নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

জাতিসংঘ

২৩ শে জুলাই, ২০১৪ রাত ৯:০৬





অনেক হয়েছে, শামসের ছেলে মরেছে,

নাতি নাতনী মরেছে, বাড়িঘর সব গুঁড়িয়ে দিয়েছেন।

তার ফসলের জমি, গবাদিপশু সব দখলে নিয়েছেন

আর আত্নীয় পরিজন যা ছিল সব খতম হয়েছে

আপনার আগুনের নিশানায়। এখন আপনার পদাতিক বাহিনী

লেলিয়ে দিয়েছন আধুনিক সমরাস্ত্রে।



আর কাকে মারবেন? তার বউ গত হয়েছে

পূর্বেই, ঈশ্বরের ইশারায়।

আপনি একটু বিরতি নিন, শামস-কে একটু রেহায় দিন!



তার বুকের দগদগে ক্ষত একটু শুকোতে দিন

তারপর চাহিবা মাত্র আপনার অস্ত্রের কার্যকরিতা পরখ করে নেবেন।

এখন দয়া করে একটু সবর করুণ!

আমরা তো আছিই আপনার পাশে, কিন্তু

এতোলোকের ভীরে...

বুঝতেই পারছেন, আমাদের দেখাতে হয় আমরা আছি- ‘ক্ষতিগ্রস্তদের পাশে’

আমাদের কিছুটা সুযোগ দিন,

তাছাড়া কিছুদিনের মধ্যেই নোবেলের ঘোষণা আসবে।



দয়া করুন, হে প্রভূত ক্ষমতার অধিকারী

আপনি একটু সবর করুণ, আমাদের শান্তিতে নোবেল পেতে দিন

তারপর আপনার ধ্বংসের স্বপক্ষে জনসমর্থন দাঁড় করিয়ে দিব

পৃথিবীব্যপি। আপাতত বিরতি নিন, যুদ্ধবিরতি।



মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২৬

সুমন কর বলেছেন: পুরোটাই সুন্দর। তবে ৩য় প্যারা বেশ ঝাঁঝালো হয়েছে।

২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ।

শুভ সন্ধ্যা।

২| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০৯

হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে রহিম নামটা কবিতার সাথে ঠিক খাপ খায়না। এটা তো বাঙালি নাম।

২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হুম, রহিম নামটা আমাদের এই অঞ্চলে বেশি ব্যবহৃত হয় কিন্তু এই নামটা মুসলমানদেরই হয়।

পরে আবার নাম চেঞ্জ করা যাবে।


অনেক ধন্যবাদ হা-মা ভাই।

শুভ সন্ধ্যা।

৩| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: যুদ্ধবিরতিই চাই এখন একটু খানি।

২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যুদ্ধবাজদের বিচার চাই। :)


অনেক ধন্যবাদ ভাই।

শুভ সন্ধ্যা।

৪| ২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিশ্বসুবিধাবাদী সংঘ
চাটুকার সংঘ
দালাল সংঘ
গোলাম সংঘ
সাম্রাজ্যবাদীদের সংঘ..
প্রতিশ্রুতি ভঙ্গকালী সংঘ
ইহুদী স্বার্থ রক্ষাকারী সংঘ
অথর্ব বিশ্ব সংঘ
X( X(( X( X(( X( X((



২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ।

শুভ সন্ধ্যা।

৫| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ৯:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা ভালো লেগেছে! আপনার কবিতা আমার বরাবরই পছন্দ।
তবে নামটার ব্যাপারে একটু ভেবে দেখবেন। অনেক শুভেচ্ছা রইল।

২৫ শে জুলাই, ২০১৪ রাত ২:৫৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কি দেয়া যায় সাজেস্ট করেন তো। :)

অনেক ধন্যবাদ।

৬| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ৩:২১

রাজিব বলেছেন: আপনার আবেগকে সন্মান জানাই। তবে জাতিসংঘ সব সময় ফিলিস্তিনিদের জন্য যতটুকু পেরেছে করেছে। আমেরিকা প্রবলভাবে ইসরায়েলের পক্ষে তাই তারা সরবাত্বক শক্তি দিয়ে ইসরায়েলের পক্ষে থাকে।
দয়া করে এই তালিকা দেখুন তাহলেই বুঝতে পারবেন জাতিসংঘ ইসরায়েলের বিরুদ্ধে কতবার নিন্দা প্রস্তাব গ্রহন করেছে।
List of the UN resolutions concerning Israel and Palestine
Click This Link
বাংলাদেশ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানের থেকে সম্পূর্ণ আলাদা হতে সক্ষম হয় কিন্তু চিনের ভেটোর কারনে জাতিসংঘের স্বীকৃতি পেতে আরও প্রায় আড়াই বছর লাগে। তখন চীন পাকিস্তানের বিশাল দোস্ত দোস্ত গোস্ত গোস্ত।
জাতিসংঘের সত্যিকারের ক্ষমতা একেবারেই সীমিত।

২৫ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
তাহলে এমন সংঘটন না থাকাই বাঞ্চনীয়।


৭| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৮

ফ্রাস্ট্রেটেড বলেছেন: হুম্মম্ম, সুন্দর। ভালো লাগলো।

wild 9gag strikes

২৬ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ফ্রাস্ট্রেটেড :)

ঈদের আগাম শুভেচ্ছা।

৮| ২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১২

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে কবি ।

২৬ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।


ঈদের আগাম শুভেচ্ছা। :)

৯| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ৯:০৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সমসাময়িকতা এসেছে।

০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন: থ্যাঙ্কস দুর্জয় কবি।

কাল ঢাকায় ফিরছি।

১০| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫৫

ইমিনা বলেছেন: খুব সুন্দর করে বাস্তবতাটা ফুটিয়ে তুলেছেন।
ধন্যবাদ :) :)

০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:২৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন: থ্যাঙ্কস :)

আগাম ঈদের শুভেচ্ছা।

১১| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:৩১

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:২৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

আপনাকেও ঈদের শুভেচ্ছা :)

১২| ০১ লা আগস্ট, ২০১৪ ভোর ৪:১০

সোনালী ডানার চিল বলেছেন:
সমসাময়িক কবিতায় আপনার আবেগকে আমি প্রথমে টের পেলাম।
বেশ ভালো লাগলো, তবে একটু তাড়াহুড়োর কবিতা মনে হল এটা।

কবি, 'নিয়েন' শব্দটা কি কবিতাকে একটু ম্লান করে ফেলছে না!


শুভকামনা আপনার জন্য।

০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

মোবাইল থেকে এডিট করতে পারি না। :(

অনেক ধন্যবাদ কবি।

১৩| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৩২

অপ্‌সরা বলেছেন: বিদ্রোহী কবিতা!!!

০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৩৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

কি লিখলাম নিজেই জানিনা! :(

আগাম ঈদের শুভেচ্ছা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.