। পড়তে পারি না বেশি।

আমি মোটেও ফাঁকিবাজ না। গল্প কবিতা ঠিকমতো পড়েই কমেন্ট করি। যদি পড়া না হয় তবে একটা কমেন্ট করে দাগ দিয়ে আসি। পরে পড়ে কমেন্ট করি।

কবিতা আমিও একবসায় ৭/১০ টা লিখতে পারি না। /:)

২২| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:০০

সোহাগ সকাল বলেছেন: তিন নাম্বারটা আগে পড়ছি। ঐটাই বেশি ভাল্লাগছে!

১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
৩নং আগে পড়সেন কেমনে? :| এটা গতকালই লিখসি।


ধন্যবাদ।

২৩| ১৫ ই জুন, ২০১৩ রাত ৯:৫০

নুসরাতসুলতানা বলেছেন: ১৪ তম ভাললাগা।

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।

আশাকরি ভালৈ আছেন।

২৪| ১৫ ই জুন, ২০১৩ রাত ৯:৫০

নুসরাতসুলতানা বলেছেন: ১৪ তম ভাললাগা।

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শুভ দুপুর।

২৫| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২০

অদৃশ্য বলেছেন:




আলাউদ্দিন ভাই

চমৎকার হলো... চারটি লিখায় খুব ভালো লেগেছে আমার...

এভাবেই আসতে থাকবে নীলশূন্য কৌটার ভেতরে রামধনু... চাপাচাপি করলে লিখা আসবেনা... ভাবনাকে স্থির করলেই লিখা আসবে...

ভালো থাকুন
শুভকামনা...

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৫০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বস, লেখার চেষ্টা করি না। যদি আসে তবে লিখি, আর না হয় লিখি না।


থ্যাঙ্কস কবি।

শুভ দুপুর।

২৬| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:২৫

সায়েম মুন বলেছেন: সুন্দর। সুখপাঠ।

গোলাপী বিকেল, দু'পায়ে হাঁটাপথ
থিরথির কাঁপে যখোন চন্দ্রমল্লিকার পাতা
পাখিগান গাওয়া বাউল হৃদয়
আনমোনা গান গায় উদাসী হাওয়ায়!
-------এখানে দুটো টাইপো আছে। #:-S

১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কঙ্কি! যখোন বানানটা ভুল না। এটা ইচ্ছে করেই এমন লেখা।

আরেকটা বানান কোনটা??


থ্যাঙ্কস কবি।

২৭| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৩২

মাক্স বলেছেন: সুন্দর!

১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:২২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মাক্স!

শুভ বিকেল।

২৮| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৫

বটের ফল বলেছেন: কোনো কথা নাই। এখন শুধুই প্লাস। হে হে হে ।

ভালো থাকবেন।

১৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্লাসের জন্য থ্যাঙ্কস।

যদিও হাসির কারন বুঝতে পারলাম না! 8-|


ব্লগে স্বাগতম।

২৯| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

শ্রাবণ জল বলেছেন: অনেকদিন পর আপনার লেখা পড়লাম।

আপনার স্টাইলের একটু বাইরে মনে হল কবিতাটা।

ভিন্নতা ভাল লাগল।

বর্ষপূর্তি ছিল ৫ দিন আগে।
শুভেচ্ছা, দেরিতে হলেও।

১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমিও অনেকদিন পর লিখতে পারলাম!

মাসখানেক বিরতীর পর এই কবিতাগুলো লেখা। তাই হয়তো আমার নিজস্ব স্টাইল থেকে কিছুটা ভিন্ন।

থ্যাঙ্কস আপু।

৩০| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

শ্রাবণ জল বলেছেন: "কবিতা গুলো"

১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ব্যাপার না। আশাকরি ভালো ছিলেন/আছেন।

শুভ সন্ধ্যা।

৩১| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:১৯

নাজিম-উদ-দৌলা বলেছেন: নিঃসন্দেহে সুখ পাঠ্য কবিতা। +++++++

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:০১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।

শুভ বিকেল।

৩২| ১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

আরজু পনি বলেছেন:

কমেন্টগুলা চেক করলাম !

মিথ্যুক ! /:) X(

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনিই ত বলেন কবি/লেখকরা সুন্দর করে মিথ্যে বলতে পারে! আমি কবি না হলেও মিথ্যা বলা শিখছি :D :D

৩৩| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৯

প্রত্যাবর্তন@ বলেছেন: ২০ তম প্লাস

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।


শুভ সকাল।

৩৪| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভাললাগা জানবেন কবি।

+++

১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস শোভন।

আশাকরি ভালো আছেন।

৩৫| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৩

প‌্যাপিলন বলেছেন: টিভেতে রান্নার প্রোগ্রামগুলো খুব ভাল করে গিলে সবচে' সহজ রেসিপি নিয়ে এক্সপেরিমেন্ট চালাতাম - ফলাফল: বিনে ফেলে দিয়ে বিকল্প খাবারের খোঁজ। একই জিনিস যখন এক্সপার্টরা তৈরি করে ..আহ্ ......... আসলে উপকরণ আর পদ্ধতি এনাফ নয়, স্রষ্টার হাতে কিছু কারিশমা থাকে। তা দেখে বা পড়ে হয়না। ঠিক আপনার কবিতাটি। এত সহজ শব্দ, এত সাধারণ, মনে হয় আমিও লিখতে পারি। কিন্তু প্রতিটি শব্দ, ছত্রের মধ্যে যে মায়াময় সম্পর্ক সেটা কি আর আমার হবে............

অসংখ্য ভাল লাগা কবিতায়

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভাই কী যে বলেন না?

এইটা আমাদের হঠাৎ রান্না করা খাবারের মতোই। এরচে ভালো কিছু হয় নাই।

থ্যাঙ্কস ব্রো।

শুভ রাত্রি!

৩৬| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:


লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা না কাকে ছা বকের ছা হইসে আমি জানি না!


ভালো :)

১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কথা সত্য।

শুভ সন্ধ্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.