নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

আড্ডা পোষ্ট!

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩২





















আপনারা আছেন কেমন??

মন্তব্য ১১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১১০) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৯

টুম্পা মনি বলেছেন: ভাল নাই। :( :( :(

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনাদের এলাকার টেম্পারেচার কি খুব বেশি??? না আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তারদের অবরোধ বরধাস্ত করা হবে না ঘোষণা দেওয়ার পর থেকে ভালো নেই!! :P

২| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫০

টুম্পা মনি বলেছেন: আপনার কথা শুইনে মনে হইতেসে আমার এলাকায় গরম বেশি আর আপনার এলাকায় শিশির পড়ে ? X( X( X(
আর আমি কোন ঘোষণা নিয়া চিন্তিত না। কারণ যতই বলুক ডাক্তার খারাব। অসুক হইলে ঠিকই তাদের কাছে দৌড়াবে। ;) :D :D

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার কোন এলাকা নেই!! এখানে খুব গরম পড়ছে তাই কানাডায় আছি! :P স্নোবল দিয়ে পিঠপুটানো খেলছি :-B

এর জন্যই বলি ডাক্তাররা খারাপ! একজনের অসুস্থতার সুযোগ নিয়ে পকেট কেটে বেড়ায়! :-0

৩| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৫

আমি অপদার্থ বলেছেন: ভালা আছি। আপনি কেমন আছইন? :)

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
গম আছিদ্দে, বদ্দা।

আপনি কি ময়মনসিং-এর লোক??

৪| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৪

টুম্পা মনি বলেছেন: আপ্নে দুইদিন আগেও বাংলাদেশে ছিলেন। কানাডায় কেম্নে গেলেন? আপনার চেরাগ আছেনি? ঘোষলে দৈত্য বাহির হয়? ঐটাই কানাডা ছাইড়ে গেসে ? :|| 8-|

আর এখন থেকে কষাই ডাক্তারদের কাছে আর যাইবেন না। ঘরে বসে নিজের চিকিৎসা নিজে করবেন। ;) গাছেল বাঁকল, ঘাস বেটে ঔশুধ বানাবেন। আর খেতে কেমুন লাগল আমায় অবশ্যই জানাবেন। :-B =p~

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ঘুরতে জানলে ঘরে বসেই ঘুরা যায়! চেরাগ লাগে না :-/ এই যেমন এখন ঘরে বসে কক্সবাজার থেকে ঘুরে আসলাম ;)

ছিঃ ছিঃ আপনি ডাক্তাদের কসাই বলতে পারলেন????

আমি বিড়িবাবার গুরুতর অনুসারি!!! আমার চিকিৎসারভারও বিড়িবাবার ;)

আপনি ডাক্তারদের কসাই বলছেন, এই খুশিতে নেন পান করেন, আর বলেন-- চিয়ার্স!! :P


৫| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৭

আমি অপদার্থ বলেছেন:
নারে ভাই আমি ময়মনসিং-এর না। তয় বিভিন্ন ভাষা বলার টেরায় করি।

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার টেরাই ভালো হইসে!! আমি ভাবছিলাম আপনারে কমু একটা ময়মনসিং-এর আঞ্চলিকতায় গাইতে !! এখন দেখি সে আশায় বালিতে গুড়! /:)

৬| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:১২

কালো যাদু বলেছেন: কেমন আছেন সবাই?

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভাই, কেমন আছে বললে কালো যাদু করবেন না আগে বলেন??

৭| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:১৩

কালো যাদু বলেছেন: কেমন আছেন সবাই?

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ব্ল্যাক ম্যাজিক ভয় পাই!

৮| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২৩

কালো যাদু বলেছেন: বলা যায় নয়া করলেও করতে পারি

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভাই, সিস্টেমটা কি কালা যাদুর??

৯| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২৩

টুম্পা মনি বলেছেন: X( X( X( X( X( X( মেজাজ খারাব কইরে দিলেন! আর আড্ডামু না। ঘুমাইতাম। আপ্নেও ঘুমান। আর স্বপ্নে ভুত দেখেন। হেভ এ হরিবল ডিরিম :-B :-B

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আরে এই ফরমালিন মেশানো বিছার জুস খেয়েই তো জেগে আছি!! আপনাদের তো দিন রাত নাই, নাকে টিপ দিয়া খাইয়া ফালান!! সহজে ঘুম আসবে না B-))

আমার ধারে কাছেও হরিবল কিছু আসে না। :(

ওকে ঘুমান তাইলে, তয় আমারে যে বদ দোয়া দিসেন তা যেনো আপনার কান্দে সোয়ার না হয় সেই দোয়া করি!! :-<

১০| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২৭

কালো যাদু বলেছেন:

টুম্পা মনি- গোসসা হইসুন ক্যারে ? কন কারে কালো যাদু করা লাগবে?

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
@টুম্পা মনি আপনাকে কালা জাদুর ভয় দেখায় :#)

১১| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এতক্ষণ তো ভালোই ছিলাম। এখন ভালা না :)

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কেন আপনার আবার কি হইসে???

ব্লগে পুরনো কেউ নাই নাকি??

১২| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:


আজ মন্তব্য দিবস।
চা খেয়ে বসা যাক :)

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কফি দিয়া কন চা দিসেন?? কাহিনী কি??

১৩| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সবই লালনের দয়া :)

'জানতে হয় আদম ফকির......'

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
একটু ঝেড়ে কাশেন!

আদ্য কথা জানতে হয় ;)

আচ্ছা, তরমুজের শরবত কই পামু??

১৪| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫৫

আমি অপদার্থ বলেছেন:
শুনেন।

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।

আপনার সিলেকশন ভালো।

১৫| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:


আজিজ মার্কেটে পাওয়া যায়।
ক্যাফে সমাবেশের তরমুজের জুস দেখলাম হেভি।

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এই জুসে হবে না! অরিজিন্যালটা লাগবে :)

তাহলে পঁচিশ তারিখ বিকেল সাড়ে পাঁচটায় পাঠক সমাবেশের ওখানে থাকবো। আপনি চলে আইসেন।

কমেন্ট কেমন হচ্ছে? ;)

১৬| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০৬

ডানাভাঙ্গা চিল বলেছেন: কবি মনে হয় আনন্দে আছেন?

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবি কাকে বলছেন???

ব্লগে আসলাম অনেকদিন পর! নতুন পুরনো কোন ব্লগারই তেমন দেখছি না! ব্লগ এমন ঝিমিয়ে পড়লো কিভাবে?? :(

১৭| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০৬

আমি অপদার্থ বলেছেন:
তাহলে এখন একেবারে অপদার্থ না ;) কি বলেন ? B-))

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ২:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার প্রোপিক দেখে আমার কাছে কোন পদার্থই মনে হচ্ছে না! ;) :#)

১৮| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চলছে, চলবে।

ওকে।

আমি মোহাম্মদপুর থেকে ওদিকে চলে যাব।

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৩৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সামুর ডায়রিয়া হইছিল। সার্ভার ব্যস্ত ছিলো এতোক্ষণ!

ভালো পোষ্টের লিংক দিয়েন। খুঁজে পড়ার টাইম নাই :(

১৯| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ২:১৫

আমি অপদার্থ বলেছেন:
যাক প্রোপিক আর নামের মধ্যে মিল আছে তাহলে :) আর যায়হোক কেউ পদার্থ ভাববে না ;)

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মানুষ কি পদার্থ??

২০| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ২:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কি হলো কবি! কবিতা পোষ্ট না করে আড্ডা পোষ্ট দিলেন। আড্ডার টপিক পরে, আড্ডায় আইলাম, চা নাস্তা কই? সিগারেট কই?

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৪৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দম আটকে আসছিলো! তাই আড্ডা দেওয়ার চেষ্টা! কিন্তু তেমন কাউকে পেলামই না! ভাবছিলাম আড্ডা দিতে দিতে টপিক একটা দাঁড়িয়ে যাবে! এর মাঝে সামুও ঘুমাইছে কিছুক্ষণ!!


এই নেন---

২১| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৪৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:


ভালো পোস্ট চিনিনা। ভালো গান দিলাম।

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৫৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি শুনছি!

উঠে যাওয়া সিঁড়ি টিমটিমে আলো
ছেঁড়া চটি জুতো ছেড়ে রাখা তোমার দরজায়
দিন যায় দিন আনি, সবেধন টিউশনি
পদাবলী পাশে খুলে রাখা প্রথম পর্যায়

হাঁটছে দিন কাটছে দিন তিন দিন সাপ্তাহিক
দিন গুনছে দিন অ্যান্টেনা তিন শালিক
যে অসুখ ছিলো চোরাবালি দিয়ে ঢাকা
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম তোমার কাছে রাখা


উঠে এলো আলো, হাতে চা চলকালো
চাঁদ বুঝি আজ প্রতিপদে পড়লো বেঘোরে
ওড়ো চিলেকোঠা ছাদে ইতিহাস আহ্লাদে
তুমি-আমি-ইলতুৎমিস বন্দী এ ঘরে

ভরদুপুর মাঝপুকুর ডুবজল ঘোর বিপদ
নীলচে খাম গা ছমছম ভূত লেখে চর্যাপদ
সে বিপদ ছিলো চোরাবালি দিয়ে ঢাকা
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম টেষ্টপেপারে রাখা
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম তোমার কাছে রাখা
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম টেষ্টপেপারে রাখা


কানাগলির ভিতর রঙীন ইস্টিশন
কিছু উৎপাদক আজ নাহোক বিশ্লেষণ
আমার আগুন ভয় ভীষণ ন্যালাক্ষ্যাপা এই জীবন
বুকে মোমের আলোয় গলছে লাল রিবণ
দিন ছুঁয়ে যায় রাত রাত ছুঁয়ে যায় হাত
হাত ছুঁলে যায় জাত জাত ছুঁলে পদ্মকাঁটা বিঁধে
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম গোপন কালশিটে


ছেঁড়া পর্দায় উঁকি , কেবিনের আঁকিবুকি
মুখ নীচু আহত দুচোখ বলেছিলো কি যে?
এতো আকছার ঘটে, সাদা কালো লংশটে
খালি পায়ে কেউ বাড়ি ফেরে বৃষ্টিতে ভিজে

হাঁটতে থাক দুর্বিপাক মিছিলের ক্লান্ত মুখ
নিম্নচাপ খুচরো পাপ ছোঁয়াচে অসুখ
সে ছোঁয়া ছিলো চোরাবালি দিয়ে ঢাকা
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম তোমার কাছে রাখা
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম তোমার কাছে রাখা

২২| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৫২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:


ইটস আ কাইন্ডা ম্যাজিক!

আপাতঃত রাত জাগাগুলিই :)

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস দূর্জয়।

গুড নাইট! :-<

২৩| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩২

মামুন রশিদ বলেছেন: ঘুমাইয়া ছিলাম ভালো ছিলাম, জাইগা দেখি আড্ডা নাই..

:-< |-)

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
রাত একটা আইসা পইড়েন, পান বিড়ি নিয়া বসমু! ;)


লন জুস খান! ;)

২৪| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


আড্ডা দিতে চলে এলাম। চা খাওয়ান।

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
রাইতে আইসেন, আড্ডামুনে..

এই লন মধু চা!



রাইতে আসলে অন্যকিছু দিমু ;)

২৫| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫১

স্নিগ্ধ শোভন বলেছেন: মামুন রশিদ বলেছেন: ঘুমাইয়া ছিলাম ভালো ছিলাম, জাইগা দেখি আড্ডা নাই.. /:) |-)

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কাহিনী কি?? আজকালের পোলাপান কি সন্ধ্যা না হইতেই ঘুমায়া পড়ে???

রাইতে আইসো। আড্ডা দিমুনে।

ডিম ভাত খা!!




২৬| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৬

আমিনুর রহমান বলেছেন:



এখানে আড্ডা দিলে কি মোঃপুর সেলিম কাবাবে খাওয়াবি !

২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এখানেরটা এখানে! /:)

তবে সেলিম কাবাবে খাওয়ালে না করবো না ;)

২৭| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৬

আমি স্বর্নলতা বলেছেন: আড্ডা দিতে বেশ পছন্দ করি। :!> :!>

কেমন আছেন ?

২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যাক আড্ডাবাজ পাওয়া গেলো! রাত জাগার অভ্যাস থাকলে আড্ডা মারতে চলে আইসেন এখানে B-)

ভালো আছি।

আপনি??

জেনারেল মোবারক :)

২৮| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩০

আমিনুর রহমান বলেছেন:



আড্ডা কি এখানে আজকে ও চলবে !

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ইলেক্ট্রিসিটি ছিলো না গতরাতে। :(

আবার ২৫ তারিখ রাইত থাইক্যা ফিরি আছি! আইসেন আড্ডামু নে :)

আমিন ভাই, গম আছেন না বদ্দা?

২৯| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫০

এহসান সাবির বলেছেন: আড্ডা কি এখানে আজকে ও চলবে ?

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আড্ডা দেওয়ার ইচ্ছে ছিলো কিন্তু ইলেক্ট্রিসিটি ছিলো না। :(

২৫ তারিখ রাইত থাইক্যা আবার আড্ডামু :)

সাবির ভাই,আছেন কেমন?

৩০| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৩

আমিজমিদার বলেছেন: ভাই আপ্নেরা কি লইয়া কতা কইন? আমি একটা কবিতা কমু-

আক! করি ছিঁড়ে গেল রোহিণীর কণ্ঠ

ইসসিরে, কণ্ঠের সাথে কি মিলে?? হেল্পু করেন B-)) B-)

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যা লইয়া কথা কইবেন তাই তাই হবে আড্ডার বিষয় বস্তু!


আক! করি ছিঁড়ে গেল রোহিণীর কণ্ঠ

মুগডাল আর মাছের মাথায় রান্না হয় মুড়িগন্ঠ!


:#) :#) :-B :-B

৩১| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৩

অদৃশ্য বলেছেন:






রাত সাড়ে বারোটার আড্ডায়তো আমার থাকবার কথা না... তাই ছিলামও না... আড্ডা হইচে বাট জমেনাইক্কা...


নেক্সটা জমায়া দিয়েন...

শুভকামনা...

২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ব্লগ তো মরে আছে!! মরার ব্লগে জমে কিভাবে??

একটু ফ্রী হই, ঠিকই জমিয়ে আড্ডা দিবো।

:)

শুভ কামনা কবি।

৩২| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
'এ তুমি কেমন তুমি/ চোখের পাতায় কান্না করো'

হেডফোনে বাজছে গান, এলাম আড্ডায়।

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
লোকজন সব গেলো কই?? ভাবছিলাম জমায়া আড্ডা দিমু!!

কিন্তু কেউ নাই দেখি :(

আমি শব্দ ছাড়া মুভি দেখি! স্পিকার নাই :P

৩৩| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৮

কানা দাজ্জাল বলেছেন: এই লিঙ্কে X(

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কই যেন পড়ছিলাম দজ্জাল নাকি একচোখা হবে। আপনি কানা কেন? আর কানা হলে পড়লেন কিভাবে? ব্রায়েল মেথড সামুতে কিভাবে এপ্লাই করলেন??

৩৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমি ডুবে আছি 'জাতিস্মরে'

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কালকে জাতিস্মর দেখমু। স্পিকার লাগামু কাল। আজকে আর লাগানোর এনার্জি নাই।

আচ্ছা ব্লগে এতোকম মানুষ কেন? অর্ণবরে বলেন এখানে আসতে ফেবুতে যদি থাকে!!

৩৫| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:


গান শুনেন।

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মুভির ডায়লগ না হয় নিজে নিজে বানায়া মুভু দেখে ফেললাম! ;)
কিন্তু গান ত পারুম না! :(
কালকে সাভার যাইতে পারি! একটা বেড়ানোর দাওয়াত পাইছি :)

বুঝতে পারছি না, যাবো কি না!

৩৬| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


আড্ডা দিতে আসছি কিন্তু সিগারেট কই ?

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অই মিয়া সিগারেট খাওন ভালো না! তয় গত কয়দিন ধরে চুরুট খাইতে মন চাইতাসে! চুরুট খাওয়াতে পারি! B-)



এই নেন।। আছেন কেমন??


৩৭| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:১১

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই এই বেশ আছি। কিন্তু যেই জিনিস দিলেন এইটা টানতে গেলে ফুসফুসে সব কিছু গিট্টু লেগে যাবে। তখন ছুটাতে পারব না। তারচেয়ে সিগারেট দেন। খেয়ে তৃপ্ত হই। আপনি আছেন কেমন?

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:১৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

আমার কয়েকদিন যাবত চুরুট খাইতে মন চাইতাসে! কিন্তু বের হলে মনে থাকে না। বাসায় আসলে মনে হয় ইশরে চুরুট আনতে ভুলে গেছি!

আমার বেভুইলা রোগ ছাড়া আর সব ভালোই আছে!



ভাবী কি ঘুমাইয়া পড়ছে??

৩৮| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চার্লির ফুল মুভি কি ইউটিউভে পাওয়া যায়???

গেলে লিংক দিয়েন তো :)

৩৯| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


থেঙ্কু থেঙ্কু সিগারেট দেয়ার জন্য। আইচ্ছা এরপর দেখা হইলে দুইভাই মিলে একটা চুরুট খাবো।

আপনার ভাবি ধরাম করে দরজা লাগিয়ে দিছে। জানি ঘুমায় নাই। আমি না যাওয়া পর্যন্ত ঘুমাবেনা। তারপর ঘুমাতে গেলে বলবে যে গল্পটা লেখা শুরু করছো ওটা শেষ না করেই চলে এলে কেন ? পরেতো কি লিখবা ভুলে যাবা। যাও প্লীজ বাকিটা শেষ করে আসো। :D :D :D

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আচ্ছা আচ্ছা! আমার পাশের বাসায় থালা বাসন ভাঙ্গনের আওয়াজ পাইলাম ;) কে কারে মারছে কে জানে!! B-))

ভাবীজান এতো ভালো কেন!! আপনেরে কিচ্ছু কয় না! আমাকে কয়েকজন বলছে কবিতা লিখে কি হবে!!! এসব বাদ দিতে :| আমি কবিতা বাদ দেই নাই, যারা বলছে কবিতা বাদ দিতে তাদের বাদ দিয়ে দিসি B-)

৪০| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস দূর্জয়।

আপনি সাভার যাবেন??? চলেন ঘুরে আসি :)

৪১| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩৭

রুদ্রাক্ষী বলেছেন: সবাই কেমন আছেন? অনেক দিন পর আসলাম।
আছেন নাকি কেউ?

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এতোদিন কই ছিলেন?

আছি ভালো আছি।

আপনি??

৪২| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


এইরে ভাই পুরাই আসল জায়গায় হাত দিয়ে দিলেন। নাহ !! কালকেই নতুন থালা বাসন কিনতে যেতে হবে ;) ;) ;)

এই জন্যই আমি তারে এত ভালা পাই :!> :!> :!>

খুব ভাল করছেন ভাই। যারা কবিতা ভাল পায়না আমিও তাদের ভাল পাইনা। তারা এত্তগুলা পচা B-)

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভাইস্তা ভাইস্তি থালা বাসন ভাংচে না?? ;) ব্যাপার না! বাচ্চারা অসতর্ক হয় কিনা ;)

চলেন কালকে চুরুট খাই! B-)

৪৩| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাইস্তি পাইলেন কই ? শুধু ভাইস্তা। হুম পুলাপাইন বড়ই দুষ্ট হয়ে গেছে। :||

চলেন কালকেই চুরুট খাবো B-))

আজকের মতো বিদায় নেই ভাই। আপনার ভাবি ডাকে। কালকে তাহলে দেখা হবে। :)

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আচ্ছা আচ্ছা ;)

বিকেলে ফোন দিমু। ফোন বন্ধ রাইখেন না আবার :-/

গুড নাইট :)

৪৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫১

অদ্বিতীয়া আমি বলেছেন: আমি আসছি ই

কেমন আছেন ভাইয়া ?

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আরে আপনি??? কি খবর আপনার??

আছি ভালৈ। আবার না ভালোর দলেও আছি :(

আজকাল কি বই পড়ছেন??

৪৫| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ফোন খোলা থাকবে ভাই।

শুভ রাত্রি

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ওকে ওকে।

আগামীকাল চুরুট পোড়ামু। সাভার যাওয়া ক্যানসেল! B-))

৪৬| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০৩

এহসান সাবির বলেছেন: কোথায় চুরুট পোড়ানো হবে??

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মে বি মিরপুর দশে! আসবেন নাকি???

৪৭| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০৬

এহসান সাবির বলেছেন: আমি ভালো আছি কবি।
চুরুট আমারে বাদ দিয়ে পোড়ানো হবে???

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চলে আসেন। এক সাথে পোড়াই ;)

৪৮| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০৯

অদ্বিতীয়া আমি বলেছেন: আমি ও ভাল ভালো । :)

একটা বই পড়ছিলাম , বেশ অনেক দিন ধরে , কিন্তু শেষ হচ্ছে না ।
বইটা কিন্তু অনেক মজার । তপন রায় চৌধুরীর বাঙাল নামা । সেই রকম মজার একটা বই ।

সিগারেট খাওয়া খুব খারাপ , খুব খারাপ :-< :-< :-<

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বইটা পড়ি নাই। বইয়ের রিভিউ দিয়েন তো! আর কোন প্রকাশনীর তাও জানান। পকেটে টাকা এলে নিবো।

আমরা কেউ সিগারেট খাই না। হুদাই অপবাদ দিয়েন না। /:)

তবে পান করি :!>

৪৯| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:১০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পকেট আমার গড়ের মাঠ :)

যান আপনি :) হ্যাভ আ নাইস ট্যুর :)

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার পকেটেরও একই অবস্থা। স্পন্সর পাইসি থাকার এবং খাওয়ার। কিন্তু যামু না বোধ হয়।

কালকে চুরুট খামু! B-))

৫০| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৩৯

অদ্বিতীয়া আমি বলেছেন: পিডিএফ আছে ,পড়তে পারেন ।তাহলে দেয়া যাবে । রিভিউ , আচ্ছা চেষ্টা করব ।


ভালো পরামর্শ কাউকে দেয়াই ঠিক না । :-< |-)

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৪৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
[email protected] এটাচ করে দেন। যদিও পিডিএফ পড়তে পারি না আমি। মোবাইলে নিয়ে যদি পারি!!

আগে যে পরিমান স্মোক করতাম তা যদি এখন করতাম তাহলে না জানি কি বলতেন!!

এখন কবিতা যেমন কম লিখি তেমন স্মোকও কম করি! আমি ভালো হয়ে গেছি! :P :P :#)

৫১| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৫০

লিরিকস বলেছেন: :-< |-)

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৫৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
গুড নাইট :-<

৫২| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:২০

অদ্বিতীয়া আমি বলেছেন: ঠিক আছে আমি , কাল দিব ।

ভাইয়া আমাদের টোব্যাকো ইন্ডাস্ট্রি এর উপর একটা রিসার্চ পেপার পড়তে হয়েছিল । কিভেবে প্রাইস বাড়ানো যায় , স্যার অর্থ মন্ত্রী কে বলতেন , কিন্তু মন্ত্রী নাকি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ট্যাক্স এর জন্য বাড়াতেন না । তারপর এই সেক্টরে যারা কাজ করে তাদের কিভাবে অন্য সেক্টরে ডাইভার্ট করা যায় , আরও যত পলিসি আছে , আর কত হেলথ হ্যাজার্ড আছে এসব ।

তারপর সবার শেষে স্যার বলত , আমি নিজেই আসলে স্মোক করি ।আমরা তো তারপর হাসি আটকে রাখতে পারতাম না ।

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা! পরোক্ষ ধূমপানে মরার চেয়ে প্রত্যক্ষ ধূমপানে মরা অনেক ভালো! :P

আপনার যখন সময় হবে বই দিয়েন। না দিলেও সমস্যা নাই।

:)

শুভ দুপুর।

৫৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৩৭

সোনালী ডানার চিল বলেছেন:
কবি, অনেকদিন আড্ডা হয় না!
খুব মিস করি তুমুল কবিতার বিশদ বুঝটোপ।


আপনি কেমন আছেন?

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবি, কবিতার যিনি দেবী তার সাথে অভিমান চলছে, তাই কবিতা আসলেও ওনাকে পুষ্পাঞ্জলি দিতে আমার ইচ্ছে করে না :( আমি তাই---

গোপন ফুল গোপনে ফুটে যায়
ঘ্রাণ কিছু ছড়ায় ইথারে, এখানে ওখানে
আমি অঁজোপুকুরে ডুব দিয়ে
অতলের খবর জেনে নিয়ে কোথায় যাই
কোথায় হারাই, কিভাবে কোথায়
কোন মেঘের ডাকপিয়ন হয়ে যাই
কোন রোদ্দুরের পরাগ ছুঁয়ে
কোন কোথায় সূচনা করি নির্জীবপলি!

অথবা,

পপিফুল; ঘুমঘোর জীবন!


কবি, আপনি কেমন আছেন?? অনেকদিন আপনার সাথে কথা হয় না। মা'মনি-কে আদর দিয়েন :)

৫৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৪

sironamhinalo বলেছেন: আপু আমি ভাল!!

আপনি কেমন? ;)

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপু পাইলেন কই? :||

আপনার ভালো থাকাতে আপ্লুত :#)

৫৫| ০৩ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

ডট কম ০০৯ বলেছেন: কবি দেখি ইদানিং আড্ডা পোষ্ট ও দেয়। ;)

০৩ রা মে, ২০১৪ রাত ৯:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
রাইত সাড়ে বারোটার পর আইসেন, আড্ডামু ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.