নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

জাতীয় সংগীত হিন্দু কবির কেন? এমন প্রশ্ন যখন সামনে আসে!

০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

কালের সাথে তাল মিলিয়ে সভ্যতা ক্রমশ এগিয়ে যায়, কালের অভিজ্ঞতাই মানুষ সমুদ্ধ হয়, সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ধারণ করে এক মানবিক সংস্কৃতি।অথচ আমরা যেন সভ্যতার রতকে উল্টা দিকে ঘুরাচ্ছি। আহমদ শরীফ-এর মতো লেখকদের মৌলবাদীরা ঘৃণা করত ঠিকই, তবে খুন করার কথা কখনও ভাবেনি। অথচ আজ অভিজিৎরা খুন হয়ে যায়। আমাদের জাতীয় কবি কাজি নজরুল ইসলাম-এর সারাজীবনের সাধনা, এ অঞ্চলের হিন্দু মুসলমান সম্প্রদায়ের গালাগালির সম্পর্ককে গলাগলিতে রূপান্তর করা, তাই তিনি একই সাথে লিখেছেন শ্যামা-গীত আর ইসলামি সংগীত। অথচ আজ আমরা সভ্য মানুষরাও তার সেই দর্শন নিয়ে প্রশ্ন তুলছি। মনে হয় সেই দিন খুব বেশি দূরে নয়, যে দিন কেউ একজন প্রশ্ন করে বসবেন: একজন হিন্দু কবির গান কেন জাতীয় সংগীত হল? এই ধরনের প্রশ্ন তোরার মতো মানুষ আসলে সবসময় ছিল,তবে তারা ছিল মূল জনগণ থেকে বিচ্ছিন্ন আর মুক্ত চিন্তা থেকে অনেক দূরে। মনে পড়ছে: না জেনে আল মুজাহিদি সম্পাদিত লিখনী নামে একটা পত্রিকাতে একবার ‌সমির আলীর গেস্ট্রিক নামে একটা গল্প পাঠিয়ে ছিলাম, নিবার্হী সম্পাদক গল্পটা অশ্লীল বলে বাতিল করে দিলেন( তাকে ধন্যবাদ)। পত্রিকাটা জামাতীদের এটা জানার পর নিবার্হী সম্পাদককে ফোন দিয়ে জানতে চাইলাম, আল মাহামুদের শ্বশুর-ছেলের বউ এর যৌন সম্পর্ক নিয়ে লেখা গল্প কালো নৌকা যদি শ্লীল হয়, অবে আমার গল্প অশ্লীল হবে কোন দুঃখে। ভদ্রলোক যখন নীরব ছিল, বুঝে নিলাম,সে আল মাহামুদ পড়ে নাই, মৌলবাদীরা আসলে পড়ে না, ওরা মূর্খ। আমি বিশ্বাস করি না, ওরা কোরান-হাদিসও ভালভাবে পড়ে বলে। কিন্তু পড়াশোনা করা মানুষরা যখন মূর্খের মতো প্রশ্ন করে, তখন ব্যাপারটা সত্যিই বিপদজনক ঠেকে!



মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
সুধু এদেশের না সার্কভুক্ত ৩ টি দেশের জাতীয় সঙ্গিতই রবীন্দ্রসংগিত।
বাংলা, বাংলাভাষার গর্ব।

০৩ রা মার্চ, ২০১৫ রাত ২:০৩

আহমদ জসিম বলেছেন: আজ মৌলবাদের হিংস্র থাবাতে সব গর্ব খর্ব হতে শুরু করেছে।

২| ০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

আরণ্যক রাখাল বলেছেন: যারা এই ধরনের কথা বলে তাদের ইগনোর করাই ভালো, গুরুত্ব দিলেই ওরা মাথায় ওঠে| আমিও ফেবুতে এধরনের কিছু পোস্ট দেখেছি, আনফ্রেন্ড করে দিয়েছি

০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

আহমদ জসিম বলেছেন: কিন্তু ভয়ের বিষয় হচ্ছে, দিনে দিনে এমন প্রশ্নকারির সংখ্যা বাড়ছে।

৩| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৮:২৮

জুলহাস খান বলেছেন: আহমদ শরীফ-এর মতো লেখকদের মৌলবাদীরা ঘৃণা করত ঠিকই, তবে খুন করার কথা কখনও ভাবেনি। সাথে আমি একমত।




তবে তখন বর্তমানে যে রাজনৈতিক চর্চা চলছে তখন সেটা ছিলনা। অভিজিৎ রাজনৈতিক হত্যাকান্ডের শিকার।

০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

আহমদ জসিম বলেছেন: আপনার সাথে সম্পূর্ণ একমত

৪| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ, আলমাহমুদের গল্পের কাহিনী সুনেছি বইটি পড়া হয়নি।

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১:৫৪

আহমদ জসিম বলেছেন: এই গল্পটা তঁার গল্পসমগ্রে আছে।

৫| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:৫০

আরজু পনি বলেছেন:

জাতীয় সঙ্গীত হিন্দু কবির কেন? এমন প্রশ্ন যে করে তাকে অনেক পড়তে হবে আর অসাম্প্রদায়িক মনোভাবের হতে হবে, তবেই সে এই প্রশ্নের জবাব পাবে ।

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১:৫৬

আহমদ জসিম বলেছেন: পড়, পড় এবং পড়,


আপনে ঠিক বলেছেন:পাঠের কোন বিকল্প নাই ভাই।

৬| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজনৈতিক পেক্ষাপট আজ বদলে গেছে। ছাই ফেলতে আজ সোনার কুলো ব্যবহার করা হয়। হত্যা আজ ব্রেকফাস্টে ডিমটোস্টের মতো।

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১:৫৬

আহমদ জসিম বলেছেন: ঠিক বলেছেন।

৭| ০৩ রা মার্চ, ২০১৫ ভোর ৪:০৭

নীল জানালা বলেছেন: আমি আজ অব্দি এমন উদ্ভট প্রশ্ন কারো কাছ থেকে শুনিনি। আপনি কি এধরনের প্রশ্নকে স্বাগতম জানাতেই এই পোস্ট লিখলেন? আর, জাতিয় সংগীতের লেখক হিন্দু ছিলেন না। তিনি ছিলেন ব্রাহ্ম।

০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৬

আহমদ জসিম বলেছেন: এদেশের জ্ঞানপাপিদের কাছে হিন্দু আর ব্রাহ্ম আলাদা কোন বিশ্বাস নয়, সে যা হোক: আমার যন্ত্রনাটা আপনাকে বুঝাতে পারলাম না, এটাও একটা যন্ত্রনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.