নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

অপাংক্তেয় কথকথা

০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৫





১.

হে অসঙ্গায়িত অসুখ, শিমুলের খোসা ফেঁটে

বের হচ্ছে শাদা মেঘফুল।

প্রাতঃভ্রমনে বেরিয়েছে রাখালী বাঁশি

ওই শোন, ওই দূর থেকে শোনা যায়

কেমন কোমল বিলাপ,

এক মনে গাইছে কুঞ্জবনে বিজন সঙ্গীত!



২.

কিভাবে সেজেছ তুমি এই আগুন দিনে?



স্থির হয়ে গ্যাছে সময়, তোমার ঝুলে পড়া চুলে

স্থির হয়ে গ্যাছে সময় , তোমার বঙ্কিমগ্রীবায়

স্থির হয়ে গ্যাছে সময়, তোমার চিরল দাঁতে

স্থির হয়ে গ্যাছে সময়, তোমার কমলা কোয়া ঠোঁটে

স্থির হয়ে গ্যাছে সময়, তোমাকে ঘিরে

স্থির হয়ে গ্যাছে সময়, তোমার সদনে!



৩.

শিরোনামহীন কবিতা তুমি, আশ্রিত শব্দের পদ বিন্যাস!



৪.

তুমি বেলকনিতে একা; হাত বাড়িয়ে দিয়েছ মেঘের আঁচলে

টুপটাপ বৃষ্টির মন্থন তোমার হাতে।

ফুল খেলছে, হাওয়া উড়ছে, বুনো উচ্ছ্বাসে কস্তুরী ঘ্রাণ তোমার বুকে!

রাত তার গ্রীবা ছুঁয়ে, চাঁদের মন্থর গতিতে

চলে যায় কাকডাকা ভোরে ...



এখানে চৈত্রের দুপুর; তোমার আঁচল ঢেকে রেখেছে তোমার পদ্মমুখ!

ইথারে রাতজাগা ক্লান্তি তাই চুপচাপ একাকী বসে রয়, বিষণ্ণ বদন!

আমি রাস্তা পেড়েনোর অঙ্ক কষি,

তুমি রেড সিগন্যাল রেড সিগন্যাল বলে তেড়ে ওঠো!

সরল গানিতিক হিসেবে চলে আসে দ্বি-ঘাত, ত্রি-ঘাত সমীকরণ!



৫.

কখনো সমার্থক কখনো বিপরীত

কখনো মিল কখনো অমিল

এভাবে সম্পর্কগুলো মিলিয়ে দেখা হয়

ইকোয়েশন সাজানো হয়; কোনটাতে কী!

কখন হয় যৌথ প্রযোজনার কোরাস,

মিলে যায় অঙ্ক একরোখা

আবহ সঙ্গীত!



৬.

সব সুন্দর কবিতার পংক্তিতে আসে না,

সব ভালো লাগা প্রকাশ করা যায় না!



৭.

একটা কুসংস্কার ঢাকতে আরেকটা ডেকে আনি

ঈশ্বর জানেন, কোন গলিতে কী।

আমি বেহালা বিকেলের রন্ধ্রে রন্ধ্রে ডুব দিয়ে

ছেনে আনি মৃতাধাঁরের নাম!

হায়াত মউত সব ঈশ্বরের হাতে, ওনার খতিয়ানে

রোজ লিখছে সকাল রাতের আদ্যকথা।

আমি ঘুমঘোর রোজোনামচার আদ্যক্ষরে বুনছি কবিতা

জোছনার মাহুত গিয়েছি কোন অজানায়

কোন ঠিকানায়

কবিতার পংক্তিতে তাই অচ্ছুত আঁধার

একটা কুসংস্কার মনে এলে তাকে ঢেকে দিই আরেকটির অজুহাতে।





৮.

অদ্ভূত আকাশ, সন্ন্যাসে নাগরিক মন

প্রতি মুহূর্তে বোল পাল্টায় শব্দ ও কবিতা!



৯.

সিগারেটের আয়ু কমছে, এসট্রেতে জমছে খেদ!

ইছামতির বাঁকে হাওয়া ঘুরে যায়, বয়সী বটের ডাল

আমি আদিম ঘুমে শয়ন পেতেছি, ইথারে রেখেছি কান

এই অবেলায় কে হায় কে বাজায় মধুরতম গান

আকাশের ঘুম ভাঙ্গিয়ে মস্ত চাঁদ জেগে রয়

ওহে লাজুকলতা, চাঁদের আড়ালে তুমিও বুঝি

চুপচাপ, একাকী, বসে থাকো আনমনে, আপন মনে!





অপাংক্তেয় কথকথা





মডুদের দৃষ্টি আকর্ষণ করছি, ছবি আপলোড হয় না কেন?

মন্তব্য ৪১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৪

ইমরাজ কবির মুন বলেছেন:
১, ৭, ৮ চম​ৎকার লাগলো।

View this link

০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মুন।

আমি ওভাবেই ট্রাই করছিলাম বাট কেন হলো না কে জানে।

শুভ চৈত্রের দুপুর!

২| ০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার লাগলো্ । প্রতিটি কবিতা অনবদ্য হয়েছে কবি।

০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস সেলিম ভাই।

আপনার ব্লগে কি? মনোযোগ দিয়ে পড়ালেখা করেন! /:)

আপনার বৃষ্টিময় বিকেল ভালো কাটুক ;)

৩| ০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৩

লাবনী আক্তার বলেছেন: প্রিয় কবি আপনার সব কবিতাই চমৎকার!
ভীষণ ভালো লিখেন আপনি।
চমৎকার সব শব্দ।
ভালোলাগা রইল
অনেক।

০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

এতো প্রসংশায় খুশিতে বাকবাকুম করছি। :-0

থ্যাঙ্কিউ।

শুভ দুপুর।
:)

৪| ০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ২:০০

লাবনী আক্তার বলেছেন: হুম! শুভ দুপুর। যাহা সত্য তাহাই বলিলাম হে কবি। :) :)

০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কিউ থ্যাঙ্কিউ :) :)

৫| ০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অনবদ্য, অসাধারণ কবিতা।

ধন্যবাদ কবি।

০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

:) :)

৬| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: জোছনার মাহুত গিয়েছি কোন অজানায়
কোন ঠিকানায়
কবিতার পংক্তিতে তাই অচ্ছুত আঁধার


জোছনার মাহুত- কই পাইলেন ভাই? মাথা নষ্ট!

অসম্ভব সুন্দর লাগল কবি!

০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হঠাৎ ধরা দিলো, কবিতা যেভাবে ধরা দেয়।

থ্যাঙ্কস কবি।

:) :)

৭| ০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

মহামহোপাধ্যায় বলেছেন: সবগুলো কবিতাই সুন্দর!! ছুঁয়ে ছুঁয়ে গেলো!! আমি প্রথম দুই লাইনেই আচ্ছন্ন হয়ে গেছি !!


হে অসঙ্গায়িত অসুখ, শিমুলের খোসা ফেঁটে
বের হচ্ছে শাদা মেঘফুল।

আপনি অনেক চমৎকার করে লিখেন।

০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

অসঙ্গায়িত অসুখে অসুস্থ আমি!

:) :)

৮| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৮:১৬

অরুদ্ধ সকাল বলেছেন:
একটুস য্যান রকমঅন্য। কিছু বেশ মনোহর শব্দ। কবিকে ধন্যবাদ।

০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।

৯| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৮:১৬

অরুদ্ধ সকাল বলেছেন:
একটুস য্যান রকমঅন্য। কিছু বেশ মনোহর শব্দ। কবিকে ধন্যবাদ।

০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
:) :)

১০| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:১২

হাসান মাহবুব বলেছেন: ভালো হৈসে সবগুলাই।

০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস হা-মা ভাই।

আড্ডা দিতে মুঞ্চায়। চলেন আড্ডা দেই একদিন!

১১| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:৩১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুন্দর। সব কয়টাই।

০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।

:) :)

১২| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:০৯

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ভাল লাগল সব গুলো

০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।

ব্লগে স্বাগতম :) :)

১৩| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:২৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বঙ্কিমগ্রীবা কি জিনিস ভাই? এতো আগে শুনিনি। হাঃ হাঃ হাঃ

সুন্দর!

০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জানিনা কি জিনিস! লেখার সময় মাথায় আসছে, লিখে ফেলছি। যারা পড়বে তারা অর্থ খুঁজে নেবে! ;)

থ্যাঙ্কস কবি :)

১৪| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৫

মামুন রশিদ বলেছেন: বেশ কিছুদিন পর লিখলেন! ভালো লেগেছে সবগুলোই ।

০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মামুন ভাই লিখছি অনেক আগেই। কিন্তু নিজেকে হারিয়ে ঘুরে ফিরছি, তাই এইদিকে আসা হয় না। :(

অনেক ধন্যবাদ মামুন ভাই :) :)

১৫| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:২৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চমৎকার !!!

০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি আপা :) :)

১৬| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:


কবিতা জোস হইছে........ আমারও ছবি লোড হয়না :( :( :(

০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কান্ডারি ভাই আড্ডা দিতে মুঞ্চায় :)

আপনাকে দেখি না অনেকদিন :(

১৭| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১:৩৪

তৌফিক মাসুদ বলেছেন: মন ছুয়ে গেল কবি। কবিতায় নতুনত্ব আছে। শব্দের ব্যবহার দারুন।

০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ।

চেষ্টা করছি আর কী!

ব্লগে স্বাগতম :)

১৮| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার কাছে প্রতিটিই ভাল লেগেছে --- সুন্দর --ভীষণ সুন্দর

০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ আপু। :)

শুভ সন্ধ্যা :)

১৯| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৯

অদৃশ্য বলেছেন:






সবগুলোই ভালো লেগেছে আমার আহমেদ...


শুভকামনা...

০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয়কবি।

শুভ সন্ধ্যা

:) :)

২০| ০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

আমিনুর রহমান বলেছেন:





অদ্ভুদ মগ্ধতা। প্রতিটিই অসাধারণ।


সব সুন্দর কবিতার পংক্তিতে আসে না,
সব ভালো লাগা প্রকাশ করা যায় না!



পেত্থুম প্লাসটা আমারই ছিলো ;)

০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
লুকোচুরির লাইক দিয়া কাম কি?? /:) সামনাসামনি দিতেন ;)

আমিন ভাই,

আড্ডা দিতে মুঞ্চায়!


সব সুন্দর কবিতার পংক্তিতে আসে না,
সব ভালো লাগা প্রকাশ করা যায় না!


আমার আমির কথা ;)

২১| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সব সুন্দর কবিতার পংক্তিতে আসে না,
সব ভালো লাগা প্রকাশ করা যায় না!


সব কথা মন্তব্যে আসেনা
সব ভালো লাগা প্রকাশ করা যায়না !

শুভেচ্ছা কবি !

০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

সব সুন্দর কবিতার পংক্তিতে আসে না,
সব ভালো লাগা প্রকাশ করা যায় না!


থ্যাঙ্কস অভি।

ভালো থাকিস।

২২| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ২:০৭

রাসেলহাসান বলেছেন: সব গুলোই সুন্দর! ১,৪,৫,৭ বেশী সুন্দর!
অনেক ভালো লাগা রইলো। :)

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।

শুভ রাত্রি।

:)

২৩| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২১

প্রোফেসর শঙ্কু বলেছেন: বঙ্কিমগ্রীবায়-- চিরল দাঁতে-- কমলা কোয়া ঠোঁটে --তিনটে শব্দ একজায়গায় অনেকদিন পর দেখলাম!

ভাল লাগল কবিতার গুচ্ছ।

১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

শুভ বিকেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.