নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বর ও হাতিয়ার

১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩১

ঈশ্বর ও হাতিয়ার



প্রার্থনা করবো কার কাছে? ঈশ্বরের কাছে?

তিনি তো খেলা দেখছেন!হোলি খেলা!

মৃতশিশু গিয়ে বিচার জানালে তবেই না ওনার

তন্দ্রা ভাঙবে খেলা থেকে। তারপর তিনি

চকাস করে চড় বসিয়ে দিয়ে বলবেন-

আমি প্যালেস্টাইনের খুনে রাঙ্গা হাতিয়ার-কে

বড্ড ভালোবাসি। আমি ঐ হাতিয়ারের পূজারী।

আগে রক্তরঞ্জিত হাতিয়ার; তারপর মানুষ!!







প্রার্থনা

ঘনঘোর নীলে তোমার নীলাঁচলে মুখ গুঁজে পড়ে থাকি

চেয়ে থাকি নির্নিমেষঃ প্রত্যুত্তরের প্রত্যাশায়

আশায় বুক বেঁধে পড়ে থাকি কখন নীল হবে পিচরঙ্গা মেঘ।

সবাই বলবে, সবাই বুঝবে এ বুঝি আযাব

এ বুঝি সব ভিজিয়ে ভাসিয়ে দেবে, হবে বুঝি

জীবনের সব গাণিতিক হিসেবের উপসংহার!



আমি জানি, আমি বুঝি-- এই নীলাঁচল কালো হবে

তোমার আঁচল ঢেকে দিবে পৃথিবীর সব ধূলোকণা

যোগাবে জীবন তোমার আমার; আমাদের পুরনো

দেয়াল প্রাণ ফিরে পাবে, হবে নতুন পৃথিবী!

হে রুপবতী, তোমার ঘোমটা খুলে দাও দাঁড়ে দাঁড়ে,

সাজাও নতুন করে সব রক্তদাগ মুছে দিয়ে!



মন্তব্য ৩৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৯

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখনী +

১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ।

শুভ রাত্রি!

২| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:০১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
হে রুপবতী, তোমার ঘোমটা খুলে দাও দাঁড়ে দাঁড়ে,
সাজাও নতুন করে সব রক্তদাগ মুছে দিয়ে!


আগে হাতিয়ার; তারপর মানুষ!!

হায় ঈশ্বর !!

দারুণ ।

১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ গ্রানমা!

আগে হাতিয়ার; তারপর মানুষ!! :(


শুভ রাত্রি!

৩| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৬

হাসান মাহবুব বলেছেন: প্রথমটা গতানুগতিক। দ্বিতীয়টা বেশ রোমান্টিক। ভালো লাগসে।

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১১:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ হা-মা ভাই।

আইজকা আর্জেন্টিনা জিতবে আশাকরি :)

৪| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৮

মামুন রশিদ বলেছেন: ভালোবাসি। আমি ঐ হাতিয়ারের পূজারী।
আগে হাতিয়ার; তারপর মানুষ!!


প্রথম কবিতা পড়ার পর আর পড়তে ইচ্ছে হচ্ছে না !

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পরে পইড়েন দ্বিতীয়টা ;)

অনেক ধন্যবাদ।

৫| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৭

সায়েম মুন বলেছেন: দ্বিতীয়টা বেশ লেগেছে----
তবে কয়েকটা টাইপো আছে #:-S
ভিজিয়ে, গাণিতিক, পৃথিবী

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বয়স হচ্ছে! আজকাল চোখে কম দেখি! #:-S


অনেক ধন্যবাদ কবি।

৬| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ।

৭| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩২

মুহাই বলেছেন: সুন্দর

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ।

৮| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: ঈশ্বর বোধহয় মাঝে মাঝে নিজের অস্তিত্ব প্রশ্নবিদ্ধ করতে ভালোবাসেন ! প্রথম টাতে মন্তব্য

আর দ্বিতীয় টা মুগ্ধপাঠ্য !

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ঈশ্বর একবারে ধরবেন। ঈশ্বরে বিশ্বাস হারানো উচিত নয়।

অনেক ধন্যবাদ।

৯| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৬

সুমন কর বলেছেন: দু'টোই বেশ হয়েছে।

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ।

শুভ রাত্রি।

১০| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১:৫৯

আহসানের ব্লগ বলেছেন: :(

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১১:২০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
:(

১১| ১৩ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মন্দ নয়।

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১১:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জেনে খুশি হলাম।

১২| ১৩ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৫

কার্ল মাকর্স বলেছেন: হুম!

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১১:২২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হু

১৩| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৫

অপর্ণা মম্ময় বলেছেন: তুমি এর চেয়েও ভালো লিখতে পারো। লিখতে হবে বলেই লিখো না, লেখাটা ভালবেসে লিখো।

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কোন কিছুতেই ভালোবাসা নাই আজকাল। কিছু পারি না তাই কবিতা লেখার অপচেষ্টা করি! :(

অনেক ধন্যবাদ আপু।

শুভ রাত্রি!

১৪| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১০:০২

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চমৎকার লেখা ! ++++++++++++++++++++++

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১:০৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি আপা।


শুভ রাত্রি!

১৫| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৩

ডট কম ০০৯ বলেছেন: ঈশ্বর ও হাতিয়ার

এপিক কবিতা। অসাধারণ লেখা হইছে।

১৬ ই জুলাই, ২০১৪ রাত ২:৪৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ আরমান ভাই।

শুভ সেহরি!

১৬| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
প্রথমটা তীব্র স্যাটায়ার। ঈশ্বর এমনই!!!

পরেরটাও ভালো লাগলো।

পড়েছিলাম প্রথমদিনই। কমেন্টও লিখেছিলাম মনে হচ্ছে, কিন্তু পোস্ট হয় নি।

ভালো থাকুন আলাউদ্দিন ভাই।

১৬ ই জুলাই, ২০১৪ রাত ২:৪৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনাকে ভিজিটর লিস্টে দেখছিলাম। কোন কমেন্ট করেন নাই দেখে ভাবছিলাম কিছু হয় নাই বুঝি! :P

অনেক ধন্যবাদ প্রিয় কবি।

শুভ সেহেরী!


১৭| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঈশ্বর ও হাতিয়ার বিষন্ন, প্রার্থনাও ভালো

১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মাসুম ভাই!! অনেকদিন পর!! কেমন ছিলেন/আছেন??

অনেক ধন্যবাদ কবি।

১৮| ১৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

বৃষ্টিধারা বলেছেন: ইয়াক

২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
গলায় মাছি আটকাইছে?? ! :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.