নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

শুনেন: এক ভণ্ডপীরের সাথে মধ্যরাতের ফোনালাপ!

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

কাল মধ্যেরাতে একটা অজ্ঞাত নাম্বার থেকে ফোন কল পেলাম। সেই ফোন করা জনৈক ব্যক্তির সাথে যে সংলাপ বিনিময় হলো তা বন্ধুদের জন্য তুলে দিলাম।



- আসসালামুআলাইকু ভাইজান

- ওলাইকুম সালাম

- ভাইজান আপনে বড়ই ভাগ্যবান, আপনার উপর আল্লাহ পাকের রহমত পড়েছে, স্বয়ং বড়পীর আপনার জন্য সুপারিশ করেছে, বলুন আলহামদুইল্লা!

- জি, আলহামদুইল্লা! ওনাদের দুইজনকে আমার ধন্যবাদ।

- ভাই জানের কি করা হয়?

- সম্পূর্ণ বেকার

- আপনে আর বেকার থাকবে না, আপনার পেছনে মানুষ চাকরির জন্য ঘুরবে, বলুন আলহামদুইল্লা, (জি, বলেছি) আল্লাহ পাক আপনার উপর রহমত করেছে, বলুন আমিন( জি, বলেছি) আপনার জন্য সাত সিন্ধুক স্বর্ণের মোহর আমার কাছে রক্ষিত আছে, বলুন আলহামদুইল্লা( জি, বলেছি) আপনার সম্পদ আপনে বুঝে নেন, এই নম্বরে দশ হাজার টাকা পাঠান আমরা বড়পীরের নামে একটা মিলাদ মাহাফিলের আয়োজন করব।

-জি, এত-সম্পদ আমি এত অল্প টাকাতে নিব না।

- তা হলে আপনে যত বেশি পাড়েন তত বেশি পাঠিয়ে দেন।

- আমি কোন টাকাই পাঠাব না।

- তা হলে?

আমার জন্য যে সাত সিন্ধুক স্বর্ণের মোহর রাখছেন, সেখান থেকে ৬ সিন্ধুক বড়পীর সাহেবকে দিয়ে দেন। ঠিকানা দিচ্ছি একটা সিন্ধুক শুধু আমার জন্য পাঠান। কথাটা বলার সাথে সাথে: দূর হও খানকির পুত, বলে লাইনটা কেটে দিল। এরপর আমি বার কয়েক চেষ্টা করেও নাম্বারটা বন্ধ পেয়েছি।







মন্তব্য ৪৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

ভাইটামিন বদি বলেছেন: ..আপনে মিয়া আসলেই....!!!

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৩

আহমদ জসিম বলেছেন: আমি আসলে কি?

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

কাজী রিয়াজ বলেছেন: হাহাহা.....শত কষ্টের মধ্যে হাসানোর জন্য ধন্যবাদ

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৪

আহমদ জসিম বলেছেন: আপনে হেসেছেন যেনে খুশি হলাম।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হাহাহা.....শত কষ্টের মধ্যে হাসানোর জন্য ধন্যবাদ

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

আহমদ জসিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

িমবন বলেছেন: হা হা আমারেও দিছিল,বকাবকির উস্তাদ পীর সাহেব।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০

আহমদ জসিম বলেছেন: আপনে কি কইলেন?

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

বোধহীন স্বপ্ন বলেছেন: এরকম কিছু ফোনের কথা শুনছিলাম। আপনে দেখি ভাই পুরা ফাটাইয়া দিছেন!!

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

আহমদ জসিম বলেছেন: হ-রে ভাই।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

হেডস্যার বলেছেন:
ভাই আমারে ও দুইডা স্বর্নের মোহর দিয়েন...মিলাদ মাহফিল এর আয়োজন কইরা দোয়া করমু নে।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৬

আহমদ জসিম বলেছেন: শালারা ভাগছে!

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৭

বিশ্বাস করি 1971-এ বলেছেন: চোন্দর! :)

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৭

আহমদ জসিম বলেছেন: চন্যবাদ।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৭

নতুন বলেছেন: দেশের কিছু মানুষ এখনো আছে যারা এদের কথায় বিশ্বাস করে....

লোভী/অতিচালাক/ুদাই আছে এদের ফাদে পা দেয়...

এই সব জনগনের জন্যই পীরব্যবসা/জীনের বাদশা/চাইদিরে চাদে/দেওয়ানবাগীরে চাদে দেখার খবর আসে...

কবে যে আমাদের মানুষ সুশিক্ষিত হবে... :(

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৮

আহমদ জসিম বলেছেন: যে সমাজে প্রতারণা করে টাকা কামানো যায়, সেই সমাজে এমন প্রতারণা থাকবেই।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫৮

জানতে চায় বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: হাহাহা.....শত কষ্টের মধ্যে হাসানোর জন্য ধন্যবাদ

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৯

আহমদ জসিম বলেছেন: ঠিক বলেছেন।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৩

খেয়া ঘাট বলেছেন: কথাটা বলার সাথে সাথে: দূর হও খানকির পুত, বলে লাইনটা কেটে দিল। এরপর আমি বার কয়েক চেষ্টা করেও নাম্বারটা বন্ধ পেয়েছি।

!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০০

আহমদ জসিম বলেছেন: হি হি হি!

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১০

আমিই মিসিরআলি বলেছেন: B-) ;) :#) B-)) B-)) B-)) :P :P :P

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০১

আহমদ জসিম বলেছেন: হা হা হা।

১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৯

জাহাঙ্গীর জান বলেছেন: অনেক দূর চিন্তার মাঝে একটু হাসি পেলাম, আপনি দেখছি পীরের আব্বা ।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০১

আহমদ জসিম বলেছেন: নারে ভাই, আমি পীরের দাদা।

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৪০

অপ্রচলিত বলেছেন: অনেকেই বিশ্বাস করে এদের ফাঁদে পা দেয়।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ২:১৪

আহমদ জসিম বলেছেন: জি, দিয়েছে এমন বেশ ক'জনের সাথে আমার পরিচয় আছে।

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

হেডস্যার বলেছেন:
ভাই আমারে ও দুইডা স্বর্নের মোহর দিয়েন...মিলাদ মাহফিল এর আয়োজন কইরা দোয়া করমু নে।

আমারও দরকার। তবে একটার বেশী দরকার নাই।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ২:১৪

আহমদ জসিম বলেছেন: এত অল্প জিনিস আমি কেউরে দি না।

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০৬

মাথা নষ্ট সিপাহি বলেছেন: আমাকেও একবার দিয়েছিল , একটা রবি নাম্বার থেকে , একবারে সেম ভাবে সালাম দিল,
আমি: হেলো কে ?
ভন্ড : বেয়াদব সালাম দিয়েছি,
আমি : োলাইকুম আসসালাম,
ভন্ড : বাবা আমাকে তুই চিনবি না , আমি এক আল্লাহ ওয়ালা লোক, আল্লাহ পাকের ..............
আমি : ঐ খানকির পুত ভন্ডামি করার যায়গা পাস না রাত দুপুরে ফোন করে বিরক্ত করিস....

লাইন কেটে দিল।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ২:১৬

আহমদ জসিম বলেছেন: আমাকে দিয়েছে বাংলালিংক নাম্বার থেকে।

১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১৯

প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: আমার জন্য যে সাত সিন্ধুক স্বর্ণের মোহর রাখছেন, সেখান থেকে ৬ সিন্ধুক বড়পীর সাহেবকে দিয়ে দেন। ঠিকানা দিচ্ছি একটা সিন্ধুক শুধু আমার জন্য পাঠান।

সিরাম কথা বলে দিছেন তো, এইরকম তো ভাবি নাই আগে। শালা জ্বিন তো পুরাই ধরা। :) :) :)

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৬

আহমদ জসিম বলেছেন: এক্কেরে ঠিক।

১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

ধূসর পৃথিবী বলেছেন: যেই নাম্বার থেকে ফোন দেয় সেইটা এইখানে দিয়া দেন। অামরাও একটু মজা লই।

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৭

আহমদ জসিম বলেছেন: শালার নাম্বার বন্ধ, আমি ডিলেট করে দিয়েছি।

১৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

গোবর গণেশ বলেছেন: এই ধরনের কেইস প্রায়ই ঘটে থাকে। আমিও একবার এই কলে ধরা খাইছি, মানে টাকা দেই নাই তবে বাজে কথা শুনতে হইছে। তাই নিজে বকা শুনার আগে বুঝার চেষ্টা করবেন কখন সে লাইন কেটে দিতে পারে। ঠিক তার আগেই শুরু করবেন আরকি। ছোট বেলা থেকে এখন পর্যন্ত যতগুলো খাস বাংলা বয়ান শিখেছেন সব গুলো একদমে শেষ করবেন। শালাকে বলার কোন সুযোগই দিবেন না। তার পর আস্তে করে নিজেই লাইন কেটে দিন। ব্যাস ...

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৮

আহমদ জসিম বলেছেন: পরামশের জন্য ধন্যবাদ।

১৯| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৩

মাথা ঠান্ডা বলেছেন: আপনে তো মিয়া বহুত চালাক। বেচারা সুবিধা করতে পারলনা ................! =p~ =p~ =p~

০৩ রা মার্চ, ২০১৪ রাত ২:৪৫

আহমদ জসিম বলেছেন: অভিজ্ঞতাই আমারে এই শিক্ষা দিছে।

২০| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৫:৫১

ক্যাচালবাজ বলেছেন: হিট সিকার অনেক দেখেছি............, আজ আবার দিলেন কি বুজাতে............?!

০৩ রা মার্চ, ২০১৪ রাত ২:৪৫

আহমদ জসিম বলেছেন: আর কিছু হিটের আশাতে।

২১| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৫

মৈত্রী বলেছেন: দূর হও খানকির পুত...

০৩ রা মার্চ, ২০১৪ রাত ২:৪৬

আহমদ জসিম বলেছেন: ভাই গালি দিয়েন না।

২২| ০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

ইমরান-উল-ইসলাম বলেছেন: ভাই আমিও পরছিলাম একবার । কয় কি,

"আমি গ্রামীনফোন কাস্টমার কেয়ার থেকে তওফিক বলছি । আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনি গ্রামীনফোনের মালিক ডঃ ইউনুস সাহেবের বিশেষ পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন । যার মুল্য ২৫ লক্ষ টাকা । "

হাহ হাহ হা ! ডঃ ইউনুস সাবে গ্রামিনফোনের মালিক হইয়া গেছে শুইনাইতো ব্যাপার খানা পয়ঃপরিস্কার হইয়া গেলো। বুঝলাম, পার্টি দুর্বল ।

আমি বললাম, জ্যা ? এতো বড় আনন্দের কথা । তো ভাইজান ! এই পুরোস্কার আমি ক্যামনে, কার কাছ তিক্কা আনুম ? একটু খূইলা কন দি ।
অমনি আসল কথা বের হয়ে এলো । বলল,
"আপনিতো এতো কষ্ট করে ঢাকায় আসতে পারবেন না । আর আসলেও সব কিছু চিনবেন না । আমরাই আপনার সব ব্যাবস্থা করে দিচ্ছি । আপনি শুধু আমাদের চার্জ বাবত ৫ হাজার টাকা ফ্লেক্সি করে পাঠিয়ে দিন । বাকীটা আমরা দেখছি ।"
তখন আমি বললাম কি,
__ভাই জান আপনে কন জাইগা তিক্কা কথা বলতে আসেন ?
_ আমি গ্রামীনফোন গুলশান ব্রাঞ্চ থেকে তওফিক বলছি ।
__ কন কি ? আমিতো হেইডার ডাইনের মুড়েই বয়াত আছি । তাইলে আমি অহনি আইতে আছি ।
__ শুনেন, শুনেন .। আমি এখন একটা .।.।.।.।.।.।.।.।.। আমতা আমতা শুরু করে দিল ।

আমার ওয়াজ স্টার্ট দেয়ার সাথে সাথেই দিল ফোন কাইটা । আর ফোন করে নাই, ধরেও নাই ।

০৩ রা মার্চ, ২০১৪ রাত ২:৫১

আহমদ জসিম বলেছেন: ভাই, আপনার অভিজ্ঞতা দেখি আমার থেকেও মজার।

২৩| ০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

পাঠক১৯৭১ বলেছেন: ভন্ডপীরদের কাছে ভন্ডদের টেলিফোন লিস্ট আছে।

০৩ রা মার্চ, ২০১৪ রাত ২:৫২

আহমদ জসিম বলেছেন: আপনারটা আছে বুঝি?

২৪| ১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১২

ইমাম হাসান রনি বলেছেন: আরে আমাদের কাছে কল আসছিল বন্ধুরা মিলে আধা ঘন্টা ব্যাপক মজা নিসি.....মাঝে মাঝে রেকড করা কথাগুলো শুইনা ভালই বিণুডুন পাই.. =p~ বেচারা ভন্ড পির ভুল লুকেরে কল দিলি =p~ =p~

২৫| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৪

ইসটুপিড বলেছেন: তর তো লজ্জাশরম বইলা কিছু নাই, নেক্সট টাইম যখনই ব্লগে আসবি, আইসাই তো এই বালপুস্টের রিপোস্ট চুদাবি ফাস্ট পেজে। তরে তাই এডভান্স গাইল দিয়া গেলাম, তুই একটা নিল্লজ্জ আবাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.