নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার বেসাতি

২০ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৯





মৃত্যুতান্ত্রিক পৃথিবীতে স্মৃতির বরাহ

কাঁদা ঘেটে ঘেটে সময়ের

নাভিঃশ্বাস তুলে নেওয়া হুলুস্থুল কিছু---

সাংঘাতিক কিছু রোমন্থন!

ভাঁড়ের মুকাভিনয়ে বিগত সুর

ভবিতব্যের গায়ে সূক্ষ্ণ ছেঁদ; তথাপি

বর্ষণমুখর সন্ধ্যায় পিঙ্গল আকাশে

কবিতার শেষ পঙক্তি!

কয়েকটা শব্দ, অভিধানের তৃতীয়

পৃষ্ঠায় অধরা! আর সাড়ে তেইশ নম্বর পাঁজরে

লিখে রাখা ভালোবাসার বেসাতি!



----------------------------------------------------------------------------



**কবিতাটা অনেকদিন আগে লেখা। ভুলেও গেছিলাম এই কবিতার কথা। সেদিন ব্লগে ঢুকে দেখি আমার ড্রাফট দেখাচ্ছে ৬০টারও বেশি! আমি নিজেই অবাক হলাম। এতো কবিতা লেখা আছে আমার! ভাবলাম, এই জীবনে তাহলে আর না লিখলেও চলবে! :P আর তখন ড্রাফটগুলো পড়তে থাকলাম এবং এই কবিতাটা আবিষ্কার করলাম। তখন আবার মাহমুদ ভাইয়ের সাথে ফাজলামো করছিলাম। আর ফাজলামো করতে গিয়ে ওনাকে এই কবিতা পড়তে দেই। গতকাল সন্ধ্যায় মাহমুদ ভাই ফোন দিয়ে বললেন-- উনি নাকি আমার বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা করবেন এই কবিতার জন্য! :-/ তাই ভাবলাম মামলা খাওয়ার আগে এই কবিতা ব্লগে শেয়ার করে ফেলি! যাতে উনি কিছু স্বাক্ষী পেয়ে যান! B-)



মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২১

রাশেদ আহমেদ শাওন বলেছেন: ভালো লাগল

২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধন্যবাদ।

২| ২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কঠিন কবিতা। :| 8-|

২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কঠিন? বলেন কি? :|

৩| ২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

সেলিম আনোয়ার বলেছেন: আমি প্রথম স্বাক্ষী ।অনলাইনে স্বাক্ষ্য দেয়া যাবে তো।?

২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনি আপনার স্বাক্ষ্যে কি বলবেন? তা জানা জরুরী। তারপর ভেবে দেখবো আপনাকে সুযোগ দেয়া যায় কিনা! B-)

৪| ২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

সেলিম আনোয়ার বলেছেন: বিবাদীর আবার পারমিশন লাগে নাকি। X( আমি বাদী খুজবো এখন। তারপর দেখি কবি দূর্জয় আর অনাহুত অর্ণ্ব (তাকে তো আর ডাকা লাগবে না) তারা কি ছক কষছেন। ৩০২ ধারা তো শুনতে বেশ লাগলো। এটা মনে হয় মার্ডার রিলেটেড হবে।৩০২ আর ৩০৩ ধারাতে বেশ মজাদার মিল আছে্। #:-S

২০ শে মে, ২০১৪ রাত ৮:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দিলেন তো ঝামেলা পাকায়া। আমি কোন ধারা মুখস্থ পারি না। কোন ধারায় কি হয় কে জানে! :|

সেলিমভাই, আজকাল আড্ডা হয় না। অর্ণব, দূর্জয়ের সাথে মাসে এক দুইবার দেখা হয় কিনা সন্দেহ আছে। :( তারাও ছক কষুক। দেখি কি হয়! B-)

আপনার সাথে একদিন আড্ডামু। সেই খায়েস আছে। অনলাইনে আড্ডা কিন্তু খারাপ হয় না! কি বলেন?

৫| ২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

সুমন কর বলেছেন: আর সাড়ে তেইশ নম্বর পাঁজরে
লিখে রাখা ভালোবাসার বেসাতি!


পড়তে বেশ লাগলো। কিন্তু বুঝলাম কম।

২০ শে মে, ২০১৪ রাত ৮:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি এই জীবনে কোন কবিতা বুঝছি কিনা সন্দেহ আছে! B-)) পড়তে ভালো লাগাটাই আসল। বুঝে কিছু হয় না। ;)

শুভকামনা রইল :)

৬| ২০ শে মে, ২০১৪ রাত ৮:১২

সেলিম আনোয়ার বলেছেন: আপনার উপর মামলা আসছে আর আমার উপর হামরা চলছে। স্টাডির করাল গ্রাসে আমার ত্রাহি ত্রাহি অবস্থা। আড্ডা দিলে জুলাইতে তার আগে নয় ।

২০ শে মে, ২০১৪ রাত ৮:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা যারা লিখেন তারা ভীত হলে হয় না ;) ওকে, জুলাই মাসে আল্লাহ বাচিয়ে রাখলে আড্ডা হবে :)

ভালো থাকবেন।

৭| ২০ শে মে, ২০১৪ রাত ৯:২৭

মামুন রশিদ বলেছেন: শব্দের ঠাঁসবুননে ছোট্ট কবিতা ।

২১ শে মে, ২০১৪ রাত ১২:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ মামুন ভাই।

শুভ রাত্রি!

৮| ২০ শে মে, ২০১৪ রাত ১০:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: শক্তিশালী কবিতা !

পিঙ্গল শব্দের অর্থ কি ভাই ?

২১ শে মে, ২০১৪ রাত ১২:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পিঙ্গল = হলুদ আভা যুক্ত।

শুভ রাত্রি অভি।

৯| ২০ শে মে, ২০১৪ রাত ১১:৪৭

শুঁটকি মাছ বলেছেন: কয়েকটা শব্দ, অভিধানের তৃতীয়
পৃষ্ঠায় অধরা! আর সাড়ে তেইশ নম্বর পাঁজরে
লিখে রাখা ভালোবাসার বেসাতি!
[/si
এই তিন লাইন বেসম্ভব সুন্দর!

২১ শে মে, ২০১৪ রাত ১২:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হায় হায় কেবল এই তিন লাইনই কেন মাথায় আসলো না! :-/


অনেক ধন্যবাদ শুঁটকি মাছ।

শুভ রাত্রি!

১০| ২০ শে মে, ২০১৪ রাত ১১:৫৬

হাসান মাহবুব বলেছেন: ভালো তো। আর যা যা আছে সব বাইর করো!

২১ শে মে, ২০১৪ রাত ১২:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পিঁপড়া

আজ একদল পিঁপড়া দেখলাম।
কিছু আসছে তো কিছু যাচ্ছে
কী অদ্ভুত ছন্দবদ্ধ তাদের চলাচল
যখনি একটা আরেকটাকে অতিক্রম করছিলো
অসম্ভব ক্ষিপ্রতায় কিছু বলে
নিজ নিজ কাজে ফিরে যাচ্ছিলো
হয়তো একে অপরকে পথের দিশা বলে দিচ্ছিলো!

অসম্ভব ব্যস্ততার মাঝেও
কী চমৎকার কথোপকথন
আমি মানুষ; তাই লজ্জায় পড়ে গেলাম!


ড্রাফট থেকে একটা আপনাকে দিলাম! B-)

শুভ জাগরণ হা-মা ভাই!

১১| ২১ শে মে, ২০১৪ রাত ১:৪৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

বাহ,
দারুণ।
ভালোবাসার বেসাতিতে আরো কবিতা হোক।

২১ শে মে, ২০১৪ রাত ১:৫২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার পাঠ জানতে মুঞ্চায়! ;)

পড়া ধরমু নাকি? :-B

১২| ২১ শে মে, ২০১৪ রাত ২:০৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

পড়ছি এটা। ছোট ছিলো। ভয় ছিলো না।

২১ শে মে, ২০১৪ রাত ২:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
তারমানে আগের পোষ্টগুলো না পড়েই কমেন্ট করছেন? /:)

দাঁড়ান, আড্ডা পোষ্ট দিচ্ছি। ওখানে আড্ডামু :)

১৩| ২১ শে মে, ২০১৪ রাত ৩:০৮

মাহমুদ০০৭ বলেছেন: পিঁপড়া

আজ একদল পিঁপড়া দেখলাম।
কিছু আসছে তো কিছু যাচ্ছে
কী অদ্ভুত ছন্দবদ্ধ তাদের চলাচল
যখনি একটা আরেকটাকে অতিক্রম করছিলো
অসম্ভব ক্ষিপ্রতায় কিছু বলে
নিজ নিজ কাজে ফিরে যাচ্ছিলো
হয়তো একে অপরকে পথের দিশা বলে দিচ্ছিলো!

অসম্ভব ব্যস্ততার মাঝেও
কী চমৎকার কথোপকথন


আপ্নে মিয়া যে কি !


কিছু আনপাব্লিশ কবিতা আমারে দিয়া দেন ( অগুলা আমার নামে চালানো হইবে )
মামলা করিতাম ন কথা দিলুম ;)

হাহাহ , আপ্নের পোষ্টের ,মাধ্যমে মুই ত বিক্ষাইত হইয়ে গেলুম ;)
আমার লগে রেগুলার গপ মাইরেন - আন্নের মাথা খুলি যাইব ;)

কবি আবারো আসছি :D

২১ শে মে, ২০১৪ রাত ৩:৪৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কি কন মিয়া বুকে আসতে?? আমি এসবে নাই। /:)

ড্রাফটের কবিতাগুলো বাছাই করছি। অনেকগুলো মুছে ফেলছি। ওগ্যলো কিছু হয় নাই। :-B

বিক্ষাত হলেন না ক্ষত হলেন, গপ্পোকার সাহেব? ;)

আবার আইসেন, তাই থ্যাঙ্কস জানালাম না ;)

১৪| ২১ শে মে, ২০১৪ বিকাল ৪:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি এই জীবনে কোন কবিতা বুঝছি কিনা সন্দেহ আছে! B-)) পড়তে ভালো লাগাটাই আসল। বুঝে কিছু হয় না। ;)
- প্রথমে এই কথায় পিলাস লন! আমি নিজেও বেশিরভাগ কবিতা বুঝি না, তাই ভালো লাগে!

কবিতায় ভালো লাগা, কম কথায় পরিপাটি বেশ কিছু কথা বলা হইসে! শব্দের বুনন ভালো লাগলো বেশী!

শুভ অপরাহ্ন!

২১ শে মে, ২০১৪ রাত ৮:২৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এই কবিতা অনেক আগের লেখা। কবে যে লিখছি মনেও নাই।

সবাই কেবল বলে কবিতা বুঝি না। কিন্তু কি করে বলি ভাই, কবিতা বুঝার জিনিস না। অনুভবের বিষয়। অনুভব করেন। বাতাস যেভাবে অনুভব করি।

অনেক ধন্যবাদ কবি।

১৫| ২২ শে মে, ২০১৪ রাত ৩:৪০

প্রোফেসর শঙ্কু বলেছেন: শব্দ দেখে চোখ টাটাচ্ছে। এত এত সুন্দর শব্দ। ধার নেব কটা।

প্লাস দেইনি। আরও কবিতা পোস্ট করেন।

২২ শে মে, ২০১৪ দুপুর ১:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শব্দপ্রেম বড় অদ্ভুত! শব্দেই ডুবে আছি, একেকটি নতুন শব্দ ক্যাফেটারিয়ার নতুন মেন্যু

ড্রাফট থেকে আর কিছু বের করছি না। মাথায় নতুন কিছু ঘুর ঘুর করছে, আগে নামাই, তারপর কবিতা। :)

পেলাচ গুরুত্বপূর্ণ কিছু না।

অনেক ধন্যবাদ অধ্যাপক সাহেব।

১৬| ২২ শে মে, ২০১৪ ভোর ৫:৩৬

সোনালী ডানার চিল বলেছেন:
কবিতার ব্যাগ ভরুক ভালোবাসার বেসাতিতে!

শুভকামনা কবি!!

২২ শে মে, ২০১৪ দুপুর ১:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবি, আসার সময় ব্যাগ ভর্তি গিফট নিয়ে আইসেন ;)

তরল গরল সব ধরণের B-)

অনেক ধন্যবাদ প্রিয়কবি।

১৭| ২৩ শে মে, ২০১৪ রাত ৯:০৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: বেশ লাগলো :)

২৪ শে মে, ২০১৪ বিকাল ৫:২৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধন্যবাদ, প্রিয় ফ্রাস্ট্রেটেড :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.