নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:২৫







'দ'-এর মত কোমর ভেঙ্গে দাঁড়িয়ে আছি!

চাঁদ জেগেছে বিহ্বল অসুখে

বাঁকা কোমর, এলোমেলো হাওয়ায় কাঁপে

সকালের ঢের বাকি, পূর্ণিমা রাত এখনো তালহারা

বিষুবীয় অবয়বে তালকানা হয়ে আছি

গোলাপগন্ধা মাতাল সমীরণে কুহকীর কুহেলিকা

অশ্রু পতনের সার সংক্ষেপ!



অবিমিশ্র বেদনার গৃহীত সংস্করণ

দ -এর মত দাঁড়িয়ে!



মন্তব্য ৬৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৩২

বৃষ্টিধারা বলেছেন: সুন্দর ।

অনেক আগে এক কবি আমাকে প্রত্যেক টা স্বরবর্ণ এবঙ ব্যন্জনবর্ণ দিয়ে আলাদা আলাদা কবিতা গিফট করেছিলো ।

শিরোনাম দেখে তাই থমকে গিয়েছিলাম । :|

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৪৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হুম, ভালো তো! বাই দ্যা ওয়ে সেই কবি-কে আমি চিনি??

'দ' নিয়ে ট্রাই মারলাম আর কী! মোরগের পিস পিস হওয়া দেখে ;)

অনেক ধন্যবাদ কবি।

২| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৪৯

একজন আরমান বলেছেন:
এভাবে কখনো ভেবে দেখি নি আগে ! :|

দ এর মতোই !

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হ্যাঁ, ট্রাই করলাম আর কী!

অনেক ধন্যবাদ আরমান।

শুভ হোক দুপুরের প্রারম্ভ।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৫২

বৃষ্টিধারা বলেছেন: ভালো লাগা বাটন টিপলাম বাট খালি চাক্কা ঘুরে .... :(

মনে হয় চিনেন না । সেই কবি আমাকে ৫৫৭ পেইজের একটা রেজিষ্ট্রার খাতায় ৫৫৭ পেইজের ই চিঠি প্লাস কবিতা লিখেছিলো । ...... সেই বালিকা বেলায় এসব পেয়ে কি খুশী টা ই না হয়েছিলাম , এখনো মনে পড়ে ।

এখন কেউ লিখে না আমার জন্য । :| :| /:)

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
লাইক বাটনের মাথা ঘোরার অসুখ আছে। ওটার আসে পাশে না যাওয়াই ভালো! সংক্রামক হতে পারে! ;)

ওরে আল্লাহ ৫৫৭ পেইজ!!! আমি এতো পেইজের উপন্যাস পড়ছি কিনা সন্দেহ আছে!! :P

আমার অবশ্য একজনের সাথে প্রচুর কবিতা আদান প্রদান হতো কিন্তু অই আদান প্রদানেই একসময় হাওয়া! :( (সত্যিকারের কান্দনের ইমো হইবেক!)

৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:২২

বৃষ্টিধারা বলেছেন: আমি মানুষ টা ইমোশনাল ছিলাম । ৫৫৭ পেইজের চিঠি পেয়েই আমি গদগদ হয়ে গিয়েছিলাম । :(( :((

হাওয়া কি তিনার নাম ছিলো ? ;) ;) :-P

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বাচ্চারা থুক্কু বয়স্ক মহিলা আপারা সবসময়ই গদগদ করে! ;)

বাতাস ছিলো যাওয়ার পর হাওয়া হইসে! B-))

৫| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪০

বৃষ্টিধারা বলেছেন: আর আপনি সরকার থেকে আদম হইছেন !! :-P :-P :P

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আদম থেকে সরকার হইছি! তাই পাত্তা পাই নাই :(

৬| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৭

বৃষ্টিধারা বলেছেন: গোসল করেন না কয়দিন ? /:) /:)

যান,গোসল কইরা মুখের উপর থেকে চুলের রাজ্য সরাইয়া ফ্রেশ হন ।

কে জানে,থ্রি ডি সিনেপ্লেক্সের পাশের সিটেই হয়তো হাওয়া বসবে ! B-)) B-)) :P

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
গোসল করেই তো আদম থেকে সরকার হলাম! আজিব!!

সেই সম্ভাবণা মোটেও নাই। কোনদিন দেখাই হবে না।

৭| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:১১

ইমরাজ কবির মুন বলেছেন:
দাঁড়কাক !
চমৎকার হৈসে আলাউদ্দিন ভাইয়া।
এরকম ছবিগুলা কেমনে পান ??

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এটা সালভাদর ডালির আঁকা। আমার প্রিয় আর্টিষ্ট। কোন কবিতায় ছবি এড করতে চাইলে ওনার পিকগুলো আগে দেখি, তারপর অন্যসব।

না দাঁড়কাক না, অন্যকিছু মিন করছি।

থ্যাঙ্কস মুন।

ভালো থেকো।

৮| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:১৭

বৃষ্টিধারা বলেছেন: ষড়কাড় ভাই,আমার প্রিয় কবির লিংকু নেন ।


আমার জানের কবি,প্রাণের কবি ;)

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:৫২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বানান দেখেই বুঝছি, কবি আফতাব নগর থেকে ঘুরে আসছেন :-/

আমার ও প্রিয় কবি! যদিও ওনার লেখা দেখে ভয়ে থাকি! ওনার বানান রীতি না পেয়ে বসে ;)

৯| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ২:০৪

সুমন কর বলেছেন: কঠিন, তবে বেশ।

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যা আসে আর কী!

অনেক ধন্যবাদ ভাই।

শুভ রাত্রি।

১০| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ২:৫২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন লিখেছেন,,,,,,,,,,,,,,,,,,,ফেবুতেও পড়লাম,,,,,,,,,,, শুভকামনা

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:১৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পুণরায় পড়া এবং কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু :)

শুভ রাত্রি।

১১| ০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

বৃষ্টিধারা বলেছেন: কবি আফতাব হোসেনের বউ এর ব্লগ ঘুরেছেন ? :#) :#)

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হিপ্নোকবির বউও ব্লগ লিখে!! লিংক দেন তো! ঘুরে আসি! !

এবং -কে মিস করছি আজ :(

১২| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:০৭

সোনালী ডানার চিল বলেছেন:

দ -এর মত দাঁড়িয়ে!

ভাল লেগেছে!!

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাংকস কবি।

শুভ রাত্রি।

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৯:৩৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বাহ, কোমর ভাঙা 'দ' পাঠকের দাত ভাঙার অভিপ্রায় ও করে।


সুন্দর।

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:৪৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কঠিন কবিতা লিখলে কি বলতেন? ;)

ধন্যবাদ কবি।

শুভ রাত্রি।

১৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:১১

সেলিম আনোয়ার বলেছেন: দ.....বেশ দাতালো।

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:৫০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হ! দাঁতের ডাক্তারের প্রেমে পড়ছি কিনা ;)

ধন্যবাদ সেলিম ভাই।

শুভ রাত।

১৫| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহা! দূর্দান্ত হইছে আলাউদ্দিন ভাই!!!

০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

থ্যাঙ্কস কা_ভা।

শুভ সকাল।

১৬| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:৩২

সুলতানা সাদিয়া বলেছেন: এত হিউমার করে যেই ছেলে, সে এতো সিরিয়াস লেখা লিখে!!ভাল থাকুন ছোট ভাই।

০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চক্র আপা!!!
আপনি যে ব্লগে লিখেন তা তো জানতাম না। আজকে জেনে গেলাম! বান্দর পোলাপাইন কখনো কখনো শান্ত থাকে! কবিতাও অইরকম কিছু হইসে আর কী! :D

ছোট ভাই বলেন ভালো কথা কিন্তু আবার আপনি কেন? এককাজ করেন বড় ভাই ডাকেন কিন্তু তুই বলেন। B-)

অনেক ধন্যবাদ আপু।
শুভ সকাল।

১৭| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:২১

মামুন রশিদ বলেছেন: হাটুভাঙ্গা 'দ' দাঁড়ায় কেমনে ?


হাহাহ, ভাল্লাগছে কবিতার অনুভুতি ।

০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেকদিন শাস্তি খাই নাই, তাই ভুলে গেছি! ;)

অনেক ধন্যবাদ মামুন ভাই।

শুভ সকাল।

১৮| ০৫ ই মার্চ, ২০১৪ ভোর ৪:৫৮

আফ্রি আয়েশা বলেছেন:
এতো কঠিন করে না লিখলে চলে না !
দ -তে দাঁত ভাঙ্গার মত অবস্থা ।
ভালো লাগা কবিতায় :)

০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দাঁতের ডাক্তারের প্রেমে পড়ছি তাই তার কাছে রোগী সাপ্লাই দিয়ে ভালোবাসা কমিশন স্বরুপ আদায় করতে চাই B-)

অনেক ধন্যবাদ আপু।

শুভ সকাল।

১৯| ০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১৫

ফয়সাল হুদা বলেছেন:
'দ'-এর মত কোমর ভেঙ্গে দাঁড়ানো আসলেই অবিমিশ্র বেদনার গৃহীত সংস্করণ .....

আগেরকালের শিক্ষকদের মাঝে এভাবে কান ধরে 'দ'-এর মত দাড় করিয়ে রাখার শাস্তি প্রচলন ছিল :) :) :)



+++

০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবি!!! অনেকদিন পর। আপনি হারালেন কোথায়?

একপা তুলে দাঁড়িয়ে থাক!! :D

অনেক ধন্যবাদ।
শুভ সকাল।

২০| ০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৬

বৃষ্টিধারা বলেছেন: দেখেন.....

০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ওরে বাপস!

হিপ্নো কবির বউও হিপ্নো স্টাইলে লিখেন!

২১| ০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৩

অদৃশ্য বলেছেন:






কবি

এই 'দ' এর মতো দাড়াতে কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে... 'দ' কে দাড় করাতে গেলে কিন্তু সে ভেঙ্গে যাবে... রুপ পরিবর্তন করবে

ঠিক এভাবেই শুরুটা শুরু করতে গিয়ে 'দ' এর মতো দাড়ানোর কল্পনাটা সম্ভব করতেই পারলাম না...

লিখাটির সব কিছুই নির্ভরকরছে 'দ' এর মতো করে দাড়ানোর ওপর...


প্রিয় আহমেদের জন্য
শুভকামনা...

০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

কবি,
কল্পনাতীত একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আর সেই সময়টা 'দ ' দিয়ে প্রকাশ করতে চেয়েছি। তাই আপনার ভাবনার দৃশ্যপট সেভাবে ধরা দিতে পারছে না হয়তো!

অনেক ধন্যবাদ কবি।
শুভ সন্ধ্যা।

২২| ০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: দ এর মত ভেঙ্গে গিয়েও টিকে থাকাটাও একটা ফ্যাক্ট কিন্তু আলাউদ্দিন ভাই !
কবিতা খুব ভালো লেগেছে !

তালকানা শব্দটা প্রথম দেখলাম আমি ! মানে কিরকম দাঁড়ায় ?

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সময় বসে থাকে না। দিন চেঞ্জ হতে তাই বাধ্য।

তাল হারানো আর কী!

অনেক ধন্যবাদ অভি।

শুভ রাত্রি!

২৩| ০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার লিখেছেন কবি!

দ- এর মত দাঁড়িয়ে! বেশ ভাবালো!


শুভকামনা!

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:২০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ কবি।

মেলা বছর পর আপনাকে আমার ব্লগে দেখলাম মনে হচ্ছে!!!

শুভরাত্রি!

২৪| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার!
চমৎকার!!
চমৎকার!!!

০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ দেশ প্রেমিক।

শুভ বিকেল।

২৫| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩১

হাসান মাহবুব বলেছেন: প্রতিনিয়ত নতুন প্রকাশভঙ্গি পাচ্ছি কবিতায়। চমৎকার।

০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চেষ্টা করছি আর কী!

অনেক ধন্যবাদ হা-মা ভাই।

শুভ বিকেল।

২৬| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৭

রাসেলহাসান বলেছেন: চমৎকার!

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাংকস ব্রো।

শুভেচ্ছা :)

২৭| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৫

সায়েম মুন বলেছেন: আমিও একদা দ নিয়ে একখানা কাব্য লিখেছিলুম :P

ভাল লাগলো কবি। চালিয়ে যান।

০৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার কবিতাটা শেয়ার করেন বা লিংক দেন। পড়ি :)

থ্যাংকস কবি।

২৮| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৫

অনাহূত বলেছেন:

চমৎকার! চমৎকার!
অসাধারণ! অনবদ্য!

এরপর কি ‘ধ’ আসিবে?

০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চাপাবাজি দূরে গিয়ে কর X(

শুভ সকাল।

কান্দে কিছু ঝুলুক, তারপর :-/

২৯| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৬

বোধহীন স্বপ্ন বলেছেন: দ -এর মত দাঁড়িয়ে....

ভালো তো!!

০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাংকস।

ব্লগে স্বাগতম :)

৩০| ১০ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৯

ডট কম ০০৯ বলেছেন: আমি "ক্ষ" এর মত করে কমেন্টস লিখলাম। এইবার বুঝে নেন কেমন হইছে কবিতা!!

অভাবনীয় চিন্তাধারা।

১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

ক্ষ

যুক্ত হও হে বিষাদ!
ক+ষ যেভাবে যুক্ত হয়ে
হয়েছে এক; হয়েছে ক্ষমার পূর্বাক্ষর
তেমনি বিষাদ মিলে যাও সুখের সাথে
জীবন হয়ে ওঠো!

বুঝে নেন কি বলছি ;)

৩১| ১০ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২১

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো

১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।

শুভ সন্ধ্যা।

৩২| ১০ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৩

নক্ষত্রচারী বলেছেন: সুন্দর !!

'দ' এর দাঁড়িয়ে না হলেও 'দ' ভঙ্গিমায় বসে কবিতাটি উপভোগ করলাম ;)

১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো করসস!

থ্যাঙ্কস রাফি।

ভালো থাকিস। শুভকামনা রইল।

৩৩| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৩

সানড্যান্স বলেছেন: দ হয়ে গেলাম তো ভাই!!!!!!!

১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।

শুভ সন্ধ্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.