নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

শুনেন: মুজিব জিয়ার দুই কৃত্তি!

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

কথাই বলে: বললে মা মাইর খাই, না বললে বাপ হারাম খাই! কিন্তু আজ আর চুপ করে থাকার সময় না। তাই বলতে বাদ্য হচ্ছি: সূফিধারার বাঙ্গালী উদার মুসলমানদের কট্টর মুসলিম বানানোর জন্য জামাতের ছেয়েও বেশি বিপদজনক দল তাবলীগ জামাত। এই শরিয়তের ফেরিওয়ালা পার্টিকে কাঁকরাইল মসজিদে জায়গা দেওয়ার মধ্যদিয়ে শেখ মুজিবেই প্রথম তাদেরকে তৎপরতার সুযোগ করে দিয়ে ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার স্বপ্নের সাথে প্রথম বিশ্বাসঘাতকতা করে তিনিই প্রতিষ্ঠা করেন ইসলামি ফাউন্ডেশন-আর জাতির কপালে সাম্প্রদায়িকতার তিলক দিয়ে, যোগ দেন ও আই সির সম্মেলনে।অপর দিকে সংবিধানে বিসমিল্লা যুক্ত করে জিয়াওরহমান সংবিধানিক বৈধতা দেন, মদের ব্যবসা আর বেশ্যাবৃত্তিকে। অতএব যারা প্রকৃত অসমপ্রদায়ি রাষ্ট্র চান, কিংবা মানবিক মূল্যবোধপূর্ণ সমাজ। তাদের সামনে সমাজতান্ত্রিক সমাজের জন্য সংগ্রাম ছাড়া অন্য কোন বিকল্প নেই। আমেন

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আয় হায়- কল্লেন কি!!!!!!!!!!!!!!!!!


মা-বাপরে বাচাইতে গিয়াতো নিজে মাইর খাইবেন!!!

চেতনার সিজনাল ব্যবসায়ীরা আই্লো বইলা!!!!

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৫

আহমদ জসিম বলেছেন: মাইর খাোনের ডরে কি মা-বাপরে গুণ্ডার হাতে তুইল্যা দিমু?

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৩

মুহসিন বলেছেন: খাইছে!

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৫

আহমদ জসিম বলেছেন: কেমনে খাইলাম?

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪০

মেনন আহমেদ বলেছেন: তাবলীগ জামাত কখনো কোন দলের পক্ষেও থাকেনা বিপক্ষেও থাকেনা এক কথায় তারা কোন রাজনীতির মধ্যে নেই।
তারা এক আল্লাহর ইবাদাত নিয়ে ব্যস্ত থাকে,দুনিয়াবি কোন বিষয় নিয়ে তাদের কোন মাথা ব্যথা নেই
আর তাই তাবলীগওয়ালাদের রাজনীতিতে জড়াবেন না।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৮

আহমদ জসিম বলেছেন: ভাই আপনে সুন্দর কথা বলেছেন। তাবলীগের তৎপরতা নিয়ে সামুতে আমার একটা পোস্ট আছে। সুযোগ হলে পড়ে দেখবেন। তবে মনে রাখবেন, রাজনীতি হীনতার ভেতরে আছে বড় রাজনীতি।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫০

শাহ আজিজ বলেছেন: উচিৎ কথা বলেছেন । তবে সমাজতান্ত্রিক মিসকিন পার্টি রে আর ঢোকাইয়েন না । কোন তন্ত্র নয় , চলতি ভালো ব্যাবস্থার মধ্যেই দেশ চলবে । আঁশে পাশের দু একটি দেশ দেখলেইত হয় ।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৯

আহমদ জসিম বলেছেন: এমন কোন ব্যবস্থা আপনার জানা থাকলে বলেন।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

লেজারবিম বলেছেন: যতটুকু জানি তাবলিগ জামাত রাজনীতি মুক্ত।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ২:১৮

আহমদ জসিম বলেছেন: জি, এটাও একটা রাজনীতি।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

সেমিবস বলেছেন: তাবলীগ জামাতকে যেভাবে বললেন তাতে মনে হচ্ছে আপনি মুসলমান নয়, আপনাকে কট্টর ঘৃণা করলাম....................বর্তমান রাজনীতিবিদদের মতো আপনিও সবার কাছেই ঘৃনিত হবেন্

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ২:২০

আহমদ জসিম বলেছেন: তাবলীগকে স্বীকার করা না করার উপর মুসলমান হওয়া না হওয়া নির্ভর করে না। এমন বোকার মত কথা বলার জন্য আপনাকে করুণা করলাম।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫৩

অন্যসময় ঢাবি বলেছেন: lekhoker mato phyco baktirai somaje samprodaikotar mul karon..somajtantro ekti jongibadi dharona..jamater mato. i think you are a paid blogger of jamat.

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৫৭

সুপ্তময় বলেছেন: ভাই তাবলীগ জামাত কখনও রাজনীতির সাথে যুক্ত হইছে শুনিনাই...
চুন খাইয়া মুখ পুরছে তাই দুধ দেখলেও ভয় লাগ..বেপারটা এরকম মনে হইল

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৯

আহমদ জসিম বলেছেন: তারা রাজনীতি করে না, তবে বিরাজনীতি করে।

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৬

অকপট পোলা বলেছেন: প্রথমত:, তাবলীগ জামাত আদর্শগতভাবে রাজনীতির সাথে যুক্ত নয়। কেউ যদি তা পাকিস্তানের দালালী করার জন্য করে, তাহলে তা অপপ্রয়োগ। আপনি যেভাবে ঢালাওভাবে তাদের দোষ দিলেন আর দেশে ইসলামের প্রতিষ্ঠাকে প্রশ্নবিদ্ধ করলেন, তা নিছক আপনার চিন্তাশক্তির দৈন্যতাই প্রকাশ করলো।

অবশ্য সোসালিজমের জন্য এই রকম চিন্তারই চল আছে। তবে আমার ধারনা নিছক গবেট ছাড়া বাংলাদেশে সমাজতান্ত্রিক সমাজের কথা কেউ চিন্তাও করবে না। বাংলাদেশ আর চীন এক জিনিষ না। আমরা দুর্নীতিবাজ আর কুঁড়ে তো বটেই। রাস্ট্রীয় শোষনই হবে কিন্তু বন্টন আর হবে না।

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

আহমদ জসিম বলেছেন: বিরাজনীতি করণ হচ্ছে অনেক বড় রাজনীতি। তাবলীগ রাজনীতি করে না, মানুষকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে। এটা অনেক বড় ষড়যন্ত্রমূলক রাজনীতি।চীনে বিপ্লব হবার আগে আপনার মতো অনেক বেকুব বলতো: চীন রাশিয়া এক না। এটা চীনে হবে না।

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৬

ইসটুপিড বলেছেন: আপনে একেকটা পোস্ট কয়বার কইরা রিপোস্ট চোদান?

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

আহমদ জসিম বলেছেন: যতবার খুশি ততবার দিব, মন চাইলে পড়বে। না চাইলে পড়বে না।

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০

নিজাম বলেছেন: ইসলামী ফাউণ্ডেশন প্রতিষ্ঠা, ওআইসি সম্মেলনে যোগদান, কাকরাইলে তাবলীগ জামাতের স্থানদান এর কোনটাই দেশের জন্য ক্ষতিকর ছিল না, এখনও নেই। এই পদক্ষেপগুলি এদেশের কোন ধর্ম, বর্ণ, জাতি বা অন্য কারো কোন ক্ষতিরও সম্ভাবনা নেই। কোন সম্প্রদায়ও এগুলির বিরোধিতা করে নাই। আপনি কোন দলের বা কোন ধর্মের লোক?

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

আহমদ জসিম বলেছেন: সুক্ষ ক্ষতিগুলো আপনাদের চোখ এড়িয়ে গেছে। তার ছেয়েও বড় কথা, উপরের তিনটাই, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের সাথে সাংঘর্ষিক।ধর্ম নিরপেক্ষতাই বিশ্বাস করি তাই, বিশ্বাস দিয়ে নিজের পরিচয় তুলে ধরতে চাই না।

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৯

এম এ কাশেম বলেছেন: তাইলে তো শেখ মুজিব আর জিয়া উর রহমানের বিচার হওয়া উচিত,
কি বলেন? বিচারটা কে করবে , আপনি?
ও, আই, সি, তে গেলে যদি সাম্প্রদায়িক হয় তাহলে আপনার নামটা ও সাম্প্রদায়িক; নিজের নামটা আগে বদলে ফেলান;

আর যে সমাজতন্ত্রের জন্য লাফান, সে তো নিজেই নিজের মৃত্যু ঘোষণা করেছে , সে খবর কি রাখেন? নাকি শুধু ঘোড়ার মত জেগে স্বপ্ন দেখেন?

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২০

আহমদ জসিম বলেছেন: ভাই, বিচার যদি করতে হয়, এদেশের জনগণ করবে, তবে আমিও জনগণের অংশ।

‌আর যে সমাজতন্ত্রের জন্য লাফান, সে তো নিজেই নিজের মৃত্যু ঘোষণা করেছে।' কখন, কোথাই, কিভাবে একটু বিস্তারিত বলবেন কি?

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৩

ইসটুপিড বলেছেন: ঐ জসিম্ম্যা হাউয়ার পোলা, তুই মারাইলি কেন? নটির পোলা তর হোগা দিয়া প্রবন্ধ ঢুকায়া তর বিচি কাইটা তর প্রবন্ধ বাইর কইরা আবার তর মুখে ভইরা দিমু। ঐ নাটকির পোলা, ভাল কইরা কইলে পছন্দ হয় না? ঐ বেশ্যার বাচ্চা কি বালটা লেখছ যে চাইরবার কইরা রিপোস্ট চোদান লাগে? তরে লৌড়ায়া খাড়ায়া ঘুড়ায়া ঝাউবনে লইয়া চুদি। নে মাদারচোদ, মুখ ভইরা আমার মাল খা। নে, খা। পেট ভইরা খা বেশ্যা মাগীর পোলা।

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২১

আহমদ জসিম বলেছেন: বাহ! তুইতো বেশ ভালা বংশের পোলা।

১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৪

অকপট পোলা বলেছেন: প্রকৃত গবেট কে তা প্রমানের জন্য দেশের সবাই গবেট হয়ে সমাজতন্ত্র আনবে না, সেটা শিওর থাকেন। উন্নত বিশ্বে আজ গনতন্ত্রের মধ্যেই সমাজতন্ত্র মিশিয়ে নিচ্ছে, যেমন ইউরোপ। কিন্তু কিছু ভালোর জন্য/ একটা পদ্মফুলের জন্য গোবরের ফার্ম করার তো মানে হয় না। পানি আর ঘিয়ের আর দাম এক করলে সবাই পানিই হবে।

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১

আহমদ জসিম বলেছেন: সেই গণতন্ত্র ইউরোপের ৮টি দেশকে দেউলিয়া করে দিয়েছে।

১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৩

অকপট পোলা বলেছেন: গণতন্ত্র ইউরোপের ৮টি দেশকে দেউলিয়া করে দিয়েছে??????!!!!! :-& :-& :-& :-& :-& :-& :-& :-& :-& :-& :-& :-&

ভাই, আপনার সাথে তর্কে যাওয়াই ভুল। নেন, তালগাছটা আপনার।

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৪২

আহমদ জসিম বলেছেন: ভাই, তর্ক কই করলাম, তথ্য দিলাম মাত্র।

১৬| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৪

ইসটুপিড বলেছেন: তর তো লজ্জাশরম বইলা কিছু নাই, নেক্সট টাইম যখনই ব্লগে আসবি, আইসাই তো এই বালপুস্টের রিপোস্ট চুদাবি ফাস্ট পেজে। তরে তাই এডভান্স গাইল দিয়া গেলাম, তুই একটা নিল্লজ্জ আবাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.