নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

যে ভাবে ওদের থু থু ছেটেঁ খেতে হলো!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

মায়ের জন্য ঔষধ আনতে গিয়ে ছিলাম মোড়ের ফার্মেসিতে, অর্থাৎ বড়ুয়া বাবুর দোকানে। ঔষধ হাতে নেওয়ার আগেই শুনতে পেলাম একটা সম্মিলিত কণ্ঠের চিৎকার। চিৎকার আরেটুক স্পষ্ট হতে বুঝতে পারলাম, এটা আসলে একটা মিছিল; স্লোগান ছিল এই রকম: মিলন ভাইয়ের রক্ত বৃতা যেতে দেব না, মিলন হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম, ইত্যাদি ইত্যাদি। কর্মব্যস্ত- সব মানুষ যেন কাজ ফেলে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিল মিছিলটার দিকে, কিংবা বলা যায় মিছিলটাকে স্বাগত জানাচ্ছে হৃদয় থেকে। মাঝে বড়ুয়া বাবু একবার বলে উঠলেন: ৬৯-এর পর মানুষের এমন গণজাগরণ আর দেখিনি। তারপর ছোট মিছিলটা বড় হয়ে মোড় অতিক্রম করল, মিছিলে যুক্ত হলো মোড়ে দাঁড়িয়ে থাকা অনেক মানুষ। এখন আর মনে করতে পারছি না, সেটা আওয়ামীলী নাকি বিএনপির মিছিল ছিল। কিংবা তখন ওই ভাবে দুই দলকে আলাদা করার মতো বোধ বিবেচনাও খুব বেশি হয় নাই। তারপর একদিন ঘুম থেকে ডেকে তুলে আপা বললেন, এরশাদ পদত্যাগ করেছে। এরশাদ পদত্যাগ করলে আমাদের কি লাভ-ক্ষতি? সেই হিসাব কষার বয়স তখনও হয় নি। তবুও আমি মহা খুশি- বড়দের খুশি ছোটদেরও খুশি করবে এটাইতো স্বাভাবিক। ছুটে গেলাম মোড়ে, দেখি এরশাদের একটা পোষ্টারে কেউ থু থু দিচ্ছে, কেউ বা জুতা পেটা করছে। শুধু একজন বৃদ্ধ গর্জন করে বলল: এত থু থু দিয়েও না, ব্রিটিশ দেখছি, পাকিস্তান দেখছি, বাংলাদেশ দেখছি। এই বাঙালিরে আমি চিনি, দেখবা এই থু থু আবার ছেঁটে খেতে হবে। বুকের ভিতর একটা মোচড় দিল। ভাবছি সত্যি বুঝি আমাদের থু থু ছেঁটে খাবার সময় চলে এসেছে।

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০০

আরণ্যক রাখাল বলেছেন: ভাল বলেছেন| আমরা অলরেডি থুথু চেটে খেয়েছি|

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৮

আহমদ জসিম বলেছেন: অস্বীকার করার কোন উপায় দেখছি না।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

হাসান মাহবুব বলেছেন: বৃদ্ধটি নিঃসন্দেহে প্রাজ্ঞ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫০

আহমদ জসিম বলেছেন: ঠিক বলেছেন, আমার অনেক গল্পের প্লট এই বৃদ্ধের কাছ থেকে নেওয়া।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪২

গাঁও গেরামের মানুষ বলেছেন: অভিজ্ঞতালব্ধ এমন জ্ঞানের জন্যই সমাজে বৃদ্ধদেরকে সম্মান দেওয়া হয়।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০২

আহমদ জসিম বলেছেন: কিন্তু আজকালতো সেই সম্মান সমাজ থেকে উঠে যাচ্ছে।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:০৮

মেহেদী_বিএনসিসি বলেছেন: আমরা আর কিছু পারি আর না পারি......অন্যের সমালোচনাটা ভালোই পারি......। তত্বাবধায়কতো ভালো......আল্লাহকে রিকোয়েষ্ট করে একজন ফেরেশতাকেও যদি ক্ষমতায় বসানো হয়.......আমরা দুদিন বাদেই তার সমালোচনা শুরু করবো....।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

আহমদ জসিম বলেছেন: এই সমালোচনা পরশ্রীকাতরতার ফল, যা ক্ষমতাই যেতে না পারার যন্ত্রণা থেকে সৃষ্টি হয়।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল একটি সময় উপযোগাী লেখা
ক্ষমতাকে আকড়ে থাকার জন্য মরিয়া হওয়া এবং শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হওয়া --- দুটোই খারাপ
লেখকের জন্য শুভকামনা রইল

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৩

আহমদ জসিম বলেছেন: আপনে আমার ব্লগ পোস্ট কিংবা ফেইসবুক স্ট্যাটাসের মনযোগী পাঠক। আপনাকে আবারও ধন্যবাদ।

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৮

আমি তুমি আমরা বলেছেন: সেই বৃদ্ধ অসাধারন জ্ঞানী ছিলেন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৫

আহমদ জসিম বলেছেন: বলা যায় অভিজ্ঞ ছিল।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩১

মাঘের নীল আকাশ বলেছেন: অস্বীকার করার কোন উপায় নেই!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৫

আহমদ জসিম বলেছেন: একদম না।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৪৪

পুরান লোক নতুন ভাবে বলেছেন: জইস্যা বিচি ছাড়া হিজরা আবার রিপস্ট পুন্দাইছস!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.