নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

ভারতের দালাল সেই ক্রিকেট কর্তারা যা বলল!

২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩২

সাহেব কহেন চমৎকার সেই চমৎকার/ মোসাহেব কহেন, চমৎকারতো হতেই হবে হুজুরের মতে অমত কার। এদেশের শাসকশ্রেণির নির্লজ্জ দালালি দেখে নজরুলের তোষামোদ কবিতার পঙ্‌ক্তি মনে পড়ল। প্রভু রাষ্ট্র ভারত বলেছে: ক্রিকেট দুনিয়ার একচ্ছত্র অধিপতি হবে সেই। বৃত্তদের কি আর বলার সাহস আছে, না গুরু এ-বড় অন্যায়। তা ছাড়া ক্রিকেটতো একটা খেলাস মাত্র, যেখানে পুরো সুন্দর বন ধ্বংস করে রামপাল বিদ্যুৎ-কেন্দ্র হচ্ছে। যেখানে পুরো দেশকে মরুভূমি পরিণত করার প্রক্রিয়া হিসেবে ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প পুরোদমে চলছে। আর সেইসব নপুংসক বোর্ড কর্তাদের কথাই বা কি বলব, যারা একবাক্যে ভারতের এই প্রস্তাবকে মাথা পেতে নিচ্ছে। তারাতো নিজের প্রভুর মন রক্ষার্থে নিজের বউ-জি কিংবা মা-বোনকেও পরপুরুষের হাতে তুলে দিতে পারে। এখন আমাদের সামনে প্রশ্ন: আমরা কি শুধুই চেয়ে চেয়ে দেখব, নাকি একটু নাড়া ছাড়াও করব?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫০

হাসিব০৭ বলেছেন: এখন আমাদের সামনে প্রশ্ন: আমরা কি শুধুই চেয়ে চেয়ে দেখব, নাকি একটু নাড়া ছাড়াও করব?

সময় থাকতে জাগ্রত না হলে পরে শুধু স্মৃতি নিয়েই থাকতে হবে

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৯

আহমদ জসিম বলেছেন: যথাত্ব বলেছেন ভাই।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৮

ফিলিংস বলেছেন: কোথায় আনু মুহাম্মদ-কোন রোড মার্চ হয়না কেন ???

কোথায় ডঃ মুহাম্মদ ইউনূস--আমেরিকা কে দিয়ে ইংল্যন্ড, অস্ট্রেলিয়া কে কিছু বলেনা কেন ???

সুন্দর বন বাচাবেন, তেল গ্যাস বাচাবেন--আর ক্রিকেট ?????????

২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫০

আহমদ জসিম বলেছেন: ভাই বলেছেন সুন্দর, তবে তেল-গ্যাস আর কিক্রেট গুলিয়ে ফেল্লে হবে না।তবে এবারের সংগ্রাম আসলে কিক্রেটের আড়ালে সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম। শুধু আনু মুহাম্মদ-এর দিকে তাকিয়ে থাকলে হবে না। আমরাই শুরু করতে পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.