নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

তলস্তয়ের দৃষ্টিতে: শিক্ষিত-অশিক্ষিত'র পাথর্ক্য!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১২

তলস্তয় তাঁর এক লেখায় বলেছেন: একজন শিক্ষিত মানুষের সাথে অশিক্ষিত মানুষের পার্থক্য ততটুকু যতটুকু একটা জীবের সাথে জড় পর্দাথের হয়। অতএব শিক্ষা সুযোগ নয়, এটা মানুষের অধিকার। আর শাসক শ্রেণি যখন সেই অধিকারকে ফেয়ারএন্ড লাভলি কিংবা লাইফবয় সাবানের মতো ক্রয় যোগ্য পণ্যে রূপান্তর করতে চায়, তখন আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠে বুর্জোয়া শাসক শ্রেণি আজ কতটা অসভ্য আর ইতর হয়ে গেছে। কিন্তু এইসব ইতরদের ইতরামি দেখতে দেখতে আমার কেমন যেন গাশোয়া ব্যাপার হয়ে গেছে। কিন্তু এরমধ্যে আরেকটা ইতর শ্রেণি জন্ম নিয়েছে, যাদের ইতরামি আর সহ্য করা যাচ্ছে না। এরা ইনিয়ে বিনিয়ে শিক্ষাকে বাণিজ্যিক করণের পক্ষে বলে, আবার নিরপেক্ষতার ভানও ধরে।

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালোই বলেছেন। আরো বিস্তারিত লেখার সুযোগ ছিল!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

আহমদ জসিম বলেছেন: তা ছিল, এবং লিখার ইচ্ছাও আছে।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

পাঠক১৯৭১ বলেছেন: আপনার কোন কোন ভাবনা আছে শিক্ষা নিয়ে?

শেখ হাসিনা ও খালেদা বেগমের ভাবনা যততুকু সেই অনুসারে এখন শিক্ষা চলছে, আপানর ভাবনা লিখুন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

আহমদ জসিম বলেছেন: আমার ভাবনাতো লেখেছি। শিক্ষা বাণিজ্য করণ চলবে না।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

পাঠক১৯৭১ বলেছেন: আপনার প্রোফাইলে আছে, আপনি মুলত: গল্প ও প্রবন্ধ লিখেন; আপনার গল্প ও প্রবন্ধগুলো কোথায় লেখেন?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

আহমদ জসিম বলেছেন: মূলত লিটলম্যাগেই লেখি, এই সামুতেও কিছু গল্প প্রবন্ধ আছে। আগ্রহী হলে লিংক দিতে পারি।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

পাঠক১৯৭১ বলেছেন: নীচের অংশটুকু আপনার একপোস্টের অংশ; ইহা কি আপনার গল্প বা প্রবন্ধ?

"
শুনেন: এক ভণ্ডপীরের সাথে মধ্যরাতের ফোনালাপ!

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮ |


শেয়ারঃ


0

0










কাল মধ্যেরাতে একটা অজ্ঞাত নাম্বার থেকে ফোন কল পেলাম। সেই ফোন করা জনৈক ব্যক্তির সাথে যে সংলাপ বিনিময় হলো তা বন্ধুদের জন্য তুলে দিলাম।

- আসসালামুআলাইকু ভাইজান
- ওলাইকুম সালাম
- ভাইজান আপনে বড়ই ভাগ্যবান, আপনার উপর আল্লাহ পাকের রহমত পড়েছে, স্বয়ং বড়পীর আপনার জন্য সুপারিশ করেছে, বলুন আলহামদুইল্লা!
- জি, আলহামদুইল্লা! ওনাদের দুইজনকে আমার ধন্যবাদ।
- ভাই জানের কি করা হয়?
- সম্পূর্ণ বেকার

"

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

আহমদ জসিম বলেছেন: ভুলবসত চলে এসেছে। ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এখনেই ঠিক করে নিচ্ছি।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

পাঠক১৯৭১ বলেছেন: আপনি ৫ লাইনে যা লিখেন উহাকে ভাবনা বলে না, উহাকে বলা চলে 'হাউকাউ'

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

আহমদ জসিম বলেছেন: স্বীকার করছি ৫লাইলে লিখেছি। তবে আমার ধারণা বলার মতো বলতে পারলে এক লাইনেই কাফি।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

পথহারা নাবিক বলেছেন: @তরল তুমার কাছে সব কিছুই হাউ কাউ!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

আহমদ জসিম বলেছেন: নাবিক ভাই, অনেকদিন পর আমার পক্ষে কিছু বলবেন?

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

পাঠক১৯৭১ বলেছেন: @পথহারা নাবিক ,





সংসদ ভবনে পায়খানা করেছে, সেটা নিয়ে পোস্ট দিয়েছেন?
আসলে দেখেন, ওখানে গিয়ে আপনার মগজ রেখে চলে এসেছেন কিনা!

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

পাঠক১৯৭১ বলেছেন: শোনেন, '১ লাইনে কাফি, মাফি' ছেড়ে দেন; এক লাইনে কেহ কাফি মাফি হলে, লিও তলস্তয় এত বড় বড় সব কিতাব লিখতো না, ওকে?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩০

আহমদ জসিম বলেছেন: যার জন্য যত লাইন লেখা দরকার তত লাইন লেখতে হবে। আমার দারণা আমার মূল বক্তব্য ৫লাইনেই কাফি।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

nurul amin বলেছেন: বর্তমান কর্পোরেট যুগে সবকিছুই পণ্য। সুতরাং শিক্ষা পণ্য হলে কোন সমস্যা নেই।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৪

আহমদ জসিম বলেছেন: আপনার কথা অনুসারে কর্পোরেট যুগের চাহিদা মিটাতে নিজের বউ-জি বেশ্যা বানাতে হবে।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১১

পথহারা নাবিক বলেছেন: @লেখক আপনি পোষ্টের ভিতর পোষ্ট দেন নাই তাই আপনকে সাপোর্ট করলাম!!
@তরল তোর কি মনে হয় আমি ব্লগে আইছি দেইখা আমার রস বোধ কবে গেছে!! এখন থেকে সব কিছু সিরিয়াস লেখতে হপে!!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৬

আহমদ জসিম বলেছেন: ভাই আপনে যতই গালি দেন আমি দিমু, কারণ সবাই তার লেখাটারে বেশি পাঠকের কাছে নিতে চায়, আমিও চাই। কেউ একবার পড়লে দ্বিতীয়বার না পড়লেই হলো।

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৭

পাঠক১৯৭১ বলেছেন: এই হলো আপনার ব্লগিং? একই পোস্ট কত বারবার?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪২

আহমদ জসিম বলেছেন: ভাই কেন বার বার দিই, সেই ব্যাখ্যাতো একবার দিলাম।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫২

আহমদ জসিম বলেছেন: বারবার পোস্ট দেওয়ার কারণতো একবার ব্যাখ্যা দিয়েছি।

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৮

পাঠক১৯৭১ বলেছেন: লিও টলস্টয়কে বাদ দিয়ে নিজের ভাবনা লিখুন; না হয়, বকবক কমায়ে দেন!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৬

আহমদ জসিম বলেছেন: কেনরে ভাই, আমি কি আমার কথা বলি নাই?

১৩| ২৫ শে মে, ২০১৪ সকাল ৭:৪৪

ইসটুপিড বলেছেন: .....এখানেগুতান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.