নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

অন্ধকার

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪২









অন্ধকার, হে জননী আমার

আমি ঘুমিয়ে পড়বো

ঘুমিয়ে পড়বো যেমন আঁধারে তোমার জরায়ুতে ছিলাম!

তুমি আরো ঘনকালো হও,

হে নিশুতি মাতা আমার!

তোমার গহ্বরে স্থান দাও

তোমার পুজারী হই, জননী আমার!!



মন্তব্য ৪৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অন্ধকারের জয় হোক !

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শুভ রাত্রি অভি।


২| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৫

আমিনুর রহমান বলেছেন:



হুম !

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অন্ধকারে ডুবে দেখেন। তখন আর হুম বলবেন না ;)


শুভ ব্লগিং :-P

৩| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৩

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ওগো অন্ধকারের অন্তরধন...দাও ঢেকে মোর পরান মন...... :)


অসাধারণ....!

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

অন্ধকারে ডুবতে ভালো লাগে :)


ব্লগে স্বাগতম।

শুভ হোক অন্ধকার।

৪| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:০৮

শাপলা নেফারতিথী বলেছেন: অসাধারণ ....!!

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:৩২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ নেফারতিথী।


শুভ রাত্রি।

৫| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:৩৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: লাইট জ্বালায়ে পড়ছি ! দাঁড়াও অন্ধকারে আর একবার পড়ি ! :P

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
লাইট নিভিয়ে পড়ার পরের অনুভূতি বলেন ;)


থ্যাঙ্কস আপু।

৬| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


বাহ !!!

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ভাই।

শুভরাত্রি।

৭| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৫৫

ডি মুন বলেছেন: বাহ, দারুণ।

ছোট্ট কবিতায় অনেক বিষণ্ণতা।

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অন্ধকার আলোর জন্মদাত্রী :)


শুভেচ্ছা।

৮| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৩৪

ইমিনা বলেছেন: না, না...
আর অন্ধকার চাই না, একটু আলো চাই কবি, খুব বেশি নয়। চোখের সামনে কেউ দাড়ালে তাকে চিনতে পারবো - অন্তত এতটুকু আলো চাই কবি।

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অন্ধকার আলোর জন্মদাত্রী ;)


শুভেচ্ছা।

৯| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: অন্ধকার,
তুমি আরো ঘনকালো হও
আমি ঘুমিয়ে পড়বো

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অন্ধকার, তুমি আরো ঘনকালো হও
আমি ঘুমিয়ে পড়বো



শুভেচ্ছা মাসুম ভাই।

১০| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: দারুনতো!!!

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

থ্যাঙ্কস ব্রো।

শুভ দুপুর।

১১| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে ---
আপনার মতামত অনুসারে আমার কবিতাটিকে নীচের অংশে এডিট করেছি। সময় পেলে দেখে আসবেন --- আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।

আপনার কবিতাটা অনেক সুন্দর এবং মানবিক। আমার খুব ভালো লেগেছে দেখেই ঐ কমেন্ট করেছি। এবং নাইস টাচ আপু।


শুভ দুপুর।

১২| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৬

হাসান মাহবুব বলেছেন: ফাঁকিবাজি পুস্ট!

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বড় পুস্ট দিলে পড়েন না! /:)

ফাঁকিবাজি কমেন্ট :#)

১৩| ২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪০

মামুন রশিদ বলেছেন: ছোট্ট সুন্দর ।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ মামুন ভাই।

শুভ সন্ধ্যা।

১৪| ২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

নুর ইসলাম রফিক বলেছেন: http://www.somewhereinblog.net/blog/rariq08

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
লিংক অন্য কোথাও দিয়েন এখানে না।

১৫| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৭

সুমন কর বলেছেন: ভাল লাগল।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

শুভ রাত্রি।

১৬| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অতৃপ্তি রয়ে গেলো।

কিন্তু ঘুমিয়ে পড়ার সাধ কেন? তার দু-একটা কারণ কবিতায় থাকলে তা আরও অধিক অর্থবহ হয়ে উঠতো মনে হয়।

শুভেচ্ছা আলাউদ্দিন ভাই।

২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমারো কিছুটা আছে।

কারণ আনা যেত বা এখনো আনা যায়। কিন্তু আমার মনে হয় যদি কারণ নিয়ে আসি তবে আমাদের ভাবনার সীমারেখা টানা হয়ে যাবে। নতুন কোন ভাবনার পথ তৈরি হবে না। তাই যে যার মতো করে ভেবে নিক! :)


অনেক ধন্যবাদ সোনাভাই।
শুভ বিকেল।

১৭| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪১

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।

শুভরাত্রি!

১৮| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২০

ডট কম ০০৯ বলেছেন: ছুডু কবিতা,তয় ভাবনের মত ভাবনা আছে কওন যায়!!

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার ভাবনা জানিয়েন ;)


থ্যাঙ্কস আরমান ভাই।

১৯| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: একি ? শুরু না হতেই শেষ !?

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ২:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অল্পকথায় যা লিখতে চেয়েছি তা লিখে ফেলতে পারলে বেশি লেখার দরকার কি? ;)

ব্লগে স্বাগতম :)

আর দীর্ঘকবিতা চাইলে দু'চারটার লিংক দিতে পারি :)

শুভরাত্রি।

২০| ৩১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

সুলতানা সাদিয়া বলেছেন: ভাল লাগা রইল। ভাতের হোটেল নিয়ে কবিতা নাই একটাও!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভাতের হোটেল না দেওয়াটা একটা ভুল ছিলো !! :P



স্যরি আপু, আমার ল্যাপটপটা নষ্ট হয়ে আছে তাই রিপ্লাই দিতে পারছিলাম না। এখন এক পিসিতে বসার সুযোগ হলো তাই রিপ্লাই দিতে পারলাম। :)

অনেক ধন্যবাদ।

২১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২১

টুম্পা মনি বলেছেন: আলাদিন এত ছোট্ট কবিতা লিকছেন কেন? এত চমৎকার করে শুরু করে পাঠকের মনের তেষ্টা ধরায় দিলেন অথচ জলের ব্যবস্থা রাখলেন না। এটা কি ঠিক?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার লেখা এখানেই শেষ। কী আর করার ছিলো।


থ্যাঙ্কস টুম্পা।

শুভ সন্ধ্যা।

২২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: লিংক দিবেন- অন্য আরও কোথাও লেখেন নাকি? আপনি তো বহুত ওস্তাদ লোক। :) :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি আসলে অন্যকোথাও লিখি না। তবে এই ব্লগেই কয়েকটা দীর্ঘ কবিতা আছে :)

শুভ সন্ধ্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.