নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্য সবার মতো নই। কারন আমি অন্য সবদের দলে নেই। আমার পরিচয় যে আমি ই।

আহমদ আতিকুজ্জামান

শত সহস্র শ্রেষ্ট সব স্বত্ত্বার ভীড়ে আমি কেউ ই না। ভালোবাসি ফুটবল। ফুটবল ফ্যান- এটাই সময়োপযোগী সেরা পরিচয় ধরা যেতে পারে।

আহমদ আতিকুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

বন্ধু.....

১৬ ই মে, ২০১৬ রাত ১২:৩৫

বন্ধু সে নয়, যে তোমাকে গিফট দেয়।
বন্ধু হলো সে,যে তোমার টি-শার্ট টি নিয়ে আর ফেরত দেয় না।
ভালবেসে রেখে দেয়।

বন্ধু সে নয়, যে তোমাকে ইনবাইট করে।
বন্ধু হলো সে,যে তোমার বাড়িতে এসে বলবে, "কি রান্না হয়েছে, খেতে দে"।

বন্ধু সে নয়,যে তোমাকে ফোনকরে দেখা করতে বলবে।
বন্ধু হলো সে,যে তোমার বাসার সামনে এসে বলবে, "দোস্ত কইরে তুই"?

বন্ধু সে নয়,যে তোমার বিপদের খবর শুনে ঘরে বসে থাকবে।
বন্ধু হলো সে,যে তোমার বিপদে তোমার পাশে এসে দাড়িয়ে বলবে, "চিন্ত করিস না দোস্ত, আমি আছি তো"।

বন্ধু সে নয়, যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে।
বন্ধু হলো সে,যে তোমার উপর সন্দেহ করা তো দূরের কথা, কেউ তোমার
নামে কিছু বললে,সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে।

বন্ধু সে নয়,যে তোমার মৃত্যুর পর তোমাকে ভুলে যাবে।
বন্ধু হলো সে,যে তোমার মৃত্যুর পর তোমার কবরের পাশে গিয়ে কাঁদবে এবং বলবে, "এইনে তোর 'টি- শার্ট',আর ফিরিয়ে দে আমার বন্ধুত্ব"।

বন্ধু, ভালোবাসিরে তোদের...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.