নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

লেট নাইট আড্ডা!!

২১ শে মে, ২০১৪ রাত ২:০৯



























বিষয় বস্তুঃ না ঘুমিয়ে জেগে আছেন কেন! :-/

মন্তব্য ৬০ টি রেটিং +২/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৪ রাত ২:১৪

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: :-<

২১ শে মে, ২০১৪ রাত ২:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি মোটামুটি দশ বারোটা ঘুমের ওষুধের নাম জানতাম! লাগবে নাকি! #:-S

২| ২১ শে মে, ২০১৪ রাত ২:২২

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ঘুমের ওষুধ লাগবে না। আমি পড়তে বসলেই ঘুমাইয়া যাই 8-|

২১ শে মে, ২০১৪ রাত ২:২৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ছোট বেলায় মাইর যা খাইছি সবই পড়ার টেবিলে ঘুমিয়ে যেতাম বলে! :((


আহারে সেই কষ্টের দিনগুলো! আর এখন রাতের পর রাত জাগি ঘুম হয় না!

অবশ্যই পড়া অপেক্ষা ঘুম উত্তম ;)

৩| ২১ শে মে, ২০১৪ রাত ২:২৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

আকবর আলী খানের রাগ সংগীত শুনি।

২১ শে মে, ২০১৪ রাত ২:২৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এই আকবর আলী খান আর কি কি করছেন?? :-/

৪| ২১ শে মে, ২০১৪ রাত ২:২৬

আমিই মানুষ বলেছেন: একসাথে ১০টা সেডিল খেলেও ঘুম আসবে না।

২১ শে মে, ২০১৪ রাত ২:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ঘুম না হওয়াই ভালো! পিনিকভাব কাজ করেব ;)

৫| ২১ শে মে, ২০১৪ রাত ২:৩২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের সবচেয়ে বড় তারকাদের অধিকাংশই বাংলাদেশী। আরো খুলে বললে একই পরিবারের। ব্রাহ্মণবাড়িয়ার। আকবর আলি খাঁ হলো আলাউদ্দিন খাঁর ছেলে, অন্নপূর্ণার ভাই।
তাদের পরিবারে আয়াত আলি খাঁ, মোবারক আলি খাঁ সহ আরো অনেক বিরল প্রতিভা জন্মান।

রবি শঙ্কর হলো অন্নপূর্ণার স্বামী। রবিশংকরের বড় ভাই উদয় শঙ্কর আবার আলাউদ্দিন খাঁর সঙ্গীত বন্ধু।

একই এলাকায় আরো তিনজন মহর্ষী আছেন যারা 'মলয়া' নামক একটি সংগীত ধারার প্রবর্তক। মহর্ষী মনমোহন দত্ত, লব্দ আচার্য্য, ওস্তাদ আপ্তাব উদ্দিন।

আরো অন্তত ৫/৬ জন আছেন। :)

২১ শে মে, ২০১৪ রাত ২:৩৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভাই, আমি এই পোষ্ট ডিলেট মাইরা এখনি ঘুমাইয়া যাইতাম। কিন্তু আপনার কমেন্ট দেখি এই পোষ্ট ডিলেট মারতে দিবো না! :|

এতো জানার টাইম পান কই? আমি তো সময়ই পাই না।

৬| ২১ শে মে, ২০১৪ রাত ২:৩৫

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আমি কখনও একটা সিঙ্গেল ঘুমের ওষুধ খাইনি। ইনসমনিয়া আমি উপভোগ করি, একমাত্র কোয়ান্টাম ম্যাকানিক্সের এক্সামের আগে খুব করে চাইছিলাম একটু ঘুমাই, ঘুম পেয়েছিলো না। অগ্যতা না ঘুমিয়েই এক্সাম দিলাম :|

২১ শে মে, ২০১৪ রাত ২:৪৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি এমবিএর কোন পরীক্ষার আগে ঘুমাইতে পারি নাই। পরীক্ষা দিয়ে এসে ঘুমাতাম। এর জন্য রেজাল্টও ডাব্বা মার্কা হইসে! B-))


ভার্সিটিতে থাকাকালিন সময়ে রাত জাগা খুব উপভোগ করতাম। এখনো রাত জাগা হয় কিন্তু এখনকার মেসের পোলাপান রাত বারোটা না বাজতেই নাক ডাকা শুরু করে দেয়।

আমার কবিতা পড়তে মনে চাইলে কবিতার বই নিয়ে বারান্দায় চলে যাই, বারান্দায় আবার লাইটের ব্যবস্থা নাই। রান্নাঘরের লাইট জ্বালিয়ে যা আলো হয় তাতেই কাজ সাড়তে হয়। :(

আমি ঘুমের ওষুধ গতবছর খাইছি। সেই সময় তিন চারদিন টানা ঘুম হতো না।

দিনের পর দিন রাত উপভোগ করা খুব কঠিন! :|

৭| ২১ শে মে, ২০১৪ রাত ২:৩৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
গত সন্ধ্যায় ক্ল্যাসিক মিউজিকের অনুষ্ঠানে ছিলাম :)

২১ শে মে, ২০১৪ রাত ২:৪৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
তাই? আমাকে বলতেন। আমিও যেতাম। অবশ্য আপনি তো নিতেই চাইলেন না! #:-S

৮| ২১ শে মে, ২০১৪ রাত ২:৫৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আমার অবশ্য সকাল সাতটার মধ্যেই ঘুম পায়। #:-S

২১ শে মে, ২০১৪ রাত ২:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
টানা জেগে থাকার পর মাথা যখন ঝিমঝিম করে আর হাত পা সামান্য কাঁপাকাঁপি শুরু করে তখনকার অনুভূতি দারুণ! মদ খেয়েও বোধকরি এতোটা পিনিক হওয়া যায় না! ;)

৯| ২১ শে মে, ২০১৪ রাত ২:৫৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমিও জানতাম না।
গিয়ে জানলাম।

রাতে আবার শক্তির কবিতা পড়লাম।
অদ্ভূত

২১ শে মে, ২০১৪ রাত ২:৫৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি ডুবে আছি রণজিৎ দাশে। এই লোক আমাকে পাগল করে দিবে।

আমার চিৎকার করে কবিতা পড়তে ইচ্ছে করছে। কিন্তু--- :(

১০| ২১ শে মে, ২০১৪ রাত ২:৫৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ইনসমনিয়া ডিপ্রেশানের সিন্ড্রোম।

২১ শে মে, ২০১৪ রাত ৩:০১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভয় দেখাচ্ছেন?? :|

১১| ২১ শে মে, ২০১৪ রাত ৩:০২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
দিবাস্বপ্ন দেখতেন না?

২১ শে মে, ২০১৪ রাত ৩:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দিনে ঘুমাই। তাই স্বপ্ন দেখার টাইম নাই! B-))

১২| ২১ শে মে, ২০১৪ রাত ৩:০৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আঁধার বিষয়ে - ভাস্কর চক্রবর্তী

যে বিকেলে জ্বর আসে সেই বিকেলের মতো তুমি এসে দাঁড়িয়ে রয়েছো। ঘড়ির ভেতর দিয়ে রক্তের রেখার মতো সময় চলেছে। -আমি কি অসুখ থেকে কোনোদিন উঠে দাঁড়াব না?আজো রাত জাগাজাগি হয়। শরীর মিলিয়ে যায় নরম শরীরে।-আমি শুধু আমার পৃথিবী দেখে যাই...। চারপাশে কেমন হাজারো আলো জ্বলে আছে,তবু এমন আঁধার আমি জীবনে দেখিনি।

২১ শে মে, ২০১৪ রাত ৩:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চারপাশে কেমন হাজারো আলো জ্বলে আছে,তবু এমন আঁধার আমি জীবনে দেখিনি।-- কেমন নিঃস্ব এক জীবনের ছবি এঁকে ফেললো কতো সহজে। অদ্ভুত!

একটু অপেক্ষা করেন আপনাকে কবিতা দিচ্ছি একটা :)

১৩| ২১ শে মে, ২০১৪ রাত ৩:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হা হা। তাহলে তো ভাল। ইনসমনিয়া না B-))

২১ শে মে, ২০১৪ রাত ৩:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার দিনের বেলায় টানা ১১ ঘন্টা ঘুমানোরও রেকর্ড আছে! :#) দিনের ঘুমে এতো আরাম কেন কে জানে! :-B

১৪| ২১ শে মে, ২০১৪ রাত ৩:১১

মাহমুদ০০৭ বলেছেন: অই মিয়া এত রাইতে ঘুমান না ক্যারে X(( X(( X((
কবি - টোবি লইয়ে এই আরেক জ্বালা ;) ;)

২১ শে মে, ২০১৪ রাত ৩:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হডেত তোন আইছেন আন্নে? আন্নের ঘুমত কি ভাবীজান আইদ্দে না? হের তন ঘুমেত্তন ঊঠিগেইয়ু!

কবিত মারাদ্দে এডে নো কবিতা লেইক্যার!

গম আছো না বদ্দা? ;)

১৫| ২১ শে মে, ২০১৪ রাত ৩:১৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এবার একটু আবদুল মান্নান সৈয়দ ,

জ্যোৎস্না ভূতের মতো দাঁড়িয়ে আছে দরোজায়, সব দরোজায়, আমার
চারিদিকে যতোগুলো দরোজা আছে সময়ের নীলিমার পাতালের;
জ্বলছে গাছসকল সবুজ মশাল; বাস্ একটি নক্ষত্র, পুলিশ একটি
নক্ষত্র, দোকান একটি নক্ষত্র; আর সমস্তের উপর বরফপড়ছে। -এ-রকম
দৃশ্যে আহত হ’য়ে আমি শুয়ে আছি পথের উপর, আমার পাপের
দু’চোখ চাঁদ ও সূর্যের মতো অন্ধ হ’য়ে গেলো, আর যে- আমার জন্ম
হ’লো তোমাদের করতলে মনোজ সে অশোক সে: জ্যোৎস্না তার
কাছে ভূত কিন্তু একটি গানের উপর, দরোজা তার কাছে পুলিশ কিন্তু
একটি জন্মের উপর, মৃত্যু তার কাছে দোজখ কিন্তু একটি ফুলের উপর।
[‘অশোক-কানন’, জন্মান্ধ কবিতাগুচ্ছ]

২১ শে মে, ২০১৪ রাত ৩:২২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অদ্ভুত! অদ্ভুত! অদ্ভুত!


মদ -- রণজিৎ দাশ


নারীর ভিতরে ডুবে পুরুষটির মৃত্যু হয়েছিল। বালির ওপর ছড়িয়ে আছে তার চশমা, বই ও ব্রিফকেস। সে নেই, কিন্তু একটা পড়ে-থাকা শূন্য কাঁচের বোতলে তার আবছা প্রতিবিম্ব আটকে আছে। সেই প্রতিবিম্ব এখনো হাসছে, হাত নাড়ছে, কথা বলছে, মাঝে-মধ্যে রুমালে মুছে নিচ্ছে চুম্বনসিক্ত ঠোঁট।

আর, অসংখ্য ডুবুরি সেই বোতলের ভিতরে ঢুকে খুঁজে চলেছে তার মৃতদেহ...

১৬| ২১ শে মে, ২০১৪ রাত ৩:১৮

সাইলেন্স বলেছেন: |-)

২১ শে মে, ২০১৪ রাত ৩:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এইডা কিছু হইলো?? আপনি নামে সাইলেন্স আর কামে দেখি নাক ডাইকা ঘুমাচ্ছেন! /:)

১৭| ২১ শে মে, ২০১৪ রাত ৩:১৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার ১৭/১৮ ঘন্টা ঘুমানোর রেকর্ড আছে। হাইপারসমনিয়া /:)

২১ শে মে, ২০১৪ রাত ৩:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কি খাইয়া ঘুমাইছিলেন? নামডা কন, জাইনা রাখি! #:-S

১৮| ২১ শে মে, ২০১৪ রাত ৩:২৬

মাহমুদ০০৭ বলেছেন: বাংলা সাহিত্যের স্বার্থে উঠে যেতে বাধ্য হলুম । :D
আইজকাল কি সব বেসাতি ছাড়টেছেন হুনলাম ;)
না ! ৩০২ ধারা দেহি আপ্নের লগে ফিট হইয়া যাইতেছে :( :(

২১ শে মে, ২০১৪ রাত ৩:৩১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপ্নে মিয়া কি! চিটাং যাইয়া চিটাঙ্গের স্বভাব পাইয়া যাইতাসেন! কি কন বুকে আসো! B:-) /:)

লন কবিতা পড়েন----

মাকড়সা -- রণজিৎ দাশ

বাস্তবতার একমাত্র প্রমাণ স্মৃতি। একটি বৃদ্ধ মাকড়সার স্মৃতি। আমি দেখেছি সেই মাকড়সার জাল- যার মধ্যে আটকে আছে চাঁদ, জেলেনৌকো, কিশোরীদের গানের বই, অজস্র ডাকটিকিট, রঙিন প্লাস্টিকের গ্লোব, মৃত্যু-টেলিগ্রাম। আমি নিজে সেই জালের সরু তারের ওপর দিয়ে হেঁটেছি। হাততালির শব্দ, কাউনের হাসি এবং রোগা সিংহের গর্জন আমার দ্বারাই প্রমাণিত হয়েছে। এরপর আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে সার্কাসতাঁবুর বাইরে, এটাই নিয়ম। সংজ্ঞা ফিরে পেয়ে দেখেছি, কীভাবে বিহার জুড়ে গ্রীষ্মের লু বয়, কীভাবে ধু ধু করে খুনকান্ত এম.এল.এ-দের নির্বাচনকেন্দ্রগুলি, কীভাবে পর্যটক বাঙালি দম্পত্তিরা আরো পরস্পর-বিচ্ছিন্ন হয়ে শিমুলতলা থেকে ফিরে আসে।

সংজ্ঞা ফিরে পেয়ে দেখেছি, আমিই সেই বৃদ্ধ মাকড়সা...

১৯| ২১ শে মে, ২০১৪ রাত ৩:২৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আবদুল মান্নান সৈয়দঃ

কবি ও পাগল, ইন্দ্রিয়ের বৈকল্যে যারা ভোগেন,
এইপুরোনো বাড়িতে পাগল রাত্রিতে তাদের জন্য আগুন লেগেছে,
যে-আগুন সর্বাঙ্গজুড়োয় নিঃশব্দে।
[‘পাগল এই রাত্রিরা’, জন্মান্ধ কবিতাগুচ্ছ]

পাপের ভিতর গোলাপ থাকে, এমনকি শব্দের পাপেও, কবিরা যেমন।
[‘পাগল এই রাত্রিরা’, জন্মান্ধ কবিতাগুচ্ছ]

২১ শে মে, ২০১৪ রাত ৩:৩৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পাপের ভিতর গোলাপ থাকে, এমনকি শব্দের পাপেও, কবিরা যেমন।


অদ্ভুত!

দ্বিতীয় বেদনা---রণজিৎ দাশ

পুরনো বেদনা ভুলে যাওয়াও আরেক বেদনা।
শুকিয়ে যাওয়া ক্ষতের মতো, চাপ দিলে আর ব্যথা লাগে না। বুকটা ছ্যাঁৎ করে ওঠে। কই, চিতায় শোয়ানো সেই আলতা-পরা পা দুটির কথা মনে পড়লে আর চোখে জল আসছে না তো? তাহলে কি, এতদিন পর, সত্যিই ভুলে গেলাম তাকে? বুকটা ছ্যাঁৎ করে ওঠে। কান্না হারানোর বোবা কান্নায় দমবন্ধ হয়ে আসে। এই দ্বিতীয় বেদনা সত্যিকারের বিমূর্ত আর ভয়ংকর। মরুভূমির বিষাক্ত বিছে-র মতো, মাথার ভিতরে এর বাস শুরু হয়। শুরু হয় শূন্যতার। এই দ্বিতীয় বেদনার আতংকে মানুষ তার প্রথম বেদনাটিকে মায়ের স্মৃতির মতো আঁকড়ে ধরে থাকে। কিন্তু কতদিন? সমস্ত ক্ষত শুকিয়ে দেয় যে ছদ্মবেশী সময়, এই দ্বিতীয় বেদনা তো তারই ক্ষুধার্ত কামড়। ... কেউ জেনেছে কি ঈশ্বরের মন?

২০| ২১ শে মে, ২০১৪ রাত ৩:৩৩

সাইলেন্স বলেছেন: ঘুম পাইতাছে না তাই ভান কর্তাছি।

২১ শে মে, ২০১৪ রাত ৩:৩৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যেহেতু আমাদের ঘুম আসছে না চলেন পানশালা থেকে ঘুরে আসি! ;)


পানশালা--- রণজিৎ দাশ


কলম এবং ছাইদানির সঙ্গমের ফলে জন্ম নেয় হাতঘড়ি। বিকেলে, বাড়ি ফিরে, আমি টেবিলের ওপর ফুটফুটে হাতঘড়িটিকে দেখি। টিক টিক করে ঘুরছে তার কাঁটা। ঘুরছে একটি বৃত্তের ভিতর, যার পরিধি ঘিরে রয়েছে বারোটি সময়জ্ঞাপক পানশালা। বস্তুত, পৃথিবীর সমস্ত সভ্যতাই গড়ে উঠেছে একটি মানুষ সন্ধেবেলা পানশালায় যাবে বলে। সেখানে গিয়ে, তোমার আধভাঙা গান এবং নক্ষত্রদের জুয়াখেলার কথা ভাববে বলে।

অনেক রাতে, তার বাড়ি-ফেরার পথে যদি চাঁদ ও কুয়াশা থাকে, তাহলে সে তোমারই পুরুষ...

২১| ২১ শে মে, ২০১৪ রাত ৩:৩৬

হাসান মাহমুদ তানভীর বলেছেন: চলেন পোকার খেলি!

২১ শে মে, ২০১৪ রাত ৩:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পোকার না থ্রি-কার্ড ট্রাই করা যায় ;) না না থ্রি কার্ডও না। চলেন দাবা খেলি!

ঈশ্বরের দাবার চাল বোঝা কঠিন,
আর আমি ভালো দাবারু নই
তাই পরাজয়ই আমার একমাত্র গন্তব্য।


আমাকে সহজেই হারাতে পারবেন ;)

২২| ২১ শে মে, ২০১৪ রাত ৩:৪১

হাসান মাহমুদ তানভীর বলেছেন: Click This Link

২১ শে মে, ২০১৪ রাত ৩:৪৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
স্যরি ভাই, ফেবু নামক যন্ত্রণায় নাই B-)

২৩| ২১ শে মে, ২০১৪ রাত ৩:৪৮

হাসান মাহমুদ তানভীর বলেছেন: কেন?


২১ শে মে, ২০১৪ রাত ৩:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ফেবু ইউজ বন্ধ করে রাখছি আজ অনেকদিন হলো। ফেবুতে যাবো না ভেবেই এখানে আড্ডা পোষ্ট দেওয়া। :)

২৪| ২১ শে মে, ২০১৪ রাত ৩:৫০

হাসান মাহমুদ তানভীর বলেছেন: প্রেমিকার নাম নিকোটিন
রক্তের অনুতে যার বিচরণ

লেখাটা কার?

নিকোটিন কেমন পোড়ালেন আজ?
লীফ না বেন?

২১ শে মে, ২০১৪ রাত ৩:৫৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এই ব্লগে যা কিছু শেয়ার হয় তার রেফারেন্স থাকে। রেফারেন্স ছাড়া যেহেতু শেয়ার হইছে তবে বুঝতে হবে আমি লিখেছি। ;)

আমার লীফ। সন্ধ্যায় ১০টা নিয়ে ঢুকছিলাম ঘন্টা দুই আগে শেষ হয়ে গেছে। এখন সকাল হওয়ার অপেক্ষায় আছি ;)

২৫| ২১ শে মে, ২০১৪ রাত ৩:৫৬

হাসান মাহমুদ তানভীর বলেছেন: লীফ-ই ভালো ........... বেন তো মনে হয় পানির মতো পানসে

২১ শে মে, ২০১৪ ভোর ৪:০১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কি যেন বলে না কুমারীর চুম্বন!! চুম্বন যতো বেশি কড়া ততোবেশি মজা! তাই লীফেই আছে ভবিষ্যৎ জানি না, তাই কিছু বলা ঠিক না! ;)

২৬| ২১ শে মে, ২০১৪ রাত ৩:৫৮

হাসান মাহমুদ তানভীর বলেছেন: পুরো পোস্ট রিলোড করে আড্ডা দেয়াটা মনে হয় একটু কষ্টেরই!

২১ শে মে, ২০১৪ ভোর ৪:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভাই ফেবু চালাই ছয় বছর আর ব্লগ চালাই কয়েকদিন কম তিন বছর। ফেবুতে এক মজা আর ব্লগে আরেক মজা। তবে ব্লগই সেরা ;)

২৭| ২১ শে মে, ২০১৪ ভোর ৪:৩০

মশিকুর বলেছেন:
বিষয়বস্তু দেইখা খেয়াল হইলো যে ঘুমাতে যেতে হবে :)

২১ শে মে, ২০১৪ সকাল ১১:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ঘুম হইছে ত!? ;)

২৮| ২১ শে মে, ২০১৪ সকাল ৮:৩১

মামুন রশিদ বলেছেন: রাত জাগা পাখিরা মিলে ভালোই কিচিরমিচির জমাইছেন । আমি সকাল বেলার পাখিও এসে যোগ দিলাম । :-B

২১ শে মে, ২০১৪ সকাল ১১:৩৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সকালেও কবিতা পাঠ চলে ;) আপনার জন্য--

একটি দুঃখের কথা -- রণজিৎ দাশ

একটি দুঃখের কথা, পথে ও বিপথে ঘুরে,
প্রত্যাখ্যাত হতে হতে, গান হয়ে ওঠে।

শহরে, চলন্ত ট্রেনে, মন্দিরের পথে
শোনা যায় সেই গান- ধুলোমাখা, অন্ধ, মায়াময়
যে কোনও গরিব দেশে ভিখারিরা সুগায়ক হয়।

কোথা থেকে আসে সুর,
ছেঁড়া-ফ্রক-পড়া এক বেদনার পিছু পিছু,
কুকুরছানার মতো, কোথা থেকে আসে?

খেলা করে, কোলে ওঠে, শূন্যতা ও বাসি রুটি ভাগ করে খায়
তারপর একদিন, রক্তচক্ষু সূর্যের জগতে
কারা এসে বেদনাকে তুলে নিয়ে যায়

কুকুরছানাটি শুধু শুয়ে থাকে, বোবা চোখে,
প্রান্তরের সীমাহীন ঘাসে

একটি দুঃখের কথা, পথে ও বিপথে ঘুরে,
প্রত্যাখ্যাত হতে হতে, গান হয়ে মিলায় আকাশে

২৯| ২১ শে মে, ২০১৪ সকাল ১০:৪৬

শরৎ চৌধুরী বলেছেন: মর জ্বালা মিস করলাম পুরাই।

২১ শে মে, ২০১৪ সকাল ১১:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হুম, রাতে থাকলে ভালো হতো! আড্ডার মানুষ বাড়তো আড্ডাটাও জম্পেস হতো!

আপনার জন্য--

ট্রাফিক পুলিশ --- রণজিৎ দাশ

শহরে যখন কেউ পাগল হয়, তখন সে ট্রাফিক পুলিশ হয়ে যায়। নিজের খেয়ালে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে থাকে, ঘণ্টার পর ঘণ্টা ধরে, দিনের পর দিন। নিখুঁত তার হাতের মুদ্রা, অটুট তার গাম্ভীর্য। কেবল তার নিয়ন্ত্রিত গাড়ি-ঘোড়াগুলি সম্পূর্ণ অলীক। যেসব গাড়ি-ঘোড়া কাউকে চাপা দেয় না, কোনো প্রিয়জনকে বাসস্টপে নামিয়ে দিয়ে যায় না...

৩০| ২১ শে মে, ২০১৪ সকাল ১০:৫২

স্বস্তি২০১৩ বলেছেন: ইস মিস হয়ে গেল।

২১ শে মে, ২০১৪ সকাল ১১:৪৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পরেরবার মিস কইরেই না! :-B


কামিনীফুলের গন্ধে -- রণজিৎ দাশ

কামিনীফুলের গন্ধে সত্য আছে, ছলনাও আছে।

প্রবাসে, রাত্রির পথে একা একা, অঝোর বৃষ্টিতে
হেঁটেই চলেছি, কোনো রহস্যগল্পের
সন্দেহজনক এক চরিত্রের মতো। মাঝে মাঝে
পুলিশের টর্চ জ্বলে, ছুটন্ত লরি-র
জলকাদা ছিটকে-ওঠা আলো সরে যায়।
অজস্র বৃষ্টির ফোঁটা বিশাল মেঘের
উড়ন্ত কফিন থেকে লুকোনো মার্বেল হয়ে ঝরে।

বাড়ি ফিরব না আর, এই মর্মে, ঝোড়ো বাতাসের
পথসঙ্গী হয়ে ঘুরি, তোমার ঘুমের চরাচরে।
যে ঘুম কামিনীগাছ- বিদ্যুৎ-জাগ্রত, একা, অন্ধকারে ভগ্নমনোরথ-

রাত্রি যত বাড়ে, তত কামিনীফুলের
উগ্র গন্ধে লুপ্ত হয় পৃথিবীর সমস্ত শপথ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.