নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

নায়ক রিয়াজ ও শাওনের টক শো: রিয়াজ যে কারণে ক্ষুব্ধ হলেন!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮

গত বৃহস্পতিবার একটি টিভি চ্যানেলে নায়ক রিয়জ আর শাওনের একটা টক শো দেখলাম। হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত কোন এক ছবি নিয়ে টক শো। তবে কথা সেটা নয়, বহুদিন পর এদেশের কোন অভিনেতার মুখে সত্যিকারের নায়কের মতো কথা শুনলাম। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বললেন: হুমায়ুন আহমেদের মতো জনপ্রিয় ঔপন্যাসিকের উপন্যাস অবলম্বনে ছবি মুক্তি দেওয়া হচ্ছে ১৬টা হলে, আর ভারত থেকে আনা একটি ছবি মুক্তি দেওয়া হচ্ছে ৫০টা হলে, ভিতর থেকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে ধ্বংস করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। এত কিছু না করে সরাসরি বললে তো আমরা অভিনয় ছেড়ে দিতাম। তিনি আরো বলেন, ভারতীয় সিনেমা-নাটকগুলো আমাদের মূল্যবোধ ধ্বংস করছে, ওদের জীবনযাপন আমাদের জীবনের সাথে মিলে না, ওদের শাশুড়ি ঠিক আমাদের এখানকার শাশুড়ির মত নয়, আমাদের বউরাও ওদের বউদের মতো নয়। অথচ ওদের নকল করছে একদল, মেধাহীন পরিচালক। রিয়াজ যা বলেছেন অতটুকু বলার মতো কাউকে এতদিন দেখিনি, তাই রিয়াজের কথা শুনে সত্যিই নায়কের মতো মনে হলো। নায়ক রিয়াজের এই বোধ যদি আমাদের সকলের মাঝে সঞ্চারিত হয়, তবে ভারতীয় সাম্রাজ্যবাদের পোষ্যপুত্র শাসক গোষ্ঠীর হীন ষড়যন্ত্র রুখে দাঁড়ানো অনেক সহজ হবে।

মন্তব্য ২৯ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সব কিছু একদিন চলে যাবে নষ্টদের অধিকারে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৪

আহমদ জসিম বলেছেন: তার আগেই আমাদের রুখে দাঁড়াতে হবে।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬

মাসুদ মাহামুদ বলেছেন: হ হ++++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৪

আহমদ জসিম বলেছেন: প্লাস দেওয়ার জন্য ধন্যবাদ।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩

শূণ্য পুরাণ বলেছেন: নষ্ট

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৬

আহমদ জসিম বলেছেন: কী নষ্ট?

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪

আরণ্যক রাখাল বলেছেন: ওটা ৫০ টা হলে রিলিজ করেই বা লাভ কী?
আপনি কী মনে করেন যারা সিনেমা হলে যায়, তারা উপন্যাস অবলম্বনে রচিত সিনেমা দেখতে যায়?
আর উপন্যাস অবলম্বনে যেসব ছবি রচিত হয়েছে, তার কয়টা দেখার মতো? উপন্যাস হুমায়ুনের অবশ্যই সুখপাঠ্য, এ বিষয়ে ডাউট নেই।
ভারতের সিনেমা বাংলাদেশে আনা মানে এদেশের সিনেমাকে গলা টিপে হত্যা করা, এ কথাটা নীতিনির্ধারকেরা বুঝতে পারছে না কেন, সেটাই আমি বুঝছি না

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৬

আহমদ জসিম বলেছেন: ভারতের সিনেমা বাংলাদেশে আনা মানে এদেশের সিনেমাকে গলা টিপে হত্যা করা, এ কথাটা নীতিনির্ধারকেরা বুঝতে পারছে না কেন, সেটাই আমি বুঝছি না"

রাখাল ভাই, আপনার এই কথাটা ঠিক আহ্লাদিত কথার মতো শোনাচ্ছে, বুঝতে পারছেনা, ব্যাপারটা আসলে তা নয়, বরং ভারতের দালাল শাসক শ্রেণি উদ্দেশ্য প্রণোদিত ভাবে এদেশের চলচ্চিত্র শিল্প ধ্বংস করে, ভারতে বাজার প্রতিষ্ঠা করতে চাচ্ছে!

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

শাহাদাত হোসেন বলেছেন: রিয়াজ অভিনীত সিনেমার নাম কৃষ্ণপক্ষ

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৭

আহমদ জসিম বলেছেন: ধন্যবাদ, নামটা ভুলে গেছিলাম।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: বাংলাদেশের চ্যানেল গুলো ভালো নাটক বানায়। অথচ ইন্ডিয়াতে আমাদের চ্যানেলগুলোর অনুমতি দেয়না। আমরা ভাতরের চ্যানেল গুলো অবাধে আনছি। আমাদের দেশীয় সংস্কৃতিকে ধ্বংস করছে ভারতীয় সব মুভি, নাটক আর চ্যানেলগুলো। এগুলো আমাদের জাতীয় সংস্কৃতির মুলে কুঠারাঘাত। আমরা আশা করবো এ বিষয়ে আমাদের সবার বোধদয় হবে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৫

আহমদ জসিম বলেছেন: এবং এই বোধদয় থেকে একদিন ভারতের আগ্রাসন নীতির বিরুদ্ধে শুরু হবে জনগণের লড়াই, তখন সব দালালরা পালিয়ে যাবে।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪

অর্থহীন পথচলা বলেছেন: নিজের লুংগি ধরে টান দিলে সবারই গায়ে লাগে . .।.।.। ভারতীয় ছবিগুলাই নকল করে আমরা ছবি বানাই .।.। আবার বড় বড় কথা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৬

আহমদ জসিম বলেছেন: এই নকলবাজদের ঘৃণা করি।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭

অগ্নি কল্লোল বলেছেন: কথা ঠিক!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৬

আহমদ জসিম বলেছেন: ধন্যবাদ।

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৫

মারুফ তারেক বলেছেন: লিখার জন্য ধন্যবাদ।
++

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৯

আহমদ জসিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
:(

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬

আলী বলেছেন: ঐ ৫০ হল লাইফসাপোর্ট পাওয়ায় ধন্যবাদ
কেননা হুমায়ুন আহমেদের মতো জনপ্রিয় ঔপন্যাসিকের উপন্যাস অবলম্বনে ছবির দর্শক সীমিত; হল মালিকের সংসার দায়িত্বটা রিয়াজ কোনদিনই নিবেন না আর রিয়াজ হয় ল্যান্ডডেভলোপার এড করে উপরি কামায়া সংসার চালাইলো হল মালিক কি করবো? সর্বশেষ উপায় হলের জায়গায় এপার্টমেন্ট
ইংলিশ-বাংলা-হিন্দি সব চলবে
দর্শক দেখলে দেখবে না দেখলে নাই
বিশেষকোটা দিয়া আর কতোদিন?

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩১

আহমদ জসিম বলেছেন: রুচিশীল দর্শক তৈরির দায়ত্ব রাষ্ট্রকে নিতে হবে। ভারতীয় চ্যানেল বন্ধ করতে হবে।

১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

উল্টা দূরবীন বলেছেন: আসলে রিয়াজের কথা শতভাগ খাঁটি।

০১ লা মার্চ, ২০১৬ রাত ২:২৬

আহমদ জসিম বলেছেন: ঠিক বলেছেন।

১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০

হামিদ আহসান বলেছেন: সত্য কথাগুলি বলার জন্য রিয়াজকে সাধুবাদ

০১ লা মার্চ, ২০১৬ রাত ২:২৭

আহমদ জসিম বলেছেন: একশত বার সাধুবাদ

১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩

রাবেয়া রব্বানি বলেছেন: কথা ঠিক

১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৫

চুঙ্গিওলা বলেছেন: ভালই কইছে

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০

সৌহার্দ্য মুত্তাকিন বলেছেন: অবশ্যই সাধুবাদ.. তবে ওই পর্যন্তই

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

টোকাই রাজা বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম সহমত সব কিছু একদিন চলে যাবে নষ্টদের অধিকারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.