নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

ইট রঙ্গা শরীর

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১২





মাত্রই কবর থেকে উঠে এলাম।

এখনো শরীর থেকে ঝরছে ঝুরঝুরে মাটি

মাটি? শরীর কি মাটি নয়?

তবে কেন এই শরীর মাটিতে মিশে যায়?

মিশে যাওয়ার কথা শুনে --

মনে পড়ে, পরষ্পর মিলনের কথা।

মনে মনে মিল, শরীরে শরীরে মিল

শরীরে শরীরে মিলন --

এখানে ধ্রুপদী হৃৎপিণ্ডের কথা বাদ দেওয়া হলো!

ওসব বাজে কথা। ওখানে ভালবাসা থাকে না

থাকে কেবল বেঁচে থাকার অর্থবহ ঘন্টা;

সুস্থ দেহের ঐ-ই একমাত্র নিদর্শন।

ঘন্টা বাজলেই বুঝতে হবে-- তুমি বেঁচে আছো।



এর বাইরে হৃৎযন্ত্র নিয়ে যতো কথা,

গল্প কাহিনি প্রচলিত আছে --- সবই মিথ।

এক ছিলো রাজকুমার, ঘনকালো সবুজ বনে গিয়ে --

রাজকুমারী... হাবিজাবি, যত্তোসব অবাস্তব কল্পনা।

যা কিছু আছে, তা আসলে ---

নেহাত মনগলানো কথা, কবিদের ভাওতাবাজি।



এদিকে অন্ধকার গলির মাথায় ল্যাম্পপোস্ট;

ল্যাম্পপোষ্টের হ্যালোজেন আলো খেলা

কুলসুমের মায়ের তীব্র কণ্ঠ শোনা যায় -- চোৎমারানি একটা!

কোথায় মায়াবী অন্ধকারে মিষ্টি কথা বলবে

কিংবা সঙ্গমে মেতে উঠবে! তা না করে

গোসলের জল, খাবারের জল,

সশব্দে স্নান ঘরের দরজা লাগায়... মাগী!



আমি কবর থেকে উঠে এসে দেখি ---আগুন।

আগুনে আমার শরীর অঙ্গার হয় --

ইট রঙ্গা শরীর নিয়ে বাইরে বেরুই

আবদুল, মোতালেব, মতির মা, কুলসুমের মা

সবাইকে দেখে ভালো লাগে-- সবাই কতো বাস্তবিক

আমিও জল ধরি, স্নান ও খাবারের ...!



মন্তব্য ৫২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৪

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: কবিতার বিষয়টা আনকমন লাগল।

ভাল লেগেছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ।

শুভ রাত্রি!

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেকদিন পর কবি!!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কিভাবে যে লিখতে হয় ভুলে গেছি! :(

অনেক ধন্যবাদ।

শুভ রাত্রি!

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৫২

অতঃপর জাহিদ বলেছেন: অসাধারণ লিখেছেন?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

কেমন লিখেছি কি করে বলি :|

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ! বেশ!

কবির সাথে কবির তুলনা দেওয়া আসলে উচিৎ না, সবাই স্বশৈলীতে উজ্জ্বল; কিন্তু এই কবিতায় বারংবার সুনীলের মতন আগুনের আঁচ পেলাম। জিনিসটা উপভোগ্য।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কি রিপ্লাই ইবো বুঝতেছিনা!

অনেক ধন্যবাদ :)

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৫

সুমন কর বলেছেন: অনেকদিন পর অাপনার কবিতা পেলাম।

চমৎকার কবিতায় ৩য় ভাল লাগা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন: আমি লিখতে ভুলে গেছি ভাই। তাই আসা হয়না!

কৃতজ্ঞতা :)

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কবি চমৎকার হয়েছে । অনেকদিন পর আপনার কবিতা । সুন্দর +

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

অনেকদিন পর লিখলাম :(

কৃতজ্ঞতা :)

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৮

বেলায়েত মাছুম বলেছেন: আমিও জল ধরি, স্নান ও খাবারের......

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শুভকামনা রইল :)

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




ইট রঙা শরীর// চমৎকার নামের নামের চমৎকার কবিতা!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কৃতজ্ঞতা ভাই। :)

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৪

প্রেতরাজ বলেছেন: ভাল লাগল।
সাবলীল বাচন ভঙি।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কৃতজ্ঞতা ভাই। :)

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩০

বৃতি বলেছেন: বেশ ভাল লাগলো।
কবিদের ভেতর কি হতাশা আর আত্মহননের চিন্তা বেশি থাকে?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি জানি না। আমি তো কবি নই :(

থ্যাঙ্কস আপু।

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯

ডি মুন বলেছেন: খুব একটা যে বুঝেছি, এমন নয়। তবে পড়তে ভালো লাগল।

++++
শুভকামনা কবির প্রতি।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি কবিতা বুঝি না তাও পড়ি :)

শুভকামনা রইল :)

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১

কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: সশব্দে স্নান ঘরের দরজা লাগায়... মাগী!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শুভকামনা রইল :)

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ভাল লাগল ভাই :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস :)

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৭

জাফরুল মবীন বলেছেন: সহজ ভাষায় লেখা কিন্তু কবির মনোজগতের কোন ভাবনা বা ঘটনা থেকে এ কবিতার জন্ম সেটাই কবিতার মূল রস যা কবি নানা শব্দের জাল বুনে পাঠককে ভাবতে বাধ্য করে।সত্যি কথা বলতে কবিতার শব্দ ও পংক্তিগুলো পরিচিত হলেও মূল ভাবনাটা ধরতে পারিনি।খুব খুশী হবো আপনি যদি এ বিষয়ে ব্যাখ্যা প্রদান করে পুনঃপাঠপূর্বক রস আস্বাদনের সুযোগ করে দেন।

অসংখ্য ধন্যবাদ কবি।

শুভকামনা জানবেন। :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনি কবিতাটাকে যেভাবে ভাববেন সেটাই হবে এই কবিতার ব্যাখ্যা। আমি বলে দিলে তো আর আপনার ভাবনা ডাল পালা মেলতে পারবে না।

আর কবিতা বুঝা টা খুব জরুরি না :)

অনেক ধন্যবাদ।

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৫

মহামহোপাধ্যায় বলেছেন: ওখানে ভালবাসা থাকে না
থাকে কেবল বেঁচে থাকার অর্থবহ ঘন্টা;



ভালো লাগলো। অনেকদিন পর আপনার কবিতা পেলাম।


ভালো থাকুন।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন: অনেকদিন পর কিছু লিখলাম। আমি মনে হয় ফুরিয়ে গেছি :(

অনেক ধন্যবাদ :)

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

নামের মতোই সুন্দর কবিতা।++++

ধন্যবাদ কবি।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ :)

১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৩

আরণ্যক রাখাল বলেছেন: বুঝিনি যদিও তবে ভাষাবৈচিত্র কিংবা মাধুর্য যা বলুন না কেন, এর জন্য পড়তে ভালো লেগেছে

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কৃতজ্ঞতা ভাই। :)

১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪০

সায়েম মুন বলেছেন: ভিন্ন আমেজের কবিতা!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি :)

১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লাগলো ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ। :)

২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: সুন্দর।

ভিন্নতা আছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি :)

২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৭

ডট কম ০০৯ বলেছেন: দুইটা কবিতা পড়লাম মনে হল।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

বারকয়েক পড়লাম। মনে হলো না :)

থ্যাঙ্কস ডট কম ভাই।

২২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৬

হাসান মাহবুব বলেছেন: দারুণ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস হা-মা ভাই।

শুভ পড়ন্ত সকাল :)

২৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগছে

০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।

ভালো থাকবেন। :)

২৪| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ৮:৩৪

সোনালী ডানার চিল বলেছেন: দারুন কবিতা পড়া হলো!

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।

শুভকামনা সব সময়।

২৫| ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৮

জাহাঙ্গীর.আলম বলেছেন:
জীবনস্নাপ ৷

প্রতিদিন ৷

আবহ ও পর্যায়ক্রম সাবলম্বী ৷

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পাঠ আনন্দদায়ক ছিলো!


শুভেচ্ছা :)

২৬| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৫

রুদ্র জাহেদ বলেছেন:

অদ্ভুত সুন্দর কবিতা।পড়তে বেশ ভালো লেগেছে
+++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

অনেক ধন্যবাদ ভাই। এটা আমারো ভালো লাগার কবিতা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.