নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

কানামাছি

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭







সংগ্রামী বন্ধুগণ,

দয়া করে আপনারা কেউ হাসবেন না!

হাসার উপর অতিরিক্ত ট্যাক্স ধার্য করা হয়েছে

তা নয়। কিন্তু আপনাদের হাসিতে কর্তাব্যাক্তিদের

গা জ্বালা করে। আবার আপনাদের দাবীতে

ওনাদের শিশুসুলভ চেহারায় নেকরের হাসি

আপনারা ভীত হোন, ভয় পান

কিন্তু মুখকালো করে বসে থাকবেন না।

স্বাভাবিক থাকুন।এমনটাই ওনার চান।

 

সংগ্রামী সাথীগণ,

প্রানোচ্ছ্বল কোন চুটকী পড়ে হাসবেন না

প্রয়োজনে চুটকী পড়া ছেড়ে দেন

কেউ শোনাতে চাইলে

দেখবেন, আবার যেন তাঁর সাথে ঝগড়া না করে বসেন

সব সময় বুকপকেটে গোলাপের বদলে

রেখে দিবেন কানের ফুটো সমান দু'টুকরো কার্পাস তুলো।

আপনাদের হাসির দমক কান ফাটা আর্তনাদ শোনাবে

ওনাদের কাছে। আপনারা বলুন আপনারা কী তা চান?

 

প্রিয় বন্ধুগণ,

এই যে দেখছেন

প্রতিদিন সহস্রাধিক লোক মরছে

দেখুন, কতো স্বাভাবিকভাবে জনগণ তা মেনে নিচ্ছে

ফোঁটা কয় চোখের জল ফেলে সামলে নিচ্ছে নিজেদের!

নিজেদের পাথর বানিয়ে নিন।

ওনাদের ইশারায় আপত্তি না করে নাচুন

দেখবেন অসুখের পায়রা সুখের পায়রা হয়ে

উড়ে বেড়াবে নীলাকাশে সবুজের বনে।

 

প্রিয় কমরেডগণ,

কাঁটা তারের বেড়ার ওপাশে থাকে

ওনাদের (কর্তাব্যক্তিদের) প্রাণপ্রিয় সখিগণ।

ওনাদের বন্ধুরা বন্দুকের ব্যবহার করে

আমি আপনি বা আমাদের করোটি যাচাই করতে

যদি বা তাদের পরীক্ষায় আমার আপনার বলী হয়

তবে সে দোষ তাঁদের নয়।

বরঙ সে দোষ আপনার বা আমার

আমাদের করোটি কেন বুলেট প্রুফ নয়।

 

প্রিয় সহোদরগণ,

সেদিন ঢাকা গ্যালারীতে

আমি আর আমার কবি বন্ধু আশরাফ দেখলাম

ছেলেবেলায় খেলা ''কানামাছি''র অপূ্র্ব চিত্র প্রদর্শনী।

আপনারা আবার ভুল করে একে

আদালত পাড়ার অন্ধনারীর স্ট্যাচুর সাথে গলিয়ে ফেলবেন না যেন!

জানেন তো কালোপট্টি পড়ে

আমরা খেলার সময় যাকে তাকে জড়িয়ে ধরতাম

জড়িয়ে ধরতাম অচেনাজনকে, যে আমাদের খেলার সঙ্গী নয়।



প্রিয় বন্ধুগণ,

ধরুণ আপনাদের মধ্যে কেউ মৃগের চামড়ায় বসার ঘর

সাজাতে চান কিছুটা ব্যাতিক্রমভাবে।

ভুলেও এ সিদ্ধান্ত নিতে যাবেন না।

জানেন তো পৃথিবীতে মানুষের চেয়ে হরীণের সংখ্যা কম।

আপনার একটি বুলেট যদি খরচ হয়

মৃগের পাঁজরে তবে ধরণীশ্বরের আদালত খেপে উঠবে

ওনার অব্যর্থ কলমে

দু'দশ বছরের স্বশ্রম কারাদন্ড অথবা...



প্রিয় বন্ধুগণ,

আপনারা সংযম শিখুন

এই যে মৃগ প্রাণ আর আমার আপনার

জীবনের মূল্যের হিসেব কষে একে জটিল বানাবেন না।

আপনারা সামান্য কানামছি খেলা ভেবে নেন

মিছে মিছি একে কাঁটা তাড়ের বেড়া

মৃত্যু আদালত পাড়া এসব না ভেবে

আমাদের কর্তাদের খুশিকে নিজেদের খুশি বানিয়ে নিন

দেখবেন আমরা সুখে আছি।







* আমার ব্লগের নিক চেঞ্জ হইসে প্রায় সাপ্তাহ দুই হবে। এর মধ্যে কিছু লেখা হয় নাই। গতকাল আমিন ভাই যখন বললেন অনেকদিন ব্লগে কবিতা পোষ্ট করা হচ্ছে না, তখন থেকে একটা কবিতা পোষ্ট করার তাড়া অনুভব করলাম তাই এই খসড়া কবিতা।



** আমার নিক চেঞ্জ করায় জানা'পাকে অনেক অনেক ধন্যবাদ।

মন্তব্য ৭৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

সোনালী ডানার চিল বলেছেন:
কবি, সেরা কবিতার একটি এটা!
ইতিহাসের অংশ হলাম....................

(আর কিছু লেখার দরকার আছে!!!) B:-/

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনাকে আরো কিছু লিখতেই হবে। ইতিহাস নিয়ে ভাবি না। মনের আনন্দে যদি কিছু হয়ে যায় আর কী!

থ্যাঙ্কস আ লট কবি।

শুভ সন্ধ্যা।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

আমিনুর রহমান বলেছেন:



পেত্থুম লাইক আমি দিছি ;)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
লাইক দিয়া হইবো কী???? বরং কবিতা নিয়ে বলেন, অনেক বেশি খুশি হবো।

প্লাসের জন্য ধৈন্যা :)

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

ইমরাজ কবির মুন বলেছেন:
জোস !
জোস হৈসে !!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মুন।

থ্যাঙ্কস আ লট।

শুভ সন্ধ্যা।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

একজন আরমান বলেছেন:
দারুণ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আরমান।

শুভ সন্ধ্যা।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কাঁটাতারের ওপাশে থাকেন-----

কয়েকদিন আগে আমার এক প্রিয় কবি হনলুলু’র একটা কবিতা পড়েছিলাম- প্রসঙ্গ ছিল ফেলানী। এটি পড়ার পর শরীর গরম হয়ে ওঠে- বারুদের গন্ধে।


প্রিয় বন্ধুগণ,
আপনারা সংযম শিখুন
এই যে মৃগ প্রাণ আর আমার আপনার
জীবনের মূল্যের হিসেব কষে একে জটিল বানাবেন না।
আপনারা সামান্য কানামছি খেলা ভেবে নেন
মিছে মিছি একে কাঁটা তাড়ের বেড়া
মৃত্যু আদালত পাড়া এসব না ভেবে
আমাদের কর্তাদের খুশিকে নিজেদের খুশি বানিয়ে নিন
দেখবেন আমরা সুখে আছি।


সুতীব্র শ্লেষের সাথে একাত্ম হয়ে গেলাম। অসাধারণ কবিতা।

নিক ছোটো করেছেন, এটা চোখে পড়েছিল ;) অভিনন্দন। আকিকা করুন ;)



৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেকদিন হলো হুনলুলু ভাইয়ের কবিতা পড়ি না। উনি কী আবারো ব্লগে রেগুলার হইসেন??

এই কবিতাটা অনেকদিন মাথায় নিয়ে ঘুরছি। অবশেষে কাল রাতে লিখেই ফেললাম।

নিকের আকিকা অবশ্যই হবে। তার আগে আপনার ইনবক্স চেক করেন। :D

থ্যাঙ্কস আ লট সোনাভাই।

শুভ সন্ধ্যা।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

মামুন রশিদ বলেছেন: আমি কিন্তু রীতিমত তব্দা খাইছি :|


তব্দা খাওয়ারই তো কথা! কারণ আহমেদ আলাউদ্দিন নামের কাউকে যে চিনি না! :P

যাই হোক, পছন্দের নিক পাওয়ায় খুশি হয়েছি । প্রাণ খোলে আলাপ করার ইচ্ছে রইলো ।

কবিতা ভাল লেগেছে । শুভ কামনা ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
তব্দা তো খাইছেন আপনার জন্মদিনে যখন উইশ করছিলাম! B-)

বছর খানেক ধরে মেইল আর অপেক্ষার প্রহর শেষে জানা'পার মায়া হইসে আমার জন্য! তাই নাম কেটে ছোট করছেন। :D

ঢাকা আসেন, অবশ্যই আড্ডা হবে।

থ্যাঙ্কস আ লট মামুন ভাই।
শুভ সন্ধ্যা।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক অন্যরকম !

ভালা পাইছি!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট মাসুম ভাই।

ভালো থাকবেন।

শুভ সন্ধ্যা।

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: নিজেদের পাথর বানিয়ে নিন।
ওনাদের ইশারায় আপত্তি না করে নাচুন
দেখবেন অসুখের পায়রা সুখের পায়রা হয়ে
উড়ে বেড়াবে নীলাকাশে সবুজের বনে।



দুর্দান্ত আলাউদ্দিন ভাই !

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস অভি।

কবিতা তো আজকাল লিখতে পারি না, তাই মাঝে মধ্যে শাদাপাতায় আঁকা আঁকির চেষ্টা করি আর কী।


শুভ সন্ধ্যা।

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৩

শাহেদ খান বলেছেন:
'ওনাদের ইশারায় আপত্তি না করে নাচুন'

কিংবা,

'বরঙ সে দোষ আপনার বা আমার
আমাদের করোটি কেন বুলেট প্রুফ নয়।'

-- তুখোড় লেখনী, কবি ! অনেকদিন পর আবার আপনার লেখা পড়লাম, এবং অসাধারণ একটা লেখা ! 'কানামাছি'র থিমটাও দুর্দান্ত !

প্লাস দেয়ার অপশনটা কোথায় যেন নিরুদ্দেশ আছে বহুকাল যাবৎ। সবটুকু ভাল লাগা'র কথা এখানে বলে গেলাম।

+++

শুভকামনা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট কবি।

প্লাস দিয়ে কী হবে? প্লাসের জন্য তো লিখি না।

তবে এটা সত্য এই লেখাটা লিখতে পেরে নিজেকে কিছুটা হালকা লাগছে, অনেকটা ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতো।

ভালো থাকবেন শাহেদ ভাই।

শুভ রাত্রি!

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১২

শামীম সুজায়েত বলেছেন: অসাধারণ প্রতিবাদ!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।

ব্লগে স্বাগতম।

শুভ রাত্রি!

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নিক পরিবর্তন করতে পেরেছেন- ব্লগিয় কালচারে ইহা বেশ দূর্লভই বটে। নাম পরিবর্তন হলেও লেখা পরিবর্তন হয় না। নামে নয় লেখাই পরিচয়! :) :)

আমার অনেক ভালো লাগল। প্রতিবাদের কবিতায় মুগ্ধতা!! ++

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আহমেদ আলাউদ্দিন কবিতা লিখতো আর চালাতাম আলাউদ্দিন আহমেদ সরকার নামে! বলেন আহমেদ আলাউদ্দিন-এর সাথে কী অবিচারটাই না করা হয়েছে। এখন অবশ্য ভালো লাগছে যার কবিতা তার নামে যাচ্ছে। :) :)

হ্যাঁ এই কবিতা আমাকে কুরে কুরে খেয়েছে, লিখতে পেরে এখন ভালো লাগছে। :)

থ্যাঙ্কস ব্রো।
শুভ রাত্রি।

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩১

ভিয়েনাস বলেছেন: দুর্দান্ত লেখনি।কবিতার সেরা কবিতা হয়ে উঠেছে.......

প্রতিবাদী কবিতায় অদৃশ্য প্লাস দিয়ে গেলাম।

পছন্দের নাম পেয়ে মনে হচ্ছে মেলা খুশি :)

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কঙ্কি??

থ্যাঙ্কস।

শুভ রাত্রি।

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

এহসান সাবির বলেছেন: কবিতায় মুগ্ধতা.........!!!
+++++

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:৩৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।

শুভ রাত্রি।

১৪| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:৫৩

অনাহূত বলেছেন: আপনার এই ফেসটার সাথে একেবারেই অপরিচিত ছিলাম আমি। বারুদ কবিতা। খুব ভালো লেগেছে পড়ে।

সব সময় বুকপকেটে গোলাপের বদলে
রেখে দিবেন কানের ফুটো সমান দু'টুকরো কার্পাস তুলো

এই লাইন দু'টো পড়ে মনেহয়, এই কবি আদতে রোম্যান্টিক। কি সুন্দর ভাবে প্লটটা এঁকেছেন। লুকোছাপা করে প্রেয়সীর জন্য গোলাপ রাখার পকেট ওটা নয়, দু'টুকরো কার্পাস তুলো রাখো। কাজে দিবে। বাক্যের পেছনের ব্যথাটা খুব গভীরে গিয়ে ঠেকল।

বরঙ সে দোষ আপনার বা আমার
আমাদের করোটি কেন বুলেট প্রুফ নয়

স্যালুট।

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

এই ফেইসটা মাঝে মধ্যে উঁকি দেয়। তবে যখন আসে আমাকে না জানিয়েই আসে। B-)

হুম, আমি তো না প্রেমিক না বিপ্লবী :( তাই আসলে কোনটাই হয় না।

থ্যাঙ্কস আ লট ব্রো।
আন্তরিক পাঠে কৃতজ্ঞ।

১৫| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:৫৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পুরো কবিতা পাঠের পর মনে হলো,
ইস! একটা এমন লিখতে পারতাম যদি।
আজ সামুর সবচেয়ে ভালো এক দিন গেল,
সোনালী ডানার চিল ভাই'র দূর্দান্ত পোস্ট, খলিল ভাই'র সত্য বচন, মাহী'র কবিতা, কান্ডারী ভাইয়ের দূর্দান্ত এক কবিতা, হাসান ভাই আর সমুদ্র কন্যা আপুর দুইটা চমৎকার গল্প।

নাহ, সামুর প্রতি দরদ কমানো গেলো না।

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
গত দেড় মাসে্র মধ্যে গতকাল কিছুটা পড়তে পারলাম, এর আগে তো কিছুই মাথায় ঢুকতো না।

দূর্জয় ভাই, মশকারী কইরেন না। আপনি ফেবু স্ট্যাটাসে যতো কবিতা লিখসেন আজ পর্যন্ত আমি ততো পড়িও নাই! আপনার স্ট্যাটাসে আমার হাহাকার থাকে, জানেন না!

থ্যাঙ্কস কবি।

১৬| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:৫৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
জীবনে প্রাপ্তির ভান্ডার এক দিনেই কত সমৃদ্ধ!
দু দুটো অসাধারন কবিতায় আমি মিশে আছি।
যোগ্য আমি নই, তবুও তো থেকে গেলাম।
এ আনন্দ অপার। তুলনাহীন।

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
গতরাতে তিথি আপুর পোষ্ট ছাড়া সব পড়া হইসে। আসলে রাতে রুম মেটরা সব লাইট নিভায়া ঘুমায়া গেসিলো, আমি অন্ধকারে বসে বসে একলা একলা ব্লগাইসি। তিথি আপুর লেখাটাও পড়ে ফেলবো। পড়ার মুডে আছি।

আপনি লোক ভালো না, আপনে এই কবিতায় আছেন কিন্তু তাও বাক্স বন্দী করেন নাই! /:)

সামু কী আর ছাড়া যাবে, কতো বাঁধন এই ব্লগে! :D

১৭| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ২:০৫

রাইসুল নয়ন বলেছেন:

অসাধারণ।।


কবি দুর্জয় ভাইয়ের মন্তব্যে প্লাস।।

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।

দূর্জয় ভাইয়ের কমেন্টে আমার প্লাসও রইলো।

শুভ সন্ধ্যা।

১৮| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন:








চমৎকার।
ভাললাগা রেখে গেলাম ভ্রাতা।
++++

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস শোভন।


শুভ সন্ধ্যা।

১৯| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


নতুন নামে ফিরে আসাকে স্বাগতম জানাই।

কবিতায় আগুন ঝরছে। ++++++++++ অসাধারণ।

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি কোথাও যাই নাই। ছিলাম আছি থাকবো।

বলতে পারেন সাময়িক বিরতী নিয়েছি।

থ্যাঙ্কস কান্ডারী ভাই।

শুভ সন্ধ্যা।

২০| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:২০

সায়েম মুন বলেছেন: আপনার নিক আবার কি চেঞ্জ হইলো। কিছুই তো বুঝবার পারলাম না।

কবিতার কথা সব হাচা। /:)

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নিক আহমেদ আলাউদ্দিন হইসে। আগে ছিলো আলাউদ্দিন আহমেদ সরকার। #:-S

কবিরা মিথ্যে বলে না! :#)

থ্যাঙ্কস কবি।

২১| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সত্য কথা বলা যাবে না
দেশের কথা দেশের মানুষের কথা
দেশ বিক্রি হয়ে গেলেও না
তাহলে আপনি আর দেশপ্রেমিক থাকবেন না
এখন আবার নতুন ধরণের মুক্তিযোদ্ধা জন্মেছে
তার সিংহাসনের পা চাটার দল
সেটির বিরুদ্ধে কিছু বলা যাবে না।
আচরণে সেই ৭১ এর মদদপুষ্ট রাজাকার
আর দাবীতে নব্যমুক্তিযোদ্ধা
তারা ে.....

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।

শুভ সন্ধ্যা।

২২| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: প্রথমে আপনাকে চিনতে সমস্যা হয়েছে! পরে বুঝতে পারলাম!

কবিতা চমৎকার হয়েছে! আপনি আবার কবিতা পোস্ট দিচ্ছেন এইটা বিশেষ করে অনেক ভালো লাগার!

শুভকামনা!

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বস, আমি লিখতে পারলেই ব্লগে আসি। তবে আজকাল লিখতে পারি না তেমন।

চেষ্টা করছি ফিরতে। জানি না আর লিখতে পারবো কিনা।

থ্যাঙ্কস কবি।

২৩| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৪

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ লাগলো এটা। নতুন স্টাইলটা দারুণ রপ্ত করেছেন।

ওনাদের (কর্তাব্যক্তিদের) এভাবে ব্রাকেটের মধ্যে না লিখলেই ভালো লাগতো।

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চেষ্টা করছি হা-মা ভাই। এই স্টাইলটা নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি।

এই ব্রাকেটটা ইচ্ছে করে দেয়া। থাকুক না। যদি দেখি ভালো লাগছে না তবে বাদ দিয়ে দিবো।

থ্যাঙ্কস আ লট হা-মা ভাই।

শুভ সন্ধ্যা।

২৪| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৫

প‌্যাপিলন বলেছেন: সরকারের পতন হইল :D
তিন মাস পর উদয় হইয়া যা লিখি তাতে ভয়ই লাগে। সংযম শিখতেই হপে

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হ সরকারকে ঝাটায়া বিদায় করলাম! :D

আমিও সংযম শিখছি। সংযম না শিখে উপায় নাই।

থ্যাঙ্কস ব্রো। :)

২৫| ০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কবিতায় থেকে যাচ্ছি।

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবির জন্ম কবিতার জন্য। আপনি তো কবি।

আপনি না থাকলে হবে কেন? :)

২৬| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: B-) B-) B-)
হুম

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
/:) /:) /:)

না পড়ে কমেন্ট করার জন্য ধন্যবাদ।

এই বার পড়ে কমেন্ট করেন। :)

২৭| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০১

আমিনুর রহমান বলেছেন:




কবিতা পড়ার অভ্যাসটা আমার একদমই চলে গিয়েছিলো। গত ১ বছরে সেটা আবার ফিরে এসেছে তবে তা ব্লগের কবিদের কবিতা পড়ার মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু এটাও সত্য আমার মনে হয় না একজন পাঠক হিসেবে আমি যা পাচ্ছি ব্লগে তার বাইরের কবিদের কবিতা পড়ার প্রয়োজনীয়তা আছে। এর চেয়ে ভালো কিছু বা আলাদা বা নতুন কিছু পাবো বলে আমার মনে হয়নি। ব্লগের বাইরের সব কবিদের প্রতি শ্রদ্ধা রেখেই কথাটা বললাম। কবিদের ভীষণ শ্রদ্ধা করি আমি। কবিতা সাধনার ব্যাপার সবাই তা পারে না। এতগুলো কথার অবতারণা করলাম কবিতার বিষয়বস্তু দেখে। মনে হলো এক কবিতায় একটা ইতিহাস লিখে ফেলেছি। সোনালী ডানার চিলের মতই বলতে হয় ইতিহাসের স্বাক্ষী হয়ে গেলাম। এমন কিছু বাদ নেই যা কবিতায় নেই। আছে বিদ্রুপ, আছে প্রতিবাদ আবার আছে রোমান্টিকতাও। অনেক কইছি হয়রান হইয়া গেছি এইবার থামি :P

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আজকাল আমার নিজেরও তেমন কবিতা পড়া হয় না। তবে মাঝে মধ্যে লিখি।

ইতিহাস! কী যে বলেন না। তবে এটা ঠিক আমাকে ভাঙার চেষ্টা আমাকে প্রতিনিয়ত কুরে কুরে খায়!

থ্যাঙ্কস আ লট আমিন ভাই।

শুভ বিকেল।

২৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৩

অদৃশ্য বলেছেন:




দারুন হয়েছে লিখাটি... সুচারুভাবেই তীরগুলো নিক্ষেপ করলেন... পরিচ্ছন্ন প্রকাশ...

এভাবে লিখলে অনেক লিখে ফেলা যায়... লিখালিখি চলুক... নিয়মিত হোন...


শুভকামনা...

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট কবি।

নিয়মিত হতে সময় লাগবে।

শুভ বিকেল।

২৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৯

ইনকগনিটো বলেছেন: চরম হইছে কবি! কড়া কবিতা!

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস বস।

শুভ বিকেল।

৩০| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১০

আরজু পনি বলেছেন:

পুরাই সংগ্রামী !

জোশ হইছে ...

নাম বদলানোর উপলক্ষ্যে মিষ্টিমুখের বদলে ...হ্যাঁ, এই আপ্যায়ণটাই ভালো লাগলো বেশি ।।

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্ক্যু পনি'পা।

আগে আপনে কফি খাওয়াইবেন,

তারপর আমি খাওয়াবো কিনা ভেবে দেখবো! :D

শুভ বিকেল।

৩১| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৫

নক্ষত্রচারী বলেছেন: কবিতায় জৌলুস আছে, আছে সংগ্রামী চেতনা । ভিন্নরকম স্বাদ পেলাম !

শুভকামনা রইল :)

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আরে নক্ষত্রচারী?? তুই তোর আইডী উদ্ধার করলি কিভাবে??

ভালো ছিলি তো??

থ্যাঙ্কস ব্রো।

শুভ বিকেল।

৩২| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০০

নেক্সাস বলেছেন: দারুন ... একদম নতুন ষ্টাইল। অনেক শক্তিশালী কবিতা এটা। আবৃত্তি যোগ্য

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।

আবৃত্তিটা শোনাইয়েন।

শুভ বিকেল।

৩৩| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৮

আহসান জামান বলেছেন:
অন্যরকম; ভালো লাগা।

১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট কবি।

ঈদের আগাম শুভেচ্ছা :)

৩৪| ১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮

ডানাহীন বলেছেন: রূপক আর শ্লেষের ক্লাসিক উদাহরণ । সুমিষ্ট তীর থেকে বিষ এভাবেই ঝরে ..

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ডানা। আপনার কবিতা পড়ি না অনেকদিন হলো। আপনার কবিতা পড়তে চাই।

শুভ রাত্রি!

৩৫| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৬

মাহমুদ০০৭ বলেছেন: আপনি কবি । আপনার এই কবিতা পড়ার পর আমার অভিমত ।

১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সব কবি কবি নয় কেউ কেউ কবি হয়। আমি কবি না হওয়াদের দলে। :)

অনেক ধন্যবাদ ভাই।

শুভ সকাল।

৩৬| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৫

ডট কম ০০৯ বলেছেন: এক্সক্লুসিভ

শব্দটা এই কবিতার জন্য বরাদ্দ করে দিলাম। :)

অসাধারন ভাবনা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।

শুভ রাত।

৩৭| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:২২

বৃষ্টিধারা বলেছেন: আরে ব্বাপ......

কি পড়লাম এটা ? :|| :||

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বুঝছি! দীর্ঘ কবিতা পছন্দ আপনার।

এই নেন-- একটা আরেকটা এবং আরো একটা !

এই তিনটাতে না পোষালে বইলেন আরো কয়েকটা দিমু ;)

৩৮| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৪

বৃষ্টিধারা বলেছেন: বড় লিখা দেখলে পড়তে ইচ্ছে করে না আমার । ভয় লাগে ।

আর,আপনি বলছেন দীর্ঘ কবিতা পছন্দ !!!! X( X( X(

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি ভাবছিলাম আপনার পছন্দ! :(

ব্যাপার না। কোন এক সময় ছোট কবিতাও লিখবো! :)

৩৯| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৪৩

বৃষ্টিধারা বলেছেন: ছোট ই লিখবেন , বড় লিখে পাঠক কে যন্ত্রণা দেয়ার কোন মানে হয় বলেন ? :P :P

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এতোদিনে বুঝতে পারছি লোকজন কেন আমার ব্লগে কম আসে! আমার হিট কেন কমছে। যদিও গরম আসছে বাট হিট বাড়ছে না। :(

অনেক ধন্যবাদ পরামর্শের জন্য :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.