নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুলিপি

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৮





আর যাবো না কোথাও। চুপচাপ থেকে যাবো যেখানে আছি

যেমন করে আছি। এইসব বালিহাঁস; পারিজাত পাখি হয়ে

অনেক ঘুরেছি, এখানে ওখানে। শিখে নিয়েছি ওদের ভাষা

স্বরবৃত্ত অক্ষরবৃত্তে তাদের রচনার খেরোখাতায় ডুবে জেনেছি

ওদের ওখানের অন্ধকারের কথা! জেনেছি তুষারের কান্নায়

ওদের ভেসে যাবার, ওদের পথ হারাবার যাবতীয় ইতিহাস।

হাজার মাইল ঘুরে ওরা বুঝে যায় শিকারির ফাঁদ; তবুও

মায়াবী জোছনায় খুঁজে নেয় প্রাণ হারাবার শ্রেষ্ঠ উপায়।

জোছনায় মরণ! আহ্‌ সে অপার্থিব; আমি অন্ধকারের হাতে

তুলে দিয়েছি সরঘন জোছনা, এখানে থেকেই মরে যাবো।

অন্ধকার তুমি যেদিন জোছনার আঁচল ছোঁবে সেদিন হবে

একটি নতুন রচনাঃ তোমাকে ঘিরে আমার মরণের কথা!



মন্তব্য ৬২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:০৪

মামুন রশিদ বলেছেন: দারুণ লাগলো মৃত্যুলিপি ।


ভালোলাগা++

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ মামুন ভাই।

আশাকরি ভালো আছেন।

শুভরাত্রি।

২| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন:

অস্থির!! একরাশ মুগ্ধতা নিয়ে গেলাম কবি।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:২০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস শোভন।

ভালো থাকিস।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:২৮

সুমন কর বলেছেন: অন্ধাকার তুমি যেদিন জোছনার আঁচল ছোঁবে সেদিন হবে
একটি নতুন রচনাঃ তোমাকে ঘিরে আমার মরণের কথা!


চমৎকার হয়েছে।

কেমন অাছেন কবি?

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

আছি এক রকম। ইন্ডিফারেন্ট বলা যায়।

আপনি কেমন আছেন?

৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:৫০

লেখোয়াড় বলেছেন:
আর দু'লাইন লিখলে তো চমতকার সনেট হতো।

কবিতাটি ভাল লাগল এই জন্য যে কল্পনা সহজেই আপ্লুত করে দিল।

সুন্দর এবং মায়াঘন।

শুভেচ্ছা আলাউদ্দিন।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সনেটের গ্রামার কঠিন লাগে :)

অনেক ধন্যবাদ ভাই।

শুভরাত্রি।

৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি সেই উচ্চতায় পৌঁছে গেছেন, যেখানে নিজের একটা শক্ত অবস্থান তৈরি হয়ে গেছে।

‘মায়াবী জোছনায়’ থেকে ‘মায়াবী’ শব্দটা বদলে দিন। ‘মায়াবী জোছনায়’ বহুল ব্যবহৃত ফ্রেজ।

***
আমি অন্ধকারের হাতে
তুলে দিয়েছি সরঘন জোছনা,
***

হাত>হাতে হবে নাকি?


শুভেচ্ছা আলাউদ্দিন ভাই।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার ক্যোট করা শব্দটা দেখে নোটস দেখলাম ফেবুতে। ফেবুতেও শেয়ার করছিলাম কিনা। হ্যাঁ, ওটা হাতে হবে। ওখানে হাতে আছে।

মায়াবী জোছনা ছাড়া কোন শব্দ আসছে না। যদি আসে চেঞ্জ করা যাবে, যেহেতু এটা ছাপার অক্ষরে নাই ;)

অনেক ধন্যবাদ প্রিয় কবি।

শুভ রাত্রি :)

৬| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:১৬

রিফাত ২০১০ বলেছেন: অন্ধাকার তুমি যেদিন জোছনার আঁচল ছোঁবে সেদিন হবে
একটি নতুন রচনাঃ তোমাকে ঘিরে আমার মরণের কথা

অসাধারণ কবি আলাউদ্দীন ভাই ।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা ভালো লাগলেই আপ্লুত হবো।

ব্লগে স্বাগতম :)

৭| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৩০

আমিনুর রহমান বলেছেন:




সবসময় তো পচা লিখিস কেনো :/


পচা কবিতায় ভালুবাসা জানিয়ে গেলাম

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:০১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দোয়া রাইখেন একদিন নিশ্চয়ই ভালো লিখমু! ;)


ভালুবাসা বুঝে পেলাম :)

শুভরাত্রি।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪২

সুলতানা সাদিয়া বলেছেন: কবিদের আমার অবাক ভাল লাগে।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিরা কি করলো আপু?

কেমন আছেন?

শুভরাত্রি।

৯| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৫২

তুষার কাব্য বলেছেন: অন্ধাকার তুমি যেদিন জোছনার আঁচল ছোঁবে সেদিন হবে
একটি নতুন রচনাঃ তোমাকে ঘিরে আমার মরণের কথা!


বাহ্....!

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস তুষার ভাই।

ভালো থাকবেন।

শুভরাত্রি।

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ফেবু’তেও পড়ে এলাম --- দারুন লিখেছেন ---

০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।

শুভ দুপুর :)

১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: ৫ম ভালোলাগা ভ্রাতা +++++++++++ দারুন লাগলো ।

ভালো থাকবেন সবসময় :)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

ভালো থাকবেন :)

১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ++++++++++++++++

০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্লাসের জন্য ধৈন্যা।

শুভ বিকেল।

১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো ভাই !

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধন্যবাদ অভি।

শুভ রাত। :)

১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩২

সায়েম মুন বলেছেন: সুন্দর। ছুঁয়ে গেল।

অন্ধাকার টাইপোটা ঠিক কইরেন।

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

থ্যাঙ্কস কবি।

টাইপো ঠিক করলাম :)

শুভ সন্ধ্যা।

১৫| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মুগ্ধ হবার মতো কবিতা ! +++

দারুণ আর গভীর ! ভালো থাকুন ।

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ গ্রানমা।

শুভ সন্ধ্যা :)

১৬| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:২১

আহসান জামান বলেছেন:
চমৎকার, ভালো থাকবেন কবি।

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবি!! অনেকদিন পর আপনাকে দেখলাম।
কেমন আছেন/ছিলেন?

অনেক ধন্যবাদ।

ভালো থাকুন সবসময়।

১৭| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৪২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুন্দর।।

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস দূর্জয়।

১৮| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৮

হাসান মাহবুব বলেছেন: অন্ধকার এবং জোছনা... জোছনা এবং অন্ধকার... কোনটা বেশি মাতাল করে?

ভালো লাগলো কবিতাটি।

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দুইটা দুইভাবে করে। গ্রামে গেলে চাঁদ আর শহরে এলে অন্ধকার।

থ্যাঙ্কস হা-মা ভাই।

১৯| ০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

রঙ তুলি ক্যানভাস বলেছেন: "অন্ধকার তুমি যেদিন জোছনার আঁচল ছোঁবে সেদিন হবে
একটি নতুন রচনাঃ তোমাকে ঘিরে আমার মরণের কথা"

আজকেতো অন্ধকার জোছনাকে পেয়েছে, সেরকম দিনেই মৃত্যুলিপি পড়লাম!আজ কে কি তবে নতুন কোন রচনা পাব মরনের কথা নিয়ে? :P

সরঘন শব্দটার সাথে পরিচিত নই,কি অর্থে ব্যবহৃত?
কবিতা ভাল লেগেছে :)

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কই থাইক্যা ভাইসা উঠলেন!! :|

কেমন ছিলেন/আছেন?

দেখা যাক কে কি নামায় ;) আর কে ডুবে, কে ভাসে ;)

সরঘন = দুধের সরের মত ঘন

অনেক ধন্যবাদ তুলি আপা।
শুভ রাত্রি!

২০| ০৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৬

রঙ তুলি ক্যানভাস বলেছেন: আমিতো ইদানিং ভেসেই আছি, অনেকদিন হয়ে গেলো ভেসে থাকা, দেখি ডুব দেয়া যায় কি না আবার :P

আগে যেমন ছিলাম এখনও তেমনি আছি।
আপনার কি খবর?

০৭ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এভাবে আর কতো ডুববেন ভাসবেন! কোন একটাতে পারমানেন্ট হন! /:)

তবে ভেসে থাকলেই খুশি হবো :)

আমি!!! চলে যাচ্ছে কিভাবে যেন বুঝতে পারছি না! :-<

থ্যাঙ্কস তুলি'পা :)

২১| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫১

ডট কম ০০৯ বলেছেন: কবিতায় মুগ্ধতা অনেক!!

আপনার হাতের ছোয়া নিতে হইব।

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আসেন। ব্যাকরণ ভুল করলে বেত তো আছেই! ;)

থ্যাঙ্কস আরমান ভাই।

শুভ রাত্রি।

২২| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:২৬

ডট কম ০০৯ বলেছেন: ব্যাকরণ শিখতাছি,ভয় নাই ভুল হবে না। ;)

জীবন তো একটাই নাকি!!

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
গুড গুড! এক জীবন নষ্ট করা ঠিক হবে না ;)

শুভেচ্ছা আরমান ভাই :)

২৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৮

ডানাহীন বলেছেন: নিরীক্ষা মন্দ নয় ..

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কি জানি!

কেমন আছেন/ছিলেন?

২৪| ২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:১৩

সুলতানা সাদিয়া বলেছেন: কবিরা যে অল্প কথায় গল্প করে..।তাই ভাল লাগে। আছি সো সো..। শীতে আমার বাড়ি পিঠাপুলির দাওয়াত রইল।

১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি কবি নই আপু। :) মাঝে মধ্যে হয়তো শব্দরা এসে ধরা দেয় তখন দুই চার লাইন লিখি :)

দাওয়াত নিলাম। তবে শীতে পারবো বলে মনে হয় না। বেঁচে থাকলে আগামী শীতে বেড়াতে যাবো।

আপনি ঢাকা এসে ঘুরে যান। একটা হুলুস্থুল আড্ডা দেই :)

আজকাল বড্ড ব্যস্ত হয়ে গেছি। তাই রিপ্লাইও দিতে পারিনা সময় করে :(

ভালো থাকবেন আপু :)

২৫| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
দৃশ্যায়ন অদ্ভূত ৷ বেশ লাগলো ৷

১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।


ভালো থাকবেন।

২৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২১

টুম্পা মনি বলেছেন: অসাধারণ লিখেছেন :D :D

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এভাবে হাসেন কেন?? :-&

২৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

টুম্পা মনি বলেছেন: বল্গে দুই দাত দেখায় খোরগোসের মত হাসা যায়। আমি এই সুযোগ মিস করতে চাই না। :D :D B-)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনাকে আরেকবার সুযোগ দেওয়া হলো #:-S

২৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ সেলিম ভাই।

ভালো থাকবেন।

২৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ জিনিস পড়লাম।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস প্রোফেসর সাব।

আশাকরি ভালো আছেন/ছিলেন :)

৩০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩২

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ লাগল কবিতাটি

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।


শুভেচ্ছা :)

৩১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২২

অপর্ণা মম্ময় বলেছেন: কমেন্ট করা হয় নাই দেখি।
কবিতা ভালো হইছে।
তুমি না বললা নিয়মিত হইতে চেষ্টা করবা? এই তার নমুনা ?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কমেন্টের রিপ্লাই দিচ্ছি তো!!! এই রিপ্লাই দিতে দিতেই আবার শুরু হয়ে যাবে। ;)

এটা লিপিতে প্রকাশিত।

থ্যাঙ্কস আপু। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.