নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

শুনেন: এক প্রতারকের সাথে ফোনালাপ!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

গতকাল আমি একটা গাড়ি পেয়ে ছিলাম। হঠাৎ এক জন ফোন করে বলল: লটারিতে আপনার ফোন নম্বর গাড়ি জিতেছে। ভদ্রলোকের কথা শেষ হবার আগেই আমি উচ্ছ্বাসিত কণ্ঠে বললাম: তাই নাকি, আমার যে খুশি খুশি লাগছে। অপর প্রান্ত থেকে লোকটা বলল: তবে আপনাকে কিছু নিয়ম রক্ষা করেই গাড়িটা নিতে হবে।

-নিয়মের কথা পরে, আগে আমার কিছু প্রশ্নে জবাব দেন।

- জি, বলুন।

- গাড়িটার চাকা আছে তো?

- কি বেকুবের মতো কথা! চাকা ছাড়া গাড়ি হয় কেমনে?

- আচ্ছা গাড়িটার কী রং?

- আপনে যে রং পছন্দ করবেন, সেই রঙের গাড়ি দেওয়া হবে।

- ধন্যবাদ, গাড়িতে কজন বসা যায়?

- ড্রাইবার বাদ দিয়ে চারজন। এবার আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম: ভাই তাহলে গাড়িটা আর নিব না, আপনার গাড়িতে বসা যায় চারজন অথচ আমরা মানুষ দুইজন। আর দুইজন পাব কই? আমার না শোনার সাথে সাথে অপর প্রান- থেকে: শালার পুত টের পাইছে বলে ফোনটা রেখে দিল। আমি গাড়ি নিতে রাজি হলাম না বলে গালি দিল, এমন ভাল মানুষও দেশে আছে। সত্যিই দেশটা ডিজিটাল হচ্ছে।



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সত্যি সত্যিই দেশটা ডিজিটাল হচ্ছে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৫

আহমদ জসিম বলেছেন: হি হি হি, ঠিক বলেছেন।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৯

আয়রন ম্যান বলেছেন: ভাই আপনার এই পোষ্টে মন্তব্য করার জন্য লগইন করলাম।
কিছুদিন আগে আমাকেও ফোন দিয়েছিল। আমি নাকি একটা টয়েটো এলিয়ন কার পেয়েছি। প্রতারকের কন্ঠটা আমার কাছে ঐ যে জ্বীনের বাদশার মতো মনে হয়েছে।
আমি প্রথমে তার সাথে ভালোই ব্যবহার করেছিলাম। শেষ পর্যন্ত আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। খাটি একটা বাংলা গালি দিয়া দিছি। তার পর ঐ বেটা মোবাইল বন্ধ করে দেয়।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬

আহমদ জসিম বলেছেন: আসলে বেশিক্ষণ নিজেকে শান্ত রাখা যায় না।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৮

পুরান লোক নতুন ভাবে বলেছেন: শালার পুত টের পাইছে বলে ফোনটা রেখে দিল।

তোরে এতো সুন্দর গালিটা বুইঝা দিছে!! আসলে তোর মতো রিপোস্ট রে এর থেকেও খারাপ গালি দেওয়া দরকার!!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭

আহমদ জসিম বলেছেন: চেতন কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.