নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

আত্নহত্যার পর

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১৮







দুপুরে খাওয়ার পর ভাতঘুম আয়োজনের সময় হঠাৎ খবর পাই

ছেলেটা এপারের পথ পাড়ি দিয়ে চলে গেছে ওপারে।

আমি এবঙ আমরা কয়েক বন্ধু দৌড়ে যাই ছেলেটাকে দেখতে

গিয়ে দেখি- সরু একটা কাপড় ছড়াবার তারে-- প্লাস্টিকের দড়িতে

ফাঁস রচনা করে ঝুলে আছে। মাথা নত, জিব সামান্য বের হয়ে আছে;

অবশ্য গলায় ফাঁস লাগায় ঠোঁট শুকিয়ে যাচ্ছিল হয়তো।

তাই ক্রমাগত জিব দিয়ে ভিজিয়ে রাখছিলো এমনটা দাবী করতেই পারি,

কেননা তার ঠোঁট দুটো ফুটে ছিলো পদ্মফুলের মতো।

তার পা দুটো নড়ছিলো পেন্ডুলামের কাঁটার মতো উত্তরে দক্ষিণে

কঙ্কাল সাঁর শরীর হওয়ায় বাতাসও খেলেছিলো বোধহয়।



আমাদের শব ছোঁয়া মানা, পুলিশের লোক এসে নামাবে।

আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে এলাম যে যার ডেরায়

কেননা পুলিশ আসতে তখনো ঢের বাকি।



পরদিন সুরতহালের পর ডাক্তারের রিপোর্টে প্রকাশ--

ছেলেটি ছিলো স্বপ্নবিলাসী, আর স্বপ্নবিলাসীরা আত্নহত্যার ঝুঁকিতে থাকে

আর সবার জন্য একটা পথ নির্দেশ দিলেন-- সবাই বাস্তববাদী হোন।



এখন সত্য বলতে আমরা বাস্তবতাকে বুঝি

আর যা কিছু আছে কল্পনার কাছাকাছি সবটুকু মিথ্যেয় সাজানো মরিচিকা;

সেই থেকে পৃথিবীতে কোন মানুষ জন্মায়নি!





মন্তব্য ৫৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৫

সুমন কর বলেছেন: একদম ভিন্ন কবিতা। জীবন্ত !!! যেন স্পর্শ পাচ্ছিলাম। কিভাবে লিখেন !!!!

কবি মনে হয়, ছবি দিয়েছিলেন। দেখা যাচ্ছে না।

১ম ভাল লাগা সূচনা করে গেলাম।

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অবশেষে চেহারা দেখা গেলো ছবির B-)


একটা একটা শব্দ টাইপ করি। কিছু হয় বা কিছুই হয় না ;)

অনেক ধন্যবাদ ভাই।

২| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৫

মামুন রশিদ বলেছেন: লোমহর্ষক ছবি এঁকেছেন কবিতায় । ভালোলাগা ।

১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ মামুন ভাই। :)

শুভ সন্ধ্যা।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আর সেই থেকে পৃথিবীতে কোন মানুষ জন্মায়নি!

এই লাইনটি কবিতাটিকে দুর্বল করে দিয়েছে। কেননা, কবিতা পড়তে পড়তে একটা চিত্র ভেসে আসছিলো যা অতি সম্প্রতিকালের ঘটনা। কিন্তু এই লাইন নির্দেশ করছে ঘটনাটা অনেক আগের। এটা প্রথম লাইন থেকে কবিতার ভাবকে ঠিক বিপরীতমুখীভাবে প্রকাশ করছে। আর একদম শেষ লাইনে এসে ভাবটা ঝুলে গেল।

জানিনা, যা বলতে চাইলাম তা বলতে পারলাম কিনা, কবির চিন্তাই সর্ব শেষ চিন্তা। সুন্দর। তবে ভয়ংকর সুন্দর!

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সজীব ভাই, আপনার মন্তব্যে প্লাস। শেষ তিনলাইন না লিখলেও এটা সম্পূর্ণ কবিতা হয়। কিন্তু মূলে যাওয়া যাচ্ছিলো না। তাই শুরু থেকেই শুরু করার প্রয়োজনীয়তা দেখা দেয়। :)

আন্তরিক পাঠে অসংখ্য ধন্যবাদ।
শুভ সন্ধ্যা।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২২

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার একটা কবিতা , চমৎকার একটা মেসেজ ভ্রাতা +

স্বপ্ন না দেখে আমরা তো মৃতই এখন ! এভাবেই ঝুলে আছি জীবনের গলায় ফাঁস দিয়ে ।

এবং*

ভালো থাকবেন :)

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

আমি কবিতা এভাবেই 'এবঙ' লিখি :)

শুভ সন্ধ্যা।

৫| ১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৩

সকাল রয় বলেছেন:

সত্য মানেই বাস্তব____
সুন্দর কথামালার উপস্থাপন। ভালো লাগা ১০০%।
ভালো থাকবেন।

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।

শুভরাত।

৬| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৯

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় সেইরাম লাগলো । ভিন্নধরনের কবিতা । ++++

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধন্যবাদ।

শুভরাত।

৭| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩১

ডি মুন বলেছেন:
পরদিন সুরতহালের পর ডাক্তারের রিপোর্টে প্রকাশ--
ছেলেটি ছিলো স্বপ্নবিলাসী, আর স্বপ্নবিলাসীরা আত্নহত্যার ঝুঁকিতে থাকে
আর সবার জন্য একটা পথ নির্দেশ দিলেন-- সবাই বাস্তববাদী হোন।



বাহ, সুন্দর বলেছেন।
কবিতায় ভালোলাগা রইলো +++

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধন্যবাদ ডি মুন।

শুভরাত।

৮| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ফেবুতে আগেই পরেছিলাম ------ ভিন্নধর্মী একটি কবিতায় কোটি কোটি প্লাস ------। মুগ্ধতা রেখে গেলাম

১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ব্লগে সময় দেওয়ার সময় নেই। তাই আজকাল ফেবুতেই বেশি শেয়ার দেওয়া হয় :(

অনেক ধন্যবাদ আপু।

শুভ সন্ধ্যা। :)

৯| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৭

জনাব মাহাবুব বলেছেন: সুন্দর এবং ব্যতিক্রমধর্মী কবিতা।
আত্মহত্যার পরের বর্ণনাগুলো অসাধারণ।

অশ্লীল কবিতার বিরুদ্ধে প্রতিবাদী হোক আপনার বাস্তববাদী কবিতা। :D :D

১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অশ্লীল কবিতা কি ভাই??

অনেক ধন্যবাদ। :)

১০| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩

আলম দীপ্র বলেছেন: ভিন্নস্বাদের অসাধারণ কবিতা ।

১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধন্যবাদ।

ব্লগে স্বাগতম :)

১১| ১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার কবিতার জন্য ধন্যবাদ ।

১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনাকেও ধন্যবাদ।

ব্লগে স্বাগতম :)

১২| ১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০২

তুষার কাব্য বলেছেন: অসাধারণ কবি....

১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা নিয়ে কিছু বললে খুশি হতাম ;)

অনেক ধন্যবাদ তুষার ভাই।

শুভ রাত।

১৩| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৭

ডট কম ০০৯ বলেছেন: স্বপ্ন ছাড়া মানুষ হয় না।

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
স্বপ্ন ছাড়া মানুষ হয় না।

শুভরাত্রি।

১৪| ১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৮

আমিনুর রহমান বলেছেন:




ভয়ের কবিতা লিখিছ কেন :( :( :(

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যেমন আসে। আমার কোন হাত নেই :(

অনেক ধন্যবাদ ভাই।

১৫| ১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২১

হাসান মাহবুব বলেছেন: কয়েকবার পড়লাম। এটাকে প্যারাবল হিসেবেও চালিয়ে দেয়া যায়। ভালো লেগেছে।

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

প্যারাবল হিসেবে যায় কিনা কনফিউজড। আপনার ভালো লেগেছে জেনে আপ্লুত।

অনেক ধন্যবাদ হা-মা ভাই।
শুভ জাগরণ :)

১৬| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

রঙ তুলি ক্যানভাস বলেছেন: "আর স্বপ্নবিলাসীরা আত্নহত্যার ঝুঁকিতে থাকে
আর সবার জন্য একটা পথ নির্দেশ দিলেন-- সবাই বাস্তববাদী হোন।" :)

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বাস্তববাদী হোন ;)

শুভ রাত তুলি'পা :)

১৭| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২৭

অন্ধবিন্দু বলেছেন:
ভাতঘুমের মধ্যেই আত্মহত্যা হলো তবে !

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হয়তো! কে জানে।

অনেক ধন্যবাদ ভাই। :)

১৮| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৯

 বলেছেন: +++++++

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।

১৯| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: আগে পড়ছিলাম! েখন াবার চোখ বুলালাম! ভালা লাগছে

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ মাসুম ভাই।

শুভ সন্ধ্যা।

২০| ২৪ শে নভেম্বর, ২০১৪ ভোর ৪:১১

নস্টালজিক বলেছেন: সুন্দর কবিতা।

সহজ শব্দে একটা জটিল দৃশ্যকল্প। অনেক গুলো বাক খুঁজে পাওয়া যায়, খুঁজতে চাইলে। আবার সহজ করে একরৈখিক ভাবনাতেও কবিতা পাঠে আনন্দ আসে।

শুভেচ্ছা, আলাউদ্দিন।

ভালো থাকো নিরন্তর।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ রানা ভাই।

আপনার পাঠ অনুপ্রাণীত করে :)

শুভ সন্ধ্যা।

২১| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন:
ছেলেটি ছিলো স্বপ্নবিলাসী, আর স্বপ্নবিলাসীরা আত্নহত্যার ঝুঁকিতে থাকে
আর সবার জন্য একটা পথ নির্দেশ দিলেন-- সবাই বাস্তববাদী হোন।


চমৎকার!

শুভেচ্ছা রইলো কবি!

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।

শুভ সকাল।

২২| ২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪

ডানাহীন বলেছেন: স্বপ্ন সত্যি অনেক আগেই লটকে গিয়ে বেঁচেছে .. শুধু শুধু এতো ধৈর্য দেখানো ছেলেটির মোটেই উচিত হয়নি,বাস্তব তো তার কাঁথা পুড়িয়েই ছাড়ল ।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এই শীতে কাঁথা পুড়িয়েই তো একটু উষ্ণতা পাওয়া যায়। :#)


অনেক ধন্যবাদ।
শুভ সকাল।

২৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪১

নতুন পাঠক বলেছেন: মারাত্নক কবিতা

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হতে পারে!

২৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫

একলা ফড়িং বলেছেন: অদ্ভুত সুন্দর!



প্লাস!

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ।

শুভ সকাল।

২৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫১

বৃতি বলেছেন: কবিতা ভালো লেগেছে।
একটা টাইপো-
কঙ্কাল সাঁর >> কঙ্কালসার

২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।

শুভ বিকেল।

২৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১২

বিদগ্ধ বলেছেন: একটি ভালো কবিতা পড়লাম.........

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ।

২৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

সোমহেপি বলেছেন: অনেকদিন আগেই পড়েছিলাম।আজ আবার পড়লাম। শেষ লাইনটাই আসল কবিতা।

ভাললাগা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ চাঁদ ভাই :)

ভালো আছেন আশাকরি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.