নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

দৈনিক ইনকিলাব পত্রিকার কিছু তথ্য।

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২৬

এরশাদের ধর্ম মন্ত্রী ও বুদ্ধিজীবী হত্যা অভিযোগে অভিযুক্ত মওলানা মান্নানেই ইনকিলাব প্রতিকাটা প্রকাশক সম্পাদক ও মালিক ছিলেন।কথিত আছে, এই পত্রিকা প্রকাশ অর্থের উৎস ছিল লিবিয়া সরকার। পত্রিকাটা এরশাদের আমলে বেশ প্রচারিত পত্রিকা ছিল। বিশেষ করে এনটি আওয়ামীলীগ সেন্টিমেন্ট ও ভারত বিরোধীওয়ালাদের কাছে এক নম্বর পঠিত পত্রিকা ছিল ইনকিলাব। এই পত্রিকাটার বিশেষত্ব ছিল বানোয়াট সংবাদ প্রচার আর সেই সংবাদের জন্য মামলা হলে ক্ষমা চাওয়া। ভারতের বাবড়ি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে দেশে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে ছিল সেই দাঙ্গার প্রধান উসকানিদাতার অভিযোগ ছিল পত্রিকাটার বিরুদ্ধে।তখনেই পত্রিকাটা নিষিদ্ধ করার একটা দাবি উঠে ছিল। পরে এরশাদের কৃপায় শেষ রক্ষা হয়। সবচেয়ে মজার বিষয় হলো তীব্র ভারত বিরোধী পত্রিকা হিসেবে পরিচিত হলেও,এটার বিজ্ঞাপন নির্মাণ করেছিল ভারত থেকে। তাদের সাপ্তাহিক প্রকাশনা পূর্ণিমাতে এক বছর ঈদ সংখ্যাতে সিংহভাগ ভারতীয় লেখকের লেখা ছেপেও ব্যাপক সমালোচনার ঝড় তুলেছিল। ২০০১ সালে বিএনপি ক্ষমতাই আসার পর কওমী মাদ্রাসার স্বীকৃতির প্রশ্নে পত্রিকাটা হঠাৎ করে ভোল পালটে হয়ে যায় তীব্র জামাত-বিএনপি বিরোধী আওয়ামী পন্থী পত্রিকা। এখন প্রশ্ন হলো যে মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগে পত্রিকাটা একপ্রকার নিষিদ্ধ হলো, সেই সংবাদ যদি সরকারের পক্ষে যেত তবে কি পত্রিকাটার এই পরিণতি ভোগ করতে হতো?





মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪০

বেঈমান আমি. বলেছেন: আপনার আরেকটা তথ্য মিস গেছে।কবি শামসুর রহমান সহ আরো কে কে জানি ইনকিলাব পত্রিকা বয়কট করার আহবান জানাইছিল একবার ।সে অনেকদিন আগের কথা।এমনিতেই মাওলানা মান্নান তো ছিল রাজাকার।সেই থেকে কোনদিন ইনকিলাব পড়ি নাই।


সরকারের পক্ষে যেত তবে কি পত্রিকাটার এই পরিণতি ভোগ করতে হতো?
ফালতু কথা বললে তো হবে না?এইখানে সরকার বিরোধী না বরং দেশ বিরোধী খবর ছাপাইছে।
ফাকিস্তানি ছাগুরা ছাড়া কেউ বিশ্বাস করবে ইন্ডিয়ান সেনা বাংলাদেশে অভিযান চালাবে?

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৬

আহমদ জসিম বলেছেন: ভাই, তথ্যটা বিশ্বাসযোগ্য নহে। তবে এই ইনকিলাবের মালিক একবার বর্তমান প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে ছিল।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৮

বেঈমান আমি. বলেছেন:

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৭

আহমদ জসিম বলেছেন: আবারও সেই ক্ষমা!

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৮

তুহিন সরকার বলেছেন: বিভ্রান্তিমূলক উস্কানিদানকারি পত্রিকা নিষিদ্ধে দাবি জানাচ্ছি।

পোস্টদাতা এবং বেঈমান আমি কে ধন্যবাদ।

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৭

আহমদ জসিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১২

সীমাহীন ভালবাসা বলেছেন: আইচ্ছা আমার দেশ,ইসলামি টিভি,দিগন্ত এসব ও কি মিথ্যা খবর দিত? হা হা হা বিনোদন রে বিনোদন,,, আওয়ামীলীগ বা ভারতবিরোধী কোন কথাই সত্য হতে পারে না,, কারন ভারতে সবাই দেবদেবিদের কৃপায় চলে,,আর আওয়ামীলীগ ভারতের কৃপায় চলে

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২২

আহমদ জসিম বলেছেন: আপনার কথাই হয়তো সত্যি তবে ভারতের দালাল আওয়ামীলীগ একা নয় বিএনপি সেই দলে আছে।

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩

এম আর ইকবাল বলেছেন:
স্বাধীনতা মানে অন্যের স্বাধীনতা বা অধিকার হরণ করা নয় ।
অথবা নিজ স্বার্থ সিদ্ধীর জন্য বিভ্রান্তিকর তথ্য সরবরাহও নয়

১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৭

আহমদ জসিম বলেছেন: একমত।

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: সুবিধাবাদী পত্রিকা।

১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৮

আহমদ জসিম বলেছেন: ঠিক বলেছেন।

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮

শিপু ভাই বলেছেন: বিভ্রান্তিমূলক উস্কানিদানকারি পত্রিকা নিষিদ্ধে দাবি জানাচ্ছি।

১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৮

আহমদ জসিম বলেছেন: সমর্থন দিলাম।

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১০

মিতক্ষরা বলেছেন: Inqilab news was based on another source. The report admitted that the news was published in another media and they just copied it. Amader somoy did the same.

৯| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৬

একজন ঘূণপোকা বলেছেন: সীমাহীন ভালবাসা বলেছেন: আইচ্ছা আমার দেশ,ইসলামি টিভি,দিগন্ত এসব ও কি মিথ্যা খবর দিত? হা হা হা বিনোদন রে বিনোদন,,, আওয়ামীলীগ বা ভারতবিরোধী কোন কথাই সত্য হতে পারে না,, কারন ভারতে সবাই দেবদেবিদের কৃপায় চলে,,আর আওয়ামীলীগ ভারতের কৃপায় চলে

১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪০

আহমদ জসিম বলেছেন: কথা মিথ্যা নয়।

১০| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৪

মেকগাইভার বলেছেন: বাংলাদেশে কোন জার্নালিস্ট বা খবরের কাগজের আর দরকার আছে?

মুন্নি সাহার মতন দুই একটা জার্নালিস্ট থাকলেই অনেক বেশি।

১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪০

আহমদ জসিম বলেছেন: হা হা হা!

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫১

মানুষ বলেছেন: চিঠিগুলোর নম্বর দেখেছেন। সবগুলা শুরু হয়েছে EA&P অর্থাৎ East Asia & Pacific দিয়ে। ইন্ডিয়া সাউথ এশিয়া উইং এর অন্তর্ভুক্ত। শুরু হওয়া উচিৎ ছিল SA দিয়ে। এই চিঠির সত্যতা নিয়ে যথেস্ট সন্দেহ আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.