নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

অপাংক্তেয় কথকথা

১৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২১





ক.

পথ ক্রমশ দীর্ঘ হয় পথিকের পায়ে

সকালে আধুলি ভাঙ্গিয়েছে কিছু

ঋণ বাড়ে ধীরে; ক্ষান্ত বিকেল আসে বিবেকের কাছে

ক্যাকটাস কাঁটায় জলাধারের গল্প!



খ.

গোপন আছ, গোপনে থাকবে

গোপনে চলে যাবে

এই শীত বসন্ত কেউ কিছু টের পাবে না

অবাধ্য বন্যা কেবল জানে তোমার কথা

বাঁধ দেয়া হয়ে গেছে

সামনের বর্ষায় তোমার এলোপাথারি ঢেউয়ে

বাঁধ ছোঁবে, তবুও পাবে না দেখা মনুষ্যবসতির

গোপন আছ, গোপনে চলে যাও।



গ.

বিরতির দীর্ঘশ্বাস ক্রমশ বাড়ছে

এইসব দুইশত চল্লিশ মিনিট হয়তো কিছুইনা

অংকের হিসাবে কয়েক মুহূর্তমাত্র

ব্রীড়াবতীর ঘোমটা ক্রমশ বাড়ছে

নেকাবের আড়ালে চলে যাচ্ছে সব

মৌন মুখর সন্ধ্যা অথবা ক্যান্ডেললাইট ডিনার!



ঘ.

ঘুমগন্ধ নামে হৃদয়ের ক্ষতে,

পোড়া চোখ সমূদ্র খোঁজে,

বালিয়ারি ছেড়ে উড়ে যায়

পারিজাত ফুল ও পাখি!





ঙ.

পেছনে অনেক ঝক্কি, সামনে কী?

ইথারের যন্ত্রে লেগেছে হাওয়া;

লেগেছে ঘূণপোকার দাঁত, করাত

কলে কাটছে সময়, স্পর্শ নিষিদ্ধ তাই

অচলাবস্থা সম্পর্কে। রাতঘুমে স্বপ্নসারথী

আসে নিয়ে যমদূতের নাম!

একলব্যের তুমুল নিশানা বুকে বিঁধে থাকে,

সকাল হয় না, সকাল আসে না!



চ.

এ্যাসট্রেতে জমতে থাকে ভাবনা, ক্রমাগত ভেবে চলে এবং ভাবনার দঙ্গলে চাপা পড়ে যায় প্রয়োজনীয় শব্দের যথাযথ ব্যবহার, অনুচ্চারিত থেকে যায় কবিতার পংক্তিমালা!





ছ.

অনুকরণীয় সময়; সাত পাঁকে বাঁধা জীবন,

সকালে ঘুম অচল, বিকেলে গাড়ির চাকা সচল

মিথ্যা মণিহার তবুও কাটেনা ঘোর!



জ.

প্রিয় অসুখ, কোন নিষিদ্ধ ঘুমে ঘুমালে!

আমার সকাল থেকে রাত অমানিশার কুয়াশায় ঢেকে!



ঝ.

সন্ন্যাসে গিয়েছে শব্দ, পাখি গেছে উড়ে

কবিতার খাতায় পড়ে রয় পালক এবং তার ইতিবৃত্ত!



ঞ.

সে ভাবে, সে আমাকে নাচায়

আমি ভাবি তাকে

আসলে নাচের মূদ্রা স্থির হয়ে

আছে নাটমন্দীরের চূড়ায়!



নাচ ঘরে তাই শুন্যতা

আমি তুমি ও সে --

একে নাচাই ওকে নাচাই

বিরামহীন আমাদের নাচ

তবুও নাচঘরে বিষাদঘড়ির

কাটা নাচে একাএকা!



ট.



শব্দদের একাকীত্ব পেয়ে বসে আমাকে

যেন সহস্রাব্দ জুরে শব হয়ে আছে

নির্ঘুম রাতের তারারা!





ঠ.

ঘুমেশ্বর, ঘুমদেবী বেছে নিয়েছেন মরণের পথ!





ক্ষ.



যুক্ত হও হে বিষাদ!

ক+ষ যেভাবে যুক্ত হয়ে

হয়েছে এক; হয়েছে ''ক্ষমার'' পূর্বাক্ষর

তেমনি বিষাদ মিলে যাও সুখের সাথে

জীবন হয়ে ওঠো!



কমেন্টকৃত

মন্তব্য ৫০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

রাইসুল সাগর বলেছেন: ঘুমগন্ধ নামে হৃদয়ের ক্ষতে,
পোড়া চোখ সমূদ্র খোঁজে,
বালিয়ারি ছেড়ে উড়ে যায়
পারিজাত ফুল ও পাখি!
চমৎকার আলা ভাই। কবিতায় ভালোলাগা এবং শুভকামনা আপনার জন্য।

১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ সাগর ভাই।

আমি আউট অব নেটওয়ার্ক, তাই রিপ্লাই দিতে দেরী হয়ে গেলো।

শুভ সন্ধ্যা।

২| ১৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

বৃষ্টিধারা বলেছেন:

১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতাংশ বা কবিতাগুলো কি গানের মতো হইসে??

থ্যাঙ্কস, গানটা আগেই শুনছি।

শুভ সন্ধ্যা।

৩| ১৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

রাতুল_শাহ বলেছেন: ব্রীড়াবতীর অর্থ কি কবি?

১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ব্রীড়া শব্দের মানে হলো লজ্জা। আর সেখান থেকেই ব্রীড়াবতী মানে লজ্জাবতী।

৪| ১৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

টুম্পা মনি বলেছেন: এ্যাসট্রেতে জমতে থাকে ভাবনা, ক্রমাগত ভেবে চলে এবং ভাবনার দঙ্গলে চাপা পড়ে যায় প্রয়োজনীয় শব্দের যথাযথ ব্যবহার, অনুচ্চারিত থেকে যায় কবিতার পংক্তিমালা!

চমৎকার!!!!!!!!

০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস টুম্পা।

৫| ১৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

টুম্পা মনি বলেছেন: এ্যাসট্রেতে জমতে থাকে ভাবনা, ক্রমাগত ভেবে চলে এবং ভাবনার দঙ্গলে চাপা পড়ে যায় প্রয়োজনীয় শব্দের যথাযথ ব্যবহার, অনুচ্চারিত থেকে যায় কবিতার পংক্তিমালা!

চমৎকার!!!!!!!!

১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শুভ সন্ধ্যা।

৬| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:২০

প্রোফেসর শঙ্কু বলেছেন: কয়েকটার অর্থ বুঝতে পারিনি, কয়েকটা ধারণা করে নিয়েছি।

সবমিলিয়ে সুন্দর।

১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস শঙ্কু স্যার।

শুভ সন্ধ্যা।

৭| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৩

শাপলা নেফারতিথী বলেছেন: প্রত্যেকটাই আলাদা ভাবে সুন্দর.
তবে, ২য় টা ভালো লেগেছে বেশি..

১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস নেফারতিথী।

শুভ সন্ধ্যা।

৮| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৮

মামুন রশিদ বলেছেন: সন্ন্যাসে গিয়েছে শব্দ, পাখি গেছে উড়ে
কবিতার খাতায় পড়ে রয় পালক এবং তার ইতিবৃত্ত!


ছোটগুলোই বেশি ভালো লাগছে ।

১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এটা আমারও খুব প্রিয়।

থ্যাঙ্কস মামুন ভাই।

শুভ সন্ধ্যা।

৯| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: ঘুমগন্ধ নামে হৃদয়ের ক্ষতে,
পোড়া চোখ সমূদ্র খোঁজে,
বালিয়ারি ছেড়ে উড়ে যায়
পারিজাত ফুল ও পাখি!


চমৎকার। প্রত্কেটি ভাল লেগেছে। যুক্তাক্ষর হোক। দারুণ হবে

১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস সেলিম ভাই।

১০| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: প্রত্যেকটি ভাল লেগেছে হবে।

১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

শুভ সন্ধ্যা।

১১| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।

১৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।

শুভ সন্ধ্যা।

১২| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার । শুভেচ্ছা রইলো অনেক ভাই । :)

১৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যনঙ্কস ভাই।
সশুভ সন্ধ্যা।

১৩| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১:২৮

রাসেলহাসান বলেছেন: সে ভাবে, সে আমাকে নাচায়
আমি ভাবি তাকে
আসলে নাচের মূদ্রা স্থির হয়ে
আছে নাটমন্দীরের চূড়ায়!

চমৎকার! চমৎকার সব কবিতা!

১৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ভাই।

শুভ সন্ধ্যা।

১৪| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৭:০৩

উদাস কিশোর বলেছেন: ভাল লাগা রইলো

১৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ভাই।

শুভ সন্ধ্যা।

১৫| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:০৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সন্ন্যাসে গিয়েছে শব্দ, পাখি গেছে উড়ে
কবিতার খাতায় পড়ে রয় পালক এবং তার ইতিবৃত্

১৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ভাই।

শুভ সন্ধ্যা।

১৬| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুব এবং খুবই চমৎকার হয়েছে

১৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।

শুভ সন্ধ্যা।

১৭| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩১

অদৃশ্য বলেছেন:





লিখাগুলো চমৎকার হয়েছে আহমেদ... যেহেতু অনেকগুলো একসাথে তাই ভালোর ভেতরেও খুব ভালো থেকে যায়... ব্রীড়াবতীর মানেটা আমারো জানবার ইচ্ছা...


শুভকামনা...

১৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:২০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।

শুভ সন্ধ্যা।

১৮| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৪

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অসাধারণ !!

০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি আপা।

শুভ দুপুর।

১৯| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১১

হাসান মাহবুব বলেছেন: তুমুল!

০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:০১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস হা-মা ভাই।

শুভ দুপুর।

২০| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩১

যক্ষা_রোগী বলেছেন: আপনার বড় অপরাধ, আপনিই বড় বেশি ভাল লেখেন! আপনি বড় খারাপ!

০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস রোগী।

ব্লগে স্বাগতম।

শুভ দুপুর।

২১| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভালোই লাগলো।

০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ সজীব ভাই।

শুভ দুপুর।

২২| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:


জটিল +++++

০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কতোদিন আপনার সাথে কথা হয় না!!

থ্যাঙ্কস ভাই।

শুভ দুপুর।

২৩| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫১

মাসুম আহমদ ১৪ বলেছেন: বেশির ভাগই ফেইসবুকে পড়ছি!


ভালো লাগা

০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।

শুভ দুপুর।

২৪| ১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪০

ডট কম ০০৯ বলেছেন: ক্ষ.

যুক্ত হও হে বিষাদ!
ক+ষ যেভাবে যুক্ত হয়ে
হয়েছে এক; হয়েছে ''ক্ষমার'' পূর্বাক্ষর
তেমনি বিষাদ মিলে যাও সুখের সাথে
জীবন হয়ে ওঠো


এর চাইতে সুন্দর আর কিছু হতে পারে না। ভাল থাকুন কবি!!

০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।

শুভ দুপুর।

২৫| ০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৪

ইমিনা বলেছেন: "প্রিয় অসুখ, কোন নিষিদ্ধ ঘুমে ঘুমালে!
আমার সকাল থেকে রাত অমানিশার কুয়াশায় ঢেকে"
সুন্দর ...
ভালোলাগাটুকু জানিয়ে গেলাম :) :)

০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কিউ।

ব্লগে স্বাগতম।

শুভ দুপুর।

:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.