নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

সংখ্যালঘু

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২৪





তুমি বলো শব্দরা কোথায় থাকে? আমার

কবিতার শব্দরা কোথা হতে ধরা দ্যায়।

আমি বলি শব্দরা আসে তোমার উষ্ণ নিঃশ্বাস

হতে, তোমার ছায়া হতে, তোমার হাসি হতে,

তোমার বিষণ্ণতা হতে, তোমার এলোচুলে

চুম্বনরত প্রজাপতি হতে, দূর পাহাড়ের চূড়া হতে

স্বর্গ হতে, কখনো বা নরক হতে, শব্দ আসে

নদীর মতো প্রশান্ত ভঙ্গীতে, শব্দ আসে 

নিরিবিলি চাঁদ সুর্যের ঔরষ- জোছনা হতে, 

শব্দ আসে, আসতে থাকে...



আমাদের যৌথ প্রযোজনার খামার ভালোবাসা

হতে, আলোছায়ার অদ্ভুতুরে সোহাগে

সকালের নাতিশীতোষ্ণ রোদ হতে, শব্দ আসে

শব্দ আসে, শব্দ আসতে থাকে...



আসলেই কী শব্দ আসে, শব্দরা ধরা দ্যায়?

এই যে তোমার সাথে কথোপকথন, গভীর রাতে

ফিসফাস, বেহালার সুরের বিকেল

এ্যাসট্রেতে জমতে থাকে সিগারের স্ট্যাব 

তবুও তো ভেবে চলে শব্দের জালের বুননে

যুতসই উপমা কতোটা কী...



আসলে শব্দ নয়, কোন উপসংহারও নয়

নঞর্থক কিছু ভাবনা আসে।

কিন্তু কিছুই কিছু না। সব কর্পুরের মতো 

উবে যায়, হারিয়ে যায়।



অথচ আমাদের কোমল আলাপ চারিতায়

কতোই না শব্দের ব্যবহার! কখনো বা গোলাপ জলে

ভিজিয়ে রাখা উচ্ছ্বাসে আলোকিত বিছানায়

বাসরের উৎসব, ঘামফুল আরো কতো কী!



এইসব কোমল শব্দে, বাবার কাঁধে চড়ে 

আরামদায়ক কাশফুলের নরম ছোঁয়া হবে

কবিতার মসৃণ পঙক্তি, ডাহুকের আবেশি 

সুর হবে কবিতার অন্ত্যমিল, এভাবে ভাবি

কবিতার দীর্ঘতম সমাবেশ।



প্রতিদিন মানুষ মরছে, পঙ্গু হচ্ছে কতশত।

কয়টা গাড়ী ভাঙলে বা পোড়ালে একটা আন্দলনে

জনসম্পৃক্ততা প্রকাশ পায় এসব প্রতিদিনের

নিউজ হয়,টিভি চ্যানেলের টিআরপি বাড়ায়।



আমি তাই নিউজমুখী নই। দূরে থাকি

একা একা রাস্তায় হাঁটি, নিজের সাথে কথা বলি

প্রিয়তমার প্রতি সর্বশেষ কী লিখেছি বা

কী লিখবো তা আওড়ে যাই আনমনে।



''স্বপ্ন শুভ হোক, শুভরাত্রি।''

---এই ছিলো প্রিয়তমার প্রতি সর্বশেষ কথা।



ফিনফিনে রোদের আভা ছড়িয়ে আলোর দেবতা

জেগে উঠেছে, নিয়ে ধোঁয়ার কুন্ডুলী।

যেন ফুজিয়ামা নূতনভাবে জেগে উঠেছে

জানন দিয়েছে তার অস্তিত্বের কথা

জ্বলে জ্বালিয়ে চারদিক অঙ্গার করে দিবে...



আমাদের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে

আছড়ে পড়ছে আমাদের গায়ে, তাই

পাড়ি জমাতে হয় দূরের পথে, নদীর এপাড়

ছেড়ে ওপাড়ে অথবা কাঁটাতার ডিঙাতে হয়।



প্রিয়তমা, তোমার শরীরে কতটা ক্ষত হয়েছে

সেরে উঠবে কী দ্রুত, আমাদের শল্যচিকিৎসা কী পারবে

তোমাকে সারিয়ে তোলতে, না দ্রুত ফুরিয়ে

যাবে তোমার আয়ু, জান্তব অসুরের সাথে

না পেরে বুঝি আমার কবিতা থেকে ধীরে

ধীরে হারিয়ে যাবে, হয়ে উঠবে শূন্যতা!



আমাদের ঘাসফুল সংসারে অথবা ফড়িঙ

জীবনে চলে আসে ত্বত্তকথার সরবারাহ

আর মুছে যায় একাদশী চাঁদের আলোয়

আমাদের কবিতায় ধ্বনিত সব পঙক্তিরা



বিভেদের চূড়া হা করে থাকে, আমাদের

প্রোথিত থাকতে হয় দুটি শব্দে সংখ্যালঘু

আর সংখ্যাগুরু। আমাদের শরৎ এবঙ

অন্যান্য ঋতুগুলো দু'টোশব্দে করায়ত্ব হয়ে যায়।



অথচ প্রিয়তমা, তোমার ঘরে আগুন দিয়ে

যারা তোমার ঘুমকাতুরে সন্তানের শরীর

ঝলসে দিয়েছে, তোমার নাভীমূল থেকে

কেড়ে নিয়েছে সতীত্বের তিলক, তারা

হয়ে যাচ্ছে সমাজাধিপতি, সংখ্যাগুরু!

ভেড়ার পালের গোদা, তোমাকে ভুলে যাই

এবং কবিতায় সংযোজন করি দুটি শব্দ

সংখ্যাগুরু এবঙ সংখ্যালঘু!











উৎসর্গঃ প্রিয় আরমান ভাই (ব্লগ নিক ডট কম ০০৯) উৎসর্গ দেখে ভরকে যাবার কিছু নেই। আমি লাস্ট কবিতা লিখছিলাম মাস দুই আগে। এর মধ্যে লিখতে না পারা নিয়ে আরমানের ভাইয়ের সাথে অনেকবার কথা হয়, এবং তখনি ওনাকে বলি যদি কোন কবিতা লিখতে পারি তবে তা ওনাকে উৎসর্গ করবো এবং তাই করলাম।

মন্তব্য ৭৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
একটা অন্ধকার সময়ের ভেতর থেকে শব্দমালা, প্রতিবাদ।
উচ্চারনের বিস্তীর্ণ বিবরণ।
এই কবিতা দূর্দান্তভাবে সময় ও সাহিত্যের অপূর্ব সমন্বয়।
শুধুই মুগ্ধ হওয়া না, পাঠক হিসেবে উচ্চারনের সাথে সংহতি, বেদনা, লজ্জাও নিলাম।

কবিতাটা আবৃত্তি হলে খুব ভালো হয়।
একদিন নিশ্চয় কেউ করবে।
শুভকামনা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবি, আপনি জেগে না থাকলে এই কবিতা হয়তো আজ শেষ করতে পারতাম না। এই কবিতা আমাকে খেয়ে গেছে গত দুই মাস। আপনাকে কৃতজ্ঞতা জানাই।

সময়কে ধারণ করেছে কিনা জানিনা এই কবিতা, কিন্তু সংখ্যালঘু শব্দটা যে ধাক্কাটা দিয়ে মনে খুব গভীরে তার প্রকাশ ঠিক মতো না হলে আমি ব্যর্থ।

অনেক ধন্যবাদ কবি।
শুভ সকাল।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:০৬

সোনালী ডানার চিল বলেছেন:

++++++++++
দারুন কবিতা,
বিস্তারিত আলোচনার দাবি রাখে!
আবারো আসবো!

শুভকামনা কবি!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।

বিস্তারিত আলোচনার অপেক্ষায় রইলাম।

আপনার জন্য শুভকামনা থাকলো।

শুভ সকাল।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৪১

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর আলাউদ্দিন ভাইয়া।
বিভেদের চূড়া হা করে থাকে, আমাদের
প্রোথিত থাকতে হয় দুটি শব্দে সংখ্যালঘু
আর সংখ্যাগুরু। আমাদের শরৎ এবঙ
অন্যান্য ঋতুগুলো দু'টোশব্দে করায়ত্ব হয়ে যায়
||

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মুন।

কেমন আছেন? মেলাদিন পর!

শুভ দুপুর।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৫

ডট কম ০০৯ বলেছেন: অথচ প্রিয়তমা, তোমার ঘরে আগুন দিয়ে
যারা তোমার ঘুমকাতুরে সন্তানের শরীর
ঝলসে দিয়েছে, তোমার নাভীমূল থেকে
কেড়ে নিয়েছে সতীত্বের তীলক তারা
হয়ে যাচ্ছে সমাজাধিপতি, সংখ্যাগুরু!
ভেড়ার পালের গোদা, তোমাকে ভুলে যাই
এবং কবিতায় সংযোজন করি দুটি শব্দ
সংখ্যাগুরু এবঙ সংখ্যালঘু!


দারুন সুন্দর লাইন।অনেক সত্য লুকায়িত এইখানে।
বলেছিলেন বলেই যে কবিতা উৎস্বর্গ করতে হবে এমনটা ভাবি নি।

যাক একটা দামী পালক সংযোজন করে নিলাম ছোট জীবনে।

অনেক ধন্যবাদ কবি। ভাল থাকুন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দামী পালক দেখতে পাচ্ছি না, পালক কই রাখলেন??

অনেক ধন্যবাদ আরমান ভাই।

শুভ দুপুর।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক সুন্দর
আমি বলি এতো শব্দ কথায় পাও :P

চমৎকার হইছে ভাই +++++

ভালো থাকুন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধন্যবাদ ভাই।

শুভ দুপুর।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লেগেছে। শব্দরা ধরা দিক কবির কলমের কালি হয়ে সাদা কাগজে। :P

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সবটা কবিতা পড়েন নাই বোধ হয়।

ধন্যবাদ।

শুভ দুপুর।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: আসলে শব্দ নয়, কোন উপসংহারও নয়
নঞতার্থক কিছু ভাবনা আসে।

---- এখান থেকে শেষ পর্যন্ত পড়তে ভালো লাগছে। এর ( এই কবিতার ) ভীষণ মানে আছে, অর্থ অনেক গভীরের, সেটা যেভাবেই লেখা হোক না কেন।

নঞর্থক হলে ভালো হবে পড়তে। যেমন করে তিলক।

আবার লেখালেখিরা ধরা দিক কবির কলমে ( উৎসর্গের প্রসঙ্গ ধরে বললাম। )

কবিতা ভাল হয়েছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপু, একবছর পর! গত বছর দেখছিলাম আপনাকে।

মাথায় যা আসে তা যেন খাতায়ও নামে, সেই কামনা করেন। আজকাল মাথাতে সব কবিতা হাওয়া হয়ে যায়।

শব্দটা চেঞ্জ করলাম। আর তিলক ঠিকভাবে পড়ালাম ;)

অনেক ধন্যবাদ আপু।

শুভ বিকেল।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার কবি! আপনি ধীরে ধীরে পাঠককে এক নির্মম গভীরতায় প্রবেশ করিয়েছেন।

...বিভেদের চূড়া হা করে থাকে, আমাদের
প্রোথিত থাকতে হয় দুটি শব্দে সংখ্যালঘু
আর সংখ্যাগুরু। আমাদের শরৎ এবঙ
অন্যান্য ঋতুগুলো দু'টোশব্দে করায়ত্ব হয়ে যায়...।


ভালো লিখেছেন! +

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কা_ভা।

এই কবিতা মেলা জ্বালান জ্বালাইসে, নামাতে পেরেই খুশি।

আপনাদের ভালো লাগা বাড়তি পাওনা। :)

শুভ বিকেল।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: বিভেদের জন্য চমৎকার দুটো শব্দ সংখ্যাগুরু এবং সংখ্যালঘু !
শব্দদুটো যেন আপনার কবিতাকে আক্রমণ করে খন্ড বিখন্ড করে দিলো !

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এই দুইটা শব্দ আমার মাথা আউলা করে দেয়। আমার অভিধানে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু শব্দদুইটার স্থান নেই।

অনেক ধন্যবাদ।

তুই অবশ্যই চলে আসিস আজ সন্ধ্যার আগে আগে।

শুভ বিকেল।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১

লাবনী আক্তার বলেছেন: অথচ প্রিয়তমা, তোমার ঘরে আগুন দিয়ে
যারা তোমার ঘুমকাতুরে সন্তানের শরীর
ঝলসে দিয়েছে, তোমার নাভীমূল থেকে
কেড়ে নিয়েছে সতীত্বের তিলক, তারা
হয়ে যাচ্ছে সমাজাধিপতি, সংখ্যাগুরু!
ভেড়ার পালের গোদা, তোমাকে ভুলে যাই
এবং কবিতায় সংযোজন করি দুটি শব্দ
সংখ্যাগুরু এবঙ সংখ্যালঘু!




কবি কি চমৎকার লিখেছেন! আপনার কবিতার বই পরের বছর আশা করছি দেখতে পাব । :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পরেরবার কবিতার বই আসতে পারে যদি আপনি শ'তিনেক বই কিনবেন এই বলে স্ট্যাম্প পেপারে সই করেন ;)

অনেক ধন্যবাদ লাবনী।

শুভ বিকেল।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ দেশপ্রেমিক।


শুভ বিকেল।

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১

হাসান মাহবুব বলেছেন: কবিতাটা চমৎকার তবে এখান থেকে দুটো কবিতা নিয়ে নেয়া যায়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা-মা ভাই, দুইটা কবিতা নেয়া যায় কিন্তু আমি প্রথমের তুমি-কে মেটাফোর হিসেবে রেখে দিতে চাইছি। তাই আলাদা দুইটা কবিতার কথা ভাবি নাই।

অনেক ধন্যবাদ হা-মাভাই।

শুভ বিকেল।

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:



কবিতায় মনের ভেতর জমে থাকা কিছু প্রতিবাদ, আবার কিছু হতাশা দারুণ ভাবে ফুটে এসেছে। দুর্দান্ত ++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।


ভালো থাকবেন।

শুভ সন্ধ্যা।

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

মামুন রশিদ বলেছেন: মুগ্ধ! মুগ্ধ! মুগ্ধ!


এটা পড়লে মন ভালো হয়ে যাবে নিশ্চিত, তাই শোকেসে নিয়ে রাখলাম :) :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ মামুন ভাই।

আশাকরি বই মেলায় দেখা হবে।

শুভ সন্ধ্যা।

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৬

সুমন কর বলেছেন: অনেক গভীর চিন্তার বহিঃপ্রকাশ - কবিতায় ! দারুণ লাগল।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।


শুভ সন্ধ্যা।

১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আজকে ব্যাস্ত হয়ে গিয়েছিলাম ভাই , হঠাৎ করেই , আমি ফোন করে আসবো আপনাকে সাজি আপার বই বুঝে নিতে !

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যাক দেখা হয়েই গেলো।

থ্যাঙ্কস অভি।

১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১২

অরুদ্ধ সকাল বলেছেন:
জমে হয়ে যাচ্ছি ক্ষীর!
অদ্ভুত মায়াময়!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা!

অনেক ধন্যবাদ কবি।

শুভ সন্ধ্যা।

১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮

আরজু পনি বলেছেন:

কেউ বলেছে এই ব্লগে গত দুই বছর আসি নি /:)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ঘুরেই গেলেন? কবিতা পড়েন নাই মনে হচ্ছে।

তাড়াতাড়ি কবিতা পড়েন!! /:)

থ্যাঙ্কস পনি আপা।

১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৪

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অসাধারণ !!!!!!!!!!!!!!!!!!!!!! ++++++++++++++++++++++++ :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি আপা।

মেলায় দেখা হয়ে যাওয়াটা দারুণ ছিলো। :)

শুভ সন্ধ্যা।

২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:০৩

অনাহূত বলেছেন:
হাসান ভাইয়ের মতো আমার ভাবনায়ও এটা আসছিলো। দূর্দান্ত কবিতা একেই বলে। ক্যারী অন বাড্ডি... ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দুইকবিতা করলে কবিতার গভীরতা কিছুটা কমে যেতে পারে পারে মনে হইসে।

অনেক ধন্যবাদ কবি।

কাইল্কা লইয়া যাইস কিন্তু :)

২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩২

লাবনী আক্তার বলেছেন: কবি শ'তিনেক বই সহব্লগারদের প্রথমে গিফট করবেন। তারপরের বার বই বের করলে আর আমাদের গিফট করতে হবেনা আমরাই আপনার বই কিনে নিব। ;) ;) :P :P

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হ, আমারে পাগলে পাইসে তো। কেউ আমার বই পড়তে চাইলে লিস্ট দিতে হবে, যদি মনে হয় লিস্টে পর্যাপ্ত নাম আছে যারা বই কিনবে তবে বই করা নিয়ে ভেবে দেখবো :P :P

অনেক ধন্যবাদ।

শুভ রাত্রি।

২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭

নাজিম-উদ-দৌলা বলেছেন: অনবদ্য কবিতা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

শুভ রাত্রি!

২৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১১

টুম্পা মনি বলেছেন: মায়ায় জড়ালো। অসম্ভব ভালো লাগল।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ টুম্পা।


শুভ রাত্রি!

২৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫১

সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা।
নঞর্থক ----এই শব্দের টাইপো ঠিকাছে?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
টাইপ ঠিক আছে, কবি।

এখানে নঞর্থক দিয়ে না-বোধক বোঝাতে চেয়েছি।

অনেক ধন্যবাদ কবি।

শুভ রাত্রি!

২৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৮

নক্ষত্রচারী বলেছেন: চমৎকার!!
শাব্দিক অর্থে বলতে গেলে শব্দবিমোহিত হয়ে রইলাম!!!

ভালো থাকবেন আলাউদ্দিন ভাই ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ রাফি।

ভালো থাকিস।

শুভ রাত্রি।

২৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সংখ্যা লঘু আর সংখ্যা গুরুর সংঘাত ..............কবিতা আর তার অন্তর্গত স্বত্তা ভালো লেগেছে... জয় হোক কবি..

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

অনেক ধন্যবাদ কবি।

আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে।

ভালো থাকবেন।

শুভ দুপুর।

২৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:২২

আফ্রি আয়েশা বলেছেন: দূর্দান্ত কবিতা !
অস্থির সময়টাকে ঠিক আটকে নিয়েছেন কবিতায় . . . :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।

শুভ দুপুর।

২৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০

অদৃশ্য বলেছেন:






দুর্দান্ত প্রকাশ... অত্যধিক সুন্দর একটি কবিতা...



প্রিয় আহমেদের জন্য
শুভকামনা...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবি!!! কতোদিন পর! ছিলেন কোথায় এতোদিন?

বসন্তের মাতাল শুভেচ্ছা।

অনেক ধন্যবাদ কবি।

শুভ দুপুর।

২৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪

বোকামন বলেছেন:
সংখ্যালঘু শব্দটি লিখতে ও পড়তে অনীহা প্রকাশ করছি ...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এই শব্দটা শোনঅতেও অনীহা প্রকাশ করি।

অনেক ধন্যবাদ ভাই।

৩০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩

বৃতি বলেছেন: সুন্দর কবিতা। বেশ ভাল লেগেছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।

শুভ দুপুর।

৩১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৭

এহসান সাবির বলেছেন: বিভেদের চূড়া হা করে থাকে, আমাদের
প্রোথিত থাকতে হয় দুটি শব্দে সংখ্যালঘু
আর সংখ্যাগুরু। আমাদের শরৎ এবঙ
অন্যান্য ঋতুগুলো দু'টোশব্দে করায়ত্ব হয়ে যায়...........


দুর্দান্ত কবিতা হইছে।

আমার অভিধানেও সংখ্যালঘু এবং সংখ্যাগুরু শব্দদুইটার স্থান নেই।


শুভকামনা কবি।




১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

আমার অভিধানেও সংখ্যালঘু এবং সংখ্যাগুরু শব্দদুইটার স্থান নেই।

শুভ দুপুর।

৩২| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৮

বৃষ্টিধারা বলেছেন: আমারে উৎসর্গ করলে পড়তাম । করেন তো নাই,তাই পড়ি ও নাই । ;) B-))

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
একটু আগে লিংকবাজী করলাম আর আপনি এতো তাড়াতাড়ি পড়ে ফেলবেন তাতো হতে পারে না? বুঝতে পারি, আজকালের পোলাপান না পড়েই কমেন্ট করে! :#)

৩৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৫৪

বৃষ্টিধারা বলেছেন: আমি তো বলি নাই পড়ছি । আমি তো পড়ি নাই বলেছি ..... :-P :-P

আমি পোলাপাইন না,যথেষ্ট বয়স্কা মহিলা । আপা ডাকেন ।

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৫৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বয়স্ক মহিলা আপা, না পড়ার জন্য ধন্যবাদ :#)

৩৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৫৯

বৃষ্টিধারা বলেছেন: এত কিছু বলতে হবে না । আপা ডাকলেই হবে কেবল । ;)

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:২৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
একটু আগেই বললেন বয়স্কা মহিলা আপনি! তাই বয়স্ক মহিলা আপা ডাকলাম, এখন বলছেন শুধু আপা ডাকতে! কনফিউজড হয়ে যাই তো! /:)

৩৫| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:২৮

বৃষ্টিধারা বলেছেন: এক কাজ করেন,নানী ডাকেন । কনফিউশান দূর করেন । B-)) B-))

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দাদী নানী একই কথা! দাদীই ডাকলাম বয়স্ক মহিলা আপা! :-B

৩৬| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৭

বৃষ্টিধারা বলেছেন: হি হা হা

ওকে, দাদী ই ডাকেন । তাইলে আপনি আমার নাতি সম্পর্কে । :P :P

নাতবউ দেখবার চাই আলাউদ্দিন । :-P :-P কয়দিন ই বা বাঁচবো ( হাতে লাঠি নিয়া কাঁপতে থাকার ইমো ) :P :P

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার তাহলে তিন নম্বর দাদী হইলো! তা তিন নম্বর দাদী ভালো আছেন?? দাদী আপনিই পাত্রী দেখা শুরু করেন। আমি বকুল বলে চলে আসবো, আপনি যাকে পছন্দ করবেন। :)

৩৭| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:০২

বৃষ্টিধারা বলেছেন: আরে আরে......

আমার উপর এত বিশ্বাস রাখা কি ঠিক হচ্ছে ? পরে যদি শুধু সংসারে অশান্তি হয় :| :|

বকুল তো তখন এক্কেবারে শিউলি হয়ে যাবে ! :P :P

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:৫৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দাদীর উপর বিশ্বাস রাখা যায়! খারাপ কিছু নিশ্চয়ই করবেনা :)

ফুলের নাম পাল্টে যায় নাকি!! :|

৩৮| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:৫১

বৃষ্টিধারা বলেছেন: আসুক নাত বউ , তখন বুঝবেন শুধু ফুলের নাম ই পাল্টায় নাকি আরো কিছু ও পাল্টায় ...... :P :P :P

০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার বিবাহিত বন্ধুদের জন্য খারাপ লাগছে , আহারে বেচারাগুলো না জানি কি কষ্টে আছে! :( :P

৩৯| ০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫২

বৃষ্টিধারা বলেছেন: এগুলো আসলে কষ্ট না ।

ঐ যে বলে না সুখের মত ব্যথা .... এগুলো সে টাইপ । জাস্ট ফিল ইট উইদ লাভ .....

০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দিল্লীর লাড্ডু খাওয়ানোর ষড়যন্ত্র! আচ্ছা, পাসপোর্ট ভিসার ব্যবস্থা হোক, তারপর দলবল নিয়ে যাবো লাড্ডু খেতে B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.