নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্য সবার মতো নই। কারন আমি অন্য সবদের দলে নেই। আমার পরিচয় যে আমি ই।

আহমদ আতিকুজ্জামান

শত সহস্র শ্রেষ্ট সব স্বত্ত্বার ভীড়ে আমি কেউ ই না। ভালোবাসি ফুটবল। ফুটবল ফ্যান- এটাই সময়োপযোগী সেরা পরিচয় ধরা যেতে পারে।

আহমদ আতিকুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

তারাও মানুষ ; তবে অসাধারণ ....

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১২

প্রতি সন্ধ্যায় আমি গলির শেষ মাথায় চায়ের টঙে কিছু কিছু ছেলেকে দেখি। ক্লান্ত, ঘামে ভেজা, শহরের কালো ধোঁয়া সেপ্টে থাকা তাদের দেহ থেকে তখন এক্স, ফগ পারফিউমের সুগন্ধ ছড়ায় নাহ্,ফ্যামিলিকে সুখে রাখার অফুরন্ত পরিশ্রমের বিদঘুটে গন্ধ থাকে তাতে!

ছেলেগুলোর অনুপ্রেরণার জন্য কোনো মহান ব্যাক্তির জীবণীতে চোখ বুলানো লাগেনা, আট বছরের ছেলেটির রাস্তায় রাস্তায় বোতল কুড়ানো কিংবা বাবার থেকেও বৃদ্ধ মানুষটিকে রিক্সা চালাতে দেখে অনুপ্রেরণা খুঁজে নেয়! এই ছেলেগুলো ফেসবুকে লুতুপুতু চ্যাটিং, ডেয়ার গেইম, গল্পলেখা নিয়ে ব্যস্ত থাকে না.. জীবণটাই যে তাদের নিকট নিষ্টুর একটা গল্প..মিথ্যা হাসি মুখে জড়িয়ে বেঁচে থাকার সাহসী গল্প!

ঈদ/পূজা সামনে আসলে ছেলেগুলো ভাবে,"এইবার বেতনের টাকাটা দিয়ে ভালো জামাকাপড় কিনবো".. কিন্তু পরক্ষণেই বাবার ঔষুধ, মায়ের বাজার খরচ, বোনের পরীক্ষার ফিস'সহ সহস্র খরচ সেই ভাবনায় পানি ঢেলে দেয়। আসলে ম্যানস চয়েসের ডিজাইন শার্টটা, এ্যাপেক্সের দামী জুতা বাস্তবে তো দূরের কথা,স্বপ্নেও পরিধান করার দুঃসাহস দেখাতে পারেনা ছেলেগুলো।

সারাদিন মুঠোফোনে গফের সাথে জানু, বাবু, ময়নাপাখি এইসব বলার সময় তাদের নেই। চায়ের টঙে সস্তা চায়ে চুমুক দিয়ে তারা ভাবে,"একদিন কেউ একজন ভাত সামনে নিয়ে তার অফিস থেকে ফেরার পথ চেয়ে বসে থাকবে। পার্কে সোডিয়াম আলোর নিচে বসে দশ টাকার বাদাম খেতে খেতে গল্প করবে.. কিছুক্ষণ পরপর সে চিমটি দিয়ে বলবে,"এই চলো এখন.. রাত অনেক হয়ছে.. কেউ দেখে ফেললে কি বলবে"

দিনশেষে বাড়ি ফেরার সময়, আলালের ঘরের দুলালরা সিগারেটের ধোঁয়া ছেড়ে কটু কথা বলে টিটকারি মারে। ছেলেগুলা তখন প্রতিবাদ করেনা, তারা উচ্চবিত্ত ফ্যামিলির ছেলে হয়ে বাবার টাকা উড়াচ্ছে.. আর সে এই কঠিন পৃথিবীতে টিউশন, পার্টটাইম জব করে ফ্যামিলির যাবতীয় চাহিদা মেটাচ্ছে! এর চেয়ে কড়া প্রতিবাদ আসলে করা যায় না।এই প্রতিবাদের কোনো শব্দ হয়না, কিন্তু নিশ্চুপতা অনেক কিছু বলে যায়।

পরীক্ষায় ভালো একটা রেজাল্ট, সময় কভার করে আরেকটা টিউশন, অফিসে ক্ষাণিকটা বেশি ওভারটাইম, জীবণের রাস্তায় আরেকটু পথচলা- এই ছেলেগুলো "অনুপ্রেরণা"শব্দটাকে আকাশ সমান উচ্চতায় নিয়ে যায় প্রতিনিয়ত। লেখার শুরুতেই বলেছিলাম, প্রতি সন্ধ্যেয় আমি চায়ের টঙে কিছু ছেলেকে দেখি ; ভুলবলেছিলাম। আমি প্রতি সন্ধ্যেয় চায়ের টঙে কিছু "ফাইটার'কে" দেখি, যারা সকল প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়ে যায় ফ্যামিলির জন্য। স্যালুট সেইসব ফাইটারদের ।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২০

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি প্রতি সন্ধ্যেয় চায়ের টঙে কিছু "ফাইটার'কে" দেখি, যারা সকল প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়ে যায় ফ্যামিলির জন্য। স্যালুট সেইসব ফাইটারদের ।

চমৎকার অনুভূতির প্রকাশ। ধন্যবাদ।

৩০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

আহমদ আতিকুজ্জামান বলেছেন: ধন্যবাদ :)

২| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৮

জল্লু ঘোড়া বলেছেন: নিষ্ঠুর বাস্তবতা। এবং এই "ফাইটার"দের মধ্য থেকেই জগতের সমস্ত করিৎকর্মা লোকের আবির্ভাব হয়েছে।

আপনার লেখনির জোর আছে। আরো আশা করছি।

৩০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

আহমদ আতিকুজ্জামান বলেছেন: পড়ার জন্যে এবং অনুপ্রেরণা দেয়ার জন্যে ধন্যবাদ :)

৩| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৮

তারেক ফাহিম বলেছেন: মজলুমদের নিয়ে সুন্দর বক্তব্য দেখে অনেক মুগ্ধ।

৩০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

আহমদ আতিকুজ্জামান বলেছেন: ধন্যবাদ পড়ার জন্যে :)

৪| ৩০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

কানিজ রিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ওরাও মানুষ কিন্ত
অসাধারন একথাটা বেশী সত্য। ওদের গায়ের
গন্ধ পরিশ্রমের গন্ধ যে গন্ধে থাকে পরিবারের
দায়দায়ীত্ব বোধের গন্ধ পেটের দায়ের গন্ধ।
আমি আমার ছেলেকে বলেছিলাম পুরুষের
গায়ের পরিশ্রমী গন্ধ হোল দায়িত্ববোধের গন্ধ।
আর পারফিউমের গন্ধ হোল নষ্ঠ পুরুষত্বের
গায়ের গন্ধ।
আমার কাছে আপনার এলেখা আজকের
শ্রেষ্ঠ লেখা। কাগজ বোতল কুড়ানী টুকাইদের
গায়ের গন্ধ আমার সমবেদনা। ওরা যেখানে
যে এড়িয়ায় থাকে সেখানের বিবেকবান
মানুষের প্রতি আহ্বান জানাব যার যার
এড়িয়ার পথ শিশুর জন্য অন্তত ওদের
লেখা পড়ার খরচ বহন করি। একটু ইচ্ছাই
যথেষ্ঠ। ধন্যবাদ,

০১ লা মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

আহমদ আতিকুজ্জামান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু সময় নিয়ে পড়ার জন্য। আপনার কমেন্ট পড়ে সত্যিই ভালো লাগলো। থ্যাংকস :)

৫| ৩০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

ফারহানা শারমিন বলেছেন: একসময় জীবনই গাইবে এদের জয়গান।ভাল লিখেছেন।শুভ কামনা রইল।

০১ লা মে, ২০১৭ সকাল ১১:৪১

আহমদ আতিকুজ্জামান বলেছেন: ধন্যবাদ আপি :)

৬| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪০

আহমেদ জী এস বলেছেন: আহমদ আতিকুজ্জামান ,




প্রতি সন্ধ্যায় গলির শেষ মাথায় চায়ের টঙে কিছু কিছু ছেলেকে দেখাই শুধু নয় এমন ছেলেমেয়েদের দেখা পাওয়া যাবে সবখানে ।
এরাই - " আমরা- আমি-তুমি-সে " ।
আমাদের এমন ছবি এখানে দেখতে পারেন অনুগ্রহ করে -
এ কোন সকাল, রাতের মতো অন্ধকার ........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.