নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

ভারতের মঙ্গল-অভিযান নিয়ে একটি কৌতুক!

০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫২

সেই অনেক দিন হয়ে গেল, দামিনি লাফিও-এর উপন্যাসটা পড়েছিলাম। আমার খুব পছন্দের উপন্যাসগুলোর একটা। তবে এখন আর উপন্যাসের চরিত্রগুলোর নাম মনে নেই, তবে মনে আছে দুইটা উল্লেখযোগ্য ঘটনা : ভারত ৪৫০ কোটি রুপি খরচ করে মঙ্গল অভিযান যাচ্ছে শুনে ঘটনা দুইটা আমার বারবার মনে পড়ছে, যার মধ্যে একটি ছিল এই রকম--আমেরিকার এক ইহুদি পরিবারের বিলিয়নপতি পিতা-মাতার একমাত্র ডাক্তার সন্তান আসে আনন্দ নগর বস্তিবাসীর সেবা করতে। এখানে এসেই সে ঠিক প্রেম নয়, কামনায় পড়ে যায় একটা বৌদ্ধ যুবতীর, সেই কামনা চরিত্রাত্ব করতে গিয়ে ফাটল ধরে তাদের সম্পর্ক। ডাক্তারের বিশ্বাস, মেয়েটা একদিন ক্ষুধার জ্বালায় ঠিকই তার কাছে আসবে। হুঁ, মেয়েটা এসেছিল, তবে ক্ষুধার জ্বালায় নয়, খুশির সংবাদ দিতে। মেয়েটা ছুটে এসে মহাআনন্দের সাথে ডাক্তারকে জানাল, জানেন, আজ আমাদের সরকার এটম বোমার সফল পরীক্ষা চালিয়েছে, এখন থেকে আপনারা ( আমেরিকা) আর আমরা সমান। ডাক্তার এর জবাব হিসেবে স্রেফ একটা তাচ্ছিল্যের হাসি দিয়েছিল। শেষ দৃশ্য : ডাক্তারের পিতা-মাতা ছেলেকে নিতে এসেছে, ডাক্তার বলল, বাবা, এই দরিদ্র মানুষদের ফেলে আমার যেতে মন সায় দিচ্ছে না।

--দরকার হলে পুরো বস্তিটাই আমি কিনে ফেলব।

ডাক্তার আবারও তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি বিশ্বাস করি তুমি চাইলে আনন্দ নগর বস্তিটা কিনতে পারো, পুরো ভারতই তো একটা আনন্দ নগর বস্তি--তুমি কি পুরো ভারত কিনতে পারবা?

সত্যিই তো, পৃথিবীর সবেচয়ে দরিদ্র-পীড়িত মহাদেশ আফ্রিকায় দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা ৪৭ কোটি, যাদের দৈনিক আয় এক ডলারের অনেক কম। এমন মানুষের সংখ্যাটা ভারত রাষ্ট্রে ৬২ কোটি!

মন্তব্য ৪৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

পথহারা সৈকত বলেছেন: সেরাম বাঁশ..............

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫০

আহমদ জসিম বলেছেন: আমি কিন্তু বাঁশ দেওয়ার জন্য লেখিনি, স্রেফ বাস্তব অবস্থাটা প্রকাশের চেষ্টা করলাম।

২| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: মঙ্গলালোকে .. রবী ঠাকুরের গানে উজ্জিবীত হয়ে ভারথ এই অভিযান প্রেরণ করেছে ;)

মঙ্গল থেকে আলু থুক্কু আলো এনে যদি কুন কামে লাগে;)

আমরা বাঙালী হিসেবে চলেন এই গর্বে আসুন গর্ভবতী থুক্কু গর্বিত হই ;) =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫১

আহমদ জসিম বলেছেন: আপনার কথাগুলো আমি ঠিক বুঝতে পারলাম না।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

ইমানুয়েল নিমো বলেছেন: এত কিছুর পরেও তাদের লজ্জা হওয়া উচিত।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৮

আহমদ জসিম বলেছেন: লজ্জা থাকলে শোষক হওয়া যায় না।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

সুমন কর বলেছেন: হুম!!

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৯

আহমদ জসিম বলেছেন: হুম!!

৫| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

সিদ্ধার্থ. বলেছেন: পশ্চাত দেশে কি এতটাই আগুন জ্বলছে ? :-B তবে রেডি হয়ে যান ....২০১৪ সালের মার্চের পরে পদ্মায় ডুব দিলেও আগুন নিভবে না কিন্তু ।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৯

আহমদ জসিম বলেছেন: আমি ভাই কিছুই বুঝি নাই।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

দাম বলেছেন: ++++++++++++

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১০

আহমদ জসিম বলেছেন: ধন্যবাদ।

৭| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৬

কলাবাগান১ বলেছেন: গরীব ছাত্রদের কখনই ভালো লেখাপড়া করার দরকার নাই..... ভিশন থাকা টাই ভুল...... বামন হয়ে চাদ ছোয়ার সাহস করা উচিত নয়....
আমেরিকা ভিশন ছাড়াই আজ প্রযুক্তিতে যে উচ্চতায় এসেছে তা অবাক হবার মত

আপনাদের মত ভিশনের জন্যই আজ বাংলাদেশ স্বপ্ন দেখতে পারে না.........

জেলাসি থাকা ভাল, তবে সেটা হতে হবেএগিয়ে যাবার পাথেয়।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১১

আহমদ জসিম বলেছেন: একটা বাস্তব অবস্থাকে তুলে ধরলাম মাত্র।

৮| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৪

ল্যাটিচুড বলেছেন: @ সিদ্ধার্থ দাদা - ব্যাপার কি? আপনি লিখেছেন - "২০১৪ সালের মার্চের পরে পদ্মায় ডুব দিলেও আগুন নিভবে না কিন্তু" আপনার কমেন্টে মাথা মন্ডু তো কিছুই বুঝলাম না ( বোকা বাঙালীতো) ।

২০১৪ সালের মার্চের পর কি ভারত বাংলাদেশ দখলে নিচ্ছেন নাকি ?

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৩

আহমদ জসিম বলেছেন: আমিও ইঙ্গিতটা বুঝতে পারি নাই।

৯| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০০

হকেরআলো বলেছেন: টয়লেত দরকার ভারতে

আফ্রিকার ২৬টি দেশে অতি দরিদ্র লোকের সংখ্যা মোট যতো, তার চেয়ে বেশি সংখ্যায় দরিদ্র লোকজন বসবাস করে ভারতের ৮টি মাত্র রাজ্যে। অক্সফোর্ড পভার্টি এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ (ওপিএইচআই) ইউএনডিপি'র সহযোগিতা নিয়ে মাল্টি ডাইমেন্সনাল পভার্টি ইন্ডেক্স (এমপিআই) নামের নতুন গণনা প্রণালীটি উদ্ভাবন ও প্রয়োগ করে।
Click This Link
এমপিআই প্রণেতারা তাদের বিবরণে জানান, ভারতের পূর্বাঞ্চলীয় বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে এবং উত্তরাঞ্চলীয় রাজস্থান ও উত্তর প্রদেশে দরিদ্রতম লোকজনের সংখ্যা আফ্রিকার ২৬টি দরিদ্রতম দেশের লোকসংখ্যার চেয়ে বেশি।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

আহমদ জসিম বলেছেন: সমমত

১০| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১১

সিদ্ধার্থ. বলেছেন: এর মানে হলো মার্চের পরে ভারতে সাধারণ নির্বাচন হবে ।আর তা হলে পৃথিবীর সবচেয়ে দুর্নীতি গ্রস্থ কংগ্রেস সরকারের বিদায় ঘন্টা বেজে উঠবে ।নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারে ।আর তাই যদি হয় তাহলে সেটা ভারতের কাছে তো বটেই পৃথিবীর ইতিহাসেও একটা টার্নিং পয়েন্ট হবে ।কি কি হতে পারে ?এই ব্যাপারে একটা বিস্তারিত লেখা আছে টাইম ম্যাগাজিনে আর নিউ ইউর্ক টাইমস এর প্রতিবেদনে ।দুটো ভিন্ন ধর্মী লেখা ,পড়ে দেখতে পারেন ।হয় দারুন ভালো কিছু হবে নয় চূড়ান্ত খারাপ কিছু হবে ।মাঝামাঝি কিছু হবে না ।তবে যাই হোক না কেন তার ব্যাপক প্রভাব পরবে ভারতের প্রতিবেশী দেশ গুলোতে ।

আর বাঙালিরা বোকা নয় ...খুবই বুদ্ধিমান একটা জাত ।কেবল মাত্র "কাকড়া পলেটিক্স" করে ই ডুবেছে ।আর এই পোস্টেও আছে "কাকড়া পলিটিক্স" এর সুস্পষ্ট লক্ষণ । ;)@ল্যাটিচুড

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

আহমদ জসিম বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

সিদ্ধার্থ. বলেছেন: বাজার থেকে কাকড়া কিনে আনবার পর একটি বাটিতে রেখে দেবেন ।দেখবেন বাটিতে থাকা কাকড়া গুলোর মধ্যে কিছু কিছু শক্ত সবল কাকড়া বাতি থেকে বের হবার চেষ্টা চালিয়ে যাচ্ছে ।কিন্তু সাথে সাথে আরো বেশ কিছু কাকড়া ওই শক্ত সবল কাকড়া র পা টেনে ধরে ।এর ফলাফল যেটা হয় কোনো কাকড়া ই আর বাটি থেকে বেরোতে পারে না ।নিজেদের মধ্যে মারামারিতে ব্যস্ত হয়ে পরে ।ইহাকেই কাকড়া পলেটিক্স বলে ।@ল্যাটিচুড

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

আহমদ জসিম বলেছেন: ভাল লাগলো আপনার কাকড়া থিওরি।

১২| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

জনাব মাহাবুব বলেছেন: কাকড়া পলিটিক্সের ব্যাখ্যাটা দারুন লাগলো। ;) ;)

আসলে আমরা বাংলাদেশীরা কাকড়া পলিটিক্সে জড়িয়ে গেছি। :( :(

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

আহমদ জসিম বলেছেন: ঠিক বলেছেন।

১৩| ১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

মোহাম্মদ সাইফ উল আলম বলেছেন: বাশটা একটু বেশি হয়ে গেল না??

১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

আহমদ জসিম বলেছেন: এটা বাশ না সত্য কথা।

১৪| ১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

বোকা মিয়া বলেছেন: কলাবাগান১ ভাই, দরিদ্রদের ভিসন থাকা দরকার কিন্তু বিভীষণ নয়। দুনিয়া চালায় আমেরিকা আর আমেরিকা চালায় ইহুদিরা- এটা হচ্ছে ভিসন। খোঁজ নিয়ে দেখেন, নাসার সাফল্যের পাতায় পাতায় লেখা আছে ইহুদি বিজ্ঞানীদের নাম। ভাত কাপড়ের ব্যবস্থা না করে মঙ্গল অভিযান কেবল বিনোদনের খোরাক হতে পারে, অন্য কিছু নয়।
সিদ্ধার্থ দাদা, ভারত মাতা কখনই আমাদের ভাল চায় নাই আর কখনও চাইবেও না, ৭১ এ ভারত পাকিস্তানের সাথে শত্রুতা থাকায় এগিয়ে আসে আমাদের সাহায্য মুখ্য ছিল না, যদি এতই দরদ থাকতো তাহলে প্রতিদিন বিএসএফের গুলিতে বাংলাদেশী মরতো না। কাজেই ভারতের নির্বাচন নিয়ে আমাদের মাথা ব্যাথার কিছু নাই। কাঁকড়া পলিটিক্স করেন আপনারা, আমরা না আর এজন্যেই খোদার দেয়া পানিটাও আপনারা বাঁধ দিয়ে আটকে রাখেন। তবে যাই করেন বাংলাদেশ ভারতের চেয়ে অনেক উন্নত সামাজিক ভাবে এবং আরও উন্নত হবে ইনশাআল্লাহ।

১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১২

আহমদ জসিম বলেছেন: মনে রাখবেন সব কুত্তার এক ঘেও, হোক সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান। সব বড়লোক ভাই ভাই, কিন্তু আমরা গরীবরা এক হতে পারি না।

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

মোঃ আনারুল ইসলাম বলেছেন: হয় আপনি শিবির না পাকিস্হানী ? :-P না হলে এই রকম বাঁশ আমাদের প্রধান রাষ্ট্রকে দিতে পারেন যার মূখ্যমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী। ;) ;) ;) ;)

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

আহমদ জসিম বলেছেন: আমি শিবির হলে, জারজ সন্তানের মতো আমার পোস্টে ভারত রাষ্ট্রে বিরোধীতার ভেতর পাকিস্তানি প্রেম দেখতেন।

১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

আছিফুর রহমান বলেছেন: একেবারে কঞ্চিঅলা বড়া বাঁশ।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

আহমদ জসিম বলেছেন: ধন্যবাদ।

১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

মোঃ আনারুল ইসলাম বলেছেন: আপনি একটা আবুল না হয় পাগল ।ভারতের মঙ্গল-অভিযান নিয়ে একটি কৌতুক! নিজেই কৌতুক বললেন,আরেকজন যখন কৌতুক হিসেবে মন্তব্য করেছে তখন উল্টাপাল্টা প্রতিউত্তর প্রদান করছেন। আলিপুর থেকে না পাবনা থেকে ছাড়া পেয়েছেন।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০১

আহমদ জসিম বলেছেন: জামাত-শিবির শব্দটাই নাফাক।

১৮| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ২:১৪

পাঠক১৯৭১ বলেছেন: এই বালের পোস্টও ৫০০০ বার দিচ্ছেন?

৪৫০ কোটী টাকা ভারতের জন্য কিছু নয়, আপনার মত ইডিয়টের জন্য অনেক কিছু।

সায়েন্স ও টেকনোলোজীতে ভারত টাকা খরচ করছে, তার ফলও পাচ্ছে। আপনার বুলশিট মগজে তা ঢুকবে না, ইডিয়ট!

১১ ই মে, ২০১৪ বিকাল ৫:৪৩

আহমদ জসিম বলেছেন: আরো সমপরিমাণ বার দিব। সামু কারো বাপের সম্পত্তি না।যে দেশে প্রতিবছর ক্ষুধার জ্বালাতে দেড়কোটি লোক আত্মহত্যা করে সেই দেশে মঙ্গল অভিযান সত্যি দারুণ রসিকতা।

১৯| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৩:২৪

চাইনা বলেছেন: বড়ই নির্মম কৌতুক...... সত্য বড়ই নির্মম, কারো কারো জন্য। ;)

১১ ই মে, ২০১৪ বিকাল ৫:৪৩

আহমদ জসিম বলেছেন: সবার জন্য।

২০| ১১ ই মে, ২০১৪ রাত ৩:৪০

মৃত মানব বলেছেন: আশ্চর্য হচ্ছি এই দেখে যে অনেকগুলো ভারতপ্রমী জারজের ব্যাথা লেগেছে।ওরে কুকুরের দল তোদের বাপরা যখন আমাদের গুলিতে মারে ,পানিতে মারে তখন কয়টা পোষ্ট দিয়েছিস হিসাব দেখা

১১ ই মে, ২০১৪ বিকাল ৫:৪৪

আহমদ জসিম বলেছেন: এরা নব্য রাজাকার।

২১| ১১ ই মে, ২০১৪ রাত ৩:৪১

মৃত মানব বলেছেন: আশ্চর্য হচ্ছি এই দেখে যে অনেকগুলো ভারতপ্রমী জারজের ব্যাথা লেগেছে।ওরে কুকুরের দল তোদের বাপরা যখন আমাদের গুলিতে মারে ,পানিতে মারে তখন কয়টা পোষ্ট দিয়েছিস হিসাব দেখা

২২| ১১ ই মে, ২০১৪ সকাল ১১:১৭

আহসানের ব্লগ বলেছেন: সেটাই তো কথা তার ওপর যে দেশের পঞ্চাশ ভাগ লোক খোলা জায়গায় মলত্যাগ করে তাদের আবার ঘোড়া রোগ ।

১১ ই মে, ২০১৪ বিকাল ৫:৪৫

আহমদ জসিম বলেছেন: ঠিক ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.