নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্য সবার মতো নই। কারন আমি অন্য সবদের দলে নেই। আমার পরিচয় যে আমি ই।

আহমদ আতিকুজ্জামান

শত সহস্র শ্রেষ্ট সব স্বত্ত্বার ভীড়ে আমি কেউ ই না। ভালোবাসি ফুটবল। ফুটবল ফ্যান- এটাই সময়োপযোগী সেরা পরিচয় ধরা যেতে পারে।

আহমদ আতিকুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

" বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে দ্রুততম গোলদাতা যারা"

১০ ই মে, ২০১৬ রাত ১:১২

ফুটবল হলো গোলের খেলা। আর একটা গোলই বদলে দিতে পারে ম্যাচের পুরো চিত্র। হোক সেটি শুরুর দিকে অথবা শেষের দিকে। আজকে আপনাদের বলবো ফুটবল বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে দ্রুততম গোলগুলির কথা।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ের গোল হয় মাত্র ১১ সেকেন্ডে। ২০০২ সালে জাপান-কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তুরস্কের তারকা স্ট্রাইকার হাকান সুকুর খেলা শুরু হওয়ার মাত্র ১১ সেকেন্ডের মাথায় গোল করে হতভম্ব করে দিয়েছিলেন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের। তুরস্কের অন্যতম অভিজ্ঞ এই তারকা ফুটবলারের তাঁর ওই দ্রুততম গোলটির আগে ছয়টি বিশ্বকাপ ম্যাচ খেললেও গোল পাননি তার একটিতেও।ওই ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারিয়ে তৃতীয় স্থানটি দখল করে নেয় তুর্কিরা। এযাবত্কালে বিশ্বকাপে তুরস্কের সেরা সাফল্য ছিল সেটি।

দেখে নিন বিশ্বকাপের সবচেয়ে কম সময়ে দেয়া গোলগুলা আর গোলদাতার তালিকা-

★ ১১ সেকেন্ডেঃ হাকান শুকুর, তুরস্ক।
★ ১৫ সেকেন্ডঃ ভ্যাকলাব মাসেক।
★ ২৩সেকেন্ডঃ পাক সিউং-জিন।
★ ২৪ সেকেন্ডঃ আর্নস্ট লেহনার।
★ ২৭ সেকেন্ডঃ ব্র্যায়ান রবসন, ইংল্যান্ড।
★ ৩৭ সেকেন্ডঃ বার্নার্ড লাকোম্বে ফ্রান্স।

© আহমদ আতিকুজ্জামান।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৬ রাত ১:১৪

আহমদ আতিকুজ্জামান বলেছেন: ফুটবল বিশ্বকাপ নিয়ে আরোও পোস্ট আসছে। অপেক্ষা করুন....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.