নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্য সবার মতো নই। কারন আমি অন্য সবদের দলে নেই। আমার পরিচয় যে আমি ই।

আহমদ আতিকুজ্জামান

শত সহস্র শ্রেষ্ট সব স্বত্ত্বার ভীড়ে আমি কেউ ই না। ভালোবাসি ফুটবল। ফুটবল ফ্যান- এটাই সময়োপযোগী সেরা পরিচয় ধরা যেতে পারে।

আহমদ আতিকুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

শুরু হচ্চে ইউরো শ্রেষ্টত্বের লড়াই! প্রস্তুত ফুটবল বিশ্ব।

১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৫

আবারো শুরু হচ্চে ইউরো কাপ ফুটবল। ইউরোপের শ্রেষ্টত্ব লড়াইয়ের মহারন ছুঁয়ে গেছে বাংলাদেশি ফুটবল ভক্তদের মনেও। জেনে নিন ইউরো ২০১৬ এর খুঁটিনাটিঃ

সর্বমোট ২৪ দল নিয়ে মোট ছয়টি গ্রুপে আসরটি সম্পন্ন হবে।

নিচে ছয়টি গ্রুপে দলগুলোর নাম দেওয়া হলো:

গ্রুপ ‘এ’-ফ্রান্স, রোমানিয়া, আলবেনিয়া ও সুইজারল্যান্ড।

গ্রুপ ‘বি’-ইংল্যান্ড, রাশিয়া, ওয়েলস ও স্লোভাকিয়া।

গ্রুপ ‘সি’-জর্মান, ইউক্রেন, পোল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড।

গ্রুপ ‘ডি’-স্পেন, চেক রিপাবলিক, তুরস্ক, ক্রোয়েশিয়া।

গ্রুপ ‘ই’-বেলজিয়াম, ইতালি, রিপাবলিক অব আয়ারল্যান্ড ও সুইডেন।

গ্রুপ ‘এফ’-পর্তুগাল, আইসল্যান্ড, অস্ট্রিয়া ও হাঙ্গেরি।

দেখে নিন এবারের ইউরো কাপের শক্তিশালী দলগুলোর স্কোয়াড- 

ইতালির ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড:

গোলরক্ষক: জিয়ানলুইজি বুফন, ফেদেরিকো মার্চেট্টি, সালভাতোরে সিরিগু।

ডিফেন্ডার: ডেভিড আস্তুরি, আন্দ্রে ব্রাজাগলি, লিওনার্দো বনুচ্চি, জিওর্জিও চিয়েল্লিনি, অ্যাঞ্জেলো ওগবোনা, ড্যানিয়েল রুগানি।

উইঙ্গার: ফেদেরিকো বার্নাডদেশেচি অ্যান্তোনিও ক্যান্ডরিভা, মাত্তেও ডারমিনা, মাতিয়া ডি স্চিগলিও, স্টেফান এল শারাওয়ে, ডেভিডে জাপাকোস্তা।

মিডফিল্ডার: মার্কো বেনাসি, গিয়াকোমো বোনাভেচুরার, ড্যানিয়েল ডি রসি, আলেসান্দ্রো ফ্লোরেন্জি, ইমানুয়েল গিয়াচিরিনি, জর্জিনহো, রিকার্ডো মেন্টোলিভো, থিয়াগো মোত্তা, মার্কো পারোলো, স্টেফানো স্টুরারো।

ফরোয়ার্ড: এডার, সেরো ইমোবিলে, লরেঞ্জো ইনসিগনে, গ্রাজিয়ানো পেলে, সিমন জাজা।

পর্তুগাল স্কোয়াড:

গোলরক্ষক: রুই প্যাট্রিসিও , অ্যান্থনি লোপেজ, এদুয়ার্দো।

ডিফেন্ডার: ভিয়েইরিনহা, রাফায়েল গিরেইরো, চেড্রিক সোরস, এলিসিউ, ব্রুনো আলভেস, জোসে ফন্তে, রিকার্ডো কারভালহো, পেপে।

মিডফিল্ডার: উইলিয়াম কারভালহো, দানিলো পেরেইরা, জোয়াও মুতিনহো, আদ্রিয়েন সিলভা, জোয়াও মারিও, আন্দ্রে গোমেস, রেনাতো সানচেজ ।

ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো, এদার, ন্যানি, রিকার্দো কুরেসমা, রাফা সিলভা।

স্পেনের ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড:

গোলরক্ষক: ইকার ক্যাসিয়াস, ডেভিড ডি গিয়া , সার্জিও রিকো।

ডিফেন্ডার: জর্ডি আলবা, জেরার্ড পিকে ও মার্ক বারত্রা, সার্জিও রামোস ও দানি কারভাহাল, সিজার আজপিলিকুয়েতা, হুয়ানফ্রান।

মিডফিল্ডার: সার্জিও বুসকেটস ও আন্দ্রেস ইনিয়েস্তা, ডেভিড সিলভা, মিকেল সান জোসে, কোকে ও সাউল নিগুয়েজ, সেস ফ্যাব্রিগাস, থিয়াগো আলকানতারা, ইসকো, ব্রুনো সোরিয়ানো।

ফরোয়ার্ড: পেদ্রো রদ্রিগেজ, আলভারো মোরাতা, আরিত্জ আদুরিজ, নোলিতো, লুকাস ভাজকুয়েজ।

© আহমদ আতিকুজ্জামান।undefined

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

সুব্রত দত্ত বলেছেন: প্রথম ম্যাচ কবে, বাংলাদেশ সময়ে কখন? আর কার কার?

২| ১০ ই জুন, ২০১৬ রাত ৮:৩৫

বিজন রয় বলেছেন: আপনার কোন দল?

১১ ই জুন, ২০১৬ বিকাল ৫:২২

আহমদ আতিকুজ্জামান বলেছেন: আমি ভাই ফুটবল ফ্যান। সব দলের ফুটবলীও সৌন্দর্য উপভোগ করি ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.