নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

দেবদূত

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩




সদ্য রঙ ও তুলি পাওয়া শিশুকে দেখি—
ঘর, নদী ও নৌকোর ছবি আঁকে
তাতে বাহারি রঙ মাখে।
ছোট তবু আবহমান বাঙলায়
তার প্রথম পদচারনা—
স্বপ্ন ও মায়া বুনন।

তুমি কোথায়? দেখো—
একটি শিশুকে দেখো— দেখো—
তার ভালোবাসা ও পাগলামির বহিঃপ্রকাশ।

গতরাতে স্বপ্নে তোমার সঙে
নদী তীরে হাঁটছিলাম!
হঠাৎ ভোর এসে পরায় আমাকে
জাগিয়ে দিয়েছিলো— মোরগের গর্বিত ডাক।
অসম্পূর্ণ স্বপ্ন নিয়ে যখন পিচ ওঠা রাস্তায় হাঁটছিলাম
তখন দেখি— আমাদের সন্তান এঁকেছে—
ঘর, সংসার, গৃহস্থালি।



*** ছবি নেট থেকে নেওয়া।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৮

হাসান মাহবুব বলেছেন: অসম্পূর্ণ স্বপ্ন থেকে পবাস্তবের দিকে প্রবাহমান অনুভূতিতে শিশুরা জড়িয়ে থাকুক মখমল চাদর হয়ে। নদী তীরে কেউ ডুবে যায়, তলিয়ে যায়... তবুও জেগে ওঠে অর্ধেক স্বপ্নের ভাগীদার হয়ে।

কবিতা সুন্দর লাগলো।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতাটা লিখে মোটেও সেটিফাই না। মনে হয় কোথায় যেন কিসের অভাব আছে!! আর শিরোনামটাও পছন্দ হয়নি আমার। কিন্তু দ্বিতীয়বার এটা নিয়ে কিছু করার মতো সময়ও পাচ্ছি না :(


অনেক ধন্যবাদ হা-মা ভাই :)

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯

মাহবুবুল আজাদ বলেছেন: যথারীতি অনেক সুন্দর একটা লেখা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।।

শুভেচ্ছা :)

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:১৮

রুদ্র জাহেদ বলেছেন:
অসম্ভব সুন্দর।খুব ভালো লেগেছে

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধন্যবাদ জাহেদ ভাই :)

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫

বিজন রয় বলেছেন: আপনি তো ভাল কবিতা লেখেন। কিন্তু নতুন পোস্ট দিচ্ছেন না কেন?
দিন।

এই কবিতায় ++++

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন: ভাই লিখতে পারি না। আর লিখতে পারলেও পোস্ট করার সময় সুযোগ হয় না।


অনেক ধন্যবাদ।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২০

দিল মোহাম্মদ মামুন বলেছেন: আপনার কবিতাটা খুব ভাল লাগলো, ধন্যবাদ আপনাকে

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২০

আহমেদ আলাউদ্দিন বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

৬| ১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

বৃষ্টিধারা বলেছেন: হুম

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

ভাগ! আইছস কইথাইক্যা -_-

৭| ২২ শে জুন, ২০১৭ রাত ১০:০৪

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২০

আহমেদ আলাউদ্দিন বলেছেন: দিলাম তো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.