নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

নারায়ণগঞ্জের ৭খুন ও খুনিদের রেখে যাওয়া কিছু আলামত দেখুন।

০৯ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৭

খুনি যত বড় সেয়ানা হবে হোক, খুন করে কিছু না কিছু আলামত রেখে যাবেই। যে আলামত ধরেই একদিন প্রকৃত সত্য বেরিয়ে আসে, খুনিরা ধরা পড়ে। ওয়ার্ড কাউন্সিলার নজরুলসহ যে ৭জন খুন হলো, সেখানেও আমরা প্রথম আলামত হিসেবে দেখছি, নারায়ণগঞ্জ বন্দর গুদারাঘাটে rabযে নৌকাগুলো গত চার বছর ধরে বাঁধা ছিল, হঠাৎ করে এই নৌকাগুলো সরিয়ে ফেরা হয়েছে। লোকজন বলছে গত চার বছরে চোখ বাঁধা বহু মানুষকে এই নৌকাতে করে নিয়ে যেতে দেখেছেন তারা। নৌকা সরানোর উদ্দেশ্য নিশ্চিত ভাবেই আলামত নষ্ট করার উদ্দেশ্যে। তবে আলামত নষ্ট করতে গিয়ে জনগণের কাছে আলামত আরো স্পষ্ট হয়ে গেছে। দ্বিতীয় আলামত হিসেবে আমরা দেখছি, লাশের সাথে যে ১৬টা করে ইট পাওয়া গেছে এই ইটগুলো rab কাযর্লয়ের সামনে নির্মাণাধীন ভবনে ব্যবহার হচ্ছে। তৃতীয় আলামত হিসেবে আমরা দেখছি, যে বস্তা গুলোতে লাশ পাওয়া গেছে সব বস্তাই রেশনের বস্তা। যে বস্তাগুলোrab কাছেই থাকার কথা। এত আলামতের পরেও খুনিরা রক্ষা পেয়ে যাবে। কারণ সরকার তাদের রক্ষা করতে চায়। সরকার যে এই খুনি rab কর্মকর্তাদের রক্ষা করতে চায় তার আলামত হিসেবে আমরা বলতে পারি: একটা বেসরকারি ব্যাংকের নাম উল্লেখ করে নজরুলের শ্বশুর বলছে : খুনের ব্যাপারে ছয় কোটি টাকার লেনদেন হয়েছে ওই ব্যাংকে। অথচ দেখুন খুনের ১০দিন পার হলো এখনও সেই ব্যাংক হিসাব খতিয়ে দেখছে না সরকার। কারণ সরকার নতুন কোন জজ মিয়া কাহিনি তৈরিতে এখন ব্যস্ত- আছে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৪ বিকাল ৫:৪২

স্পেলবাইন্ডার বলেছেন: ঠিক।

২| ০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

ম্যাংগো পিপল বলেছেন: শুধুই হতাশা................. :(( :(( :((

৩| ১০ ই মে, ২০১৪ রাত ১:৪৮

অতঃপর জাহিদ বলেছেন: কিছু বলার নাই ভাই ......

১০ ই মে, ২০১৪ রাত ২:২১

আহমদ জসিম বলেছেন: কে বলছে বলার নেই। এই ভাবে চুপ থাকলে আপনে আমি যে কোন সময় গুম হয়ে যেতে পারি।

৪| ১০ ই মে, ২০১৪ রাত ২:৩২

বাংলার নেতা বলেছেন: এটা শামীম উসমান করেছে

১০ ই মে, ২০১৪ বিকাল ৫:৪৬

আহমদ জসিম বলেছেন: আমারও তাই মনে হয়।

৫| ১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

হারানো পথ বলেছেন: চলুন পথে নামি ................মোকাবেলা করি এই মানুষ নামের হায়েনা দের সাথে।

৬| ১১ ই মে, ২০১৪ রাত ১২:২৮

বাংলার নেতা বলেছেন: ঠিক ধরেছেন, উনি একজন গডফাদার, কিন্তু উনার কোন বিচার হবে না, সাংসদ বলে কথা!

৭| ১২ ই মে, ২০১৪ ভোর ৫:৪৫

কামরুল ইসলাম রুবেল বলেছেন: "এই হানে গুতান" সেই পার্ট কৈ? আপ্নেতো আবার গুতাগুতি মাষ্টার। একপুষ্ট চাইরবার না দিলে ভাত হজম হয়না।

৮| ১২ ই মে, ২০১৪ ভোর ৫:৫০

জগ বলেছেন:
কামরুল ইসলাম রুবেল , আপনি কি ছাত্রলীগ না র‌্যাব?

৯| ১৩ ই মে, ২০১৪ ভোর ৪:২০

কামরুল ইসলাম রুবেল বলেছেন: জগ ভাই বা বইন, বিষয় পুষ্ট নিয়া না, পুষ্ট দাতা কয়দিন পরপরই পুরান পুষ্ট আধা রিপুষ্টানি দিয়া কয় এইহানে গুতান। উনার আর্কাইভ দ্যাখেন, তাহলে বুঝবেন কি কইতে চাইচি। কি জানি একটা সাকিব আর বেশ্যা নিয়া লিখছিলেন, কয়দিন পরপরই দেহি প্রথম পাতায়। X(( X(( X(( X((

১০| ১৬ ই মে, ২০১৪ বিকাল ৫:৫১

ইসপাত কঠিন বলেছেন: কিছু প্রশ্ন রেখে গেলাম

১১| ২৫ শে মে, ২০১৪ সকাল ৭:৪২

ইসটুপিড বলেছেন: .....এখানেগুতান

১২| ১০ ই জুন, ২০১৪ রাত ২:৪৭

রোমান হাসান রনি বলেছেন: এক দম সত্যি কথা বলছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.