নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

বিষণ্ন সময় ধার করে আত্মার গন্ধ খোঁজে শরীর

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩২





কতোদিন পর আমাদের দেখা হয়েছে বলুন তো?

হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন, দু'লক্ষ বছর পর আমাদের দেখা।

ক্যামন ছিলেন? জানেন তো অংকে খুব কাঁচা,

সেকেন্ড মিনিট ঘন্টার সমীকরণে কিছুই বুঝিনি।

বরঙ আপনার কুকুরটাকে নিয়ে কিছু বলুনঃ

তার জিহ্বার লালায় এখনো কী স্নান সারেন?

নাকি আপনার পোষা বিড়ালটার মতো এখনো

কারো কোলঘেঁষে বসে থাকেন!

আচ্ছা, দু'লক্ষ বছর তো কম কিছু নয়। নিশ্চয়,

এখন সে উত্তাপ পান না, যা আগে পেতেন?



দেখছেন মানুষ প্রতিদিন ক্যামন বদলে যাচ্ছে,

আমাদের ঘুমোবার সময় ওদের সকাল আর জেগে ওঠবার সময়...

হা হা হা! ঠিক বলছেন----

দু'লক্ষ বছর পর আমাদের দেখা! কই পরস্পরের

আলিঙ্গনে একটু উত্তাপ নেবো,

তা না করে আমরা কুকুর বেড়াল নিয়ে পড়ে আছি!

সত্যিই মানুষ আমরা!



আসলেই কী মানুষ! দু'লক্ষ বছর তো কেউ বাঁচে না, তবে

আমাদের দেখা হলো কী করে! বড্ড অদ্ভুত লাগছে সব!

হিমবাহ গলে গ্যালো, প্রিয় স্বদেশ হয়ে গ্যালো হাঙ্গরের আবাস!

আচ্ছা, সত্যি করে বলুন তো, সত্যিই কী আমরা বেঁচে আছি?

না সব হেলুসিনেশন? যদ্দুর মনে পড়ে, আপনার শরীর থেকে

কুকুরের গন্ধ পেতে শুরু করার পর আপনাকে খুন করি।



কোনো সহজ স্বাভাবিক খুন নয়।

আপনার হাত দু'টো বেঁধে গলায় ঝুলিয়ে দিয়েছিলাম

পানি ভর্তি একটা কলস, তারপর সলিল সমাধি।

যদিও পা দু'টো বেঁধে রাখিনি, ধারণকৃত ভিডিওতে

দেখেছিলাম আপনার ছটফটানি!



আপনি বেঁচে উঠলেন কী করে? নাকি আপনি মরেন নি

কিংবা ভূত হয়ে ফিরে এসেছেন? আমার ঘাড় মটকে তারপর...

কী বললেন? একসময় আপনাকে তুমি সম্বোধন করতাম?



আপনাকে তুমি সম্বোধন করবো কেন?

আপনিই তো আমি; শরীরের অবিচ্ছেদ্য অংশ হয়ে ছিলেন।

আমার রাত-বিহান আপনি ছাড়া কিছু ছিলো না!

আবার খুনের কথা বলছেন? বললাম না একবার।

আপনার শরীর থেকে কুকুরের গন্ধ পেতে শুরু করেছিলাম।

তারপর... আপনি বুঝি...?



বাহ্ বাহ্! আপনার লেজুরবৃত্তিকে এখনো ঠিক বলছেন?

আপনার এই তোষামুদে আচরণ ছিলো আপনার মৃত্যুর কারণ।

কী বললেন? অন্যেরাও করছে, তারা বহাল তবিয়তে আছে!

তা থাকুক। ওদের আচরণ আমার ধর্তব্য নয়।

ওরা নিশ্চয় আমার শরীরের কলকাঠি নয়!



এই দেখুন আমার কঙ্কাল আচ্ছাদিত শরীর।

দেখছেন, কেমন আপসহীন, নির্ঝঞ্জাট ...

সকালে খেয়ে কাজে যায় আর শেষ বিকেলে ঘরে ফেরে,

যা পায় তাতেই ওর চলে যায়। আপনি?

আপনি ছিলেন আমার পাঁজরের প্রোকোষ্ঠে,

আপনার ইচ্ছে অনিচ্ছেয় ছিলো আমার সকাল-বিকেল-রাত।

আপনার ইচ্ছেতে কালোরাত হতো গোলাপী,

ধূসর প্রান্তর হতো সবুজ। আপনার ইচ্ছের যোগসূত্রে গাঁথা হতো

আমার খামখেয়ালীপণার বৈকালিক অবকাশ, সুখ রোদ্দুর!



এতোকিছু মনে রেখছি কী করে? আপনাকে খুন করবার

আগে সব টুকে রেখেছিলাম ডায়রীর পাতায় কালো অক্ষরে।

মনে নেই? সেইদিন ব্যাংক পাড়া থেকে ফিরে সুইসাইড নোটে

টুকে রাখা মৃত্যুতান্ত্রিক নিয়মের অনুকরণ কেব্কল রেছি।

এই দেখুন রোবটিক জীবনের ধ্রুপদী আয়োজন!

ক্যামন হুলুস্থুল কেটে যাচ্ছে সময়ের সাথে সাথে...



আপনাকে প্রয়োজন কিনা? ছিলেন বৈকি। আমাকে

কবর দেয়ার পূর্বে! দু'লক্ষ বছর যাবত কেবল শরীর

বয়ে বেড়াচ্ছি! যদি কখনো ঘুম ভেঙ্গে দেখেন পুবের

বাতায়নে রক্তাভ সূ্র্য প্রবেশ করছে কিংবা নিশুতি চন্দ্রিমা

ফুল হয়ে ফুটেছে তবে এসে দেখে যেতে পারেন!

আপনি ছাড়া, আপনাকে ছাড়া কতোটা ভালো আছি!



জানি এখোনি ঘুম ভেঙ্গে যাবে। আপনিও

চলে যাবেন! যাওয়ার আগে জেনে যাবেন, আত্না বলে

কিছু নেই! শরীরটাই সব। দেখুন, আমার স্বাস্থ্য আগের

চেয়ে কতোটা ভালো হয়েছে! এখন রোবটের মতো

করে যেতে পারি কাজ যতিচিহ্নবিহীন! সুখ সাগরে!













* প্রিয় দুই কবি অপর্ণা আপু এবং সোনালী ডানার চিল ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস।

মন্তব্য ৭৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫০

ইমরাজ কবির মুন বলেছেন:
অসাধারন !!

১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

থ্যাঙ্কস মুন।

শুভ বিকেল।

২| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: প্রথম ভাল লাগা রইলো কবি!

যদ্দুর মনে পড়ে আপনার শরীর থেকে
কুকুরের গন্ধ পেতে শুরু করার পর আপনাকে খুন করি!

অন্যরকম একটা স্বাদ পেলাম আপনার কবিতা পড়ে! বিষন্ন আত্মার সাথে দুই লক্ষ বছর পরে দেখা, যাকে আমি খুন করি!

শুভকামনা!

১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আজকাল কবিতা লিখতে পারি না ভাই। কখনো কখনো কবিতা ধরা দ্যায়। আর তাই পরাবাস্তবতায় বাস্তবতার ছায়া আঁকা আর কী!

কেমন ছিলেন/আছেন?

শুভ বিকেল।

৩| ১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

সোনালী ডানার চিল বলেছেন:
কবি,
আমার পাঠমন্তব্য অলরেডি আপনাকে জানিয়েছি।

আপনার এই মাঝে মাঝে ফিরে আসা, কবিতা নিয়ে নিরীক্ষণ,
ভাবনার গভীরে ডুব দিয়ে সময়শৈলীর দারুন উৎপ্রেক্ষা আমাকে
মুগ্ধ করে খুব; দিন দিন ভালোবাসা ভুলে আপনার মনোজগতে
যে পরাবাস্তব ভবিতব্য আমি দেখছি, তার অনেক বেশী এবং
সঞ্চারশীল বিস্তৃতি আপনাকে আরও বেশী ভাবাবে এটা বলতে
পারি।

শুভদুপুর।।

১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার পাঠ পতিক্রিয়াই আমাকে এই কবিতা পোষ্ট করার সাহস যুগিয়েছে।

আজকাল তো কবিতা লিখি না। যদি কখনো কবিতা এসে ধরা দেয় তবে একে নিয়ে খেলার চেষ্টা করি। জানিনা আসলে কিছু হয় কিনা! তারপরও কবিতার কাছে নিজেকে সপে দিতে ভালো লাগে। এর জন্যই এখনো কবিতা পড়া হয়।

আপনার মন্তব্য অনেকদিন পর্যন্ত অনুপ্রেরণা যোগাবে।

থ্যাঙ্কস প্রিয় কবি।

শুভ সন্ধ্যা।

৪| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখাটা পড়ে একটা গপের প্লট মাথায় আসছে!

লেখা ভালা লাগছে

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মাসুম ভাই।

গপের অপেক্ষায় থাকলাম।

৫| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৪

মামুন রশিদ বলেছেন: অসাধারণ !!



প্রতিকী রুপকল্পের কবিতা ভাল লেগেছে ।


:)

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মামুন ভাই কেমন আছেন? কতোদিন পর ব্লগে আসলাম!


আপনাদের খুব মিস করি। আপনাদের খুব মনে পড়ে কিন্তু ইচ্ছে থাকলে আজকাল ব্লগে সময় দিতে পারি না।

দোয়া কইরেন যাতে শীঘ্রই ব্লগে ফিরতে পারি।

থ্যাঙ্কস ব্রো।
শুভ রাত্রি!

৬| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সম্পূর্ণ ভিন্নতর লেখা।
কবিতায় এক্সপেরিমেন্ট চলছে স্পষ্ট।
এবং দূর্দান্তভাবে সফল আপনি।

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আশরাফ ভাই, এক রকম লিখতে ভালো লাগে না!

একটু নেড়ে চেড়ে দেখতে ইচ্ছে করে, এটা তারই প্রতিফলন।

আমি জানিনা আসলে কিছু হইসে কিনা, আপনারাই ভালো বলতে পারবেন।

থ্যাঙ্কস আ লট কবি।

শুভ রাত্রি।

৭| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: দু লক্ষ বছর পর আত্নার সাথে দেখা ! আত্নার আত্নকথন ছিল নাকি আলাউদ্দিন ভাই ? ভিন্ন সাধ পেলাম আপনার লেখায় !

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এরচে বেশিকিছু মনে হয়!
থ্যাঙ্কস স্বপন।

শুভ দুপুর।

৮| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
অসাধারণ।

++++++++

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস শোভন।

শুভ দুপুর।

৯| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৪

বোকামন বলেছেন:





সত্যিই কী আমরা বেঁচে আছি?
না সব হেলুসিনেশন?


কবিতাটি পড়ছি এবং পড়ে যাচ্ছি.....
দেখা যাক গভীরতা খুঁজে পাই কি-না !

কবিদের জিজ্জাসা করতে নেই কেমন আছেন। তবুও ইচ্ছে করছে...
কবি কেমন আছেন ? আপনাকে ব্লগে দেখাই যায়না ইদানীং !

শুভেচ্ছা।।

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
গভীরতা খুঁজে পেয়েছেন কিনা জানান নাই?

কেমন আছি আসলে জানি না। আপনি আছেন কেমন?

ব্লগে এখন অনিয়মিত, আশাকরি আগামী কয়েক মাসের মধ্যে আগের মতো রেগুলার হতে পারবো।

থ্যাঙ্কস।
শুভ দুপুর।

১০| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অসাম লেগেছে!!

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কেমন আছেন আজ আপু?

থ্যাঙ্কস।

শুভ দুপুর।

১১| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৩২

ভিয়েনাস বলেছেন: বিষন্ন সময় ধার করে আত্মার গন্ধ খোঁজে শরীর ...

দূষিত আত্মা থাকার চেয়ে না থাকায় শ্রেয়।

কবিতা দুবার পড়লাম। শেষের সুখ সাগরে কথাটার কি খুব দরকার আছে? ভেবে দেখবেন।

কবিতা ভালো লেগেছে।

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দূষিত আত্মা থাকার চেয়ে না থাকায় শ্রেয়।


হ্যাঁ বাদ দেয়া যায়! এডিট করতে অলসতা লাগে।

কখনো হয়তো বা হাত দিবো।

শুভ দুপুর।

১২| ২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৫২

প্রিন্স হেক্টর বলেছেন: ডিফারেন্ট এন্ড এক্সট্রাটেরেষ্ট্রিয়াল

ভালোই লাগলো। :)

ভালোলাগা জানিয়ে গেলাম :)

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস প্রিন্স।

ব্লগে স্বাগতম।

শুভ দুপুর।

১৩| ২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৫৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বাহ কবি বাহ..................আর কিছুই বলার নেই..মারহাবা...

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবি!

কতোদিন পর!

আছেন কেমন?

থ্যাঙ্কস।

১৪| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:


সত্যিই মানুষ আমরা!

কবিতার ভাব আর গঠন শৈলী অসাধারণ। মুগ্ধ হয়ে পড়ে গেলাম।

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এক্সপেরিমেন্ট করা আর কী!


থ্যাঙ্কস ব্রো।


শুভ দুপুর।

১৫| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৮

নেক্সাস বলেছেন: অসাধারণ কবিতা। এক কথায় আবৃত্তি করার মত পারফেক্ত কবিতা।

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আবৃত্তি করে ফেলেন! আমাদের শুনিয়েন।


থ্যাঙ্কস ব্রো। আশাকরি এখন ভালো আছেন।

শুভকামনা রইল।

১৬| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৩

সায়েম মুন বলেছেন: কবিতাটা আগেই পড়েছি। অনেক ভাল লেগেছে কবি। শুভকামনা রইলো।

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা আগে পড়ছেন কেমনে?? :|

আমি তো এই কবিতা ফেবুতেও দেই নাই।


কবি, আছেন কেমন?

শুভ দুপুর।

১৭| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৬

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লাগছে , দুর্দান্ত, অসাম ইত্যাদি ইত্যাদি !

শুভকামনা তোমার জন্য।

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বিশদ মন্তব্য করে করে অভ্যাস খারপ করে ফেলছেন! এখন সামলান!

বিশদ মন্তব্য চাই। যদিও একবার পেয়েছি, আবারও চাই!

থ্যাঙ্কস আপু।

মন্তব্যের অপেক্ষায় থাকলাম।

১৮| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৮

হাসান মাহবুব বলেছেন: পুরাপুরি ভিন্ন এক কবিকে দেখলাম। দারুণ লাগলো কবিতাটা।

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা-মা ভাই!

কেমন আছেন? কতোদিন আপনার লেখা পড়ি না।
আশাকরি শীঘ্রই আগের মতো রেগুলার হবো।

ভালো থাইকেন।

থ্যাঙ্কস আ লট।
শুভ দুপুর।

১৯| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৩

অপর্ণা মম্ময় বলেছেন: কোনও লেখা পড়ার সময় বা লেখার সময় আমরা যতি চিহ্নের কিছু ব্যবহার দেখি যা পড়ায় আরাম দেয়। কিন্তু অতিরিক্ত যতি চিহ্ন আরামের বদলে ব্যাঘাত ঘটায়। তোমার এই লেখার বিষয়বস্তু আলাদা হলেও তোমার অন্যান্য লেখার চেয়ে আমি বলব আমাকে এই ( ! ) চিহ্নের ব্যবহার বিরক্ত করেছে।

জ্যামন, ক্যামন, গ্যালও এই টাইপ এর বানান লেখায় আমার ভাল্লাগে না ( যদিও আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করছি। কিন্তু সেটা লেখা আকারে না ) , যদিও অনেক আধুনিক কবিই করেন তাদের লেখায়।

বিশদ মন্তব্যও করতে ভাল্লাগে না। মন্তব্যও ছোট করার চেষ্টা করছি। ভালো থেকো।

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার অন্যান্য লেখায় কিন্তু এতো যতিচিহ্নের ব্যবহার নেই। আর এটা কথোপকথনের স্টাইলে লিখতে গিয়ে এমন হইসে। এটা নিয়ে আরেকবার বসবো। আশাকরি তখন কিছু চিহ্ন কমাতে পারবো।

য্যামন, ক্যামন এই বানানে লিখতে ভাল্লাগে, তাই লেখা আর কী!

আমার ব্লগে যা মুঞ্চায় লিখতে পারেন, আপনার সে অধিকার আছে।

থ্যাঙ্কস আপু।

ভালো থাকবেন।

২০| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: পুরোটা সময় করে ভালমত পড়া দরকার। পড়ে যাব এক সময়।

শুভেচ্ছা কবি।

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অপেক্ষায় থাকলাম প্রোফেসর সাব।

আপনার জন্য শুভকামনা রইল।

২১| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৭

নাজিম-উদ-দৌলা বলেছেন:

আমি এ যাবত আপনার যত কবিতা পড়েছি তার তুলনায় এটা সম্পূর্ণ আলাদা। থিমটা অসাধারন লেগেছে।

আপনার লেখা আরও নিয়মিত চাই আলাউদ্দিন ভাই। :)

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বস, আমি তো পড়ার সময় পাই না। পড়তে না পারলে লেখা ভালো হয় না। তাই লেখাও হয়ে উঠে না।

এটা হঠাৎ করেই লেখা হয়ে গেছে, তাই ব্লগে দেয়া।


আশা করি ভালো আছেন।

দোয়া কইরেন, শীঘ্রই আগের মতো রেগুলার হবো।

২২| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৫

অলওয়েজ ড্রিম বলেছেন: কবিতা আমি অতটা বুঝি না, কিন্তু পড়ি। পড়ে বোঝার চেষ্টা করি। না বুঝতে পারলে মন খারাপ হয়। এবং শিয়ালের মতো বলিঃ ধ্যাত্তেরি, আঙ্গুর ফল আসলেই টক।

আপনার এই কবিতাটা একটু অন্য রকম। পুরোটা না বুঝলেও কিছুটা বুঝেছি। তাই ভাল লাগা!!!

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমিও কবিতা বুঝি না। না বুঝেই কবিতা পড়ি। পড়তে ভালো লাগে তাই।

আপনি পড়েছেন শুনে ভালো লাগলো।

থ্যঙ্কস ব্রো।

শুভ দুপুর।

আর হ্যাঁ, আমার ব্লগে স্বাগতম।

২৩| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪২

রোমেন রুমি বলেছেন: ভাল লাগা রইল
আলাউদ্দিন ভাই ।

পোস্ট মর্ডানিজমের ছোঁয়া ।

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কোন ছায়াতে আমি নাই! যখন যা আসে আর কী।

রুমি ভাই, কুমিল্লায় গিয়ে আপনার কথা মনে পড়ছিলো বাট আপনার সেল নাম্বার হারায়া ফেলসি তাই কল দেয়া হয় নাই।

আশাকরি ভালো আছেন।

২৪| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৮

মেহেরুন বলেছেন: ১৫ তম ভালোলাগা রইলো। একটু বড় হলেও চমৎকার লিখেছেন ভাইয়া। ++++++

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।

২৫| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৮

মেহেরুন বলেছেন: ১৫ তম ভালোলাগা রইলো। একটু বড় হলেও চমৎকার লিখেছেন ভাইয়া। ++++++

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হ্যাঁ একটু বড় হয়ে গ্যাছে আর কি! যখন যা আসে।

আশা করি ভালো আছেন।

শুভ দুপুর।

২৬| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩০

সোমহেপি বলেছেন: কবিতায় ভিন্নতার স্বাদ পেলাম।আপনার আরেক মাত্রা মনে হল।

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস সোমভাই।

শুভ দুপুর।

২৭| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৫

অনাহূত বলেছেন: কারো মন্তব্য পড়বো না, কোনো বিচার করতে যাবো না
প্রিয় কবিতার বাস্কেটে ঢুকিয়ে নিয়ে কবিকে বলবো - হ্যাটস অফ টু ইউ।

২৩ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কী যে বলেন না!

থ্যাঙ্কস আ লট বস।

আপনার মন্তব্য অনেক অনুপ্রেরণা যোগাবে। হয়তো সামনের দিনগুলোতে এই অনুপ্রেরণাই লিখতে সাহায্য করবে।

শুভ সন্ধ্যা।

২৮| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আপনাকে তুমি সম্বোধন করবো কেন? আপনিই তো আমি! এখানে এসে টের পাওয়া যায় নিজের ছায়ার সাথে কথোপকথন। তাহলে আত্মপ্রতিকৃতি স্পষ্ট হয়ে ফুটে ওঠে। লোকটা তোষামুদে ছিলেন, লেজুড়বৃত্তি যার স্বভাব ছিল। দুই লক্ষ বছর আগে মরে যাওয়া এক আত্মার কথোপকথন রূপকের মাধ্যমে তুলে ধরা হয়েছে এক ব্যক্তির মাধ্যমে, যিনি সম্ভবত হেলুসিনেশনগ্রস্ত।

রূপক কাহিনিকবিতার সুবিধা-অসুবিধা দুটোই আছে। আমাদের উত্তরসূরিগণ এরূপ কবিতায় ব্যবহৃত প্রতিটি ঘটনা বা উপাদানের আড়ালে বিধেয় বস্তু বা বিষয়টি সুনির্দিষ্ট করে নিতেন লিখবার কালে। ‘সোনার তরী’ কবিতার ব্যাপারে রবীন্দ্রনাথের এরূপ ব্যাখ্যা রয়েছে। এ কবিতাটা পড়তে খুব ভালো লেগেছে এর সাবলীলতা ও প্রাঞ্জল্যের কারণে। কিন্তু কবিতাটা যে বুঝতে পেরেছি তা না। যেহেতু কবিতার পাঠকের কাছে কবিতা বুঝবার বিষয়টা নিতান্তই গৌণ, সেজন্য অর্থ বুঝবার জন্য যে আর কষ্ট করবো না তা সত্য ;) ভালো লাগাটাই আসল কথা।

দুই লক্ষ বছর আসলে কোন্‌ সময়ের প্রতীক?

এবার বলুন, আপনি ‘কেমন’কে যে ‘ক্যামন’ লিখলেন, ‘ধার করে’কে ‘ধার কোরে’ লিখেন নি কেন? বাংলায় প্রতিটা শব্দই উচ্চারণবিধি অনুযায়ী উচ্চারিত হয়, যা বুঝবার জন্য লেখাপড়া শেখা জরুরি নয়। ছোটোবেলা থেকে পরিবার বা সমাজ থেকেই তা অনেকটা শেখা হয়, এরপর শিক্ষা প্রতিষ্ঠানে। আরও বিশেষভাবে জানতে হলে ‘উচ্চারণবিধি’ শীর্ষক বইও আছে। এ কথা বলছি এ কারণে যে, যদি ‘দেখে’কে ‘দ্যাখে’ লেখা হয়, তাহলে ধরে নেয়া যায় যে পাঠক হয়তো জানেন না যে ‘দেখে’কে ‘দ্যাখে’ উচ্চারণ করতে হবে; এ দ্বারা পাঠকের জ্ঞানকে কি খাটো করা হয় না? ;)

অনেক ভালো লাগা জানবেন আলাউদ্দিন ভাই।

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

আপনার মন্তব্যের রিপ্লাই দেয়ার আগে এই কবিতা কি করে মাথায় আসছে তার কথা বলি! ঈদের পরদিন রাতে একটা আমাদের ফ্রেন্ডদের একটা ট্যুরের প্ল্যান ছিলো। ট্যুরটা ছিলো টাংগুয়ার হাওরে। স্বাভাবিক ভাবেই বর্ষাকালে সেখানে পানি আর পানি থাকবে। আর তখন মনে হলো অনেকদিন পর পানিতে নিজের ছায়া দেখবো! সেই ছায়া থেকে এই কবিতার লাইনগুলো আসা শুরু করলো। মজার বিষয় হলো ট্যুরে যাওয়ার আগেই এই কবিতা লেখা শেষ।

বিষয়বস্তু নির্দিষ্ট করে কিছু ভাবি নাই। তবে হ্যাঁ, ছায়ার সাথে কেমন করে যেন আমার বা আমাদের কেমন একটা মিল খুঁজে পেয়েছি আর এ ভাবনা থেকেই কবিতা শুরু ও শেষ!

এখানে দু'লক্ষ বছর তেমন মিন করে লেখা না। তবে যেহেতু দীর্ঘদিন পর নিজের ছায়ার সঙ্গে দেখা হওয়ার পর্বটা কেমন হচ্ছে তা তো থাকছেই!

পাঠকদের জ্ঞানকে খাটো করার সাহস বা দুঃসাহস কোনটাই আমার নাই। আমি জানি এবং বিশ্বাস করি আমি যা জানি পাঠকরা এরচে ঢের বেশি জানে। উচ্চারণবিধি আমার পড়া নেই, তবে কিছু বানান যেমন- ক্যামন, দ্যাখে এসবের প্রতি একটা দূর্বলতা কাজ করে, এর জন্যই কিছু বানান এভাবে লেখা।

সোনাভাই, এবার আসল কথা বলি আপনার এই কমেন্টের প্রতিউত্তরে কি লেখা উচিত তা নিয়ে আজ সারাদিন ভেবেছি। এখন রিপ্লাই দিলাম। আপনার এমন মন্তব্য নিয়মিত আশাকরি।

ও হ্যাঁ, ফেবুর মতো এখানেও কমেন্টে লাইক বাটন দাবী করি সামু কতৃপক্ষের কাছে। এবং মডুদের দৃষ্টি আকর্ষণ করছি।

সোনাভাই, আশাকরি ভালো আছেন। আর হ্যাঁ, আপনার উপর রাগ করছি! ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আপনার ইনবক্সে একটা মেসেজ দিসিলাম আপনি আমার মেসেজের রিপ্লাই দেন নাই আর ঈদের সালামীর কথাও কিছু বলেন নাই! :D

২৯| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৩

নুসরাতসুলতানা বলেছেন: কবিতায় ++++++++++।

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।

আশাকরি ভালো ছিলেন/আছেন?

শুভ রাত্রি!

৩০| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।

ব্লগে স্বাগতম।

শুভ রাত্রি।

৩১| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১২

অদৃশ্য বলেছেন:





সরকার ভাই

লিখাটি আগেই দেখেগেছিলাম... ভেবেছিলাম পরে এসেই মন্তব্য করে যাবো...

নিজের সাথে কথোপকথন ভালো লেগেছে... যে সময়টাকে ধরে লিখেছেন সেটাতে হয়তো আরো কিছুটা নতুনত্বের ব্যপার থাকতো পারতো বা রাখতে পারতেন... দু'লক্ষ বছর পরের কল্পদৃশ্যের কথা বলছি আরকি... আপনার অতিপ্রাকৃত কল্পনার প্রকাশ হতে পারতো লিখাটিতে...

তবে চমৎকার লেগেছে লিখাটি... অনেকদিনবাদে আবার আপনাকে দেখে খুব ভালো লাগলো... লিখালিখি নিয়মিত প্রকাশ করতে থাকুন

শুভকামনা...

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবি,

দু'লক্ষ বছরের একটি কাল্পনিক চিত্রপট মাথায় এসেছিলো কিন্তু সেটা কেন যেন আমার কাছে মুখ্য মনে হয় নাই। আর একটা চিত্র কবিতায় এনেছিলামও কিন্তু কবিতা লেখা শেষ করে যখন পড়ি তখন মনে হলো কবিতাটাকে শুধু শুধু টেনে বড় করা হচ্ছে, আর তাতে কবিতার মূল বিষয় কেমন অস্পষ্ট হয়ে যাচ্ছিলো। তাই বাদ দেয়।

কবিতা তো ভাই লিখতে পারি না। ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও একটা শব্দ মাথায় আসবে না। আমি আসলে কবিতা লেখার পরিবেশে নাই।

দোয়া কইরেন, আশা আছে শীঘ্রই ফিরবো।

থ্যাঙ্কস কবি।
শুভ দুপুর।

৩২| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্লাস বাটনটা কাজ করছে না! অনেক ভালো লেগেছে, বিষদ হলেও খুবই সুখপাঠ্য ছিল। অপর্ণা আপুর লাস্ট কমেন্ট এর সাথে আংশিক সহমত।

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্লাস দিয়া কিচ্ছু হয় না। আসল ব্যাপার হলো পাঠ প্রতিক্রিয়া।

কবিতাটা নিয়ে বসার ইচ্ছে আছে, কিন্তু সময় হয়ে উঠছে না, আশা করি শীঘ্রই এটাতে হাত দিবো।

থ্যাঙ্কস ব্রো।

শুভ দুপুর।

৩৩| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৮

রাইসুল নয়ন বলেছেন:


আমি নির্বোধ,অনেক চেষ্টা করে পড়লাম,
চেষ্টা করে বলছি এই জন্যেই যে আগাতে পারছিলাম,পিছিয়ে যাচ্ছিলাম!

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

ব্যাপারটা কিন্তু মন্দ না! সামনেও গেলেন আবার পেছনেও এলেন, তারমানে ঠিক জায়গাতেই আছেন!

৩৪| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৯

রাইসুল নয়ন বলেছেন:


আমি নির্বোধ,অনেক চেষ্টা করে পড়লাম,
চেষ্টা করে বলছি এই জন্যেই যে আগাতে পারছিলাম,পিছিয়ে যাচ্ছিলাম!

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।

শুভ দুপুর।

৩৫| ২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

মাহবুবুল আজাদ বলেছেন: ভাই এক কথায় অসাধারণ

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেকদিন পর আজাদ ভাই!

আশাকরি ভালো আছেন/ছিলেন।

থ্যাঙ্কস ব্রো।

শুভ দুপুর।

৩৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

আরজু পনি বলেছেন:

প্রশংসা করলেই তো ...না না আমি কবি নই ! বলতে থাকবেন /:)




নারায়ণগঞ্জে আমার এক বন্ধু ছিল অনেক দারুণ কবিতা লিখতো !

ও ক্যামন, গ্যাছে এভাবে লিখতো । আজকে বড্ড ওর কথা মনে পড়ছে !

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মেসে খালা না আসলে মাঝে মধ্যে রান্না করতে হয়। কখনো বা রান্নাটা খাবার উপযোগী হয়, তার মানে কিন্তু এই না আমার রান্নার হাত পাকা। তেমনি কবিতা লেখা হয়ে যায়। দুই একটা হয়তো পড়ার উপযোগী হয়, এর মানে কিন্তু আমি কবি না। /:)


আপনার কবিবন্ধু গ্যালো কই? এখন নিশ্চয়ই আরো ম্যাচিউর্ড কবিতা লিখেন। ওনার কোন কবিতা থাকলে দিয়েন, পড়বো। :)

থ্যাঙ্কস পনি'পা প্রশংসা না করার জন্য! :||

শুভ দুপুর। :)

৩৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

শাহেদ খান বলেছেন: দারুণ ঘোর-লাগা একটা কবিতা !

অনেক ভাল লাগা জানবেন, কবি !

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।

শুভ রাত্রি।

৩৮| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৯

বৃষ্টিধারা বলেছেন: আগে ধন্যবাদ দেন আমাকে তারপর পড়ব :-P :-P

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৫৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধন্যবাদ না পড়ার জন্য! /:)

৩৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭

ইমরান নিলয় বলেছেন: অসাধারন

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধন্যবাদ ভাই।

ব্লগে স্বাগত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.