নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

এক চিকিৎসকের সাথে তর্ক-যুদ্ধ!

১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৯

হ্যাঁ, ডাক্তারের কাছে গিয়ে ছিলাম। সেবা নিতে নয়, সেবা কিনতে।রীতিতম ছয় শত টাকা ভিজিট। কথা ছিল বিকেল সাড়ে তিনটা থেকে ভদ্রলোক রুগি দেখবেন। আরো আধঘন্টা আগে গিয়ে পৌঁছালাম চেম্বারে। গিয়ে শুনতে পেলাম তিনি আজ আসতে কিছুটা দেরি হবে। এই কিছুটা কতক্ষণ? চেম্বারের লোকজন ঠিক করে বলতে পারে না। আসলেন রাত নয়টা বাজে। শুনলাম তিনি কোন প্রাইভেট মেডিক্যালের ডাক শুনে ছুটে গিয়ে ছিলেন। জানি এইসব খেপে ভাল পয়সা। দায়ত্ব-জ্ঞান বেশি হলে পয়সা কামানো যায় না। তবুও বিনয় স্বরে বললাম;স্যার আজ সারাটা দিন মাটি হলো। ডাক্তার আমার দিকে খটমট করে তাকিয়ে- আপনার কি মনে হয় আমি বেশ আরাম করে আসলাম?

- জি, না, সেবা বিক্রি করতে গেছেন।

- হোয়াট! একজন ডাক্তারের সাথে কি ভাবে কথা বলতে হয় এটাও শিখেন নাই?

-শিখছি বলেই বলছি, এই পুঁজিবাদী সমাজে একজন মেথর আর ডাক্তার সকলেই আসলে পুঁজির দাস, শুধু সামাজিক মযাদায় ভিন্ন মাত্র।

- আই সে গেট আওয়োট।

- যাচ্ছি অন্য কোথাও থেকে কিনব।

- র শি দ( দারোয়ান)

- কোলে করে নেওয়ার দরকার নেই, আমি পায়ে হেঁটে বেরোচ্ছি। তারপর বেরিয়ে গেলাম।







মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: "কোলে করে নেওয়ার দরকার নেই, আমি পায়ে হেঁটে বেরোচ্ছি। "

সেইরাম জবাব দেবার জন্য সেলুট!

আসরেই কসাই গুলো কবে যে মানুষ হবে???????

১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৬

আহমদ জসিম বলেছেন: অর্থলোভ ওদেরকে পিশাচে পরিণত করেছে।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

লুৎফুল ইসলাম বলেছেন: কসাই।টাকার কাঙ্গাল।

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৮

আহমদ জসিম বলেছেন: শতভাগ ঠিক কথা।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৮

এম আর ইকবাল বলেছেন:
ওরা সবাই দরিদ্রতার মধ্যে থেকে বড় হয়েছে এসেছে ,
তাই অর্থের প্রতি ভীষন আকষর্ণ ।
ব্যবহারটাও সে একই কারণে আসেনি ।

১৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১১

আহমদ জসিম বলেছেন: কথাটা ঠিক না, বুর্জোয়াদের অর্থ লোভ আরো বেশি।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪০

বাঁশ আর বাঁশ বলেছেন: কোন সিরিয়াস পেশেন্ট কে ও কি দেখতে যাওয়া যাবে না? বসে না থেকে অন্য কাউকে দেখালে পারতেন। ডাক্তার তো আর একজন নয়। আর আপনি কিসের চাকরি করেন? বিনামূল্যে বা কম মূল্যে কত জনকে সেবা দিয়েছেন? আর তিনি সরকারি ডাক্তার হলে ৯ টা থেকে ৫টা পর্যন্ত বিনামূল্যেই চিকিৎসা দিয়েছেন।।

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৭

আহমদ জসিম বলেছেন: আপনে যদি ডাক্তার হন, তবে আহত করার জন্য দুঃখিত। তবে আমি যেহেতু কিনতে গেছি আমার তেজ একটু বেশি হবে এটাই স্বাভাবিক।

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫১

পথহারা নাবিক বলেছেন: আসলে আপনিই ভুল করেছেন!! অপেক্ষা করার কোনো দরকার ছিলো না!!

১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

আহমদ জসিম বলেছেন: ছিল কারণ, ইতিপূর্বে তার কাছেই চিকিৎসা নিয়েছি।

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:০০

পাঠক১৯৭১ বলেছেন: ইডিয়ট

১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

আহমদ জসিম বলেছেন: কে ভাই?

৭| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪৩

জাহাঙ্গীর জান বলেছেন: ডাক্তার নয়,উনাদের নাম পরিবর্তন করে ডাকাত রাখা উচিত । নিজের পেশার ভুল ব্যবহারটাই বেশি করে থাকেন তিনারা ।

১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

আহমদ জসিম বলেছেন: শতভাগ ঠিক।

৮| ১৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৪৫

শরবত বলেছেন: আপনার সাথে যা হয়েছে তা কোনদিন কাম্য নয় কারন আপনি টাকা পরিশোধ করেছেন। আপনার অধিকার রয়েছে সঠিক সময়ে সঠিক সেবা পাওয়ার। কিন্তু যারা মন্তব্য করেছেন তারা কি জানেন ডাক্তারি পাশ করতে কত টাকা লাগে আর কি পরিমাণ সারিরিক ও মানসিক পরিশ্রম করতে হয় সেই দাক্তার আর তার পরিবার কে ?????

১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

আহমদ জসিম বলেছেন: আপনে কি জানেন পাবলিক ম্যাড়িকেল থেকে পাস করে বের হওয়া একজন ডাক্তারের পিচনে নজগণের কত টাকা খরচ হয়।

৯| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

মুদ্‌দাকির বলেছেন:
বিশাল মর্যাদার কাজ করেছেন =p~ =p~ =p~ =p~ ৩টা থেকে ৯টা পর্যন্ত অপেক্ষা করে, অন্য দুয়ারে গেছেন ।

এরপর থেকে নিজের চিকিৎসা নিজেও করতে পারেন, ব্যাপার না, মাত্র কয়েকটা বই পড়লেই চলবে ;) ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.