নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

ষাণ্মাসিক পৃষ্ঠা এবঙ...

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১





ষাণ্মাসিক পৃষ্ঠা





দিন কতেক,

সন্ধ্যা - বিহান কেটে গেলো অগোচরে

ষাণ্মাসিক পৃষ্ঠার দেখা পেতে

সময়ের ঘড়িতে আর কয় চক্কর বাকি?



কবিতার খাতায় কয়েকটা দাঁড়ি, কমা, সেমিকোলন

পূর্ণোর্থবোধক একটা বাক্য গঠিত হয়েছে কিনা

বুঝে উঠতে, এখনো ঢের বাকি।



তবুও সময়ের অসমীকরণ

করণিক হিসাবে ঘন্টা সেকেন্ড ঝুলে গেছে---

ষাণ্মাসিক পৃষ্ঠার দেখা পেতে।





_____________________________







এবঙ





না এলে

তবে নাই বা এলে

ক্ষণেকের স্মৃতির ধূলো

আলগোছে ঝুলে আছে

কড়িকাঠ

ঝুল বারান্দা

পলেস্তরায়

একাকী আনমনে।



স্মৃতিবিনাশী নদী

কবে থেকে সেই

জলের ধারায় গড়িয়ে

বিস্মৃতির পলিতে

তোমাদের নগর



প্রকাশ্যে অথবা নীরবে!





__________________________

মন্তব্য ৮২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫

নীল-দর্পণ বলেছেন: ভাল লাগা

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নীল'পা কত বছর পর আসছেন আমার ব্লগে?? :-/

থ্যাঙ্কস আপু।

শুভ দুপুর।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:

কিছুটা অস্থিরতা প্রিয় কবিকে গ্রাস করেছে। কামনা রইল খুব শীঘ্রই অস্থিরতা কাটিয়ে উঠবেন ।

ষান্মাসিক পৃষ্ঠার দেখা পেতে
সময়ের ঘড়িতে আর কয় চক্কর বাকি?

প্রশ্নের উত্তর জানা নেই।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অস্থিরতা আমাকে কুরে কুরে খায়
ঘুনপোকার সংসার পেতেছি
দৈবের দেখা তাই----
স্বরবর্ণে ব্যঞ্জনবর্ণে পাই!


যেদিন উত্তর পাবো সেদিন আরেকটা কবিতা হবে ক্ষণ!

থ্যাঙ্কস ভাই।
শুভ দুপুর।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯

নাজিম-উদ-দৌলা বলেছেন:
ষান্মাসিক পৃষ্ঠা দিয়ে কি বুঝিয়েছেন সেটা পরিষ্কার বুঝিনি।
সেকেন্ডটা ভাল লেগেছে। ++++

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ষাণ্মাসিক পৃষ্ঠা দিয়ে একটা নির্দিষ্ট সময়কে ধরতে চেয়েছি।


থ্যাঙ্কস আ লট নাজিম ভাই।


শুভ দুপুর।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪

শায়মা বলেছেন: আকাশের ঐ মিটি মিটি তারার সাথে কইবো কথা
নাইবা তুমি এলে!!!!!!!!!!

:)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপু, আপনার কি হইসে???? আপনি আমার ব্লগে আগের মতো আসেন না কেন?????? আমি ব্লগে আজকাল আসতে পারি না। তাই কারো ব্লগেই যাওয়া হয় না।


আর আপনাকে ফেবুতে আমার লিস্টে খুঁজে পাই না কেন????

থ্যাঙ্কস আপু।

শুভ দুপুর।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০০

অপর্ণা মম্ময় বলেছেন: কবি ভালো থাকুক -- এই কামনা করি

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিকে খুঁজছি।

পেলে বইলেইন। কিছু গাছগছরার ওষুধ কিনে দিবো ওনাকে।


কবিতা কিছু হয় নাই??

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩

রেজোওয়ানা বলেছেন: ষাণ্মাসিক পৃষ্ঠা' কবিতাটা ভাল লেগেছে। 'বিহান' শব্দের ব্যবহারও ভাল লাগলো, এটা তো লেখকরা মনে হয় ভুলেই যাচ্ছে; কি নরম একটা শব্দ!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপু, এই কোমল শব্দগুলোর উপর আমার কেমন যেন দূর্বলতা কাজ করে। তাই সুযোগ পেলেই ব্যবহার করি।

থ্যাঙ্কস আ লট রেজু'পা।

ভালো থাকবেন।

শুভ দুপুর।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৩

ইমরাজ কবির মুন বলেছেন:
আমার কাছে এবঙ বেশি ভাল্লাগসে ||

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মুন।

এবঙ-কে আগেরটার সাথে যুক্ত করে ট্রাই করতে পারেন। যদিও দুইটা লেখা ভিন্ন ভিন্ন সময়ে লেখা কিন্তু কোথায় যেন একটা সংযোগ পাচ্ছি মনে হচ্ছে।

শুভ কামনা রইল।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন:
ক্ষণেকের স্মৃতির ধূলো
আলগোছে ঝুলে আছে
কড়িকাঠ
ঝুল বারান্দা
পলেস্তরায়
একাকী আনমনে


- চমৎকার! কবির কবিতা পেয়ে ভালো লাগছে!

কবির জন্য শুভকামনা!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।

শুভকামনা রইল।

শুভ দুপুর।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৩

আনজির বলেছেন: ভাল লেগেছে... ব্রাদার.....

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।

ব্লগে স্বাগতম।

শুভ দুপুর।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

নীল-দর্পণ বলেছেন: vuila geci ses kobe ascilam...amar ki dos ki sob lekhen bujhina kicu taitto aisa ghuira jai janan na diya e

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমিও তো না বুঝেই লিখি! কাউরে বইলেন না কিন্তু ;)

মেলা বছর হইবো আপ্নারে লাস্ট দেখছি, তবে কতোদিন বছর হইসে আমিও বলতে পারবো না।

লুকোচুরি শব্দটা মাথায় আসছে সেই সাথে একটা কবিতা B-)

থ্যাঙ্কস নীল'পা।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ কবিতা।

+++++++

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।

শুভ বিকেল।

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লেগেছে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস প্রোফেসর সাব।


শুভ বিকেল।

১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০

সায়েম মুন বলেছেন:
২য় টা বেশী ভালা লাগছে। প্রথমটা ২য়টার তুলনায় কম। #:-S
পূর্ণোর্থবোধক, পলেস্তরায় ----এই দুইটা শব্দের টাইপো ঠিকাছে কি?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পূর্ণোর্থবোধক শব্দটা বানাইসি। পূর্ণ+অর্থ + বোধক = পূর্ণোর্থবোধক

পলেস্তরায় বানান এইটাই জানতাম। :|

থ্যাঙ্কস কবি।
শুভ সন্ধ্যা।

১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন:
তবুও সময়ের অসমীকরণ
করণিক হিসাবে ঘন্টা সেকেন্ড ঝুলে গেছে---
ষাণ্মাসিক পৃষ্ঠার দেখা পেতে।
++++

অস্থিরতা ও মাঝে মাঝে ভালো কবিতা জন্ম দেয় আলাউদ্দিন ভাই !
ভালো থাকুন !

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

এই কবিতাটা আরেকটু বড় হতে পারতো মনে হচ্ছে। দেখা যাক, সময় তো আর চলে যাচ্ছে না।


থ্যাঙ্কস অভি।
শুভ সন্ধ্যা।

১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: দ্বিতীয়টা বেশি ভালো লাগলো । অনেক শুভেচ্ছা !

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।

ব্লগে স্বাগতম।

শুভ সন্ধ্যা।

১৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৭

সোনালী ডানার চিল বলেছেন:
কবি, দ্বিতীয় কবিতাটি আমাকে যেন বহুদূর নিয়ে গেল;
কিছু শব্দ আছে না! স্মৃতির তুষে রবহুত অনলে শরীরে
থাকে না মন; এবঙ এর শব্দমালা এমন!!

শুভবিকেল........

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দ্বিতীয় কবিতাটা আমারো খুব প্রিয়। এর জন্যই তো দুলাইনের কবিতা ব্লগে দেয়ার সাহস দেখালাম।

থ্যাঙ্কস কবি।

শুভ সন্ধ্যা।

১৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৯

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা ভালো হইছে।

নিজে যেহেতু কবিতা এখন লিখতে পারি না তাই অন্যের কবিতা ভালো মন্দ বলার আগে তো হিসাব কইরা বলা দরকার।

বিনাশ শব্দের বানান এইভাবে। স্মৃতিবিনাশী কীভাবে হবে ভাবো তাহলে।

প্রকাশ্যে অথবা নীরবে --- এভাবে ।

--- এইবার নিয়ে দ্বিতীয় কমেন্ট তিনবার করতে চেষ্টা করলাম। ব্লগের সমস্যায় এইবার ব্যর্থ হই কিনা কে জানে !

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনি কবিতা লিখেন না কেন?? অনেকদিন আপনার কবিতা পড়ি না। লিখে ফেলেন একটা এবং অবশ্যই সহজ শব্দে লেইখেন।

বানান ঠিক করে নিলাম।

সামুতে মাঝে মধ্যে এমন হয়। ব্যাপার না।

থ্যাঙ্কস আপু।

১৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

সোমহেপি বলেছেন: সুন্দর কবিতা।

বিষণ্নতায় ঢাকা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস সোমভাই।

শুভ সন্ধ্যা।

১৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫১

রাতুল_শাহ বলেছেন: ষাণ্মাসিক অর্থ কি ?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ষাণ্মাসিক = ছয় মাস।

থ্যাঙ্কস রাতুল ভাই।

শুভ সন্ধ্যা।

২০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৫

মামুন রশিদ বলেছেন: দুটো কবিতাই চমৎকার লেগেছে ।


ভাললাগা জানবেন কবি :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মামুন ভাই,

আছেন কেমন??

আমি যে কবে আবার ব্লগে নিয়মিত হতে পারবো আল্লাহই ভালো জানেন। তারপরো আপনারা যে আমার ব্লগে আসেন সত্যিই কৃতজ্ঞ।

থ্যাঙ্কস আ লট মামুন ভাই।

শুভ সন্ধ্যা।

২১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কিছু শব্দ বৈচিত্রের।
ভালো লাগলো, কবি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শব্দদের বারোটা বাজাচ্ছি আর কী!

থ্যাঙ্কস কবি।

শুভ সন্ধ্যা।

২২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: এবঙ টা ভালা হইছে

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মাসুম ভাই।

শুভ সন্ধ্যা।

২৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৭

ভিয়েনাস বলেছেন: কেটে যাক সকল অস্থিরতা......আশা করছি শীঘ্রই দেখা হবে ষাণ্মাসিক পৃষ্ঠার পদ্যর সাথে......

এবং ভালো লাগা :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অস্থিরতা ব্যাপারটা মন্দ না কিন্তু! উপভোগ করার মতো! কিন্তু হয়ে উঠছে না।

দাঁড়ান, লাইনে আইস্যা নেই, তখন দেখবেন লেখালেখি কারে কয়। #:-S


থ্যাঙ্কস ব্রো।

২৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩

হাসান মাহবুব বলেছেন: দুটোই ভালো লাগলো। প্রথমটার কাহিনী কী? কোথাও লেখা ছাপা হবার কথা?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আরে না! লেখা পাঠাইতেই লজ্জা লাগে আর সেখানে ছাপাছাপি।

তবে এখানে ষাণ্মাসিক দিয়ে একটা সময়ের রেখাপাত টানতে চেয়েছি।

থ্যাঙ্কস হা-মা ভাই।

শুভ সন্ধ্যা।

২৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮

মায়াবী ছায়া বলেছেন: কবিতায় ভাল লাগা ।
ভাল থাকুন ।।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।

আপনিও ভালো থাকবেন।

শুভ সন্ধ্যা।

২৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০১

বোকামন বলেছেন:
খুব ভালো লাগলো দুটোই
শুভেচ্ছা :-)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস বস।

আমি খুবই লজ্জিত, আপনাদের ব্লগে যেতে পারছি না সময়াভাবে।

ভালো থাকবেন।

শুভ সন্ধ্যা।

২৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০১

সেলিম আনোয়ার বলেছেন: বরাবরের মতই ভাল কবিতা ।+++++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।


শুভ সন্ধ্যা।

২৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার। প্রথমটা অনেক ভালো লাগল। আর প্রচ্ছদ! সে তো মারাত্মক হইছে।!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি ভাবছি প্রথম কবিতাটা নিয়ে আবার বসবো। পুণলিখন যাকে বলে আর কী! মনে হচ্ছে কবিতাটা সম্পূর্ণ না। দেখা যাক, কী করতে পারি।

থ্যাঙ্কস কা-ভা।

শুভ দুপুর।

২৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

নেক্সাস বলেছেন: কবি আবার অস্থীরতা কেন?

উত্তর নিশ্চয় দিয়ে দেবেন অস্থীরতাই কবির ধর্ম। হাহাহাহা

প্রথম কবিতায় দারুন অনুভূতি ঝুলে আছে।

বিহান শব্দের ব্যাঞ্জনা খুব ভাল লেগেছে। এখানে সন্ধ্যা- সাঁঝ হলে কেমন হত?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অস্থিরতা বেকারত্ব নিয়া। অস্থিরতা লিখতে পড়তে না পারা নিয়া। কারনের অভাব নাই। এক হাজারটা কারন দেখাতে পারি।

ব্যবহার করা যেতো, কিন্তু বিহান শব্দের প্রতি আমার অন্যরকম দূর্বলতা আছে।

থ্যাঙ্কস ব্রো।
শুভ দুপুর।

৩০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮

রাতুল_শাহ বলেছেন: ষাণ্মাসিক = ছয় মাস।

দারুণ নাম পাইলাম।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শব্দই সব। তাই শব্দ নিয়ে কিছু করার চেষ্টা করি।

থ্যাঙ্কস রাতুল ভাই।

৩১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

আরজু পনি বলেছেন:

:|

পড়লাম !
কথাগুলো এলোমেলো হয়ে সামনে ঘুরছে ....
রাগ হচ্ছে !
যে এতো দারুণ করে লিখে যে কেন আমার লেখায় সমালোচনা করতে ভয় পায় X(


ছবি নির্বাচনটা খুব সুন্দর হয়েছে ।
------

আমার ব্রাউজার সমস্যা করছে, তাই 'আরজু পনি' আইডিতে আরাম করে যেতে পাচ্ছি না । যুদ্ধ করে যেতে হয় ।

:(

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এলোমেলোভাবেই কথাগুলো ধরা দিসলো =p~

আমি এখনো ভালো পাঠক হতে পারি নাই আর সমালোচক! /:)

যুদ্ধ যুদ্ধ খেলা কিন্তু মজার। মারপিট কতো কিছু হয় আসলে কিছুই হয় না। :D

যুদ্ধ চলতে থাকুক, দেখি কে জেতে! B-)

থ্যাঙ্কস পনি'পা :)

৩২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

শায়মা বলেছেন: হায় হায় কে বলে আসিনা!!!!!!!!!!!


তুমিই তো আসোনা ভাইয়া!!!!!!!!!!!!:(


আর ফেবুতে কি হইসে জানিনাতো!:(

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপু, গত চার পাঁচ মাস যাবত কিছুই পড়তে পারছি না। কিছুই যে পড়ি নাই তা বললে মিথ্যে বলা হবে। ছাড়া ছাড়া ভাবে কিছু পড়েছি কিন্তু সত্যি বলতে কী আমার মাথায় কিছুই ঢুকে না। তাই পড়া একরকম বন্ধ রাখছি।

সেজন্যই আপনি বা কারো ব্লগেই যাওয়া হয় না। আপু, ফেবুতে একটা মেসেজ দিসি পইড়েন।

আপু, দোয়া কইরেন যাতে আগের মতো রেগুলার হতে পারি।
ভালো থাইকেন।
শুভ রাত্রি।

৩৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

রাতুল_শাহ বলেছেন: ভাল শব্দ -মন্দ শব্দ,
নিরপেক্ষরা বিলুপ্ত

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি শব্দের কাঙ্গাল। শব্দের ভালো মন্দ নেই, যতোটুকু জানি।

শব্দ শব্দই। আমরা মানুষরা বরং খারাপ। তাই শব্দদের এমন যাচ্ছে তাই ব্যবহার করে ভালো মন্দের খাতায় ফেলে দিচ্ছি। শব্দের তাই পক্ষ বিপক্ষ নাই। সব শব্দই শব্দ।

থ্যাঙ্কস রাতুল ভাই।
শুভ রাত্রি।

৩৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬

রাতুল_শাহ বলেছেন: ভুল ভাঙানোর জন্য ধন্যবাদ।

নতুন শব্দ পাইলে আপনাকে জানাবো।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা! ভুল ভাঙ্গানোর কিছু নাই ভাই। আপনি যা ভেবে আগের কমেন্ট করেছেন যদি আমি সে ভাবনা বুঝে থাকি তবে আপনি মোটেও ভুল বলেন নাই। আমি কেবল শব্দদের নিয়ে আমার ভাবনা জানিয়েছি।

প্লিজ শেয়ার কইরেন। আশাকরি আপনার দেয়া শব্দে হয়তো বা কখনো আমার কবিতার পঙতি ভরে উঠবে।

থ্যাঙ্কস ভাই।

৩৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
নিক চেঞ্জ!
অভিনন্দন কবি।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট কবি।

শুভ রাত্রি।

৩৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫০

আরজু পনি বলেছেন:

----------
ইয়েএএএএএএএ

মিষ্টি চাই !:#P !:#P !:#P

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আগে আমার পাওনা কফি খাওয়ান। /:) তারপর মিষ্টি :D

থ্যাঙ্কস পনি'পা।

শুভ রাত্রি। :)

৩৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৮

আহসান জামান বলেছেন:
অতিচমৎকার কবি, পাঠ্যসুখ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।

শুভ বিকেল।

৩৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

অনাহূত বলেছেন: কবিতা উপভোগ করলাম দু'টোই।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।


শুভ রাত্রি!

৩৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২২

অদৃশ্য বলেছেন:






দুইটা লিখাই দারুন হইছে... আবার যদি দুইটা মিলায়া একটা ভেবেও পড়ি তাতেওতো চমৎকার ভাবনারা ভিত করে...

তাই দুইটা আলাদা হলেও এক...দুটি লিখাতেই ভাবের গভীরতা দৃশ্যমান...


শুভকামনা...

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হুম, দুইটা কবিতা এক সাথে পড়লেও আরেকটা কবিতা হয়ে যায়।

বস, আছেন কেমন?

ভালো থাকবেন।

ধন্যবাদ।

৪০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
রিপ্লাই দিতে পারছি না। পরে রিপ্লাই দিবো।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

:-< :-< |-) |-)

৪১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮

শায়মা বলেছেন: ষাণ্মাসিক কথাটা শুনলেই ষাণ্মাসিক পরীক্ষার কথাটা মনে পড়ে। যাক বাবা এটা পরীক্ষা না । এটা ষাণ্মাসিক পৃষ্ঠা। বাঁচা গেলো!!!!!!!!!! :)


কেমন আছো ভাইয়া???????????????

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি একবারই ষাণ্মাসিক পরীক্ষায় অংশগ্রহন করছি। তাও পিচ্চিবেলায়। ক্লাশ ফাইভে থাকতে। ষাণ্মাসিক পরীক্ষাই ভালো ছিলো। বছরে দুইটা মাত্র পরীক্ষা। :D :D

ভালো আছি আপু। :)

আপনি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.