নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

দ্বন্দ্ব

০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:০৮




স্পষ্ট দ্বন্দ্ব বিরাজমান; কথা হয়
তবুও কথা নয়, কেবল কাল খ্যাপন
পাখি জানেনা তার উড়ে যাওয়ার ঠিকানা
তবুও মায়ার বাঁধন বাঁধে এখানে ওখানে...
রোজকার নিয়ম অনুসারে খতিয়ান লেখে
সরল সুদ অংক কষে---
তৈলাক্ত বাঁশ বেয়ে বাদর উঠে, নামে
গন্তব্য এখানেও অমীমাংসিত।

সূর্য উঠেছে, তার শরীরে লেগে আছে
রাত্রি জাগরণের ফুলাঙ্কিত নকশা
যাকে বলা হয় সকাল। ইছামতির
বাঁকে যে নৌকো গুলো বাঁধা তারাও
জানে না তাদের সন্ধ্যা কোথায়
কোন ঘাটে বাঁধা পড়বে আর গাইবে
ভুবনডাঙ্গার গান। এখানেও রহস্য
হায় ঈশ্বর, তোমার রূপ চেনা দায়!

এখানেও কী তোমার কাল খ্যাপন
না তুমি জানো না তোমার পরিচয়
যেমন আমার ঈশ্বরী জানেনা
কোন মূল্যে আমাকে ধরে রাখতে হয়!

মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৫ সকাল ৭:৩২

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড বলেছেন: fantastic

০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন: তুই সামুতে কবে থেকে??

ফোন দিস তো। একদিন আড্ডা দিমু :)

২| ০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩১

হাসান মাহবুব বলেছেন: চমৎকার। অনেকদিন পরে ফেরাটা বেশ হলো।

০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা-মা ভাই!! কেমন আছেন??

ফিরে কী আসলাম!!! মনে হয় না :( সময় পাই না। আর আমার ল্যাপটপ নষ্ট হয়ে সর্বনাশ হয়েছে ব্লগিং-এ :(


ভালো থেকেন। :)

৩| ০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই :)

৪| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৯

আহসান জামান বলেছেন:
বাহ্! পাঠ্যসুখ। ভালো থাকবেন।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০১

আহমেদ আলাউদ্দিন বলেছেন: অনেক ধন্যবাদ কবি :)

ভালো থাকবেন।

৫| ১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২৯

মাজহার সরকার বলেছেন: ভাল লেগেছে । :)

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন: তুই সামুতে আছোস তাহলে!!


থ্যাঙ্কস কবি। :)

ভালো থাকিস।

৬| ২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৫

জাহাঙ্গীর.আলম বলেছেন:
রহস্যেরা অসজ্ঞায়িত হয়ে বেঁচে থাক ৷ পাঠে ধন্য ৷

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

শুভকামনা :)

৭| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২২

রঙ তুলি ক্যানভাস বলেছেন: অনেকদিন পর,
আপনার মতন আমিও বলি " হায় ঈশ্বর, তোমার রূপ চেনা দায়"

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

" হায় ঈশ্বর, তোমার রূপ চেনা দায়"

আসলেই...?

ব্লগে আসেন আর?

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ লাগল

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধন্যবাদ রুদ্র ভাই :)

৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০১

নেক্সাস বলেছেন: চমৎকার কবিতা

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন: নেক্সাস ভাই কেমন আছেন??

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৯

মাহবুবুল আজাদ বলেছেন: দারুণ কবিতা, তা ভাইজান হারালেন কোথায়, আজকাল আর দেখা যায় না।

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন: আমি হারানোদের দলে ভাই! ;)

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪

অপর্ণা মম্ময় বলেছেন: এই "খ্যাপন" এর মানে কি ? ক্ষেপন মানে -- অতিবাহিত এইটা জানি!

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন: ওটাই! আমার ইচ্ছে হইছে তাই এভাবে বানান লিখেছি ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.