নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

কোরবান ভিষয়ক ছোট্ট একটা দুই নম্বরির নমুনা দেখুন!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৪

ভারত গরু দেওয়া বন্ধ করে দিয়েছে, এই আতঙ্কে আমার প্রতিবেশি বেশ আগে ভাগেই একটা লাল দেশি ষাঁড় কিনে ফেলেছেন। গৃহকর্তা গোরুটাকে পুরো পাড়াই একবার চক্কর দিয়ে জানিয়ে দিলেন দাম ৪২ হাজার। কিন্তু গৃহকর্ত্রীর মুখে শোনা গেল দাম আসলে ৪০ হাজার। জ্যৈষ্ঠ্য পুত্র দু-টাইকে নাকচ করে দিয়ে বললেন, দাম আসলে ৩৮ হাজার, কিন্তু কনিষ্ঠ পুত্র প্রবাস থেকে ফোন করে বন্ধুদের বললেন: দাম আসলে ৩৬ হাজার। এই একটি গরুর দাম চারবার মূল্য পরিবর্তিত হয়েছে এবং প্রতিবার দু’হাজার করে কমেছে। তবে গোরুটির প্রকৃত মূল্য কত? যদিও এটা আমাদের মোটেও বিবেচনার বিষয় নয়, যেটা বিবেচনার বিষয় তা হলো, এই পশুবধ উৎসবে আসলে যত না থাকে ধর্মীয় অনুভূতি, তার থেকে অনেক বেশি থাকে সামাজিক প্রতিপত্তি ফলানোর কৌশল। ২৫ কে ৩০ বলার মধ্যেই আসলে ধরে নেওয়া হয়, আমার ৫ হাজার বেশি খরচ করার ক্ষমতা আছে।


মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৭

হোমোসেপিয়েন্স বলেছেন: কয় ভাগা হবে?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

আহমদ জসিম বলেছেন: ঠিক বুঝলাম, কিসের ভাগের কথা বলছেন?

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫৩

প্রামানিক বলেছেন: যে যেভাবে শান্তি পায়।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

আহমদ জসিম বলেছেন: কিন্তু এতে তো ধর্ম হয় না।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১০

শ্মশান বাসী বলেছেন: আল্লাহ তাদের কোরবানিই আগে কবুল করুক।।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০

আহমদ জসিম বলেছেন: কাদের?

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বদ্দা অঁনর ইয়ান হত অইয়ে?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

আহমদ জসিম বলেছেন: কোন কথাটা হয় নি বলেন প্লিজ।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪

সত্যের পথে আরিফ বলেছেন: পশুবধ মানে কি?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২

আহমদ জসিম বলেছেন: বধ শব্দের অর্থ হত্যা, পশুবধ মানে পশু হত্যা।

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: কোন কথাটা হয় নি বলেন প্লিজ।
নারে ভাই,বলেছি আপনারটির দাম কতো?
ভুল বুঝবেন্না প্লিজ

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৬

আহমদ জসিম বলেছেন: আমার কোন জিনিসটি?

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০৬

হাসান মাহবুব বলেছেন: ঠিকই কৈসেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৬

আহমদ জসিম বলেছেন: ধৈন্যবাদ।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে দাদা ভুলে গেছেন,গরু দেখলেই জিজ্ঞেস করা,''বদ্দা হত অইয়ে?''

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৬

আহমদ জসিম বলেছেন: ভাই, কোরবান করার মতো অর্থনৈতিক সংগতী আমার নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.