নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

কী বিস্ময়! খুনের তদন্ত করবে খুনিরা

১৮ ই জুন, ২০১৫ রাত ২:৪৩

এমপি পুত্র অনেকটা শখের বসেই দু’জন নিরীহ নিরপরাধ মানুষকে খুন করল, শালা বেরসিক মিডিয়া ব্যাপারটা নিয়ে শুরু করল, খুনসুটি পাকানো। পুলিশকে বাদ্য হয়ে গ্রেপ্তার গ্রেপ্তার খেলাটা খেলতে হচ্ছে, আর সেই পুত্র ধনকে ভান করতে হচ্ছে অসুখের। এসব তো আসলে বাড়তি ঝামেলাই বটে। তবুও পুলিশ একবার জোড় গলায় বলেছেন: অপরাধ প্রমাণ হলে রেহাই পাবে না, এমপি পুত্র। পুলিশ-এর আইজির কথা শুনে অট্ট হাসিতে আমাদের পেট পেটে যাবার জোগাড়। যে দেশে ক্ষমতাসীনরা হাজার হাজার মানুষ খুন করলে অপরাধ কখনও প্রমাণিত হয় না, সে দেশে না হয়, একজন এমপি পুত্র শখের বসে দু’জন রিকশা চালককে খুন করছে, সেই খুনের আবার বিচার! ভাবছেন, তবে আইজি সাহেব যে বলছেন প্রমাণিত হলে বিচার হবে। হা হা হা! খুনের তদন্ত যদি খুনি করে তবে সেই খুনের প্রমাণ কি করে হবে!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৫ ভোর ৫:৩৩

ক্ষতিগ্রস্থ বলেছেন: এই ভান করা বিচারে বিনোদন হচ্ছে না! অগত্যা নাটক দেখার লাভতো আছেই...

১৮ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

আহমদ জসিম বলেছেন: যথাত্ব বলেছেন ভাই, নাটক তো বটেই।

২| ১৮ ই জুন, ২০১৫ সকাল ৭:১৮

নতুন বলেছেন: যদি মিডিয়া সরব থাকে এবং জনগন ভুলে না যায় তবে বিচার হবে...

কিন্তু আমাদের ম্যমরি গোল্ডফিসের মতন, নতুন ইসু আসলে পুরোনোটা ভুলে যাবো। তখন এমপি পুত্র জামিনে বের হবে আর ঐ মৃত্যের পরিবারকে ২টা ছাগল কিনে দিলেই তো মামলা শেষ... :(

১৮ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

আহমদ জসিম বলেছেন: আসল কথা হলো জনগণ জনগণ মেনে নেয় বলে, এমন জুলুমবাজ শাসক আমাদের ঘাড়ে আসে।

৩| ১৮ ই জুন, ২০১৫ সকাল ১০:১০

নীল আকাশ ২০১৪ বলেছেন: বিএনপি সরকার থাকলে হয়তবা ছাগল পাবার আশা থাকত, আওয়ামী সরকারের সোনার ছেলেরা এখন তাদের নেত্রী পুত্রকে হয়রানি করার অভিযোগে মৃতের পুত্রকে মারতে আসে কিনা - সেটাই দেখার বিষয়!

১৯ শে জুন, ২০১৫ রাত ১:৪০

আহমদ জসিম বলেছেন: ভালই বলেছেন দাদা, তবে আমরা জনগণ যে ক্রমশ ছাগলে পরিণত হচ্ছি, সেটাও একবার ভেবে দেখা উচিত।

৪| ১৮ ই জুন, ২০১৫ বিকাল ৪:৪৮

পৃথিবীর আলো বলেছেন: আমি কিন্তু এখনও শুনিনি রনির পিস্তল থেকে যে গুলি বের হয়েছে, আর যে গুলিতে ২ জন মারা গেছে, সেটা একই। তার মানে হয়ত সামনে আমরা নতুন গল্প শুনতে যাচ্ছি, রনি নয় অন্য কারও ছোঁড়া গুলিতে ওই দুজনের মৃত্যু হয়েছে। রনি নয় খুনী। তবে যেহেতু রনি গুলি করেছে, তার শাস্তি হলো, নগদ ১০০০ টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের জেল। (কোন পাগলে ১০০০ টাকার জন্য জেল খাটবো?)..... বে-কসুর খালাস....................

(পুরাটাই আমার কল্পনা)........

২০ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

আহমদ জসিম বলেছেন: নতুন জজমিয়া গল্পের জন্য প্রস্তুত হোক জাতি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.