নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

জেনে রাখা ভাল: বইমেলাকে সামনে রেখে কতিপয় প্রকাশকের মুরগি ধরা ব্যবসা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

আমাদের এই পোড়া দেশে কিছুই যেন টিকঠাক মতো দাঁড়ানোর সুযোগ নেই। প্রকাশনা শিল্পের কথাই দরুন। সে তো প্রায় ১৫০ বছরের ইতিহাস। অনেক দূরেই তো যাবার কথা ছিল এই শিল্প। অথচ আজও কেমন যেন হাঁটি হাঁটি পা পা করছে ! প্রতিবছর মেলাতে স্টলের সংখ্যা বাড়ছে, সেই অনুসারে এবছর মেলায় স্টলের সংখ্যা প্রায় ছয় শতাধিক।অথচ এই ছয় শতাধিক স্টল থেকে বড় জোড় ৪০/৫০টা প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যাবে, যারা প্রকৃতি অর্থে বইয়ের ব্যবসা করেন। বাকিরা আসলে করেন মুরগি ধরা ব্যবসা। এই মুরগি ধরা ব্যবসায়ীদের কাজ মোটা অঙ্কের টাকা নিয়ে বই চেপে দেওয়া। সেই লেখার মান যেমনে হোক না কেন! আসলে এই দায় শুধু ওই মধ্যস্বত্বভোগী প্রকাশকদের নয়, এটা এদেশের সংস্কৃতির মধ্যই নিহিত। ১৬ কোটি মানুষের দেশ, শিক্ষার হারও মোটামুটি বেড়েছে। অথচ বইয়ের বাজার বছরে ৫০/৬০ কোটি টাকার বেশি নয়। অথচ দেখুন দেশের ১কোটি শিক্ষিত মানুষ যদি মাসে ১০০টাকা করে বইয়ের পিছনে খরচ করত বইয়ের বাজার হতো বছরে ১২০০ কোটি টাকা। ভাবছে অরণ্য রোধন, মনে রাখতে হবে দেশে ইয়াবার বড়ি বিক্রি হয় বছরে ৩১ হাজার কোটি টাকার। একই সাথে মনে রাখতে হবে, অধিকাংশ মানুষ জ্ঞান অর্জনের জন্য আগ্রহী হয় তখন- যখন সমাজে ব্যক্তির বিকাশ নির্ভর করে জ্ঞানের উপর। যে সমাজে ব্যক্তি অবস্থান উত্তরণের জন্য জ্ঞানের থেকে সনদের, জানার থেকে লাইন বাজির এবং বুদ্ধির থেকে চতুরতার বেশি গুরুত্ব বহন করে সেই সমাজে মানুষ বই পড়বে কোন কারণে?


মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৫

মুরাদ-ইচছামানুষ বলেছেন: ইয়াবার বড়ি বিক্রি বছরে ৩১ হাজার কোটি টাকার!! বই ১০০ কোটি টাকারও না :(

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৩

আহমদ জসিম বলেছেন: এই ইয়াবা বড়ি বিক্রির তথ্যটা আমি পত্রিকা থেকে পেলাম।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১২

ঢাকাবাসী বলেছেন: বড়ই দঃখজনক, বই কিনে পড়ে খুব কম লোক! ভাল লিখেছেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৩

আহমদ জসিম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩২

শাহ আজিজ বলেছেন: ভালো লেখা কোথায় এ নিয়ে আপনি কোন আলাপ করেননি । লেখক হাতে গোনা কজন । লেখক হাতে গোনা কজন। ক্রিয়েটিভ লেখার বড়ই অভাব । আই সি টি আইন যে দেশে থাকে সেখানে নতুন লেখা ও লেখকের আশা করবেন না। সবচে দুঃখজনক বেশ কজন সম্পাদক ব্লগিং বন্ধের জন্য আই সি টি করার জন্য সরকারের পা চেটেছে। সুস্থ মন মানসিকতা তৈরিতে রাজনীতি এখন প্রধান অন্তরায়। রাজনীতি সর্বত্র বিচরিছে , আর দামড়া লেখক যারা পার্ট টাইম রাজনীতি করে তারা চাইছে আমরাই এদেশের শেষ ধোন , এরপরে আর কোন ধোন যেন খাড়া না হয়। একটু ভেতরে ঘুরুন দেখবেন কত মহীয়সী শুয়োর সাহিত্যজগতকে পাছা মেরে শেষ করে দিচ্ছে। এখন নয়া বাল ওঠা প্রকাশকরা আপনার পয়সা দিয়ে বই ছাপছে আর বইয়ের আংশিক আবার আপনার মাথায় তুলে দিচ্ছে যাও ফেরি করে বিক্রি করো।

বেশী বলে ফেললাম কি??

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৭

আহমদ জসিম বলেছেন: ঠিক বলেছেন, সমাজে অসুষ্ঠু রাজনীতি থাকলে সুষ্ঠু চিন্তার বিকাশ সম্ভব না। তারপরও বলি ভাল লেখা নিধারণ করে দেওয়ার আমি কেউ না। পাঠের ইচ্ছা থাকলে পাঠক নিজেই ভাল লেখা খুজেঁ বের করবেন।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৩৭

নীলাবেশ বলেছেন: ভাল মানের বই কই ? বস্থা পচা গল্পের জন্য নিশ্চয়ই আমি ২০০ টাকা খরচ করব না।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৭

আহমদ জসিম বলেছেন: বস্থা পচার ভেতর থেকে ভাল বই খুজেঁ বের করা পাঠকের দায়ত্ব।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:২১

পুরান লোক নতুন ভাবে বলেছেন: জইস্যা!! আবার রিপোস্ট পুন্দাইছোস!!

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৬

কামরুল ইসলাম রুবেল বলেছেন: আচ্ছা রিপোষ্ট দিতে আপনার এতটুকুও খারাপ লাগেনা। এমন ইতর চরিত্রের লোক এই সামুতে লম্বা সময়ে আমি একটাও পাইনি। আপনি কেন বোঝেন না যে আপনার ফেসবুক ষ্টাটাস টাইপের পোষ্টের রিপুষ্ট এতটাই মেজাজ খারাপ করে যে ইচ্ছা করে আপনার সাহিত্য জায়াগা মত দিয়ে দেই।

এখানে গুতান এটা আবার কি ধরণের শব্দ। সাহিত্য বুঝি? জাষ্ট উপরের কমেন্টটা পড়ুন, দেখুন লাজ-শরম কিছু তৈরি হয় কিনা।

আল্লাহর ওয়াস্তে, লিখলে ভালভাবে মৌলিক কিছু লিখুন। পুনপোষ্ট করতে হবেনা। পাঠক খুজে বের করে পড়বে।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৫

ভূতের কেচ্ছা বলেছেন: আই সি টি আইন যে দেশে থাকে সেখানে নতুন লেখা ও লেখকের আশা করবেন না। সহমত......

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৯

আহমদ জসিম বলেছেন: আসলে আইনটা সম্পর্কে আমার ভাল ধারণা নেই, যদি বিস্তারিত লিখে বুঝিয়ে দিতেন।

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ জসিম সাহেব। অর্থ দিয়ে বই কেনা যায় কিন্তু বিদ্যা নয়…….!! সুতারাং শুধু কিনলে হবেনা পড়তে হবে। জা্নতে হলে পড়ার বিকল্প নাই। বর্তমানে বই কেনা একটা ফ্যাশন হয়ে দাড়িয়েছে। বই কেনার কতগুলো যৌক্তিক কারণ হলোঃ

১.বইমেলায় যখন দেখবেন কেউ ভারী ভারী বই কিনছে তাহলে বুঝে নিবেন সে একজন আঁতেল ।
২. বইমেলায় যখন দেখবেন কেউ গাদা গাদা রোমান্টিক বই কিনে ব্যাগ ভরে ফেলছে তাহলে বুঝতে হবে সে সদ্য প্রেমে পড়েছে এবং তার মনের মানুশ কে উপহার দিতেই এই বই কেনা ।
৩. বইমেলায় যখন দেখবেন কেউ সামনে যে বই পাচ্ছে সেই বই কিনছে । তাহলে বুঝতে হবে সে ঘর সাজানোর জন্য বই কিনছে ।
৪. বইমেলায় যখন দেখবেন কেউ বই না কিনে ষ্টলে ষ্টলে ঘুরে বেড়াচ্ছে তাহলে বুঝতে হবে তার মতলব খারাপ । সে বই চুরি করার জন্য ঘুরে বেরাচ্ছে ! তবে বই চুরি কিন্তু পাপ নয় !!
৫. বইমেলায় যখন দেখবেন কেউ অতিরিক্ত সাজ মেরে ঘুরে বেড়াচ্ছে এবং একটা আলগা ঢং করে হাটছে তাহলে বুঝতে হবে বইমেলায় আগত টিভি চ্যানেল গুলুর ক্যামেরার নজরে পরার জন্য এসব করছে।

বিঃদ্রঃ আমার বই পড়ার খুৃব শখ। এসএসসি পরীক্ষার রাতে আবশ্যিক পড়া বাদ দিয়ে রবীঠাকুরের ছোট গল্পের সংস্করণ “গল্পগুচ্ছ” নিয়ে মেতে থাকার জন্য তিরস্কৃত হয়ে ছিলাম। আমার নিজস্ব একটা পাঠাগার ছিলো যার অবশিষ্ট কিছু বই এখনো আমার ঘরে শোভা পাচ্ছে। ধন্যবাদ রব্বানী ভাই চমৎকার লেখার জন্য।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫২

আহমদ জসিম বলেছেন: দারুণ বলেছেন ভাই, আপনার সাথে দ্বিমত প্রকাশের কিছু পেলাম না।

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৮

সুমন কর বলেছেন: যে সমাজে ব্যক্তি অবস্থান উত্তরণের জন্য জ্ঞানের থেকে সনদের, জানার থেকে লাইন বাজির এবং বুদ্ধির থেকে চতুরতার বেশি গুরুত্ব বহন করে সেই সমাজে মানুষ বই পড়বে কোন কারণে?

ভালো বলেছেন। সহমত।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩

আহমদ জসিম বলেছেন: ধন্যবাদ সুমন কর।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৯

বাড্ডা ঢাকা বলেছেন: হুম ভালো বলেছেন সহমত

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩

আহমদ জসিম বলেছেন: ধন্যবাদ ।

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৮

সুফিয়া বলেছেন: অর্থ দিয়ে বই কেনা যায় কিন্তু বিদ্যা নয়…….!! সুতারাং শুধু কিনলে হবেনা পড়তে হবে।

নূর মোহাম্মদ নূরু এর একথাটা খুব ভালো লেগেছে।

ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৪

আহমদ জসিম বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.