নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্য সবার মতো নই। কারন আমি অন্য সবদের দলে নেই। আমার পরিচয় যে আমি ই।

আহমদ আতিকুজ্জামান

শত সহস্র শ্রেষ্ট সব স্বত্ত্বার ভীড়ে আমি কেউ ই না। ভালোবাসি ফুটবল। ফুটবল ফ্যান- এটাই সময়োপযোগী সেরা পরিচয় ধরা যেতে পারে।

আহমদ আতিকুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

আহা শৈশবের সেই শুক্রবার গুলো!

০৬ ই মে, ২০১৭ দুপুর ২:২৬

প্রতি শুক্রবার জুম্মার নামাজ শেষে শৈশবের বিটিভির কথা মনে পড়ে-

'সুপ্রিয় দর্শকমণ্ডলী, এখন আপনাদের জন্য রয়েছে অমুক পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি অমুক, শ্রেষ্ঠাংশে রয়েছেন জসিম, শাবানা, রাজীব, দিলদারসহ আরো অনেকে।

সেইসময়ের বিজ্ঞাপন বিরতি অনেক দীর্ঘ হতো। আমরা গুনতাম- ৩১ নাম্বার চলছে, ৩২..। বিজ্ঞাপন বিরতিগুলোও ছিলো বেশ মজার। কয়েকটা বিজ্ঞাপনের উদাহরণ দিতে পারি, যেমন-

'শরীফ ভাই, আপনার দোকানে কি খাবার স্যালাইন আছে? প্রত্তুত্বরে দোকানদার বলতেন-
'আছে মানে, smc র ওরস্যালাইন আছে...। হৃষ্টতার দীর্ঘ হাসি হেসে তখন তিনি বলতেন;
'আহ, জীবনডা বাঁচাইলা, জলদি তিন প্যাকেট দেও'।।

এই ফাঁকে কেউ একজন আবার টিনের এড নিয়ে হাজির। গানের সুরে নায়িকা বলতেছেন-
'একশর্তে করতে পারি বিয়া, আমাগো ঘরবানাও যদি এপোলো টিন দিয়া'

পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর সেই এডটার কথা মনে আছে?

'আমার স্বামী তো একটা কিস্তি দিয়াই মইরা গেছে, তয় আমি কি পুরা টাকা পামু?
-অবশ্যই পাবেন....

কবিরাজ বেসে এবার একজন হাজির। আর তার সেই নাটিকা-
সব গাছ কাইট্টা ফালাইতাছে, আমি ঔষধ বানামু কি দিয়া'

সন্ধ্যা থেকেই অপেক্ষায় থাকা ; কখন বাজবে আটটা। তখন রাত আটটার সংবাদের পর আলিফ লায়লা দেখাতো। এই ফাকে প্যারাশুট নারিকেল তেলের এড দেখা হয়ে যেত- 'আমার মন এখন হারায়' গানের সুরে সুরে।

কিংবা তিব্বত কদুর তেলের সেই এড- 'চল্লিশ বছর ধরে মাখছি, মাথা ঠান্ডা রেখে আজো কাজ করছে'!

এসবের সব আজ স্মৃতি। কালের বিবর্তনে বদলে গেছে মিডিয়া আর বিজ্ঞাপন জগত। এসেছে আধুনিকতার ছোঁয়া আর রুচিশীল ও সময়োপযোগী সব বিজ্ঞাপন। তবে এতসবের মাঝেও আমরা একটুখানি ফিরে দেখতে চাই অতীত। আফসোস- সময় আমাদের জন্যে দাঁড়িয়ে নেই।
হায় বিটিভি! হায় প্রিয় শৈশব! হায় উৎকন্ঠা !

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৭ দুপুর ২:৪৪

চানাচুর বলেছেন: :(

০৬ ই মে, ২০১৭ দুপুর ২:৪৭

আহমদ আতিকুজ্জামান বলেছেন:

২| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:০৬

মোস্তফা সোহেল বলেছেন: আর কাশ ফুলের নরম ছোয়ার কথা ভুলে গেলেন?

৩| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:১৩

আহমদ আতিকুজ্জামান বলেছেন: আহাহাহাহাহাহা!!

৪| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৪:০২

সঞ্জয় নিপু বলেছেন: সেরাম এড ছিল,
* ফিলিপসের বাত্তি আর মানিক
* ডানো গুড়ো দুধ
* মীনা কার্টুন
* ম্যগগাইভার সিরিয়াল
আর সাথে লজ্জায় মুখ লুকোনো সেই এড, মোস্তফা সোহেল বলেছেন: আর কাশ ফুলের নরম ছোয়ার কথা ভুলে গেলেন?
হা হা, সে দিন গুলো অনেক ভাল ছিল, মিডিয়া বলতেই বিটিভি আর বাংলাদেশ বেতার, কি আগ্রহ আর উৎকণ্ঠা থাকতো, প্রতিটি ইত্যাদির পর্বে, আর সে আলোচনা চলতো সপ্তাহ জুড়ে।

০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৪

আহমদ আতিকুজ্জামান বলেছেন: হাহাহা দাদা একেবারে পয়েন্টে চলে গেছেন।

৫| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০০

মামুন ইসলাম বলেছেন: ছায়াছন্দ ছায়াছন্দ
শুভেচ্ছা
মাটিও মানুষ
এরকম আরো বেশকিছু মজার অনুষ্ঠান হত।

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

আহমদ আতিকুজ্জামান বলেছেন: ম্যাকগাইভার

৬| ০৬ ই মে, ২০১৭ রাত ৮:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আগে মাসে এক শুক্রবার দেখাতো বাংলা সিনেমা। আর তিন শুক্রবার ইংরেজি মুভি। তখন বাংলা ছায়াছবির ঘোষণা দিলেই টিভি'র সামনে আর 'মুভি অব দ্য উইক' বললেই খেলার মাঠে চলে যেতাম...

০৭ ই মে, ২০১৭ রাত ১:০৭

আহমদ আতিকুজ্জামান বলেছেন: সব অতীত এখন ..

৭| ০৭ ই মে, ২০১৭ সকাল ১১:৪৪

টারজান০০০০৭ বলেছেন: এক চিমটি লবন , একমুঠ গুড় আর আধাসের পানি। তারপর দিলাম ঘুটা.............

রোগ বালাইতো আছে দুনিয়ায় , ভালো থাকার আছে যে উপায় ..................

সুবর্ণা মোস্তফার হেডলাইট জ্বালানো কিসের যেন অ্যাড ছিল একখান !

ছিল্লা কাইট্টা লবন লাগাই দিমু....................

হারকিউলিস , রাভেন , ম্যানিমাল আরো কত স্মৃতি .............................

০৯ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

আহমদ আতিকুজ্জামান বলেছেন: ছিল্লা কাইট্টা লবন লাগাই দিমু- এপিক

৮| ০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

একটি বালুকণা বলেছেন: //আলিফ লায়লা,সিনবাদ,ক্রিকেট আর ফুটবল বিশ্বকাপ.......
আহা!!

০৯ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

আহমদ আতিকুজ্জামান বলেছেন: বিটিবির পর্দায় বিশ্বকাপ- আহা মিস করছি!

০৯ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

আহমদ আতিকুজ্জামান বলেছেন: বিটিবির পর্দায় বিশ্বকাপ- আহা মিস করছি!

৯| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৩

হাসান৭৮৬ বলেছেন: তিব্বত কদুর তেলের সেই এড- 'চল্লিশ বছর ধরে মাখছি, মাথা ঠান্ডা রেখে আজো কাজ করছে'!
...এখন সে রকম এড দেখিনা.এখন সব স্মৃতি

১০| ০৮ ই মে, ২০১৭ রাত ১০:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'সুপ্রিয় দর্শকমণ্ডলী, এখন আপনাদের জন্য রয়েছে অমুক পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি অমুক, ছবিটি তালিবাবাদ উপগ্রহ ভু কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে।

নস্টালজিক করে দিলেন ভাই।

০৯ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

আহমদ আতিকুজ্জামান বলেছেন: আহাহাহা ধন্যবাদ ভাই

১১| ১১ ই মে, ২০১৭ রাত ১:৪২

রাখালছেলে বলেছেন: স্মৃতি রোমস্থন.....আহা যদি আবার ফিরে পেতাম সেই সোনালী দিন গুলো ।

১২| ১১ ই মে, ২০১৭ রাত ২:১২

ব্লগ সার্চম্যান বলেছেন: যায় দিন ভালো আছে দিন খারাপ ।সব অতিত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.