নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

টক শো বাজ, অথবা এক দলকানা বুদ্ধিবেশ্যর বুদ্ধির নমুনা দেখুন!

০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

মহাত্মা আহমদ ছফা তাঁর বিখ্যাত গ্রন্থ, বুদ্ধি বিত্তের নতুন বিন্যাস-এ লিখেছেন:‘ বুদ্ধিজীবীরা যা বলেছেন সেটা যদি জাতি শুনতো, তবে বাংলাদেশ কখনও স্বাধীন হতো না, আবার এখন যা বলছে তা যদি শুনে তবে জাতির মুক্তি আসবে না।’ (পাঠের স্মৃতি থেকে) কাল একটি টিভি চ্যানেলে অভিজিৎ খুন হওয়া নিয়ে এক বুদ্ধিজীবীর টক শো দেখছিলাম। ওই বুদ্ধিজীবীর আলোচনা শুনতে শুনতে আমার বার বার আহমদ ছফার কথাটা মনে পড়ছিল। এখন কতিপয় বুদ্ধিজীবীর নামের আগে বরং বলা উচিত বুদ্ধি বেশ্যা। যা হোক, উক্ত বুদ্ধিজীবীরা আলোচনার সারকথা ছিল এই রকম: ‘ কেউ কেউ অভিজিৎ হত্যাকাণ্ড নিয়ে সরকারের সমালোচনা করছেন, তাদের বুঝা উচিত প্রত্যেক মানুষের নিরাপত্তার দায়ত্ব নেওয়া সরকারের সম্ভব না, এই জঙ্গিবাদের বিরুদ্ধে সমাজ থেকে প্রতিরোধ গড়ে উঠতে হবে।’ কথা সুন্দর! তবে প্রশ্ন থাকে: সমাজ থেকে যে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে, এমন একটা সমাজ নির্মাণের দায়ত্ব কি রাজনৈতিক শক্তির না ব্যক্তির? এখন যে রাজনৈতিক শক্তি রাষ্ট্র ক্ষমতাই আছে, তার কর্মসূচি সমাজে জঙ্গি জন্মানোর অনুকুলে না প্রতিকুলে? এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বুদ্ধি বেশ্যা এড়িয়ে গেলেন! সীমাহীন বৈষম্য জিইয়ে রাখা, মাদ্রাসা শিক্ষার মধ্যে আধুনিক শিক্ষার সিলেবাস দেওয়ার বদলে হেফাজতিদের চাপে প্রথাগত শিক্ষাই মাদ্রাসা শিক্ষার সিলেবাস ঢুকিয়ে দেওয়া এবং ভোটের সময় মাথাই হিজাব দিয়ে, লাই লা হা ইল্লাহ, নৌকার মালিক তুই আল্লা বলে মানুষের ধর্মানুভূতি নিয়ে রাজনীতি করবে, আর জঙ্গি উত্থানের সমস্ত দায় ভার বিএনপি-জামাত জোটের উপর চাপিয়ে দেওয়া হবে, এটা স্রেফ দল কানা বুদ্ধি বেশ্যার পক্ষেই সম্ভব।


মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সমাজ থেকে যে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে, এমন একটা সমাজ নির্মাণের দায়ত্ব কি রাজনৈতিক শক্তির না ব্যক্তির? এখন যে রাজনৈতিক শক্তি রাষ্ট্র ক্ষমতাই আছে, তার কর্মসূচি সমাজে জঙ্গি জন্মানোর অনুকুলে না প্রতিকুলে? এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বুদ্ধি বেশ্যা এড়িয়ে গেলেন! সীমাহীন বৈষম্য জিইয়ে রাখা, মাদ্রাসা শিক্ষার মধ্যে আধুনিক শিক্ষার সিলেবাস দেওয়ার বদলে হেফাজতিদের চাপে প্রথাগত শিক্ষাই মাদ্রাসা শিক্ষার সিলেবাস ঢুকিয়ে দেওয়া এবং ভোটের সময় মাথাই হিজাব দিয়ে, লাই লা হা ইল্লাহ, নৌকার মালিক তুই আল্লা বলে মানুষের ধর্মানুভূতি নিয়ে রাজনীতি করবে, আর জঙ্গি উত্থানের সমস্ত দায় ভার বিএনপি-জামাত জোটের উপর চাপিয়ে দেওয়া হবে, এটা স্রেফ দল কানা বুদ্ধি বেশ্যার পক্ষেই সম্ভব।

++++++++++++

এরা শুধূ দলকানাই না, বুদ্ধি কানা, বিবেক কানা, সব!!!

২| ০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

আরণ্যক রাখাল বলেছেন: টকশোওয়ালাদের বেশ্যাবৃত্তিতো মান্নার ফোনালাপেই ধরা পড়েছে

৩| ০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

স্পেলবাইন্ডার বলেছেন: ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.