নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

বিজ্ঞপ্তি

২০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭





ঘোষণা! ঘোষণা! ঘোষণা! ঘোষণা!



কিছু সংখ্যক পুরোহিত এবং কিছু সংখ্যক কসাই আবশ্যক!

পুরোহিতদের কাজ হবে প্রতিনিয়ত ধূপ জ্বেলে মন্ত্র আওড়ে যাওয়া

যেভাবে করতে হয় কোন যজ্ঞানুষ্ঠানে।

তাদের রক্তচন্দনে সুশোভিত হয়ে,

হ্যাঁ হ্যাঁ যাকে বলে পূত পবিত্র, তেমনি হয়ে আসতে হবে।



আর কসাইদের থাকা চাই তিনহাত লম্বা একটা করে রামদা।

শান দেওয়া, যা আলোতে চকচক করে আর

গাজর শসা কাটলে যেভাবে কচকচ শব্দ হয়

সেভাবে একএক ধর নামিয়ে আনতে হবে ধরাতে!



পুরোহিত এবং কসাইদের অভিজ্ঞতা!



পুরোহিতগণ একাধিক পুজোয় মন্ত্রপাঠ করেছেন এবং

একই সঙ্গে কসাইদের নিয়ন্ত্রণ করার দক্ষতা থাকা চাই।

কসাইদের কাজ কেবল এককোপে পাঠা গরু মহিষের ধর মাটিতে

নামিয়ে আনলেই হবে না। বাড়তি থাকা চাই অভিনয়ের

সামান্য ছিটেফোঁটা। ধর নামাতে গেলে সবাই যেন দেখে

তাদের চোখও চকচক করে নোনাজলে!



বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা-- আলোচনা সাপেক্ষ!



আগ্রহী প্রার্থীদের যতো শীঘ্র সম্ভব যোগাযোগ করতে বলা হচ্ছে

নিন্মোক্ত ঠিকানায়----



কেয়ার অবঃবেনজামিন নেতানিয়াহু

পিও নংঃ ১৪০৫১৯৪৮

বাস্টার্ড কান্ট্রি।



মন্তব্য ৫০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৯

অংকন কুরী বলেছেন: জামায়াত শিবিরদের নিতে পার, তাদের খুব ভাল মার্কেট আছে

২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩১

আহমেদ আলাউদ্দিন বলেছেন: :

২| ২০ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৩

লেখোয়াড় বলেছেন:
লেখা ভাল হয়েছে।

ওই ব্যাটা তো নয়া হিটলার বা তার চেয়ে বেশি কিছু।

২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।


শুভ রাত্রি!

৩| ২০ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫০

বৃষ্টিধারা বলেছেন: লবণ হয় নাই । ;)

২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

লবণের ফ্যাক্টরি দিতাসি, লাগলে আওয়াজ দিয়েন! ;)

৪| ২০ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: বিজ্ঞপ্তি কড়া হইছে ভাই !

২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
তবুও রক্তের দাগ মোছে না
লালরক্তের কালো শিটশিটে দাগ
দেয়ালে শরীরে উঠোনে
এখানে পরে রয়! মাছিও বুঝি কমে গেছে
রক্তের দাগে তাই হূল ফোটে না
ক্যানভাস জুড়ে রক্ত আর রক্ত
রক্তের দাগ।

৫| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:০৬

সকাল রয় বলেছেন:
শুধু কালীর কথাই মাথায় আসলো..... বাজার জুড়ে সারাবছর যে মাংস কাটছে তাদের কথা আসলো না

২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কসাই বাদ গেলো কই?

৬| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:২১

আবু শাকিল বলেছেন: তীব্র ঘৃণা জানিয়ে গেলাম বাস্টার্ড দের।

২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ঘৃণার অপর পৃষ্ঠা ভালোবাসায় ভরা। সেটা না হলেই হয়। :)

৭| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: আমরা তো শুধু ঘেন্নাই জানাতে পারি!

২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় প্রোফেসর সাহেব।


শুভ রাত্রি।

৮| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৯

সুমন কর বলেছেন: বিজ্ঞপ্তি চরম হইছে !! আশা করি, দু-এক দিনের মধ্যে যোগ্য প্রার্থী পেয়ে যাবেন। B-)

শুধু পুরোহিত এবং কসাই হলেই হবে। পীর-হুজুর লাগবে না !! B-)

কবিতায় প্লাস।

২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অন্যায়ের ছুরির বোটা নেই। সে যখন অন্যকে রক্তাক্ত করে সে নিজেও রক্তাক্ত হয় :)

শুভ রাত্রি!

৯| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কবিতা সুন্দর। অনুষংগ গুলো ইসরায়েলি সংস্কৃতির দেয়া গেলে আরো ফাটিয়ে হত।

২০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পাঠকের ভাবনার জন্যও কিছু রাখতে হয় ;)

অনেক ধন্যবাদ কবি।

১০| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৭

মামুন রশিদ বলেছেন: কসাই আর পুরোহিতের সুসম্পর্ক সভ্যতা সমান প্রাচীন ।

২১ শে জুলাই, ২০১৪ রাত ১২:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সেই প্রাচীন উপপাদ্য আজো মেলানো ভার! তবুও ওসব নিয়ে পরে আছি। :(

১১| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: +++


আমার আপনার একটি জামার মূল্য যদি আমরা ফিলিস্তিনের অসহায় মানুষের জন্য দান করি, খুব বেশি কি ক্ষতি হবে আমাদের? যদি না হয়, আসুন এই ঈদে একটি জামার মুল্য দান করি ঢাকাস্থ ফিলিস্তিন দুতাবাসে।

২১ শে জুলাই, ২০১৪ রাত ১:৩৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ।


শুভকামনা রইল :)

১২| ২১ শে জুলাই, ২০১৪ রাত ২:১৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: চাকরি দাতা নিপাত যাক! নেতানু হালারে থু! X((

২১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চাকরি দাতা নিপাত যাক! নেতানু হালারে থু! :)

১৩| ২১ শে জুলাই, ২০১৪ ভোর ৫:২৪

সোনালী ডানার চিল বলেছেন:
কবি, দারুণ বিজ্ঞাপন!
কবিতা যেন চোখে খোঁচা মেরে সত্যকে চিনিয়ে দেয়!

শুভকামনা রইল!!

২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।

শুভ বিকেল।

১৪| ২১ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৪৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: প্রোফেসর শঙ্কু বলেছেন: আমরা তো শুধু ঘেন্নাই জানাতে পারি!

২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

শুভ বিকেল।

১৫| ২১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২১

আমিনুর রহমান বলেছেন:




... অসাধারণ।


২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমিন ভাই কেমন আছেন? একদিন এদিকে আসেন। চা বিড়ি খাই :)

১৬| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৬

টুম্পা মনি বলেছেন: হু কঠিন কবিতা। সাথে ভুতের ছবি B:-) B:-) B:-) B:-) B:-)

ভাল্লাগ্লো।

২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মানুষ মরলে কঙ্কাল হয় /:)

১৭| ২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১৯

আমিনুর রহমান বলেছেন:




রোজার মাসে চা-বিড়ি :|| :|| :||

২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ইফতারের পরেও রোযা থাকেন নাকি?? :|

১৮| ২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৬

অপর্ণা মম্ময় বলেছেন: মোটামুটি হইছে তবে ভেতরের রাগটা টের পাওয়া যায়

২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ওটাই তো দরকার!

অনেক ধন্যবাদ আপু। শুভ বিকেল।

১৯| ২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৫

হাসান মাহবুব বলেছেন: এটা পুরোপুরি একটা অণুগল্প হয়েছে। সে হিসেবেই ফরম্যাট করার পরামর্শ দিলাম। লাস্টের টুইস্ট বলার ভঙ্গি সবই গল্পের মতো।

২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা-মা ভাই, পুরো গদ্যই না হয় হলো। :)

অনেক ধন্যবাদ হা-মা ভাই।

২০| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঝাঁঝালো কবিতা।


পুরোহিত এবং কসাই- দু মেরুর দুটো ক্যারেক্টার, দুটোই নেতানিয়াহু’র চাই। আমার প্রশ্ন, পুরোহিত ও কসাই কাদের প্রতীক বা প্রতিনিধি? উপমা মেলাতে পারছি না।

শুভ কামনা কবি।

২২ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এখানে পুরোহিত হলো আমেরিকা এবং জাতিসংঘ। তারাই তো ইজরাইলকে জেরুজালেমে আবাস গড়ে দিয়েছে ধর্মের উৎপত্তি বিবেচনায় এনে। আর কসাই তো বুঝতেই পারছেন, যারা প্রিতিদন মানুষ মারছে ফিলিস্তিনে।

স্যরি, কবি। রিপ্লাই দিতে টাইম নিয়ে ফেললাম। গতকাল থেকে ব্রডব্যান্ডের লাইন নষ্ট ছিলো। আর মোবাইল থেকেও রিপ্লাই দিতে পারছিলাম না।

শুভকামনা কবি।

২১| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২২

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++ ভাষাহীন ! কেমন আছেন ভ্রাতা ? :)

২২ শে জুলাই, ২০১৪ রাত ১১:০১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আরে ভাই, আপনি?? আছি একরকম। আপনি কেমন আছেন?

২২| ২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৬

নক্ষত্রচারী বলেছেন: প্রজ্ঞাপনটা কালোপযুগী হয়েছে!

ভালো লাগা :)

২২ শে জুলাই, ২০১৪ রাত ১১:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস রাফি।

কেমন আছিস?

২৩| ২২ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৪

অপূর্ণ রায়হান বলেছেন: এইত আসলাম ! আছি ভালই ভ্রাতা :)

২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
:)

অনেক ধন্যবাদ ভাই। মনে রেখেছেন তাই।

২৪| ২২ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর উপমা।

২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।


শুভ দুপুর।

২৫| ২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩১

সাদরিল বলেছেন: এইরকম ফরম্যাটে হুমায়ুন আজাদের একটি কবিতা পড়েছিলাম সম্ভবত। নাম যতদূর মনে পড়ে বিজ্ঞাপন বাংলাদেশ। উপস্থাপনার ভিঙ্গির জন্য আমার খুব প্রিয় একটি কবিতা। এই ফরম্যাটটা যে আরো অনেক কিছুর উপরে এপ্লাই করা যায় কখনো ভাবি নাই। আপনি নিজের অজান্তে করেছেন নাকি পরিকল্পনা করে লিখেছেন জানি না, তবে লাস্টের টুইস্টার জন্য কবিতাটি দারুন এবং বেশ ভিন্ন মেজাজের হয়েছে।

২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হ্যাঁ, তাই তো। লেখার সময় হুমায়ন আজাদ মাথায় ছিলো না। মাথায় লাইন আসছে এক এক করে লিখে গেছি। এখন আপনি বলাতে সেটা মনে পড়লো।

থ্যাঙ্কস ব্রো।

শুভ সন্ধ্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.