নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

গুম

০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৪







আমি চাইলেই কবিতা লিখতে পারি

মাঝে মধ্যেই দম্ভের সাথে বলে ফেলি

কবিবন্ধুদের। কবিতায় ব্যবহার করে ফেলতে পারি

যুথসই উপমা, নিরেট অলঙ্কার এবঙ ছন্দে

করে তুলতে পারি শিল্পোর্ত্তীর্ণ

কালের ভেলায় ভাসিয়ে দিতে পারি

কবিতার পঙক্তি যা ভেসে চলবে

কবিতা পিপাসুদের নিত্যপাঠের আসরে।



আজও চাইলেই লিখে ফেলতে পারবো

সেই দম্ভ নিয়েই লিখতে বসেছি।

ভাবছি পদ্যভাবনা, কোন সম্বোধনে

অথবা কবিতার নিয়ম ভেঙ্গেচুরে নতুন

কী লেখা যায়। হরহামেশাই তো

লিখি প্রিয়নামের আরাধনার পঙক্তি।

লিখে ফেলি ঠোঁট ও অধরের কামনীয় বর্ণনাঃ

আমার তৃষ্ণার্ত কামের যৌগিক বিলাস!



আজ লিখতে চাই অন্যকিছু, যা কেউ

কখনো ভাবেনি, কোন কবির মানসপটেও

আসেনি এই দার্শনিক চিন্তা।

পাঠক কবিতা পড়া মাত্রই বলে ফেলবে

শালার কবি কি লিখেছে কিভাবে লিখেছে

সিউর মদ খেয়ে মাতাল হয়ে লিখেছে

অথবা গাঁজা খেয়ে ব্ল্যাকআউট হয়ে গিয়েছিল

না হয় এভাবে লিখা সম্ভব না!



অথচ আমার দাম্ভিকতায় আজ কোন

শব্দ নেই, আমার কি হাহাকার আছে?

না তাও নেই দেখছি, অথচ কী প্যাড

ফাটিয়ে লিখে যাচ্ছি একের পর এক শব্দ

কিন্তু কী প্যাডের শব্দকে ছাড়িয়ে ভেসে

উঠছে অন্য এক শব্দ, বিকট চিৎকার!

মায়ের বুক খুঁজে ফেরা কোন শিশুর

আর্তচিৎকার নয়। অন্যকিছুর গোঙ্গানী!



সচেতন পাঠক হয়তো ভাবছেন পশুর কাছে

কুমারীত্ব হারানোর বালিকার কথা বুঝি লিখছি!

না তা নয়। আসলে শব্দরা গুম হয়ে যাচ্ছে

গুম হয়ে যাচ্ছে শব্দের পেছনের মানুষগুলো

ঘোমটা টানা লাজুক বৌয়ের মেহেদী রাঙ্গানো

হাত, গুম হয়ে যাচ্ছে সব, কোটি টাকায়

বিকোচ্ছে গুমের নীলনকশা, রক্ষকের কোষাগারে

জমা পড়ছে পাঁজরের হাঁড় ও অস্থি।



মেডিকেলের এনাটমি বিভাগে আজকাল

কঙ্কালের বড় সংকট, মেডিকেল সায়েন্সের

উন্নতির ধারা অব্যাহত রাখতে চাই গোটা গোটা

শরীর, শত শত কঙ্কাল। তাই রক্ষকের দল

ভার নিয়েছে শরীর যোগানের এবং সরবারাহ

করে যাচ্ছে মেহেদী রাঙ্গা হাতের সিঁদুর

এবং সদ্যভূমিষ্ঠ শিশুর পিতার সহজাত হাসি

বিবাহ প্রস্তুতী নেয়া বরের শেরওয়ানীর দায়িত্ব।



আমি তাই আমার কবিতার দাম্ভিকতায়

দাগ কেটে যাচ্ছি হারানো মানুষের ইত্যকার

বর্ণনা আর এক এক করে ছক এঁকে যাচ্ছি

আমার কবিতা কবে গুম হবে এবঙ

বিবেকের কোষগুলো একে একে মরে যাবে

দেশ হয়ে উঠবে একমাত্র শ্মশান ঘাট!







০৬০৫২০১৪

মন্তব্য ৩৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

ডট কম ০০৯ বলেছেন: যাক কবিতার টুইস্ট বেশ মানান সই হয়েছে।

পাঠকের ভাবনাকে সম্পূর্ন বিপরীতদিকে নিয়ে পরে মূলভাবনায় ফিরিয়ে আনা।

স্বার্থকভাবেই করতে পেরেছেন। সেই জন্য ধন্যবাদ।

০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ডট কম ০০৯ ওরফে আরমান ভাই।

শুভ সন্ধ্যা।

২| ০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

সোজা কথা বলেছেন: কাব্য, কবিতা, সাহিত্য সব গুম হবে।

০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার আপনার কথা আগে বলেন :)

৩| ০৮ ই মে, ২০১৪ রাত ৮:১১

প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতাটা এখনকার পরিবেশ এসেছে পরিষ্কার ভাবেই। বর্তমান সময়কে নিজের লেখায় আনতে পারা বড় একটা কৃতিত্ব নিঃসন্দেহে।

০৯ ই মে, ২০১৪ রাত ১২:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পরিষ্কারভাবেই আমি বলতে চাই স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই।

অনেক ধন্যবাদ প্রোফেসর সাব :)

শুভ রাত্রি।

৪| ০৮ ই মে, ২০১৪ রাত ১০:১৯

মামুন রশিদ বলেছেন: কবিতায় সমসাময়িক নৃশংসতার চিত্র ভালো ভাবে ফুটে উঠেছে ।

০৯ ই মে, ২০১৪ রাত ১:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ মামুন ভাই।

শুভ রাত্রি।

৫| ০৮ ই মে, ২০১৪ রাত ১১:০১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সমসাময়িক দূরাবস্থার দারুন প্রকাশ।
এই অনুভূতিগুলোই সময়ের দলিল হয়ে থাকবে।

চাইলেই যারা লিখতে পারে, তাদের না লিখা পাপ।

০৯ ই মে, ২০১৪ রাত ১:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চাইলেই যারা লিখতে পারে, তাদের না লিখা পাপ।


আমি চাইলেই লিখতে পারি না। :(


অনেকদিন পরই লিখলাম :)

অনেক ধন্যবাদ কবি।

৬| ০৯ ই মে, ২০১৪ রাত ১২:১৩

সেলিম আনোয়ার বলেছেন: মর্মস্পর্শী :(

০৯ ই মে, ২০১৪ সকাল ১১:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই। :)

৭| ০৯ ই মে, ২০১৪ রাত ১২:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

আসলে শব্দরা গুম হয়ে যাচ্ছে
গুম হয়ে যাচ্ছে শব্দের পেছনের মানুষগুলো
ঘোমটা টানা লাজুক বৌয়ের মেহেদী রাঙ্গানো
হাত, গুম হয়ে যাচ্ছে সব, কোটি টাকায়
বিকোচ্ছে গুমের নীলনকশা, রক্ষকের কোষাগারে
জমা পড়ছে পাঁজরের হাঁড় ও অস্থি।



কবিতার এ জায়গাটা সময়ের সাক্ষী।



এক এক করে ছক এঁকে যাচ্ছি
আমার কবিতা কবে গুম হবে এবঙ
বিবেকের কোষগুলো একে একে মরে যাবে



নিজের কবিতা গুম হবার ছক কি নিজে আঁকা সম্ভব? আমার মনে হয়, এটা একটা আশঙ্কা বা আতঙ্কের আভাস হতে পারতো যে, যেভাবে মানুষ গুম হয়ে যায় কত সহজে, না জানি কবে আমার কবিতারাও গুম হয়ে যায়, বিবেকও গুম হয়ে যায় আততায়ীর হাতে।

ভাবনা ভালো লাগলো আলাউদ্দিন ভাই।

০৯ ই মে, ২০১৪ সকাল ১১:২৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সোনাভাই, আমি সবকিছু নিয়েই হতাশ। মনে হচ্ছে কিছুই থাকবে না সব হারিয়ে যাবে অথবা সবকিছুকে হারিয়ে যেতে দিতে হবে। কিভাবে হারিয়ে যেত দিবো সেটাই হলো মূল কথা।

ইতিহাসের সাক্ষী হতে চাই না, চাই এমন একটা দেশ যেখানে একজন মানুষের স্বাভাবিক মৃত্যুর অধিকার থাকবে।

কবিতার চেয়ে মানুষ ইম্পোর্টেন্ট তাই না।

অনেক ধন্যবাদ কবি।

শুভকামনা রইল :)

৮| ০৯ ই মে, ২০১৪ দুপুর ১২:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:


গুম সংস্কৃতি থেকে মুক্ত থাকুক মানুষ, মুক্ত থাকুক মানুষের কবিতা।

০৯ ই মে, ২০১৪ বিকাল ৫:২৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মুক্তি নেই। :(

৯| ১০ ই মে, ২০১৪ রাত ১২:০২

যবড়জং বলেছেন: আসলেই ভাই সব গুম হবে ............

১০ ই মে, ২০১৪ রাত ১২:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সব নষ্টদের অধিকারে চলে যাবে :(

১০| ১১ ই মে, ২০১৪ রাত ২:৪১

সায়েম মুন বলেছেন: মাঝরাতে গুমের শব্দে ঘুম ভেঙ্গে গেল। অবাক চোখে দেখলাম বিস্ময়কর সৃষ্টি। 8-|

১১ ই মে, ২০১৪ দুপুর ২:৫৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।

শুভ বিকেল :)

১১| ১৩ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৪

শুঁটকি মাছ বলেছেন: আপনে আসলেই ভালো লেখেন।

১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
তাই নাকি!! :P


আপনার বিলাই দেখি ভাবুক! :#)


শুভ দুপুর। :)

১২| ১৩ ই মে, ২০১৪ রাত ৮:১৫

হাসান মাহবুব বলেছেন: সমসাময়িক বিষয় নিয়ে লেখা ভালো কবিতা। তবে তৃতীয় পঙক্তিটা ভালো লাগে নাই।

১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমাদের ভাবনায় কিন্তু তৃতীয় পঙক্তিটা চলে আসে কখনো কখনো ;)

অনেক ধন্যবাদ হা-মা ভাই।

শুভ দুপুর :)

১৩| ১৫ ই মে, ২০১৪ রাত ১১:০১

রহস্যময়ী কন্যা বলেছেন: খাইসে আপনি গুম নিয়াও কবিতা লিখে ফেলসেন??
সাংঘাতিক তো!!! B-) B-)

ইয়ে,বলেন তো আমি কে?? ;)

১৫ ই মে, ২০১৪ রাত ১১:২৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কেন লেখা যায় না নাকি? :-/

আপনি এর আগে আমার ব্লগে কখনো আসছেন কিনা মনে করতে পারছি না। যাই হোক ব্লগে স্বাগতম।

হিন্টস দেন তো, আশাকরি চিনতে পারবো :)

১৪| ১৬ ই মে, ২০১৪ সকাল ১০:২২

রহস্যময়ী কন্যা বলেছেন: হিন্টস দিয়া দিলে তো সবাই চিনতে পারে #:-S :||
হিন্টস ছাড়া চিনিয়া দেখান ;) B-)

১৬ ই মে, ২০১৪ দুপুর ১২:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চিনেছি আপনাকে! :-/

গম আছেন না? এখন কোথায় আছেন আমার এলাকায় না আপনাদের এলাকায়! :-0

১৫| ১৬ ই মে, ২০১৪ দুপুর ১২:২৯

সুমন কর বলেছেন: সময় উপযোগী দারুণ কবিতা। পড়তে বেশ লাগল।

১৬ ই মে, ২০১৪ দুপুর ১২:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধন্যবাদ।

১৬| ১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

মাহমুদ০০৭ বলেছেন: সমসাময়িক প্রেক্ষাপট আমার প্রিয় কবির কলমে চলে এসেছে ।
আমাদের দেশ সবার বসবাসের উপযোগী হোক ।

১৬ ই মে, ২০১৪ রাত ৮:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

আমাদের দেশ সবার বসবাসের উপযোগী হোক।
:)

আরো কতো কী নিয়ে লিখতে ইচ্ছে করে ;) কিন্তু শব্দ ধরা দেয় না :(

অনেক ধন্যবাদ গপ্পোকার :)

১৭| ১৬ ই মে, ২০১৪ রাত ১১:২৫

রাতুল_শাহ বলেছেন: এবঙ

আপনার কবিতায় একটা বৈশিষ্ট্য পাই সেটা হলো বানানের ভিন্নতা।

যাহোক সুন্দর কবিতা। পড়ে ভালো লাগলো।

১৭ ই মে, ২০১৪ রাত ১২:২৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সেটা কেমন?

অনেক ধন্যবাদ।

শুভ রাত্রি।

১৮| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১:২৪

সঞ্জীবনী বলেছেন: X((

১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
? :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.